Friday, August 17, 2007

ছাগুরাম মাস্টারপিছ ০০১ : শেখ মুজিবরে পচাইয়া

১৫ আগষ্টের ভাবনা: আমরা সঠিক ইতিহাস জানতে চাই। চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে।
২০০৭-০৮-১৫ ১৪:২৮:২৭


১৫ আগষ্ট শেখ মুজিব পরিবারের প্রায় প্রতিটি সদস্যকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আপাত দৃষ্টিতে ঘটনাটা খুবই দু:খজনক। আমরা ৩৫ বছর পরে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শোকাহত হই। কিন্তু যখন এই ঘটনা ঘটেছিলো তখন কি হয়েছিলো? বয়স্কদের কাছে জানতে চাইলেই যে কেউ এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।


বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি। চায়ের দোকানদাররা নাকি বলেছে, "ঐ শেউখ্যায় নাকি মইরা গ্যাছে?" কতটা অবজ্ঞা! রাজনীতির সাতে পাঁচে নাই যেই সাধারন জনগন, তাদের মুখ থেকে এই কথার অর্থ অনেক ব্যপক। একাত্তর পরবর্তী শেখ মুজিবের ভূমিকাই তার প্রতি সাধারন জনগনের এই মনোভাব সৃষ্টতে সহায়তা করেছে। কি ছিলো সেই ভূমিকা তা নিয়ে ভাবতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।


আরো একটু পেছনে গেলেও শেখ মুজিবের প্রতি মুগ্ধতার কিছু আমি খুঁজে পাই না। পাকিরা এদেশে তাদের সব্বোর্চ শক্তি নিয়ে ঝাপিয়ে পড়ার পরেও শেখ মুজিব কেন পাকিদের কাছে আত্মসমর্পন করেছিলো তা আমার কাছে অস্পষ্ট। আমার পড়া কোন বিপ্লবের কাহিনীতে আমি এরকম নজির দেখিনি। তাহলে কি শেখ মুজিব ছিলেন একজন গা বাঁচিয়ে চলা বিপ্লবী? নাকি অন্য কিছু?


যুদ্ধের শেষে শেখ মুজিবের আরো কিছু কাজকর্ম দিয়ে ৭১ এ তাঁর ভূমিকাকে মূল্যায়িত করা যায়। অনেকে মনে করেন
"বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে বড় ভুল তিনি একাওরের যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। "

এই বিষয়টা আসলে ভুল ছিলো না। এখানে অনেক রাজনৈতিক প্যাঁচ রয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের তখন ক্ষমাই পরবর্তীতে আওয়ামীলীগকে টিকে থাকতে সাহায্য করেছে। একাত্তর পরবর্তী আওয়ামীলীগ বেঁচে ছিলো মুক্তিযুদ্ধ বেচে এবং যুদ্ধাপরাধীদের বকাঝকা করে। তখন বিচার করে ফেললে এই ইস্যুটা তারা পেতো না। এখনো ইসলামপন্থী যে কাউকে দমন করার জন্য এই ইস্যু ব্যবহার করা হয়। যুদ্ধাপরাধীদের ক্ষমা করে বঙ্গবন্ধুর ভালো রকম ধূর্ততার পরিচয় দিয়েছেন। সকল আওয়ামীলীগাররা এরজন্য তাঁকে মনে মনে অবশ্যই ধন্যবাদ দিয়ে থাকে।

তবে এখানে আরেকটি সম্ভবনার কথাও উড়িয়ে দেয়া যায় না। কেউ যদি বলে, 'শেখ মুজিব নিজের পিঠ বাঁচানোর জন্যই যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছেন', তাহলেও মনে হয় ভুল বলা হবে না। কারন ৭১ এ বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। একটি দেশের উপর যখন পাকিরা তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তখন সেই অশুভ শক্তির কাছে আত্মসমর্পনের যৌক্তিকতা অনেকেই খুঁজে পান না। এ বিষয়ে ঐতিহাসিক তথ্য কম জানার কারনে আর বেশী কিছু বলার সমীচিন মনে করছি না। তবে কিছুদিন আগে 'সচলায়তন' নামে এক ব্লগারের ব্লগে অনেক চমকপ্রদ সব তথ্য পেয়েছিলাম। যেসব তথ্যের জবাবে কাউকে কিছু বলতে দেখিনি। সেসব তথ্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। অযথা কাউকে স্বাধীনতার ক্রেডিট দিয়ে ফেললে মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদদের প্রতি অসম্মান প্রদার্শন করা হয়।

আমরা সঠিক ইতিহাস জানতে চাই। চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে।


রেটিং:৩.২/৩৯
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১০৩টি মন্তব্য
* ৭৫৬বার পঠিত



comment by: মনের কথা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৪:৩৫

আবার ব্লগ যুদ্ধ শুরু হইল মনে হয়.......
comment by: নূরে আলম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৫:২৯

হুমমমমমম।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৬:০৬

৫ দেয়া হইলো পাগলডারে।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৬:৪৮

অসরু, কৈ গেলা, তোমার তিনি আবার পাগলামি শুরু করছে। সামলাও।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৭:৫৬

সঠিক ইতিহাসটা জানাবে কে? রাজাকাররা? মুক্তিযোদ্ধারা? মুক্তিযোদ্ধা কারা? তাদের রং কি?
comment by: ওবায়েদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৮:০৪

বঙ্গবন্ধুর প্রায় চার দশক বিস্তৃত ও সংগ্রামমুখর রাজনৈতিক জীবন যেমন বর্ণাঢ্য, তেমনি কখনো বিতর্কিত। সম্মুখীন হয়েছেন উত্থান ও পতন­ দুটোরই। অভাবিত সৌভাগ্যের বরমাল্য এবং চরম দুর্ভাগ্যের নিয়তি, উভয়ই তার জীবনে সত্য হয়ে দেখা দিয়েছে। নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে শেখ মুজিব ব্রিটিশবিরোধী পাকিস্তান আন্দোলনের কর্মী থেকে পাকিস্তানবিরোধী স্বাধীনতা সংগ্রামের শীর্ষ নেতায় পরিণত হয়েছিলেন। ‘মুজিব ভাই’ ক্রমান্বয়ে ‘বঙ্গবন্ধু’ হয়েছেন সংগঠক হিসেবে সাফল্য, আবেগমুখর ভাষণ, রাজনৈতিক কৌশল, বছরের পর বছর কারাজীবন, জনঘনিষ্ঠতা প্রভৃতির বদৌলতে।
অনস্বীকার্য বাস্তবতা হলো, মুজিব দল-চালনায় দক্ষতা দেখালেও দেশ পরিচালনায় তেমন সফল হননি। মুক্তির লক্ষ্যে জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা তার ওপর জনগণের আস্থাকে যেমন সন্দেহাতীত করেছিল, তেমনি তাদের প্রত্যাশাও ছিল বিপুল। স্বাধীন দেশের কর্ণধার হয়ে তিনি সেসব প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পারেননি। এ জন্য যুগপত যুদ্ধপরবর্তী সামাজিক পরিস্থিতি, দলীয় দুর্নীতি, সরকারের অযোগ্যতা, আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি আর স্নায়ুযুদ্ধকালীন ভূরাজনৈতিক প্রেক্ষাপট দায়ী। জাতিরাষ্ট্রে জনগণের স্বপ্নভঙ্গ একদিন দুঃস্বপ্নে পর্যবসিত হয় দুর্ভিক্ষ, রক্ষীবাহিনী, মৌলিক অধিকার হরণের পর বহুদলীয় গণতন্ত্র নিধনের ফলে। এভাবে যে অচিন্ত্যনীয় ও অশুভ অবস্থা জন্ম নেয়, তা মুক্তিযুদ্ধের লক্ষ্যরূপী গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছিল।
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪১:০৫

চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে। অত্যন্তু দারুণ প্রস্তাব, কিন্তু চোখ খুললেই যে মুগ্ধ হবার সম্ভাবনা দেখা দিতে পারে। এতটা নৈব্যক্তিক কি আপনি হতে পারবেন? নাকি ভেতরে বাহিত হবে...অন্য মুগ্ধতার শ্রাব? অশ্রু কই গেলা?
comment by: রুবেল শাহ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪১:৪৬

ত্রিভুজ ভাই এটা আপনার ভবনা হতে পারে আমার না এই দিনে বাঙালী জাতির ইতিহাস মুছে ফেলার হীন চেষ্টা করা হয়েছিল ---- আর আপনি বলছেন মুগ্ধতা নিয়ে অথবা অন্ধ সাজার কথা--
হ্যা আমরা তো সেই দিনই অন্ধ হয়ে গেছি--

