Tuesday, August 21, 2007

ছিল্পছংকৃতি কুন দিকে যাচ্চে?

কতিপয় দুষ্ট লোক আমাদের সবার পিয় আকন্দ চাচ্চুরে পচাইয়া এককান গান বানাইছে। এইটা লইয়া বাংলাদেশের জনপ্রিয় বলোগ ইনজিল ছামোয়ারিনে পতিবাদ কচ্চে ফচটাছ নামে একজন ডাক্তার।





বাজে গান ও "মোহাম্মদ আলী আকন্দ"
২০০৭-০৮-২১ ১০:৩৭:০৭

আমাদের ব্লগের অত্যন্ত ভদ্র, সহানুভূতিশীল একজন ব্লগার হলেন "মোহাম্মদ আলী আকন্দ"।
এখানে কিছু ফালতু লোকের প্যাচে পরে তিনি আর আসন না এই ব্লগে। আমরা হারিয়েছি একজন সুস্থ সুন্দর আইনজীবী কাম ভাল মানুষকে। তিনি এখন ত্রিভুজডট কমে লিখছেন।
অত্যন্ত পরিতাপের বিষয় তাকে এই ব্লগ থেকে তাড়িয়ে সেই তথাকথিত প্রগতিশীলরা ক্ষান্ত হয়নি। মোহাম্মদ আলী আকন্দ নিয়ে একটা গানও তার অনলাইনে ছেড়ে দিয়েছে।
আমি তাদের এই রুচিহীন, বাজে কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



রেটিং:৪.২/৫
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১৬টি মন্তব্য
* ১২০বার পঠিত



comment by: নিন্দুক বলেছেন :
২০০৭-০৮-২১ ১০:৪৫:১০

জটিল গান, খুবই মজা পাইলাম গানটা শুনে। মোহাম্মদ আলী আকন্দকে ফিরিয়ে আনা হোক। উনাকে নিয়ে আরও গান রচিত হোক।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২১ ১০:৫৮:৫৯

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা....
তীব্র প্রতিবাদ
comment by: শাহরীয়ার বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:০২:৫৭

জামাই আদর দিয়া গোয়া মারলেন ভাই
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:০৫:২৩

আমি তীব্র প্রতিবাদ জানাচ্চি
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৪৫:৩০

কী হচ্ছে এইসব!
কাইল শুনলাম ত্রিভুজের নামে নোয়াখালিতে দীঘি'র নামকরণ করা হয়েছে,আইজ শুনি আকন্দ ভাইরে লইয়া গান বান্ধা হইয়াছে!
comment by: সফদর আলী বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৪৯:৩১

মজারু :)
comment by: মুকুল বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৫৩:২৫

প্রতিবাদ জানাচ্ছি @ হোসেইন-দ্য এ টিম
ব্লগার তিরভুজের জন্মের আগ থেইকা ঐ দিঘীর নাম ত্রিভুজ দিঘী।
comment by: মুক্তপাখী বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৫৬:৫৭

comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৫৮:০৯

সফদর আলীর লিন্ক মুছে ফেলা হউখ
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:০২:৩৮

এটা আকন্দ আন্কলের নিজের গাওয়া...
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:০৩:৩৩

অমিত ই মেইল চেক করেন
comment by: মুকুল বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:১৩:৪৩

ডঃ আইজউদ্দিন আমারে ইমেইল করে না (অভিযোগ)
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:২৮:৩৭

মুকুল,আপনে বললে তো হবে না।ম্যনিপুলেশন মাস্টার ত্রিভুজ কইব যে এই দীঘিটার নাম তার নামে হইছে।তার গে নাগর অশ্রু আবার সেইটারে সমর্থন দিব।
আইচ্ছা,আঈজুদ্দিন আপনারে মেইল না করলে কী হইবে,আমি করব নে।আমারে এক্টা মেইল দিয়েন Hossain.Jahed@gmail.com
comment by: ধোনোরাজ পিল্লাই বলেছেন :
২০০৭-০৮-২১ ১৪:১৫:০৭

অত্যন্ত আপত্তিকর গান। এখানে শুধু আকন্দ সাহেবকে না স্বনামধন্য কবি ব্রাত্য রাইসুকেও ব্যাঙ্গ করা হয়েছে।
প্রতিবাদ স্বরূপ ঠেলা দিলাম।
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-২১ ১৪:২২:১৭

আকন্দ সা'বকে নিয়ে এরকম অপপ্রচারের নিন্দা জানাই।
comment by: কাষ্ঠু বলেছেন :
২০০৭-০৮-২১ ১৪:৩১:৪৩

আস্তাগফিরুল্লাহ!

