Wednesday, August 22, 2007

ছাগুরাম তিরিভুজ কি সরকারের কঞ্চালটেন্ট?

ছাগুরাম তিরিভুজ যে শিবিরের চামচা, জামাতের পোদবালক তা এতদিন হগলতেই জানতেন।

কিন্তু ছাগুরাম যে সরকারের কঞ্চালটেন্ট তা খেউ জানিতেন না!

নিম্নের পুস্টটি পড়িলে দেকিবেন যে ছাগুরাম তিরিভুজ বিকাল চারটা বারো ঘটিকায় ছাগতিগত মতামত ফরমাইয়াছেন ... আর তার কিচুখন পরেই সরকার কারফিউ জারি করিয়া হার্ডলাইন টানিয়া দিয়াচেন।

ষম্ভবত বিশুবিদ্দালয় বন্দ কইরা হল খালি করবার পরামর্ষও ছাগুরামের হাঁডুপ্রসুত।

পাকিপোংচাটা ছাগুরাম তিরিভুজ শাম এ কি কুবুদ্দি দিতেচে সরকারকে?





ব্যাক্তিগত মতামত: সরকারের উচিত হার্ড লাইনে যাওয়া
২০০৭-০৮-২২ ১৬:১২:৩৮


দেশের বর্তমান পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে এবং পরিস্থিতি শান্ত রাখতে সরকারের উচিত হার্ড লাইনে যাওয়া।


একথা দিবালোকের মতই পরিষ্কার যে, এটা ছাত্র আন্দোলন নয়। গতকাল যারা নিউজ চ্যানেলগুলোতে মিছিল, ৃলুটপাট ও হামলার দৃশ্য দেখেছেন তারা বুঝেছেন নি:সন্দেহে। বুঝেও বুঝবে না শুধু তারা যাদের ব্যপক ক্ষতি হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার কারনে।

তাছাড়া গতকাল ছাত্রদের সকল দাবী মেনে নেয়ার পরেও আজকের ঘটনাগুলোর ব্যাখ্যা কি? এটা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না যে এসব ঘটনার পেছনে রাজনৈতিক দলগুলো রয়েছে।


(নিতান্তই ব্যাক্তিগত মতামত)



রেটিং:৩.৪/১০
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৩৬টি মন্তব্য
* ১৯৮বার পঠিত



comment by: এহহামিদা বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:১৫:১১

জামাতের কেউ ধরা খায় নাই দেইখা!!
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:১৮:৪৮

হার্ড মাথার সরকার হার্ডলাইনে গেছে দেইখাই এই অবস্থা!!

হার্ডলাইনে যাওয়া কোন সমাধান না।

ফকরুদ্দিনের আজই টিভিতে জরুরী ভাষন দিয়ে সামাল দেয়া উচিত, নাইলে মঈন এ্যাডভান্টেজ নিবে।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২০:১১

'জামাত' শব্দটা ব্যবহার করে সব পানিতে মাছ শিকার করা যায় না ব্রাদার! এই সরকারের উপর আপনাদের রাগের কারন বুঝি। দূর্নীতিবাজদের চামচামি বন্ধ করুন। এসব দেখতেও খারাপ লাগে।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২১:২৮

হার্ডলাইন কোনো সমাধান নয়। তবে রাজনৌতিক দলগুলো যাতে সুবিধা নিতে না পারে সেটা দেখতে হবে।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২২:১৭

@জ্বিনের বাদশা
গতকালের দাবীগুলো শুনেছিলেন? ফকরুদ্দিনের পদত্যাগ দাবীই পরিষ্কার করে দিয়েছে এই আন্দোলনের নেপথ্যের কাহিনী....

বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে যারা মিছিল ও লুটপাট করেছে তাদের চেহারা দেখেছেন নিউজে? পাগলেও বলবে না এটা ছাত্র আন্দোলন।
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২২:১৮

জামাত কিন্তু ঘোলা পানিতে মাছ শিকারে ওস্তাদ। ইতিহাস তাই বলে।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৩:৪৩

@ ত্রিভুজ...একমত। খালি কেউ সুযোগটা না নিতে পারে সেই কামনা।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৪:৩০

কারফিউ। ৪.২০ এ সিএসবি তে বলাছে।
comment by: নাদান বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৪:৩৫

একমত @ শাইরি
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৪:৪৭

জ্বি মানুষ, তত্ত্বাবধায়ক সরকার তো জামাতের সরকার। আপনাদের মহান(!) শাহরিয়ার কবীরও দেশের বাইরে গিয়ে এইসব প্রচার করে বেড়িয়েছে। আওয়ামীলীগের দুর্নীতি যে ধরবে, সেই রাজাকার। সেই অর্থে দেশে এখন রাজাকারের সরকার প্রতিষ্ঠিত! কি বলেন?
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৪:৪৮