"আমরা সঠিক ইতিহাস জানতে চাই। চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে "

comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৩:২২

একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা করতেই হত আমেরিকার চাপে ...
"তখন সেই অশুভ শক্তির কাছে আত্মসমর্পনের যৌক্তিকতা" - এটার মানে বুঝলাম না, কি কি করা যেত আত্মসমর্পণ ছাড়া? তাছাড়া একাত্তরে মুজিব তো পাকিস্তানে বন্দী ছিলেন ৯ মাস (নাকি তাও মিথ্যে??) ... আপনি ৩টে প্রস্তাব দিন মুজিব জেলে বসে আর কি কি করতে পারতেন ...
তারো বড় কথা, মুজিব ভাল হোন আর খারাপ, কাউকেই এভাবে মারা সমর্থনযোগ্য হতে পারে না ... বিচার বন্ধ করে। যদি মুজিবের ঘাতকদের সতসাহস থাকত, তাহলে তারা মুজিবের বিচার করত ... পেছন থেকে এসে গুলি করত না।
comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৩:২৬

একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা করতেই হত আমেরিকার চাপে ...
"তখন সেই অশুভ শক্তির কাছে আত্মসমর্পনের যৌক্তিকতা" - এটার মানে বুঝলাম না, কি কি করা যেত আত্মসমর্পণ ছাড়া? তাছাড়া একাত্তরে মুজিব তো পাকিস্তানে বন্দী ছিলেন ৯ মাস (নাকি তাও মিথ্যে??) ... আপনি ৩টে প্রস্তাব দিন মুজিব জেলে বসে আর কি কি করতে পারতেন ...
তারো বড় কথা, মুজিব ভাল হোন আর খারাপ, কাউকেই এভাবে মারা সমর্থনযোগ্য হতে পারে না ... বিচার বন্ধ করে। যদি মুজিবের ঘাতকদের সতসাহস থাকত, তাহলে তারা মুজিবের বিচার করত ... পেছন থেকে এসে গুলি করত না।
comment by: জায়দান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৫:৪৪

ছাগলটা কাঁঠাল পাতা খেয়ে খেয়ে আবার লাদি সঞ্চিত করেছে। জ্বউরা শরীরে কাঁঠাল পাতা আধা হজম হয়ে সেইরকম একটা অবস্থা। লাদির গন্ধে ব্লগে থাকা দায়। অশ্রু, তোমার ছাগুরে সামলাও।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৬:৩৭

অশ্রু, তোমার ছাগুরে সামলাও।
সে উত্তেজিত।
comment by: ওবায়েদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৭:২০

একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা করতেই হত আমেরিকার চাপে?!!!
আমেরিকার চাপ আমরা মনবো কেন? নাকি তারা ন্যায় ভাবে চাপ দিয়েছে?
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৭:৫৫

শেখ মুজিব তো একজন মানুষ। তাঁর তো ভুল থাকতেই পারে। উনি তো আর গোলাম আযম, নিজামী কিংবা সাঈদীর মতো ফেরেশতা নয়।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৯:৪৭

অশ্রু তোমার এই কথার পর তোমার এই দেশে থাকারই কোনো অধিকার নাই।
একি অবস্থা !!
রাজাকাররা আস্পর্দা পাইতে পাইতে কই উঠছে ?
আরে,প্রত্যেক জাতীর ই একজন স্হপতি বা জনক থাকে,আমাদের স্হপতি বা জনক অবশ্যই শেখ মুজিব(নয়তো কে নিজামী নাকি অশ্রু ?)।
@ ত্রিভুজ
তোমার দেশ পাকি দেরও তো জাতীর পিতা আছে,তখন ইসলামের লগে কনফ্লিক্ট করে নাই?
তারা তো আবার সাচ্চা মুসলমান !!
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫১:০৬

@শাইরি
ভাল একটি প্রশ্ন করেছেন। "মুক্তিযোদ্ধা কারা? তাদের রং কি?" আমারো তাই প্রশ্ন!
আর সঠিক ইতিহাস? আমি মনে করি সঠিক ইতিহাসটা সময়ই বের করে আনবে। একটা সময় ছিলো যখন বিএনপি ও আওয়ামীলীগের পোলারাইজেশন ছিলো আমাদের বুদ্ধিজীবি মহলগুলোতে। সবাই কাউকে না কাউকে খুশি রাখার চেষ্টায় থাকতো। আশার কথা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতিতে এই পোলারাইজেশন থাকছে না। তখন আমরা সঠিক ইতিহাস জানার পথ পেয়ে যেতে পারি। সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।

@অন্যমনস্ক শরৎ
এক রকম মুগ্ধতার শ্রাবে তো আমরা বরাবরই ভেসে যাচ্ছি। নতুন করে ভাবতে দোষ কোথায়? সবচেয়ে ভাল হয় যদি 'সচলায়তন' ব্লগে গিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেন। আমি নিজেও আগ্রহী ওসব তথ্যের জবাবে শক্ত কিছু খুঁজে পেতে।

@রুবেল শাহ
তাই কি? ১০ কোটি মানুষই সেদিন অন্ধ হয়ে গিয়েছিলো?

@আরণ্যক যাযাবর
আবেগী কথা বার্তা তো অনেক বললেন। কাজের কিছু বলেন। শরৎ কে যেটা বলেছি.. আপনার জন্যও সেটা।

ভাল বিশ্লেষন @ ওবায়েদ

ধন্যবাদ সবাইকে।
comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫১:৩৪

"আমেরিকার চাপ আমরা মনবো কেন?" - এখন একটু না মেনে দেখান না প্লিস ... সাদ্দামকে তো দেখলেন।
"নাকি তারা ন্যায় ভাবে চাপ দিয়েছে?" - দুদিন পরে আপনি বলবেন ন্যায় ভাবে আমেরিকা ইরাক আক্রমণ করেছে ...
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫২:০৮

ত্রিভুজ ভাই,আপনি প্রজেক্ট৭৫ নাম দিয়া একটা ওয়েবসাইট চালু করুন।সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুলে ধরুন।
৫ দিলাম।
comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৩:৫৩

সচলায়তন ব্লগে অসংখ্য 'গল্প' দেখলাম, যার কোনো রেফারেন্স নেই। সিদ্ধান্তগুলো নিজের মত করে নেওয়া, যেভাবে কন্সপিরেসি থিয়োরী লেখে সেভাবেই - থিয়োরী অব দ্য গ্যাপস।
comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৪:০৪

সচলায়তন ব্লগে অসংখ্য 'গল্প' দেখলাম, যার কোনো রেফারেন্স নেই। সিদ্ধান্তগুলো নিজের মত করে নেওয়া, যেভাবে কন্সপিরেসি থিয়োরী লেখে সেভাবেই - থিয়োরী অব দ্য গ্যাপস।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৪:২৪

@ঘাস ফড়িং
আমার দেশ পাকিস্তান? এই তথ্য কোত্থেকে পাইলা? সেই পুরানা পোলারাইজেশন। সেই পুরানা রাজনীতি। হয় তুমি আমার সব কথা মাইন্যা নিবা (তা যতই অযৌক্তিকই হউক না কেন) নতুবা তুমি ভিন্ন পন্থী। এর থেকে আমরা কবে বের হতে পারবো? পারার সম্ভাবিলিটি খুবই কম। কারন আমরা জেনে শুনে নিজের স্বার্থ উদ্ধারের জন্যই এসব বলি। এইসব ধান্ধাবাজি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলা। দু:খিত ঘাস ফড়িং... নতুন কিছু বলো।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৬:০০

তোমার অসুখ সারেনি এখনো
শুনেছি মেয়েদেরই শরীর খারাপ করে
থাকে সাতদিন
তুমি সেই মেয়াদ পার করেছ
কবে সুস্থ হয়ে ফিরবে
পাতি হাস যেমন লেজ তুলে ডানা উচিয়ে
চলা ফেরা করে পানির উপরে
তেমনি তোমার বিচরনের প্রতীক্ষায় আছি
কেন, তুমি তা ভালমতই জান।
অশ্রুর কবিতা থেকে..
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৬:২৯

ত্রিভুজ ভাই,আপনি প্রজেক্ট৭৫ নাম দিয়া একটা ওয়েবসাইট চালু করুন।সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুলে ধরুন।
৫ দিলাম।
comment by: মহা পাজি বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৭:০২

অন্যায়-অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন সংগ্রাম বিশ্বের নির্যাতিত মানুষকে অনুপ্রাণিত করেছে।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৯:২৪

ত্রিভুজ ভাই,আপনি প্রজেক্ট৭৫ নাম দিয়া একটা ওয়েবসাইট চালু করুন।সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুলে ধরুন
comment by: হিজিবিজি হিজিবিজি বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০০:১০

মহা পাজিদেরও অনুপ্রাণিত করেছিলো নাকি @ মহা পাজি :-)
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০৩:৩১

৫ দিলাম। ৭৪-৭৫ এ শেখ মুজিবের ভূমিকা যথেষ্ট বিতর্কিত সন্দেহ নেই। কিন্তু এর আগে ৬৯-৭১ এ তার ভূমিকাকে অবমূল্যায়ন করার কি দরকার আছে?