"আমি কুনু পীর নই" বলেচেন হেবোদা

মুরিদান বেরাদারান!

আমাদের জন্য দুক্কের কবর আছে। হেবোদা বলেচেন তিনি নাকি পীর নহেন। এই দুক্কু আমরা কুতায় রাকি, কুতায়?

হেবোদা পীর না হইয়াও যে আছায্য তালেছমতি দেকাইয়া থাখেন তা দেকিয়া আমরা তাজ্জুব ও বেয়াকুল।

যেমন ধরেন উনি মাজে মাজেই ৯৯৯ লম্বরে পুন দিয়া পুলিছবাহিনীর মদ্যে দৌড়াদুড়ি লাগাইয়া দ্যান। মাজেমইদ্যে যে দেকা যায় পুলিছের গাড়ি পুলিছের মটুরছাইকেল পো পো করিতে করিতে লৌড়ালুড়ি করে, উহা সব হেবোদার পুন দেয়ার পল।

বিছ্বাস না হইলে হেবোদার মুকেই শুনেন।




টিএন্ডটি ল্যান্ডফোন থেকে দেড় টাকা মিনিটে কথা বলুন সারাদেশে
২০০৭-০৮-২০ ১৮:৩২:০৮

টিএন্ডটি ল্যান্ডফোন থেকে সারা দেশে ফোন করা যাবে মাত্র দেড় টাকা মিনিটে। সুত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ে নেয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে। পাশাপাশি ঢাকা শহরের মধ্যে কথা বলার কলরেট আরো কমানো হবে।

সরকারের উচ্চ পর্যায়ের একটি সুত্র জানায়, বর্তমান মার্কেটে প্রতিযোগিতায় টিকতে হলে নিত্য নতুন অফার দিতে হবে। কারন মার্কেট এখন উম্মুক্ত। আর তাই এই নতুন কলরেট।

নতুন কলরেটের ফলে টিএন্ডটি ফোনের ব্যবহার বাড়বে বলে আশা প্রকাশ করেছে অনেকে। পাশাপাশি টিএন্ডটি ল্যান্ডফোন নিতে ঝামেলা কমানো উচিত বলেও মত দিয়েছেন অনেকে।

একটু আগে আন্ধার রাত নামক এক ব্লগার লিখলো আমি নাকি পীর সাহেব হয়ে গেছি। কারন সবকিছু আগে আগেই বলে দেই। তাকে বলছি, আমি পীর সাহেব নই। তবে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের পলিসি মেকারদের অনেকেই আমাকে পছন্দ করে। আর তাই তাদের কাছ থেকে সহজেই অনেক তথ্য পাই। যেকারনে আগে বলতে পারি অনেক কিছু।


রেটিং:২.১/৭
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৪টি মন্তব্য
* ২৫২বার পঠিত



comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৪:১১

"""তবে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের পলিসি মেকারদের অনেকেই আমাকে পছন্দ করে। আর তাই তাদের কাছ থেকে সহজেই অনেক তথ্য পাই। ""

কেনো?
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৬:০৪

আপনি কি ওদের পেইড সাংবাদিক? আর সবাই বলে আপনার পুরা নাম নাকি মো. আরাফাতুল ইসলাম হাবীব?
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৬:৩৭

ওরে বাবা ! ভাই আপনে তো মহা উপরের লোক....!
কবে থেকে ফোন করলে মোবাইল কোম্পানিগুলা উল্টা আরো টাকা দেবে , এইটা একটু জানাইয়েন
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৬:৪৮

আপনি যে মুসলমান হয়ে প্যাগ খান আর প্রিচ খান এটা কি বর্তমান সরকার এনডোর্স করে?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৭:০৩

মনিটর @ যেই লাইনটা কোড করেছেন সেটা ভালো করে পড়লেই কেনোর উত্তর পাবেন।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৯:১৬