যেকোনভাবেই হোক দুর্নীতিবাজদের ফায়দা লুটতে দেয়া ঠিক হবে না। বর্তমান অবস্থায় দেশ স্বাভাবিক নয়।
এইমাত্র টিভিতে দেখলাম কার্ফ্যুর খবর।
comment by: কাকতাড়ুয়া বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৬:২০

একমত ।

comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৬:৫৪

কার্ফ্যু দেয়ার দরকার ছিলো। আমার মতে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৭:৩২

যেকোনভাবেই হোক দুর্নীতিবাজদের এবং রাজাকারদের ফায়দা লুটতে দেয়া ঠিক হবে না।
comment by: স্বপ্নদ্রষ্টা বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৯:১৪

আমারও মনে হয় এটা সাধারন ছাত্র আন্দোলন নয়.
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৯:১৫

কারফিউ ছাড়া গতি ছিল না।
comment by: আবু সালেহ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৯:২৯

সরকারের আসলেই হার্ড লাইনে যাওয়া উচিত

চলে গেছে...
কার্ফূ জারি হইছে....৮টা থেকে...
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩০:০৩

নেতারা তাদের বাহিনীকে লেলাইয়া দিছিল আজকে। কালকে পর্যন্ত এইটা ছাত্র আন্দোলন ছিল।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩০:৫১

কিন্তু কেউ যেনো ফায়দা লুটতে না পারে ইনক্লুডিং জামাত।
comment by: নুর3ডিইডি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩২:৩৭

কোন শান্তি প্রিয় নাগরিক এই রকম পরিস্থিতি আশা করেনা, সরকারের উচিত হার্ড লাইনে যাওয়া, এবং মানুষকে শান্ত করার জন্য টিভিতে প্রধান উপদেষ্টার ভাষন দেওয়া জরুরী।
ধন্যবাদ ত্রিভুজ ভাই।
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৪:৫৬

জামাতির সাথে সরকারের যোগসাজস রয়েছে এ কথা আমি বলিনি। আমি বলেছি জামাত ঘোলা পানিতে মাছ শিকারে ওস্তাদ। আর পানি যেহেতু এখন ঘোলা সেহেতু সে শিকারে নেমে গেছে। আওয়ামিলীগ, বি এন পি দুর্নিতীবাজ এটা যেমন সত্য, জামাত যে রাজাকার এটাও তেমন সত্য। সবার বিচার হওয়া উচিৎ। আপ্নি কি বলেন @ ত্রিভুজ।
comment by: নুর3ডিইডি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৫:২৯

শুধু কার্ফ্যু দিলে হবে না। কার্ফ্যু মানার জন্য ব্যবস্তা করতে হবে। মানুষকে বুঝাতে হবে যে, তারা কার সম্পদ নষ্ট করতেছে।
comment by: আসল ট্র্যাপ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৫:৫৮

কোন দিক সমর্থন করুম এই সিদ্ধান্ত নিতে জামাতিগো ১ দিন দেরি হয়।
(নিতান্তই ব্যাক্তিগত মতামত)
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৬:১৬

সহমত@মানুষ
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৭:৫৭

ফকরুদ্দিনের পদত্যাগ দাবী করলেই হার্ডলাইনে যেতে হবে কেন?
বাই দ্য ওয়ে, কারা পদত্যাগ দাবী করল? পেপারে দেখিনি ...

ফখরুদ্দিনের এখন মাথা ঠান্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত ... মাথামোটা আর্মিকে পাত্তা না দিয়ে জরুরী টিভিভাষন দেয়া উচিত ... শীগগিরই যে জরুরী অবস্থা উঠাবে সেটা বলা উচিত ... তাদের প্ল্যানও তো তাই ছিল ...আগামী মাস থেকে জরুরী অবস্থা উঠে যাবে ..

তাইলেই কেবল পরিস্থিতি তার নিয়ন্ত্রণে থাকবে

নাইলে ওয়ার্সট কেইসে আর্মিতে পাল্টা ক্যুও হতে পারে ... যদি পাবলিক কার্ফ্যু না মানে
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৮:৫৯

@ মানুষ...সহমত
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৪৯:৪৩

ক্যাম্প প্রত্যাহার মেইন দাবি ছিল। সাথে ছিল বিচার করা দোষীদের।
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৫০:৪৮

ত্রিভুজ, আপনার মতামত জানালেন না।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৫১:১৫