এরকম যদি হয় তাহলে পৃথিবীর সব মানুষের সব কাজের মধ্যেই সন্দেহের ছায়া দেখা যেতে পারে।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০৪:৫১

অশ্রুর কমেন্ট নিয়া একটা পোস্ট দিছিলাম কিন্তু প্রথম পাতা থকে সরিয়ে দেয়া হয়েছে। এটা সরাইলো কেডা? এটা কি প্রমান করে? পোস্টটি দেখুন এইখানে।
comment by: ওবায়েদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০৫:১২

মুক্তি যুদ্ধনিয়ে গবেষনা কারি ভাইয়েরা, বিশেষ করে আওয়ামীলীগ মুসলিম ভাইদের কাছ থেকে জানতে চাই।,.। অনেক দিন পযন্ত আমার মনে একটা প্রশ্ন, আগে জানার আগ্রহ ছিলোনা । যখন আওয়ামীলীগ একটা ইসলামিক দলের সাথে চুক্তি করে, আবার মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত লাগে বলে চুক্তি বাতিল করে, তখন থেকেই আমার মনে এই প্রশ্ন। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? এবং যে মুসলমানরা আওয়ামীলীগ করে তারা কি মুক্তিযুদ্ধের এবং আওয়ামীলীগের চেতনা সম্পর্কে অবগত? হয়তো এইটা কিছু আওয়ামীলীগার মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে।
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০৬:৪৩

যে জাতি একজন মহান নেতাকে স্বীকৃতি দিতে সঙ্কোচ বোধ করে, সে জাতির উন্নতি হবে কি করে।
হায় রাজাকার............
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:১৫:১৬

শেখ মুজিব কি আসলেই যুদ্ধপরাধীদের ক্ষমা করেছিল? কোথায় যেন শুনলাম - ২৫ হাজার সাধারণ অপরাধীকে ক্ষমা করা হয়েছিল বাকি ৯ হাজারকে ক্ষমা করা হয় নি। পরে জিয়ার আমলে তাদেরকে ক্ষমা করা হয়।

কেউ কি রেফারেন্স দিয়ে বলবেন, আসলে কি ঘটেছিল?
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:১৮:৪৯

শিরোনামে 'আগস্ট' বানান ভুল। 'অকারণ' বানান ভুল। এমনিতে ত্রিভুজের পোস্ট আমি পড়ে শেষ করতে পারি না, মাথা ঝিমঝিম করে। মেরিটলেস প্রলাপ কতোই বা আর সহ্য করা যায়! বুঝানোর চেষ্টা কম করি নাই। কাজ হয় নাই। তাই এখন পড়িও না। আজ ইন্টারেস্টিং মনে হলো একটা কথা:

"বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।"

ত্রিভুজ/ উপরের কথাটা তুমি প্রমাণ করতে পারবে? কুকুর বিড়াল কাঁদে কিনা সেটা কুকুর বিড়ালই বুঝবে। তুমি বলতে চেয়েছো, একটি মানুষও কাঁদেনি। ঠিক?

এই কথাটা তুমি প্রমাণ করবা যে, কেউ কাঁদে নাই, কিংবা যারা কাঁদছে তারা মানুষ না। সময় দিলাম। প্রমাণ করো। আমি অপেক্ষায় থাকলাম। বাদবাকী ফয়সালা পরে হবে।
comment by: নাভদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:১৮:৫৯

মোজাম্মেল হোসেন (ত্বোহা) ভাই কে............

----------------------------------------------
যে ক্ষমার কথা বলা হচ্ছে তা ছিল তাদের জন্য যাদের নামে কোন খুন, জখম, রাহাজানি, আগুন লাগানো....এইরকম অভিযোগ ছিলনা......যেমন যে রাজাকারটি একটি
ব্রিজ পাহারা দিয়েছে সে এই ক্ষমার মধ্যে আসবে কিন্তু গো . আযম, নিজামী, কামরুজ্জামান, মুজাহিদ ....এরা কখনই আসবে না.....

আর সব রাজাকারদের লিস্ট করে বিচার শুরু কাজটা শুরু হয়েছিল....কিন্তু ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে এক সরকারী আদেশের মাধ্যমে পুরো ব্যপারটাকে বাতিল করে দেয়া হয়.....
comment by: নাভদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:২১:৪৩

ত্রিভুজ বলেছেন :
বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।
====================

হা ....ভূল ইতিহাস শিখা হলে এরকম বাস্তবতার সাথে সম্পর্কহীন ধারনা হতেই পারে.......আপনাকে আসলে দোষ দেয়া যায়না......কর্তার ইচ্ছায় কর্ম .....
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:২৮:৪১

হ্যাঁ......মানুষরূপী কিছু কুকুর-বিড়াল সেদিন কাঁদেনি।
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৩৭:৪০

ত্রিভুজ, স্যরি টু সে ... এটা একেবারেই পড়ার অযোগ্য পোস্ট হয়েছে ... বি.সি.এস গাইডে স্বাধীনতার ইতিহাস খুঁজে লাভ নেই ... রেটিনা বেশ মোটা মোটা গাইড ছাপাত

এখনও যারা ১৫ই আগস্ট ঘনিয়ে আসলে কাঁদে, তারা কি ৭৫ এ কাঁদেনি?

একটা উদাহরন দেখাতে পারবেন বঙ্গবন্ধুর স্টেটমেন্টে যেখানে তিনি 'রাজাকার'গুলারে নিয়া রাজনীতি করতে চাইছেন ...
আরে!ওগুলা ছিল যুদ্ধাপরাধী ... ওগুলারে নিয়া উনি রাজনীতি করবেন কি ... তাঁর পায়ের নখের কাছেও ওদের জায়গা হয়না

আর আপনাকে আবারও বলি, ওয়ার্ড-টেম্পারিং ভাল না ... ভন্ডামী ... বঙ্গবন্ধু আত্নসমর্পন করেননি, তাঁকে গ্রেফতার করা হয়েছিল ... শুয়োরের বাচ্চা ইয়াহিয়া বঙ্গবন্ধুর একটা দূর্বলতা ধরতে পারছিল ... তা হলো, বঙ্গবন্ধু শেষ পর্যন্ত চেয়েছিলেন শান্তিপূর্ণ সমাধান ... তখনকার পাকিস্তানের যা অবস্থা ছিল, বাংলাদেশের স্বাধীন হওয়া ছিল অনিবার্য ... এবং বঙ্গবন্ধু সেটা গুটিয়ে আনছিলেন ... ইয়াহিয়া তাঁকে শান্তিপূর্ণ সমাধানের লোভ দেখিয়ে বিট্রে করে ... হঠাৎ গ্রেফতার করে ... ইয়াহিয়া/ভুট্টোরা যে কত নীচ হতে পারে সেসম্পর্কে এই মহান লোকের ধারনাও ছিলনা, নাইলে হয়ত উনি আগেই ওদের আক্রমণের বিরুদ্ধে ব্যাবস্থা নিতেন।

অদৃষ্টের পরিহাস হলো, তিনি মানুষকে আবার বিশ্বাস করলেন ... ৭৫ এ তাঁকে যখন নানান সোর্স থেকে জানানো হলো তাঁর উপর আঘাত আসবে, তিনি বাঙালীর উপর বিশ্বাস হারাননি ... কোন বাঙালী তাঁকে আঘাত করবে তিনি ভাবতেও পারেননি ... বেশী ভালবাসলে যা হয় ...