হাসান তারিক @ উল্টো টাকাতো এখনই দ্যায়। ফোন করলে থ্যাংকু বোনাস হিসেবে টাকা দেয়। সিম কিনলে টক টাইম হিসেবে টাকা দেয়। নির্ধারিত দোকান থেকে কোন কিছু কিনতে গিয়ে এসএমএস করলে ডিসকাউন্ট হিসেবে টাকা দেয়। আপনি কি আরো টাকা চান ?

comment by: সাঈফ শেরিফ বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৯:৫০

কার্যকর হলে ভালো। ১.৫০ টাকা মানে ভ্যাট সহ ১.৭২ টাকা।
এর আগে প্রয়োজন ল্যান্ড লাইন কানেক্টিভিটি কে আরো সস্তা, সহজলভ্য ও দ্রুত করা, হয়রানি বন্ধ করা।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪১:১২

সাঈফ শেরিফ @ আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো নিয়ে চিন্তাভাবনা আছে সরকারের। আশা করছি এগুলোরও সমাধান করা হবে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪১:২৬

আরে আমার জবাব কই? আর হাসান তারিক একটা পাদা আর সাইফ শেরিফ একটা গাধা
comment by: সাঈফ শেরিফ বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪৩:০৭

আর ডঃ আইজউদ্দিন হলো রামায়নের সাম্প্রদায়িক হনুমান।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪৪:১০

না আমি সকল হনুমান সম্প্রদায় রিপ্রেসেন্ট করি, তোমার মত রামায়ন খুজিনা
comment by: শুভ কিবরিয়া বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪৯:৫৫

ভালো খবর দিলা। এজন্য ৫
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৫০:১০

হনুমানে এই নিয়া বহুবার খোমা পাল্টাইল.........জুইত কইরা বওনের আগেই হইয়া যায়.....মানে ব্যান হইয়া যায়
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৫১:২৭

হাসান তারিক তোমার ৩৫০০০ কোটি টাকার পোস্ট কই? আর আমারে ব্যান করলে তোমার কষ্ট হয় কেন? আমার তো ভালাই লাগে
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৫৮:৫৪

ভাদাগো সব কথার জবাব দিতে নাই , তবে তোমার কষ্ট আমি বুঝি.......হনুমান.......আফটার অল , তোমার পূর্বপুরুষ ডারউইনে কইসিলো....সারভাইভাল ফর দ্যা ফিটেস্ট.......যাউক গা, দেহি এই খোলসে কয়দিন টিকতে পারো
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:০১:১৭

তাও ভালা আমার পুর্ব পুরুষ ডারউইন, হাসান তারিকের পুর্ব পুরুষ তো গোলাম আজম, নিজামী আর মুজাহিদ
comment by: জায়দান বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:০২:৩১

হাবিব ভাইয়ের পোস্টে বিটলামি করার জন্য ১ দাগানো হইল।
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:১৩:৫৫

হে হে ......ঘুইরা ফিরা সেই একই ফোবিয়া , যাউক গা , হনুমানগিরি কর ভালো কথা , ব্যান খাইও না , তোমারে ব্যান না খাওয়ার লাইগা অগ্রিম শুভেচ্ছা।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:১৬:২৮

ফোবিয়া কিসের ? কেন গো আ, মুজাহিদ, নিজামী এ গুলানরে ভয় পাওনের কি আচে, তোমগো বাপ কি তাই শিকায়। শোনো হাসান তারিক গো আ, মুজাহিদ, নিজামী তোমার বাপ হলেও এরা ইতর প্রানী, ভয় পাওনের কিচ্চু নাই
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২১:৫৫

হে হে ......ঘুইরা ফিরা সেই একই ফোবিয়া , যাউক গা , হনুমানগিরি কর ভালো কথা , ব্যান খাইও না , তোমারে ব্যান না খাওয়ার লাইগা অগ্রিম শুভেচ্ছা।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২২:৪৪

ফোবিয়া কিসের ? কেন গো আ, মুজাহিদ, নিজামী এ গুলানরে ভয় পাওনের কি আচে, তোমগো বাপ কি তাই শিকায়। শোনো হাসান তারিক গো আ, মুজাহিদ, নিজামী তোমার বাপ হলেও এরা ইতর প্রানী, ভয় পাওনের কিচ্চু নাই

comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২৩:২৯

তোমার বাপেরা গো আ, মুজাহিদ, নিজামী কি তোমারে জামাতের রুকন না সাথী বানাইসে?
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২৬:৫৪