@জ্বিনের বাদশা
"ফকরুদ্দিনের পদত্যাগ দাবী করলেই হার্ডলাইনে যেতে হবে কেন?"
ফকরুদ্দিনের পদত্যাগ দাবীটা প্রমাণ করে এই আন্দোলনের মূল উদ্দেশ্য কি এবং এর পেছনে কারা মদদ দিচ্ছে। আরো অনেকগুলো দাবী ছিলো। এই মূহুর্তে মনে পড়ছে না। গতকাল সন্ধ্যার পর থেকে অনেকগুলো চ্যানেলেই এই দাবীর কথা পরিষ্কার ভাবে প্রচার করা হয়েছে। পরে সরকারের চাপে হোক আর যে কারনেই হোক দাবীগুলো নিয়ে বেশী হৈ চৈ করেনি মনে হচ্ছে। তবে গতকাল পুরো দেশবাসী এইসব দাবী শুনেছে চ্যানেল আই, সিএইবি, এনটিভি ও সকল চ্যানেলে।

"ফখরুদ্দিনের এখন মাথা ঠান্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত ..." সহমত! আমার মনে হয় মাথা ঠান্ডা করেই সরকার কাজ করছে। নতুবা গতকাল সেনা প্রত্যাহারের ঘোষনা ও দু:খ প্রকাশ করা হতো না। যখন তাদের প্রাথমিক সকল দাবী মেনে নেয়ার ঘোষনা দেয়া হলো, তখনই আন্দোলনটা থেমে যাওয়া উচিত ছিলো। থেমে যায়নি এবং আজকেও লুটপাট ও গন্ডগোল হয়েছে। এতে কি প্রমাণীত হয়? দেশে একটা গোলমাল বেধে গেলে কাদের লাভ হবে এই মূহুর্তে? ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন।

তবে সরকারকে অনেক সাবধানে কাজ করতে হবে। কোন দূর্নীতিবাজ রাজনৈতিক দল যেন এই সুযোগটা কাজে লাগাতে না পারে। আমরা ফখরুদ্দিনের এর সমর্থনে আছি। আমার ধারনা বেশীর ভাগ দেশবাসীই আছে।

"নাইলে ওয়ার্সট কেইসে আর্মিতে পাল্টা ক্যুও হতে পারে ... যদি পাবলিক কার্ফ্যু না মানে"
চান্স একেবারেই নাই। যতদুর মনে হচ্ছে, মাস পাবলিক এই আন্দোলনের সমর্থনে নাই। শুধু রাজনীতির সাথে জড়িত কিছু ক্ষতিকর পাবলিক প্রপাগান্ডা চালাচ্ছে এই মূহুর্তে।
comment by: ওবায়েদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৭:১১:০৪

বাড়ি গাড়ি সব ধ্বংস করে দেওয়া হোক, না হয় কিসের বাঙ্গালী!!
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন :
২০০৭-০৮-২২ ১৭:১৭:২৯

****
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৭:২০:১৮

মৌনতাই সম্মতির লক্ষন ধরে নিলাম।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৭:২৭:২৬

@ওবায়েদ
ঠিক........ আবার ৩৭ বছরের দূর্নীতিবাজদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হউক!!!!

ভাস্কর দা,
এনকোডেড মন্তব্য দিলেন.. আমার কাছে এর ডিকোডার নাই। ডিকোড করে দিন.. :-)
comment by: আশরাফ রহমান বলেছেন :
২০০৭-০৮-২২ ১৮:২৩:৫৫

এরশাদের আমলেও দেখা গেছে একটি রাজনীতিক দল পুলিশ কর্মকর্তাকে টাকা ঘুষ দিয়ে গাড়ী চাপা দিয়ে ছাত্রদের হত্যা করার ব্যবস্থা করে আন্দোলনের ইস্যু তৈরীর ব্যবস্থা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখে তাই মনে হয়। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ভাঙচুর ও লুটপাট করা সাধারণ ছাত্রদের কাজ নয়। একটি সংঘবদ্ধ চক্রই এমনটি করতে দেশকে অস্থিতিশীল করার জন্য। হয়তো এর মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা তুলতে চায়। সরকারের উচিত সকল দুষ্কৃতিকারীকে গ্রেফতার এবং তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজদের রক্ষা করা এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৮:২৬:০২

@ আশরাফ রহমান...জামাত জামাত ডাক পারি, জামাত মোদের কার বাড়ি, আয় রে জামাত ক্যান্টন্মেন্টে আয়, মইন তোমারে বুলায়
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৮:৩০:২৯

@ আশরাফ রহমান...জামাত জামাত ডাক পারি, জামাত মোদের কার বাড়ি, আয় রে জামাত ক্যান্টন্মেন্টে আয়, মইন তোমারে বুলায়