একবার তাঁকে কাছে থেকে দেখলে অবশ্যই যে কেউ সেটা বুঝতে পারত ... অনুভব করতে পারত একটা জাতিকে একটা লোক কিভাবে এত ভালবাসে! ...
আমাদের প্রজন্মের কষ্ট আমরা তাঁকে পাইনি ... কিন্তু আমাদের ভাগ্য ভাল আমরা তা অনুভব করতে পারি ... আপনার দূর্ভাগ্য আপনি তাও পারেননি ... নেভার মাইন্ড, ভাগ্য সবসময় সবার প্রতি সুপ্রসন্ন হয়না

গুড লাক
comment by: আপন তারিক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৩৮:০৮

আপনার মুর্খতা দেখে নিজেকেই আমার বড় অসহায় মনে হচ্ছে। ত্রিভুজ দোষটা আসলে আপনার না, আপনার আশপাশের পরিবেশের। আপনি যেভাবে যে পরিবেশে বেড়ে উঠেছেন সেখানে হয়তো শেখ মুজিব হত্যার পর উৎসবই হয়েছে!
সত্যিকারের ইতিহাস জানতে হলে সেটা গ্রহন করার মানসিকতা নিয়েই আপনাকে শুনতে হবে। গোলাম আজমের আত্নজীবনী পড়ে আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চান তাহলে কিছু করার নেই।
সঠিক ইতিহাস জানতে হলে আগে জানার মানসিকতা তৈরি করুন। আপনি তো আগেই সব ব্যাপারে সিদান্ত নিয়ে বসে আছেন দেখছি।
comment by: জয়িতা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৩৯:৫২

বাংলাদেশ অার বঙ্গবন্ধু...এই দুইকে অালাদা করা যাবে না।যার বঙ্গবন্ধুর প্রিদ এত অশ্রদ্ধা অার যে বলতে পারে"বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।" তার এই বাংলাদেশে থাকার কোন অধিকার নেই।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৪৬:১১

ত্রিভুজ কি বিহারী পল্লীতে মানুষ হইছে ?
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৫৭:২৬

ত্রিভুজ
সত্যি কইরা আমারে একটা কথা কনতো আপনি
পড়ালেখা কোন পর্যন্ত করছেন? এক লাইন বাংলা
লিখলে তিনটা বানান ভুল করেন। স্কুলে ভর্তি হন,
লেখা পড়াটা শিখেন তারপরে ব্লগে লিখতে আসেন।
নিজের মূর্খতা, অযোগ্যতা প্রকাশের দরকার আছে?
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৫৭:৪৯

এদেশ স্বাধীন করার পিছনে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার কোন উপায় নেই। তার সংগ্রাম ও ত্যাগ এসব স্বীকার করতেই হবে।
কিন্তু আমার প্রশ্ন 'জাতির জনক' উপাধি নিয়ে। তিনি কোন জাতির জনক: বাঙ্গালী না বাংলাদেশী?
২য়ত, আমাদের জাতীয় পরিচয় কি?- বাঙ্গালী না বাংলাদেশী?
আ:লীগ সব সময় বলে আসছে যে তিনি বাঙ্গালী জাতির জনক। এতে কিন্তু অনেক সমস্যা আছে। যেমন- ওপারের বাঙ্গালীরা তাকে জাতির জনক মানবে কিনা, কারন তারাও বাঙ্গালী। ২য়ত বাঙ্গালী জাতির জন্মের ইতিহাস অনেক পুরোনো। কাজেই সে হিসেবে বাঙ্গালী জাতির জনক তাকে বলা যাচ্ছে না।
অপরদিকে আ:লীগ বাংলাদেশী জাতীয়তায় বিশ্বাস করে না। (যদিও আমাদের পাসপোর্টে আমরা বাংলাদেশী)। কাজেই বাংলাদেশী জাতির জনক তারা কখনও দাবী করেও নি এবং করবেও না।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৫৭:৫৬

ত্রিভুজ কি বিহারী পল্লীতে মানুষ হইছে ?
আমিতো জানি ও খানেই কুকুর বিড়াল গুলা থাকে।

comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:০৩:১১

@ সংস্থাপক
আপনি খ্যাপেন ক্যান।
উর্দু লিখতে লিখতে বেচারার হাত নষ্ট হইয়া গেছে,বাংলা লিখতে পারে না।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:০৯:৪৩

আপনাকে সহায়তা করার মানসে একটি পোস্ট।
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:১০:১৪

তাইলে উর্দুতেই পোস্ট দিক না।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:২০:২৭

@হোসেইন ভাই, আপনার পোস্ট পড়েছি। কিন্তু আমার যে Specific প্রশ্ন যেটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটার উত্তর পাই নি।
comment by: হট্টগোল বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:৩৩:৪৫

ত্রিভু্জ্যা, তুই প্রজেক্ট৭৫ নাম দিয়া একটা ওয়েবসাইট চালু কর। সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুইলা ধরবি।

১ দিসি।
comment by: কপিরাইট বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:৩৬:৩৬

অশ্রুর নাগর ত্রিভুজ ইউ নটি নটি বয়......তুমি তো অনেক বড় জ্ঞানী !!! আমিতো মুগ্ধ... !!! তবে সমস্যা হইল কি তোমার এই লাদিময় জ্ঞান দেখলে আমার মন চায় সেইটা তোমার পোন্দে দিয়ে অর্থাৎ পশ্চাদেশ দিয়ে আবার ভিতরে ভরিয়ে দিতে...যাতে এহেন বিচিময় জ্ঞানের ঘাটতি না হয়।
তোমার আম্মু কেমন আছে? আজকে বাসায় যেয়ে আম্মুর থেকে জিজ্ঞেস করোত উনি কি আসলেই বাঙ্গালী না কি? আই রিয়েলি ডাউট......কারন তোমার মা যদি আসলেই বাঙ্গালী মা ই হতেন তাহলেতো উনার তোমার দাদুভাই নিযামীদের মত আর একটা জারজ সন্তান জন্ম দেওয়ার কথা ছিল না। বরং তুমি যখন পয়দা হওয়ার সাথে সাথে তোমার জ্ঞানলাদি দিয়ে চারপাশ নষ্ট করা শুরু করেছিলে তখনি তোমার গলায় পা চেপে ধরে মেরে ফেলা উচিত ছিল যাতে তোমার অতীতের দাদা চাচাদের মত আর একটা জানোয়ার ভবিষ্যতে বংশবিস্তার করতে না পারে।
অবশ্য তোমার মত জারজদের কোন নারীরই গর্ভে ধারন করতে রুচিতে বাধার কথা।
তাহলে কি তুই বলদার পোন্দে দিয়া বাইর হইলিনি ইউ নটি মাঙ্গের পো ত্রিভুজ?
আজকে বাসায় গিয়ে তোর মা কে জিজ্ঞেস করতে কিন্তু ভুলিস না। ভাল থাকিস...তোরা আছিস বলেইতো আজও আমরা বাচ্চাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে রাজাকার কারা তাদের উদাহারন দেখাতে পারি আর বলতে পারি "যেখানে দেখবি রাজাকার...কমজাতগোরে মাইরা করবি ছাড়কার।"
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:৪৮:৩৮

"বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।"

প্রমাণ কই। নিজে ইতিহাস বানান নাকি জামাতের গাইড বই থাইকা কপি করেন।

তুই রাজাকার।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:৪৯:০৫

ভালো কথা। ১ দিসি।
comment by: বিপ্লব রহমান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:০৪:৫২

ত্রিভুজ,আপনি প্রজেক্ট'৭৫ নাম দিয়ে একটা ওয়েবসাইট চালু করুন। সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুলে ধরুন।...শূন্য দিলাম।


comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:১৩:০৩


ওয়েল সেইড @ অনযরকম

@আপন তারিক
আপনি মানেন আর নাই মানেন... ৭৫ এ শেখ মুজিবকে মেরে ফেলার পরে দেশের জনগনের প্রতিক্রিয়া অস্বীকার করার কোন কারন নেই। আপনার বাবা চাচা'দের জিজ্ঞেস করুন। দ্যাট উড বি বেটার.....

@ জ্বিনের বাদশা
-[ " ইয়াহিয়া/ভুট্টোরা যে কত নীচ হতে পারে সেসম্পর্কে এই মহান লোকের ধারনাও ছিলনা, নাইলে হয়ত উনি আগেই ওদের আক্রমণের বিরুদ্ধে ব্যাবস্থা নিতেন।" ]-
হা হা হা.... কি সব কথা বার্তা যে বলেন। বাচ্চা পোলাপানও হাসবে এসব শুনলে।
বুঝলাম গাইড বুকের উপর আপনার অনেক ভক্তি। রেটিনা না কিসব গাইডের কথা বললেন বুঝলাম না। ভাল... গাইড বুক পড়তে থাকুন... দয়া করে এইসব ছেলে ভুলানো কথা বার্তা বাদ দিন... আপনাকেও গুড লাক!


@ঘাস ফড়িং ও তাবৎ স্বাঘোষিত মুক্তিযোদ্ধারা
তোমরা মহান(!) মুক্তিযোদ্ধা। এতদিন প্রমাণ করছেন ব্লগীয় মহান(!) মুক্তিযোদ্ধারা গালিবাজ। এখন প্রমাণ হচ্ছে ব্লগীয় মহান(!) মুক্তিযোদ্ধারা শুধু গালিবাজই নয়,
'গে' ও বটে। "অশ্রু" নিকে থাকা স্বঘোষিত মুক্তিযোদ্ধা তাই প্রমাণ করছে। তোমার মত স্বাঘোষিত ছাট্টিফিকেটধারী মুক্তিযোদ্ধারা আবার তার রেফারেন্স দিয়া খুব যুইত করার চেষ্টায় আছো।

ভালো ভালো..... তোমরা সকলে সমস্বরে বল 'জয় বাংলা'! বাংলার ঘরে ঘরে মুক্তিযোদ্ধা "গো" তৈরি হউক! আমরা বরং বিহারীই থাকি... তাও "গে" কালচারে অভ্যস্থ হতে বলো না....