মুজিব মরে দেশের লোকের হাতে , হাসিনা পঁচে জেলে আর জলিল চাচায় সব দোষ হাসিনার ঘাড়ে চাপায়া অব্যহতি চায়.......।
এইদিকে নিজামী মহানন্দে তবারক বিলায় আর মুজাহিদ ঘুরতে যায় বিদেশে.......
মন্তব্য নিষ্প্রয়োজন
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২৯:১০

হ কেয়ামতের দিন মনে হয় আসন্ন, মহান আল্লাহ পাক বলেচেন যকন দোষীরা ঘুরে বেড়াবে আর নির্দোষীরা জেলে পচবে?তোমার বাপেরা গো আ, মুজাহিদ, নিজামী কি তোমারে জামাতের রুকন না সাথী বানাইসে?

comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:৩১:১১

আপনারা মুল বিষয় থেকে অনেক দুরে চলে গেছেন। দয়া করে এই পোস্টে টিএন্ডটি বা বিটিটিবি নিয়ে আলোচনা করুন।

হাসান তারিক আর সাঈফ শেরিফ কে বলছি @ ভাই কুকুর কামড় দিলে আপনারাও কি কুকুরকে কামড়ে ধরবেন নাকি? এই ব্লগে কিছু কুকুর আছে। কাজই হচ্ছে কামড়াকামড়ি করা। এগুলোকে পাত্তা না দিলেই মঙ্গলজনক হবে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:৩২:২৮

হেবো চুপ মার, এ দুইটা শিবিরের চেলা। নিজের প্যাগে ওয়াইন খা
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২১:২৮:১৮

আইচ্ছা এখন টিএন্ডটির লাইন নিতে হলে কি করতে হয় ? কয়দিনে লাইন পাওয়া যায় ?
comment by: এ্যাটেম পার্টি বলেছেন :
২০০৭-০৮-২০ ২১:৩১:৫৭

ছাইপ কোরিফ, আঈজুদ্দিনের গাধা তোমারে বুলায়?
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২১:৩৮:১৯

আরফাতুল প্লিজ আমার প্রশ্নটা !!! আর ঢাকায় ল্যান্ড ফোনের ব্যাপারে ওয়ার্ল্ডটেলের সমস্যাটার কি হল ? এ ব্যাপারে আপনি কবে মিটিঙে বসবেন ??
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:১৭:০৫

হেবো তুম আন্দোলনে না গিয়া ব্লগে কি করো?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:১৮:৪৪

অমিত @ কয়দিনে ল্যান্ডফোন লাইন পাওয়া যাবে সেটা টিএন্ডটি বোর্ড/বিটিটিবি বলতে পারবে। তাদের ঠিকানা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। দয়া করে তাদের সাথে যোগাযোগ করুন।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৩৩:৪৮

ব্যাপার হল, আমার ধারণা আপনি সমস্যাহুলা প্রায়োরাটাইজ করতে পারেন না বা সমস্যাগুলার মূলে যেতে চান না। টিএন্ডটির ফি কমলে আমি কি করব যদি আবেদন করার ১ বছরের মধ্যে ফোন না পাই !! আপনি খালি গ্রামীণের কথা বলেন। খুবই ভাল কথা। গ্রামীণতো একটা ফাজিল রক্তচোষার দল। আপনি অন্যান্য অপারেটরদের নিয়ে একটা তূলনামূলক রিপোর্ট দেন, যাতে সবাই একটা ডসিশনে আসতে পারে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৩৭:১৪

অমিত@ আগে টিএন্ডটি ফোনের জন্য অ্যাপ্লাই করেন। তারপর ১ মাসের বেশি দেরি হলে আমাকে জানাইয়েন। যদি উপর নির্ভর করে বেশি লিখে ফেলছেন। পরিস্থিতি এখন অনেক বদলেছে।
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৪৬:৪০

এমন একটা সিস্টেম করা উচিত বাইরের দেশগুলোর মতো যেখানে একটা নাম্বারে ডায়াল করে এমার্জেন্সী হেল্প সাথে সাথে পাওয়া যাবে। এবং তা ফ্রি হবে, বিল হবে না, সুতরাং যে কোন ফোন থেকে যে কেউ বিপদে পড়লেই কল করে সাহায্য চাইতে পারবে। যেমন আমেরিকাতে ৯১১
কি বলেন?
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৪৮:১২

৯৯৯ আছে দেশে, মনে হয় খালি ঢাকার পুলিশে কন্টাক্ট করার জন্য।
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৫৩:৫৭

হ্যাঁ সেটার খবর জানি, আর সার্ভিস যা তা তো বলার অপেক্ষাই রাখে না। ধন্যবাদ রাশেদ।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৫৪:৫৮

শুনেন আমার টিএন্ডটি ফোন নিতে আধাবেলা লাগতে পারে, ব্যাপার সেটা না। এই যে বললেন ১ মাসের উপর লাগলে আপনেকে বলতে, সেটাই হল ব্যাপার।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২১ ০৯:১১:০১

বইপাগল@ ৯৯৯ ফোন করে আপনি কোন হেল্প পেয়েছেন কিনা কিংবা আদৌ চেয়েছেন কিনা আমার ধারনা নেই। তবে আমার পেশার খাতিরে মাঝে মাঝে ৯৯৯ এ ফোন করতে হয় এবং কাজও হয়।

অমিত @ আপনি আধাবেলায় টিএন্ডটি লাইন নেওয়ার ক্ষমতা রাখলে আবার অযথা চেচাচ্ছেন কেন? আসলে সরকারী সেবা মানিই খারাপ- এটা প্রমান করার চেষ্টা সবসময় কাজ করে আপনার মধ্যে। আমরা প্রতিবেদন তৈরি করতে গেলে স্পেসেফিক অভিযোগ লাগে। সেজন্য বলেছি একমাসের মধ্যে না পেলে আমাকে জানাবেন। কারন তখন যদি বিটিটিটি নিয়ে কিছু লেখি সেটা যৌক্তিক হবে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ০৯:১৫:৫৮

হেবো তুম আন্দোলনে নেহি গেয়া?
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২১ ১৩:০৫:৫২

আমি পীর সাহেব নই। তবে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের পলিসি মেকারদের অনেকেই আমাকে পছন্দ করে। আর তাই তাদের কাছ থেকে সহজেই অনেক তথ্য পাই। যেকারনে আগে বলতে পারি অনেক কিছু।
-----------
উপরের কথাখান হাবিব মহাজনের মতো শুনাইলো
তবে ভালো খবর দেয়ার জন্য ধন্যবাদ।
comment by: অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-০৮-২১ ১৩:১৫:০২

যৌনাকাঙখাই তীব্র মাথাব্যাথার কারণ
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-২১ ১৭:১৯:২২

মো. আরাফাতুল ইসলাম, আমি আসলে কখনো ৯৯৯ ডায়াল করে কখনো সাহায্য চাইনি। তবে সিএনজি-র পেছনে লেখা নাম্বারগুলোতে একবার করেছিলাম, ফোন সব বন্ধ পেয়েছিলাম তখন, সেই বিরক্তি থেকেই ঐরকম মন্তব্য করেছি। ৯৯৯ আমার কখনো প্রয়োজন পড়েনি, তবে আপনি যেহেতু বলছেন পেয়েছেন, তো আমি এখন আশাবাদী হলাম। ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২১ ১৯:১৫:০৫

বইপাগল @ সিএনজি'র পেছনে গ্রামীণফোনের যে নাম্বার সিরিজগুলো আছে সেগুলো সব সময়ই অন থাকে। অন্তত্ব আমি কখনো অফ পাইনি। কারন মাঝে মাঝে সিএনজি/টেক্সিঅলারা কাংখিত গন্তব্যে যেতে না চাইলে ওই নাম্বারগুলোতে ফোন করে সার্জেন্ট আনাই। আপনি কেন বন্ধ পেলেন বুঝতে পারছি না ...
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১৯:২৮:৫১

হেবো তুম আন্দোলনে নেহি গেয়া?

গেরামিনকে কুত্তার বাচ্চা বলেচেন হেবোদা

কতাটা কারাপ বলেন নাই। গেরামিনফুন হেবোদার সাতে বেশি চুদুরবুদুর করিতেচে ইদানিম। হেবোদার সাতে তারা আগে বসতো, একন বসতে চায় না। হেবোদার সাতে না বইসাই তারা বাংলাদেশে ব্যবছা করতে ছাচ্চে।

আপনারাই কহেন, তা কি হতে পারে? হেবোদার সাতে ওটাবসা না কইরা কি কেউ বানিঝ্য চালাইয়া যাইতে পারে এই দ্যাশে?