@জয়িতা
তাই নাকি? তাহলে সেই সময়কার ১০কোটি (বা নয় কোটি) জনগনকে দেশ থেকে বের করে দিন। আপনার আত্মীয় পরিজনরাও লিষ্টে এসে যাবে... একটু সাবধানে.. :-)

সকলকে কষ্ট করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:১৭:৩৬

ত্রিভুজ/ আমার প্রশ্নের উত্তর কই?
comment by: আমি হনুমান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:১৮:৫৩

সঠিক ইতিহাস এর ১ টা ফরমুলা আমি দিয়া বেড়াইতাছি কিন্তু পত্রিকা অলারা তাগো ইতিহাস বাইর হইয়া যায় কিনা এই ভয়ে মনে হয় ঐদিকে যায় না ... যাউকগা

ফরমুলা হল মুকতিযুদধ সমপরকে যত গল্প কাহিনি পাওয়া যায় তার যোগাড় করা। ১ কাহিনির ৫ যায়গার ৫ বক্তায় বললে ( দল মতের উরধে উঠার জনন) তা থেকে সহজেই মূল ঘটনা বের করা যায় সো কালেকট দা গলপ এজ মেনি এজ ইউ ক্যান..

হুক হুক
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:১৯:৪৬

বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।"

প্রমাণ কই। নিজে ইতিহাস বানান নাকি জামাতের গাইড বই থাইকা কপি করেন।

তুই রাজাকার।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২০:০৮

@হোসেইন ভাই, আপনার পোস্ট পড়েছি। কিন্তু আমার যে ঝঢ়বপরভরপ প্রশ্ন যেটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটার উত্তর পাই নি।

জনাব অনযরকম উরফে সচলায়তন উরফে....(যেই হোন না কেন) আপনার প্রশ্নটি কি পয়েন্ট আকারে করবেন ।প্রশ্ন কোনটা বুঝতে পারছি না।
পয়েন্ট আকারে লেখেন,কথাবার্তা কইতে সুবিধা হয়।সবাইর পক্ষে বুঝতেও সুবিধা।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২০:১৮

কিন্তু আমার যে Specific প্রশ্ন যেটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটার উত্তর পাই নি।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২২:৫৭

ডারউন সাব মনে হয় ঠিকই কইছিলো। আমি তো 'হনুমান' এর বুদ্ধিতে চমৎকৃত হইতাছি খালি...
comment by: আমি হনুমান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৩:০৩

জুতার ফিতার ভকত গো এখানেই সমস্যা কেউ তার যায়গা লইয়া ফালাইলো কিনা?
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৪:১০

মাগার প্রশ্নটা কী@অনযরকম?
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৭:৫০

জনাব হোসেইন, আমার প্রশ্নে "?" চিহ্ন দেওয়া আছে। আশা করি এবার চোখ দিয়া পড়বেন।
comment by: ফজল বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৯:০৬

আড়ালের সত্যগুলো সাধারণ মানুষ জানতে পারলে আর এসব বিতর্কের প্রয়োজন হতো না। কিন্তু জানতে দেয়া হয় না আমাদেরকে। এটাই বর্তমান স্বার্থের রাজনীতি। টিকে থাকার জন্য কেউ অন্যের হাড়িরও যত্ন নেয় এখানে।

আমিও সঠিক ইতিহাস জানার পক্ষে।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৯:৩৭

@অনযরকম
ঐ প্রশ্নের জবাব কেউ দিতে আসবে না। দিলে নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যেতে পারে।
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:৪৪:৩০

ত্রিভুজ তুমি উর্দুতে লেখনা কেন?
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:৪৫:০৫

অনযরকম,প্রথম কথা হইলো উপরে তুমার এই নিকে (অনযরকম) কোন প্রশ্ন নাই।অন্য অনেক কমেন্টে (?) চিহ্ন আছে।কোনটা তুমার কেম্নে বুঝি।
আর ত্যানা না প‌্যাচাইয়া প্রশ্নটা আবার কইরা ফালাও না কেন?
ঐসব ত্রিভুজীয় ম্যানিপুলেশন গেম না খেললে হয় না ভাইয়া ?
comment by: রাসেল ( ........) বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:৫৩:৫০

আশা করি ভালো আছো, শুনলাম এই বন্যায় পর্যাপ্ত খাদ্য আসে নি পেটে তাই খানিকটা অসুস্থ ছিলা, তবে এই অসুস্থতা যে তোমার চিন্তা ভাবনার উপরে প্রভাব ফেলেছে এইটা বুঝি নি।

সমস্যা নাই, বন্যার পানি নামতেছে- কাঁঠাল পাতা আসতেছে বাজারে- খাওয়ার সমস্যা হবে না।

আমার মাঝে মাঝে মনে হয় যদি ভুতত্ত্বের ছেলেরা ল্যাব এ তোমাকে পাইতো তাহলে তাদের অনেক উপকার হইতো, এমন কি বাংলাদেশ খনিজ অনুসন্ধান কেন্দ্রের জন্যও তুমি একটা ভালো নমুনা হইতে পারতা। তোমার জ্ঞানের সীমা এত নীচে যে সেখানে যাইতে হলে খনি খুঁড়তে হবে- অনেক অনেক গভীর খনি- ধরো সাধারন মানুষ যারা পুকুর কাটে তারা যাইতে পারবে না, এমন কি এশিয়া এনার্জি যারা উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উঠাবে , তাদেরও সীমার বাইরে- তোমার জন্য নাইকো আর ইউনিকলের পাইপ লাগবে, বিশেষজ্ঞ লাগবে- আমি আশা করি তারা তোমার কমন সেন্সের সীমাটার একটা নিম্নতম মান বের করে ফেলতে পারে-

অবশ্য আমার নিজের মনে হয় তোমার অন্তত আরও কিছু সময় দেওয়া উচিত- তুমি এই পর্যায়ের নির্বোধ যে কোনো মৌলবাদী দলও তোমাকে দিয়ে যদি আত্মঘাতি বোমা হামলা চালাতে চায় তাহলে তোমার হাত পার বেঁধে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ী চালিয়ে জায়গামতো নিয়ে ফাটাবে বোমা- তুমি নিজে চিনে হামলার জায়গা বের করতে পারবে না-

বই খুঁজে ইতিহাস বিশ্লেষণ করাটা তোমার জন্য কষ্টের এটা আমি জানি- তাই তোমাকে অনুরোধ তোমার এই স্বপ্ল মেধায় সে দিকে রওনা দিও না-পড়ে দেখবে বলছো বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট, ১৯৭৫।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:০০:২০

আরে আমাদের রিয়েল বিহারী মহান গালিবাজ ও চটি লেখক রাসেল (........) দেখি। শইলডা ভালা ভাইজান? আপনাগো বিহারী পল্লীতে পানি ওঠে নাই?

একজন ভার্চুয়াল মুক্তিযোদ্ধা একটা কথা বলে গেল কিছুক্ষন আগে..
-------------
ঘাস ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৫৭:৫৬
ত্রিভুজ কি বিহারী পল্লীতে মানুষ হইছে ?
আমিতো জানি ও খানেই কুকুর বিড়াল গুলা থাকে।
--------------

বিহারী পল্লীতে নাকি কুকুর বিড়াল থাকে। সত্যি নাকি? একটু জানাইয়েন তো....
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:০১:৪৪

কী মুশকিল।প্রশ্নটা কইতে অসুবিধা কী আরেকবার।@ত্রিভুজ+অনযরকম।
প্রশ্নটা করতে ডরান কেন?নাকি প্রশ্ন না কইরাই পুরানা ম্যানি পুলেশন গেম খেলতাচেন?
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:০৩:০৬

"কিন্তু যখন এই ঘটনা ঘটেছিলো তখন কি হয়েছিলো? বয়স্কদের কাছে জানতে চাইলেই যে কেউ এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।"
বিহারি পট্টির মাউরা বয়স্কদের কাছে জিজ্ঞাস করে কি উত্তর পাইলেন?
comment by: দ্বিতীয়নাম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:০৮:৫১

নাহ, রাসেল মিয়া কমেন্টের জন্যি এইটারে একটু ঠেলা দিতে হয়।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:২২:১৯

এদেশ স্বাধীন করার পিছনে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার কোন উপায় নেই। তার সংগ্রাম ও ত্যাগ এসব স্বীকার করতেই হবে।
কিন্তু আমার প্রশ্ন 'জাতির জনক' উপাধি নিয়ে।
"তিনি কোন জাতির জনক: বাঙ্গালী না বাংলাদেশী?"
২য়ত,
"আমাদের জাতীয় পরিচয় কি?- বাঙ্গালী না বাংলাদেশী?"
আ:লীগ সব সময় বলে আসছে যে তিনি বাঙ্গালী জাতির জনক। এতে কিন্তু অনেক সমস্যা আছে। যেমন- ওপারের বাঙ্গালীরা তাকে জাতির জনক মানবে কিনা, কারন তারাও বাঙ্গালী। ২য়ত বাঙ্গালী জাতির জন্মের ইতিহাস অনেক পুরোনো। কাজেই সে হিসেবে বাঙ্গালী জাতির জনক তাকে বলা যাচ্ছে না।
অপরদিকে আ:লীগ বাংলাদেশী জাতীয়তায় বিশ্বাস করে না। (যদিও আমাদের পাসপোর্টে আমরা বাংলাদেশী)। কাজেই বাংলাদেশী জাতির জনক তারা কখনও দাবী করেও নি এবং করবেও না।