হেবোদা অবশ্য অতিতে গেরামিনফুনের বিল বাকি রাখছিলেন, তা তিনি রাখতেই পারেন। গেরামিন ফুনের বিল বাকি কেন, তিনি মারিয়াও দিতে পারেন। তাই বলিয়া গেরামিন তার কানেকষুন বন্দ করি দিবে? অ্যাত্তো আস্পদ্দা? তারা কি জানে না যে গেরামিন ফুনরে কতায় কতায় গাইলগালাজ করিলেও অ্যাট দি এন্ড অপ দি ঢে হেবোদা গেরামিনের ফুন দিয়াই তার জানেমনকে ফুন মারেন? লাইন কাটিয়া দিলে হেবোদা যেসব রাস্টিয় গুরুত্থপুর্ন কামে কতাবার্তা বলেন সেগুলি কিবাবে বলিবেন? কিবাবে আউটগুয়িং করিবেন?

ইঁয়ার বিচার গরন ফরিব।

বিচতারিত হেবোদার নিজের ওয়াজে হুনেন।





আপনার গ্রামীণফোন সংযোগের আউটগোয়িং কি বন্ধ করে দেয়া হয়েছে? অজ্ঞাতকারনে আমারটা বন্ধ
২০০৭-০৮-০৩ ০৯:৫১:২৮

গত বিকেল থেকে ঘটছে ঘটনাটি। আমার প্রি-পেইড গ্রামীণ ফোন নাম্বারের আউটগোয়িং কল বন্ধ করে দেয়া হয়েছে। গত বিকেল থেকে এখন পর্যন্ত শুধু মাত্র রাত ১২টার দিকে মিনিট পাচেঁক এর জন্য আউটগোয়িং খোলা ছিলো।
আমি একাউন্ট রিচার্জ করেছি। একই জায়গায় বসে অন্য মোবাইল এবং গ্রামীণফোনের অন্য নাম্বার দিয়ে কল করে দেখেছি। একই জায়গায় বসে অন্য গ্রামীণ নাম্বার দিয়ে ফোন যায়ও আসেও। কিন্তু আমারটায় শুধু আসে, যায় না। একাউন্ট ব্যালেন্সও চেক করা যায় না।
সেট থেকে সিম খুলে অন্য নাম্বারে লাগিয়ে দেখেছি। অবস্থার কোন পরিবর্তন নেই। অন্য নাম্বার দিয়ে গ্রামীণ কাস্টমার কেয়ারে ফোন করেছি কয়েকবার। কিন্তু কুত্তার বাচ্চারা তাদের বিজ্ঞাপনগুলো শোনায় আর মিনিটের পর মিনিট কল ওয়েটিংয়ে রেখে দেয়। এইজন্য আবার পয়সা গুনতে হয় পাবলিকের।
গত ৭ বছরের ধরে এই নাম্বারটা ব্যবহার করছি। কখনো এমন সমস্যায় পড়িনি। এই নাম্বারটায় ডিস্টার্ব হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রচন্ড সমস্যায় পড়ে গেলাম ...


রেটিং:৫.০/১
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১৭টি মন্তব্য
* ১৮৯বার পঠিত




comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৩ ০৯:৫৭:৩৯

র‌্যাব কে খবর দেন।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:০৮:৩২

সেলিম @ র‌্যাবকে কি খবর দেবো?
comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৩ ০৯:১০:২১

র‌্যাবকে বলেন যে, আপনার সাথে অন্যায় করছে গ্রামীন ফোন। কোর্টে কেসও করতে পারেন।
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:৪৩:৪৪

সত্যি কথা, আমার আশপাশের তিনজনের এই সমস্যা। আরেকজন টাকা রিচার্জ করতে পারছেন না। ব্যাপারটা আমিও বুঝছি না।
comment by: মানচুমাহারা বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:৫৪:৩২

আমার যতদূর মনে হয়, র‌্যাংগস ভবনের পাশের বা ভবনে গ্রামীন ফোনের সুইচ আছে যা সরানো হচ্ছে যে কারনে আপাতত আউটগোয়িং কারো কারো বন্ধ আছে। আমারও একই অবস্থা। আজকে প্রথম আলোতে এই রকম একটা নোটিস দিয়েছে গ্রামীনফোন।
comment by: মোঃ নাজমুল হাসান বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:৫৭:৩৬

এইটা সম্ভবত সাময়িক সমস্যা।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১১:২১:২৮

আমি কতা কইচি তাগো লগে।তারা কইচে কিচু কিচু নাম্বারে এই সমস্যা হইতাচে যা আজ দুপুর হইতে ধীরে ধীরে ঠিক হয়া যাইব এবং কাল নাগাদ সবগুলান ঠিক হইব।
এর লগে রাঙস ভবনের কোন সম্পর্ক নাই।
comment by: মামু বলেছেন :
২০০৭-০৮-০৩ ১১:৩৭:২৮

র‌্যাংগস ভবনে গ্রামীনের একটা সুইচ রুম আছে। সেটা দ্রুত সরানোর কাজ করার জন্য কিছু কিছু গ্রাহকের সমস্যা হচ্ছে।

অতি দ্রুত সরানোর কাজ করার জন্য গ্রামীন বিকল্প কোন ব্যবস্থা করতে পারেনি। এই সমস্যাটা গত কাল বিকেল থেকেই শুরু হয়েছে।
এ ব্যাপারে আমি গত রাতেই একটা পোষ্টের মন্তব্যে উল্লেখ করেছিলাম গ্রামীন ফোনের লাইনে সমস্যার কথা। সমস্যা গুলো মূলত প্রিপেইড এ বেশী হচ্ছে।
http://www.somewhereinblog.net/blog/ochenapothikblog/28723961
comment by: কক্সবয় বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:২৭:৪৬

আমার ও একই অবস্থা গেছে গতকাল।এখন ওকে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:৩০:৫৩

গ্রামীণফোনের এক অফিসারের সাথে আমারও কথা হইলো কিছুক্ষন আগে। তাদের ব্যাখ্যা এরকম, মোট ২০টি সিরিজের গ্রামীণফোন নাম্বারের নিয়ন্ত্রন ছিলো রেংগস ভবনে। বিল্ডিং ভাঙ্গা শুরু হওয়ায় এসব নাম্বারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরানো হচ্ছে। ফলে আউটগোয়িং এবং ব্যালেন্স চেক বন্ধ আছে। তবে কোন নাম্বারের ইনকামিং বন্ধ করা হয়নি।
আমার নাম্বারটাও সেখানে থাকায় সমস্যায় পড়িছি। খুব দ্রুত এই সমস্যার সমাধানও করা হবে।
comment by: পরোপকারী বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:৩৮:৫৫

কিন্তু তাদের কে কল করলে কলারের টাকা কাটবে কেন? এইটাতো ফ্রি সার্ভিস হওয়ার কথা।
গত মাসে আমার সিম কার্ডটি নষ্ট হয়ে গিয়েছিল। কাষ্টমার সার্ভিসে প্রায় ১ ঘন্টা কথা বলে তাদের সাহায্য নিয়েছি কোন পয়সা কাটে নাই।শেষ পর্যন্ত কাস্টমার সার্ভিসের অনুরোধে আমার নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়ার পর আমাকে নতুন একটি সিম কার্ড দেওয়া হইয়াছে আমার পুরানো নাম্বারটা এবং একাউন্ট ব্যালেন্স এবং মেয়াদ কাল সবাই ঠিক পেয়েছি। অবশ্য আমি রিয়াদে থাকি এবং সৌদি আরবের মোবাইলি ফোন ব্যাবহার করি।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:৫৭:৩৫

আমি ভাবলাম আমাগো হাবিব ভাইয়ের পেছনে আবার ঢ়্যাব লাগলো নাকি .....
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১৩:০০:২৭

পরোপকারী @ এটা রিয়াদ না বাংলাদেশ। আমাদের রাষ্ট্র শাসকরা এসব অপারেটরের হাতে জিম্মি। আর তাই এখানকার অবস্থা এরকম।
comment by: উদাসী স্বপ্ন বলেছেন :
২০০৭-০৮-০৩ ১৬:৪০:৪৭