হোসাইন ভাই, আমার নিকে উপরের কথাগুলা লেখা ছিল। " ...? " ভিতরের লেখাটাই আমার প্রশ্ন। এরপরও যদি দেখতে না পারেন তাহলে চোখের ডাক্তার দেখাবেন।

আপনারা কোন প্রশ্ন করলে ত্যানা প‌্যাচ খায় না আর আমি ছোট ২টা প্রশ্ন করলাম এটাতেই ত্যানা প‌্যাচ খাইল???
ম্যানিপুলেশন গেইমটা কি বুঝায় দিয়েন।
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৩৭:১১

ম্যানিপুলেশন এর একখান ব্লগীয় সংজ্ঞা আচে। যখন আপনে কিছু একটা কইবেন আর আপনার প্রতিপক্ষের সেইটার বিরুদ্ধে কওনের কিচু থাকবো না আবার সহ্যও করতে পারবো না তখন আপনার কতাটা অইবো 'ম্যানিপুলেশন'

কি বুজলেন?
comment by: সুর বাংলা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৪০:৩৫

সটিক ইতিহাস কইবো মুক্তিযুদ্ধারা।
মুক্তিযুদ্ধের এক বীর উত্তমের কতা হুনন যাইবো এহানে-
http://www.majordalim.com/
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫০:২২

একজন জ্ঞানপাপীর অক্ষম বয়ান। শুণ্য দেওয়ারও যোগ্য না।
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫২:৫৫

"আপাত দৃষ্টিতে ঘটনাটা খুবই দু:খজনক।"

অতপর সেটা আনন্দের...

যার হয় না নয়এ..তার হয়না নব্বইএ!
এখনও যখন আসল ইতিহাস জানেন না...তাহলে প্রজেক্ট ৭৫ খুলে ফেলুন। সুরবাংলা মেজর জালিম নামক এক খুনীর ওয়েব এড্রেস দিয়েছে..সেটা দিয়ে শুরু করুন।

comment by: আশরাফ রহমান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫৩:৩৮

৭২-২৫ এর ঘটনাবলী প্রমাণ করে যে আওয়ামীলীগের শত্রু হলো ‍আওয়ামীলীগ। যে মোশতাক ‍আহমদ মুজিব হত্যার সাথে জড়িত তিনি ‍আওয়ামীলীগের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মুজিবের বাকশালী শাসনের প্রতিবাদে সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওসমানী ‍আওয়ামীলীগ থেকে পদত্যাগ করে মোশতাক সরকারের অধিনে কাজ করেছেন। মোশতাক মন্ত্রীসভার সবাই ছিল ‍আওয়ামীলিগের লোক। দেশে লুটপাট, ধর্ষণ, খুন,হত্যা-গুম ‍ইত্যাদি হয়েছে ‍আওয়ামীলিগের প্রত্যক্ষ মদদে। দেশকে তলাবিহীন ঝুড়ি ‍এবং সোনার বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল তারাই। ‍এজন্যই মুজিব বলেছিলেন, সবাই পায় সোনার খনি, ‍আমি পেয়েছি চোরের খনি। ‍আজ মুজিব নাই কিন্তু তার চারপাশের চোররা ‍এখনো বহাল তবয়িতে টিকে ‍আছে। ‍আর দেশের মানুষকে মুজিব বিরোধি সেন্টেমেন্ট গড়ে তুলতে তারাই ভুমিকা পালন করেছে।

মুজিব নিহত হবার দিন সেনাপ্রধান শফিউল্লাহর ভূমিকা ‍আওয়ামীলিগের কাছেই ছিল প্রশ্নবিদ্ধ। মুজিব তাকে ফোন করার পরও তিনি কোন সাহায্য করেন নি। ‍একই প্রশ্ন রক্ষী বাহিনীর নেতা তোফায়েলের ব্যাপারেও।

সুতরাং মুজিব হত্যার দায় দায়িত্ব ‍আওয়ামীলীগের ‍উপরই বর্তায়। ‍এ নিয়ে বিভ্রান্তি ছাড়ানোর কোন অবকাশ নেই।
comment by: সুর বাংলা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫৬:২১

টিক!
তয় জুতার ফিতা'র জারজ বাচ্চারা হোইডা বুজবার চায় না!!
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫৮:৩৪

@ আশরাফ রহমান...অতি উত্তম বলছেন। তবে এইখানে বলাটা অরণ্যে রোদন হবে, কেউ পাত্তা দিবে না, তার থেকে প্রজেক্ট ৭৫ এর সাইটে যেয়ে বলুন, সবাই খুশি হবে। আমরাও ইতিহাসের সব কিছু একসাথে পাইয়া আনন্দিত হব।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫৯:৫৩

আল্লাহ্‌ আপনাকে অশেষ ছোয়াব দিন সত্য ভাষণের জন্য। মুজিবকে মারাটা গুনা না, পুণ্যের কাজ, ঠিক না?
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:০০:১০

@ঘোড়ার ডিম, আপনাকে অসংখ্য ধইন্যাপাতা (লগে কাচামরিচ ফ্রি)!!! অবশেষে একখান প্রশ্নের জবাব পাইলাম। আমি বুঝি না কেউ আমার প্রশ্নের উত্তর দেয় না কেন? আমি কিইই এমন প্রশ্ন করি যে সবাই শুধু এরিয়ে চলে!! আমার দোষ জানার আগ্রহটা একটু বেশী।
যাই হোক বাকী প্রশ্ন ২ টার জবাব পেলে বাধিত হব।
comment by: "বাংলাভাষী" বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:১১:২৯

ত্রিভুজ ভাই,আপনি %2
comment by: "বাংলাভাষী" বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:১২:২১

ত্রিভুজ ভাই, সবাই আপনাকে অন্ধ জামাতি বলে, কেন বলে আজ বুঝলাম।
বঙ্গবন্ধুর স্থান নির্ধারিত, তিনি জাতির জনক। তাঁর অনেক ব্যর্থতা থাকলেও তিনি যে স্থপতি সেটা আপনার মতো কয়েকজন ছাড়া বাকি সবাই স্বীকার করবেন।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:৩২:১১

@"বাংলাভাষী"
আমাকে সবাই কি বলে তাতে আমার কিছু আসে যায় না। এখানে আপনি কি মনে করছেন সেটাই বড় বিষয়। অন্যে দশজন (অথবা একই ব্যাক্তি দশ নিকে দশজন হয়ে) কি বলছে তা শুনে বলে দিলে পরগাছা হয়ে যাবেন। এই ব্লগে এরকম পরগাছা ব্লগারের সংখ্যা কম নয়। নিজেদের যে ব্রেইন বলে একটা বস্তু রয়েছে, তা এরা জানেই না। আশা করি আপনি সেই দলে নন। তাহলে আমাকে খুব স্পেসিকলি কয়েকটা প্রশ্নের উত্তর দিন।

১) আমাকে যারা জামাতি বা রাজাকার বলে তাদেরকে আপনি দেশপ্রেমিক বা মুক্তিযোদ্ধা মনে করেন? করলে তার পেছনে কি কাজ করে? মানে কিভাবে নিশ্চিত হলেন?
২) বঙ্গবন্ধু (শব্দটাতেই ঘাপলা আছে। বঙ্গ ভূমির বন্ধু যিনি তিনিই বঙ্গবন্ধু। বঙ্গভূমির অধিকারে কলকাতাও রয়েছে। কলকাতানরা কি তাঁকে বন্ধু মনে করে?) জাতির জনক। কোন জাতির?
৩) তিনি স্বাধীনতার স্থপতি হলে কিভাবে সেটা জানলেন? বইয়ে বা কোথাও পড়ে অথবা কারো কাছে শুনেই তো? আপনার সেই জানা-শুনাটার উপর এত নীর্ভর করছেন কেন? মানুষ ভুল জানতে পারে না? নাকি একবার যা জেনেছেন সেটা জেনেই চোখ বন্ধ করে বসে থাকবেন?
৪) চোখ খুলে প্রকৃত সত্যটা জানতে অসুবিধা কোথায়? আমি কোথাও তো বলিনি শেখ মুজিবকে কোন ব্যপারে মেনে নিতে আপত্তি রয়েছে। আমি বলেছি প্রকৃত অবস্থা জেনে তারপর কাউকে সম্মান করবো। আমি যদি এরকম তথ্য পাই যে শেখ সাহেব আদৌ স্বাধীনতা চাননি, তাহলে তাকে সম্মান করাটা কি অযৌক্তিক হয়ে দাড়ায় না?

"আমার মত" কথাটা এক্সট্রিমিষ্টদের মত শুনাচ্ছে। একদল লোক ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বানিয়েছে 'জে.এম.বি'। আর আপনারা বানাচ্ছেন একই টাইপ ভিন্ন বস্তু। জেএমবি ছিলো ইসলাম ও জনগনের জন্য ক্ষতিকর। ৭১ এক্সট্রিমিষ্ট্ররা পুরো দেশের জন্যই ক্ষতিকর। এদের ধরে ধরে সর্বোচ্চ শাস্তি দেয়া উচিত। নতুবা দেশ বাঁচবে না।
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:৫৭:৫৯

ওয়েলডান ত্রিভুজ! গো এহেড!!
পুরোনো বিশ্বাসে আঘাত পড়লে এই রকম হৈ চৈ হয়।

এই বিতর্কের সেন্ট্রাল পয়েন্ট হলো- একজনকে জাতির পিতা বলা বিষয়ক। বঙ্গবন্ধুকে তাঁর যথাযথ মর্যাদা দিতেই হবে। কিন্তু এই স্বাধিনতার জন্য যারা আরো আগে থেকে এবং তাঁর সমসাময়িককালে অবদান রেখেছেন, তাঁদেরকে ছোট করা হবে কেন?
ফাউন্ডিং ফাদার্স করা দরকার। শেরে বাংলাসহ আরো কয়েকজনকে এই কাতারে আনাটা অযথার্থ নয়।
স্বাধিনতার আন্দোলনে অবদান রাখার কারণে আমেরিকারও ফাউন্ডিং ফাদার্স আছে।
'বাংলাভাষী' ভাই বোনদেরকে এই বিষয়টি বুঝতে হবে!!!
'বাংলাভাষী'কে বলছি, কেউ যদি বলে আপনার মতো এক ভদ্রমহিলাকে আবুধাবীতে দেখা গেছে। তার মানে এই নয় যে ওই ভদ্র মহিলা-ই আপনি!!
অতএব সত্য কথা বলাতে কেউ জামাতি হয় না!!

comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ২২:০৪:৩৮

@ অনযরকম
যখন দেশ স্বাধীন হইছে তখন সবাই বঙ্গবন্ধুকে বাঙ্গালী জাতির জনক বলছে ।এটা নিয়ে তখন কিন্তু আর কোনো প্রতিবাদ বা এর ব্যাখ্যা খোঁজা নিয়ে কেউ ব্যস্ত হ্য় নাই।
কিন্তু জিয়া যখন রাজাকারদের পুনর্বাসিত করলো তখন তারা ভাবলো এই জাতীর মধ্যে প্যাচ না লাগাইলে আমরা টিইকা থাকতে পারবো না।
এবং তারা শুরু করলো জাতীয়তাবাদ নিয়া বিভ্রান্ত সৃষ্টির,এতে লাভও হইছে। তার ফল তো তোমরা।
এটা ইহুদীদের বহু পুরানা চাল।তারা এখনও মুসলমানদের মধ্যে বিভেদ লাগাইয়া নিজেরা ভাল তবিয়তে আছে।
আমি আগেও বলছি আবার বলতাছি,পৃথিবীতে মাত্র দুইটা জাতী পরভূমে নিজবাসী।
১।ইহুদীরা
২।জামাতীরা
comment by: জায়দান বলেছেন :
২০০৭-০৮-১৫ ২২:৩১:৩৬

ত্রিভুজ ভাই, এই কৌতুকটা ইন্টারনেটে পেয়েই দৌড়ে এসে আপনাকে জানালাম:

একদিন এক ছাগু আর তাহার বন্ধু আশু প্রভাতে তৃণভোজনে গেলো। হঠাত তারা দেখতে পেলো, মাঠের ওপারে অরণ্য ভিতরে এক সুন্দরী হুরকে বন্দী করে রেখেছে ইবলিশ। সুন্দরী হুর বললো, তোমরা আমাকে মুক্ত করে দাও। তোমাদের একটা ইচ্ছা আমি পূর্ণ করবো। তারা তাকে মুক্ত করলো।

হুর আশুকে জিজ্ঞাসা করলো, তোমার মনস্কামণা কি হে বতস?
আশু কহিল, আমি এখন যেরূপ এছলামি জ্ঞান নিয়া ব্লগাইতেছি তাতে সুবিধা করিতে পারতেছি না। আমারে আরো দশগুন জ্ঞানী করে দাও।
হুর তাকে সাথে সাথে সুফীতে পরিণত করে দিলো।

এবার ছাগুর পালা। ছাগু আশুকে সুফীতে পরিণত হতে দেখে বেশ উত্তেজিত হয়ে পড়িছিলো। সে বললো, আমাকে তুমি সুফীর চেয়েও একশগুণ জ্ঞানী করে দাও।
হুর বললো, এটা কিন্তু বিপদজনক। আবার ভেবে দেখো।
ছাগু বললো, সি.টি.এন. মানে চিন্তা-করার টাইম নাই। যা বললাম তাই করো।
হুর তথাস্তু বলতেই, ছাগু হেজাব পরা একটা আস্ত মেয়েতে রূপান্তরিত হয়ে গেলো।
comment by: হারাধন. বলেছেন :
২০০৭-০৮-১৫ ২২:৪০:৫৫

খুব বালো পোষ্ট। আপনি এটা নিয়ে একটা গনআন্দোলন করতে পারেন। আ
comment by: আসল ট্র্যাপ বলেছেন :
২০০৭-০৮-১৫ ২৩:৩৪:৩৫

আবার পুরান ফর্মে।
comment by: একান্ত বলেছেন :
২০০৭-০৮-১৬ ০৩:১৯:৫৫

"বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।"

ত্রিভুজ তাহলে ছাগল থেকে কুকুর ও বেড়ালে কনভার্ট হইছে । কুকুর বেড়ালের ভাষা বুঝে ! কুকুর-বেড়ালের কান্না বুঝে! জটিল...
comment by: হমপজদ বলেছেন :
২০০৭-০৮-১৬ ১২:৪২:৫৭

মহা মুক্তির মহান দিবস ১৫ই আগষ্ট ১৫ই আগষ্ট
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৬ ১২:৫৯:৪৪

অনযরকম,আপনের প্রশ্নটা করছিলেন কাইলকা আমি নেট থেকে বাইরানির পর।আইজকা আইসা দেখলাম।
ওয়েল একখান কথা পরিষ্কার কইরা কওয়া দরকার,আমি জাতির পিতা তত্বে বিশ্বাসী না,আমি বর্তমানের আওয়ামীলীগেরও সমর্থক না।তাই এই প্রশ্নের উত্তর দেয়ার দায়িত্ব আমার না।
তবে জাতির পিতা সংক্রান্ত মূল কনসেপ্ট নিয়া আগামী সপ্তাহে এক্টা আলোচনা করতে পারি।আইজ বৃহষ্পতিবার বইলা অফিসে দীর্ঘ লেখার টাইম নাই।শুক্কুর শনি আবার বন্ধ।তাই যা-ই লিখি,রবিবারের পরে পাইবেন।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৩:১২:১০

ধন্যবাদ হোসেইন ভাই। তয় রবিবার আমার অফিস বন্ধ। সোমবার আপনার পোস্ট পরুম।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৩:১৯:১৭

ওপরের মন্তব্যটি করার পর ব্লগ ঘাটতে গিয়ে দেখলাম ফজলে এলাহীর একটা সিরিজ শুরু হইছে ।বেসিক দিয়া শুরু হইছে,দেখি কতোদূর যায়।তারপর এক সাথে সেটার উত্তর (যদি দরকার মনে হয়।)আর আপনার উত্তর দিয়ে দেব।ধন্যবাদ।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৩:২৯:০২

ইহুদী এবং জামাত এই দুই গোষ্ঠীর মধ্যে একটা মিল আছে,সেটা কি জানেন?
এরা দুই গোষ্ঠীই পরভূমে নিজবাসী!!
ইহুদীরা যেমন বিভিন্ন কুট কৌশলের মাধ্যমে প্যালেসটাইনকে নিজেদের করে নিয়েছে,এদের মতলবও তেমন।
এজন্য প্রয়োজনে এরা দেশও বিক্রি করতে রাজী।
কারণ এটা তো তাদের নিজের দেশ না,তাদের দেশ তো পাকিস্হান।
প্রীথিবীর ইতিহাসে মাত্র দুটি জাতী যুদ্ধে হেরেও বিভিন্ন কুট কৌশলের মাধ্যমে জয়ীদের কাতারে মিশে গেছে,এক ইহুদীরা দ্বিতীয়ত:জামাত।
ভেবে দেখুন,যুদ্ধে যদি পাকুরা জিতত তাহলে কিন্তু মুক্তিযোদ্ধাদের বিচার হতো এবং জামাত পুরস্কৃত হতো।
কিন্তু যুদ্ধে হারা সত্ত্বেও আমাদের ভুলের কারণে আমরা তাদের বিচার করতে পারিনি।
তবে একদিন নিশ্চয় হবে,যেমন একদিন নিশ্চিন্হ হবে ইহুদীরা।
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৩:২৯:৩৫

[@ জ্বিনের বাদশা
-[ " ইয়াহিয়া/ভুট্টোরা যে কত নীচ হতে পারে সেসম্পর্কে এই মহান লোকের ধারনাও ছিলনা, নাইলে হয়ত উনি আগেই ওদের আক্রমণের বিরুদ্ধে ব্যাবস্থা নিতেন।" ]-
হা হা হা.... কি সব কথা বার্তা যে বলেন। বাচ্চা পোলাপানও হাসবে এসব শুনলে। ]

*******************************
কোন জায়গাটাতে হাসি পাবে বলেনতো? ইয়াহিয়া/ভুট্টোরা নীচ এইখানে?

comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৪:২৮:১৮

"ইতিহাশ গো'বেশক" ত্রিভুজ।আমার প্রশ্নের উত্তর কই?না পাইলেও দু:খ লাগবে না।কারণ, রাসেল(.......)এর কমেন্টে ৫।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৮:০৭:০২

ত্রিভূজ লিখছে :
মানুষ হওয়ার চেষ্টায় আছি.... মানুষ মনে হয় হতে পারিনি এখনো...
আমার ও তাই মনে হয়।
নইলে আর কথা কয় না ক্যান ?
comment by: শান্ত বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৯:২৩:৪০

শেখ মুজিবকে যতই তোমরা দেবতা বানাও, কোন লাভ নেই। দেশের বেশিরভাগ জনগন তাকে কখনই তার স্বাধীনতা পরবর্তী অপকর্মের কারণে জাতির পিতা হিসাবে গ্রহন করেনি, করবেও না। শ্রদ্বা মন থেকে আসতে হয়, জোর করে নয়। আলীগ এবং তার চেলারা এটা যত তাড়াতাড়ি বুঝবে, ততই মংগল।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৯:৪৩:৪৮


@একান্ত ওরফে ধূসর ছায়া
এটা বাচ্চাদের টপিক নয়.. ত্রিভুজের ব্লগে যথারীতি তোমাকে নিষিদ্ধ ঘোষনা করা হলো বাছা। আম্মুর কাছে গিয়ে নালিশ দাও গিয়ে।

"এই মহান লোকের ধারনাও ছিলনা, " অংশটায় হাসি পেয়েছে @ জ্বিনের বাদশা

@ মনিটর
প্রশ্ন করার যোগ্যতা অর্জন করে তারপর প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে ঠিক ঠিক।

@ শান্ত
আ:লীগের চেলারা সেটা কোনদিনই বুঝবে না।

@ঘাস-ফড়িং
ঐ কথা বুঝার মত জ্ঞান যে তোমার নেই, সেটা তোমার কথা বার্তা দেখেই বুঝেছিলাম। ভুলক্রমে তোমার আগের কথাগুলোর উত্তর দিয়েছি। 'মনিটরের' জন্য দেয়া মন্তব্যটা তোমার দিকেও রিডাইরেক্ট করে দিলাম। পড়ে নিও।
comment by: মন ভাল না বলেছেন :
২০০৭-০৮-১৬ ২১:০৪:১১

পাগল নাকি?
মাইনাস রেটিং করা যায় না??
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৬ ২১:৩৪:৩৪

খুব বালো পোষ্ট। আপনি এটা নিয়ে একটা গনআন্দোলন করতে পারেন।
comment by: সাহোরু বলেছেন :
২০০৭-০৮-১৬ ২২:০১:১৩

- ৫০
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৬ ২২:০১:৪৯

খুব বালো পোষ্ট। আপনি এটা নিয়ে একটা গনআন্দোলন করতে পারেন।






ইরশাদ করেচেন অবিসংবাদিত ছাগুরাম, ছাগুদের নয়নের মণি, তিরিভুজ শাম

ছাগল লইয়া পোতিকৃয়া

ছাগল পালনের অপকারিতা
২০০৭-০৮-১৭ ২০:৪০:০৯

বন্ধুর মাধ্যমে আজ লন্ডন থেকে সরকার তাসেক নামের এক ভদ্রলোকের পাঠানো একটা চিঠি হাতে এলো।বিষয় ছাগল পালনের অপকারিতা।আমি মুগ্ধ ছাগল নিয়ে তার এই বাড়তি মনোযোগের কারণে।

তার চিঠিটা নিচে হুবহু তুলে দিলাম।ছাগল যে এতো ক্ষতিকারক আমার জানা ছিলো না।

চিঠিঃ-

বরাবর
সম্পাদক মহোদয়

জনাব/জনাবা

প্রথমে আমার সালাম রইল। অত্র চিঠির সাথে আমি একখান লেখা পাঠালাম, দয়া করে আপনি এই বিষয়টি নিয়া আপনার সাংবাদিক ভাইবোনদের সাথে আলাপ আলোচনাসহ এই লেখাটি আপনার পত্রিকায় ছাপবেন।

আমি সেই ব্যক্তি যে ২০০২ ইং সালের ৫ই মে দৈনিক যুগান্তর পত্রিকার শেষ পাতায় ”ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না আজ” শীর্ষক একটি লেখা বিজ্ঞাপন আকারে ছাপিয়েছিলাম। তৎকালীন মাননীয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছাগল পালন কর্মসূচীর বিপক্ষে লিখেছিলাম যে,---

১. পরিবেশের অবস্থা ভাল না, দেশে বেশী গাছের প্রয়োজন, তাই ছাগল পালন কর্মসূচী একটি আত্মঘাতি সিদ্ধান্ত।
২. ছাগল বেঁধে রাখা যায় না, অন্যের ফসল ও ছোট ছোট গাছপালা খেয়ে ফেলে, মানুষ ছাগল বেঁধে রাখে ফলে প্রতিবেশীর সাথে ঝগড়া মারামারির সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়। এই কর্মসূচি বাস্তবায়ন হলে ভবিষ্যতে আরো খারাপ হবে।
৩. একটি ছাগলের কাছ থেকে যতটুকু চামরা এবং মাংস পাওয়া যায় এবং তার যতটুকু মূল্য এবং খাদ্যের পরিমান হয় তার চেয়েও বেশী পাওয়া যাবে যতগুলি গাছের চারা খেয়ে এই ছাগলটি বড় হয়। একজনের উন্নতি এবং বাকি সবার ক্ষতি অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক পরিবেশগত দিক দিয়ে উন্নতি তো দূরের কথা ক্ষতিগ্রস্ত হবে আমাদের বাংলাদেশ।
৪. ইত্যাদি

৮ই মে ২০০২ ইং তারিখে ”আজকের কাগজ” পত্রিকার শেষ পাতায় আমার একটি সাক্ষাৎকারে লেখা ছিল ” ছাগল যে কি ক্ষতি করছে তা শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে টের পাওয়া যাবে না”। সরকারের দুরদর্শিতার অভাব আছে। এরপর বাসায় দিনে রাতে ছিল পুলিশ এর উৎপাত। টেলিফোনে ছিল হত্যার ভয় ইত্যাদি। এরপর থেকে জান বাঁচাতে লন্ডন পালিয়ে আসি। যদিও আমার স্ত্রী পুত্র লন্ডনেই ছিল।

টক থেকে
সরকার তাসেক
১৫২ ঞড়ঃঃরহমঃড়হ জড়ধফ
ইঁৎু ই২৮ ওজট



রেটিং:৫.০/৪
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৫টি মন্তব্য
* ৩৭বার পঠিত



comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৮-১৭ ২০:৪৫:১২

মারাত্বক বিষয়!
ছাগল তাহলে রাষ্ট্রীয় পর্যায়েও আলোড়ন তুলেছে...শাবাশ ছাগু সম্প্রদায়!
comment by: নাজিম উদদীন বলেছেন :
২০০৭-০৮-১৭ ২১:৩৬:১১

ছাগল পালে পাগলে
হাঁস পালে অন্ধে
রাইত হইলে চৈ চৈ করে কান্দে।
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন :
২০০৭-০৮-১৭ ২১:৩৭:১২

মারাত্বক বিষয়!
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৭ ২১:৪৯:১৯

ভুয়া কথা।ছাগল পালনে এতো অপকারিতা থাকলে কী আর কোন নরওয়েজিয়ান ভদ্রলোক ভিনদেশে আইসাও ছাগল পালত :)
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-১৭ ২১:৫৩:৩৩

হোসেইনদ্যর কমেন্টে বিপ্লব





ফয়সাল নোই লিকেচেন।