"আমাদের রাষ্ট্র শাসকরা এসব অপারেটরের হাতে জিম্মি।"
এটা ভুল বললেন ভাই। গত বছর ভিওআইপির লাইসেন্স এর জন্য এক প্রভাবশালী মন্ত্রি আবেদন করেছিলো। তার কাছে বিটিআরসি ঘুষ চেয়েছিলো ৫০ লাখ টাকা, যেখানে গ্রামীনের কাছে চাওয়া হয়েছিলো ১০কোটি টাকা। উল্লেখ্য ঐ মন্ত্রীর আন্ডারে আমিও কাজ করতাম। আর ৩জি এর চ্যানেল লাইসেন্স এর নাম করে এমন ভাবে চ্যানেল এ্যালোকেশন করা হয়েছে বাংলাদেশে ৩জি এর ভবিষ্যত মোটামুটি অসম্ভব পর্যায়ে চলেছে। এবং এই অ্যলোকেশন গুলো দেয়া হয়েছে ঐ মন্ত্রীদের গড়া কিছু পিএসটিএন কে। এখন বলেন আপনারা জিম্মি কার কাছে?
আসলে পানিতে না নেমে শরীর না ভিজিয়ে গোসল করা যায় না। মাটিতে বৃথা আস্ফালন করা যায়!
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ২০:৪০:৫৩

উদাসী স্বপ্ন @ আমি ভুল বলিনি। আর মোবাইল অপারেটরের বিরুদ্ধে পানিতে নামা হয়েছে, অনেকবার গোসলও করা হয়েছে।

আমাদের লেখালেখির তোড়েই বিটিআরসিতে টিকতে পারে নাই জামায়াতের আমলা ওমর ফারুক। আমাদের লেখালেখি'র জন্যই এখন পর্যন্ত মোবাইল অপারেটররা ভিওআইপি লাইসেন্স থেকে বঞ্চিত আছে। আমাদের লেখালেখিতেই সরকার বাধ্য হয়ে অবৈধ ভিওআইপি বন্ধে উদ্যোগ নিয়েছে।

এবার বলি কিভাবে মোবাইল অপারেটরদের কাছে জিম্মি সরকার। অবৈধ ভিওআইপি'র অভিযোগ প্রমানিত হওয়ার পরও একটা মোবাইল অপারেটররেও লাইসেন্স বাতিল করতে পারে নি সরকার। অথচ বাংলাদেশী দুইটি আইএসপি'র লাইসেন্স বাতিল করেছে একই অপরাধে। অভিযোগ প্রমানিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন মোবাইল অপারেটরের কাছ থেকে শত কোটি টাকা জরিমানা আদায় করতে পারে নাই সরকার। অথচ স্থানীয় পিএসটিএনদের কাছ থেকে একই অভিযোগে ঠিকই কোটি কোটি টাকা জরিমানা আদায় করছে। এজন্যই বলেছি রাষ্ট্র শাসকরা জিম্মি।

আপনি কোন মন্ত্রীর চামচা ছিলেন জানিনা। তবে মন্তব্য করার আগে লেখকের সম্পর্কে একটু খোঁজ নেবেন দয়া করে। রাস্তার পাগলরাও ভালো ভালো স্লগ দিতে পারে। কিন্তু সেগুলো বাস্তবতার সাথে খাপ খায় না। আপনার অবস্থাও সেরকম মনে হচ্ছে।

আমি সম্ভবত কারো কাছে জিম্মি না। এজন্যই মাথা উচিয়ে কথা বলতে পারি। জিম্মি হচ্ছেন আপনারা, যে কারনে কথা বলতে আপনাদের ছদ্দবাস নিতে হয়।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-০৩ ২০:৫৯:০৩

অভিযোগ প্রমানিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন মোবাইল অপারেটরের কাছ থেকে শত কোটি টাকা জরিমানা আদায় করতে পারে নাই সরকার।

>> আপনে শিউর ?

হাবিব ভাই জিন্দাবাদ
comment by: ভেতো বলেছেন :
২০০৭-০৮-০৩ ২১:৫৬:৩৩

ঊদাসী স্বপ্ন, গলা উচায়া কথা বলবেন না, এতে হেবোর মাথা ব্যাথা শুরু হতে পারে :)
তখন এর দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে।