Wednesday, August 29, 2007

উটু ফজলের অস্টেলিয় ভমণ

কয়লা ধুইলেও ময়লা যায় না। সৌদিতে ত আকাম কুকুম করার সুবিধা কম, মাজেমদ্যে খালি গেলমানগ উপ্রে ঈমান কায়েম করা যায়। অস্টেলিয়া গিয়া অ্যাকদম চেইতা গেছিলগা। খবর কিন্তুক টিভিতে দেখাইছে।


অষ্ট্রেলিয়াতে উটের ধর্ষন প্রচেষ্টায় মহিলা নিহত
২০০৭-০৮-২৮ ২০:৫৪:২২


অষ্ট্রেলিয়াতে এক যাট বছরের মহিলা তার পোষা উটের হাতে নিহত হয়েচেন। পুলিশের তদন্তে প্রকাশ ১০ মাস বয়সী ৩৩০ পাউন্ডের উটটি মহিলাকে ধর্ষনের চেষ্টা চালায় তার উপরে উঠে যৌন সন্গমের চেষ্টা চালায়। প্রানী বিশেষজ্ঞরা এ খবরে বিস্ময় প্রকাশ করেচেন আর বলেচেন এটা যাষ্ট দুর্ঘটনা হতে পারে, কেননা সাধারনত কম বয়সী উট বেশী আক্রমনত্বাক হয়না তবে তারা এও বলেন যে সাধারনত পালকের ডিসি্পলিনের অভাব থাকলে এটা ঘটা অসম্বন কিছু নয় আর কম বয়সী উটের যৌন আকান্খা থাকতে পারে।

বিস্তারিত খবর নীচে



রেটিং:৫.০/৮
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ২৪টি মন্তব্য
* ২২৯বার পঠিত



comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২৮ ২০:৫৬:৩৪

আশা করা যায় এ উটটি আমরা কেউ চিনি না
comment by: বন্ধনহীন বলেছেন :
২০০৭-০৮-২৮ ২০:৫৮:৩০

আমিও চিনি না।
comment by: এম সাইদুর রহমান বলেছেন :
২০০৭-০৮-২৮ ২১:০৪:২২

তাহলে উঠেরও চুদার জ্বালা আছে।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-২৮ ২১:০৫:৪৪

হায় কলিকাল!
দ্রুহী ভাইয়ের এই গল্পের সাথে কি কোন সম্পর্ক আছে এই খবরের?
http://www.somewhereinblog.net/blog/droheeblog/28709575
comment by: জায়দান বলেছেন :
২০০৭-০৮-২৮ ২১:০৬:০১

উটের হাতে ধর্ষিত হলে ছেলেদের আচরণ কেমন হয় তা ব্লগের উটুকে দেখে আমরা বলতে পারি।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-২৮ ২১:০৬:৫৪

সাইদুর রহমান ভাইজান, এই ধরনের মন্তব্য করবেননা, কমেন্ট ডিলিট খাবেন, মডুরামের হাতে।
comment by: হমপগ্র বলেছেন :
২০০৭-০৮-২৮ ২১:২৪:০৩

I cant help laughing. Ha ha ha,,,
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২৮ ২১:২৫:১১

আয়হায়, উটুল কবে অস্ট্রেলিয়া গেল জানতেও পারলাম না...
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২৮ ২১:৩০:৪৪

আশা করা যায় এ উটটি আমরা কেউ চিনি না
comment by: আমি কে বলেছেন :
২০০৭-০৮-২৮ ২১:৪৪:৩৪

আমিও চিনি না।
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:০৩:৩৩

আমিও চিনি না।

comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:৩৪:১৩

ধুর, এটাতো দেখি রাজা আর অদৃশ্য পোশাকের গল্প হয়ে গেল। কেউ চিনল না , খালি আমিই চিনলাম। এখন ব্যান না খাই আবার চেনার জন্য !!!
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:০৩:৫৪

@অমিত
ব্যাপার নাহ, আমিও মনে হয় চিনছি।
দ্রুহি ভাইয়ের গল্পের সাথে মিল খুঁজে পাইসি তো।
দ্রুহি, তুমি কৈ গেলা?
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:১৬:৩৮

সেই উটটি কি কোরবানীর জইন্য জায়েয হইবে ??
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:২৭:১২

আহমেদ শারফুদ্দিন উট টি কি কতল করা হবে একন মাংস মনে হয় খাওয়া যাবেনা। এ ধরনের জীব পুতে ফেলার নির্দেস মনে হয় হাদিসে আচে। আমি পড়সিলাম একন মনে করতে পারচিনা
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৩৩:২৩

হে হে
comment by: মামু বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৩৫:২৯

আইজউদ্দিন,
উট কি শেষ পর্যন্ত ধর্ষন করতে পারচিল? সফল হইলে এইটারে মাটুতে পুইত্য ফ্যালতে হইব।
comment by: মামু বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৩৮:৫০

উটের একটা খাচ্চার স্বভাব আচে।
(উটগো মধ্য কিচু রেপিষ্ট উট হয়)

কিচু পুরুষ উট দল বাইন্ধ্যা মাইয়া উটরে রেপ করে। ওই মাদী উট টা আবার পেগনেন্ট চিল। ডিসকভারি চ্যানেলে এই রকম দেখাইচে।
comment by: কালপুরুষ বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৪০:১৯

ভুলক্রমে ভায়াগ্রা মিশ্রিত খাবার গ্রহণের ফলেই উটের এই দশা। উটকে পরীক্ষামূলক ভাবে সেই উত্তেজক বড়ি সেবন করানো হয়েছিল কিনা তাইবা কে বলতে পারে? কে দোষী তাহা প্রমাণ সাপেক্ষ।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৪২:০৬

কালপুরুষ ভাই কেমন করে বুঝলেন ?
comment by: কালপুরুষ বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৪৩:০৩

কোচিং ক্লাশের ব্যবস্থা করো। বুঝায়া দিমুনে।
comment by: আমি কে বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৪৪:০৩

উটের কোচিং?
comment by: আমি কে বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৪৪:২৭

প্র্যাক্টিক্যালি বুঝাবেন নাকি উটদের?
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৪৫:২১

সি সি !!! তওবা ওয়া আস্তাগফিরুল্লাহ মিন জালেক !!! কি দিনকাল পড়ল !!! সবাই অশ্রু হয়ে গেল নাকি ??

Tuesday, August 28, 2007

বুঝেশুনে ইসলাম পালন করবেন সবাই: বিজলীর খড়ি

বিজলীর খড়ি স্বঘোষিত শিবির সাথী

ইসলামে সেনাবাহিনি, ভোটাধিকার, মানবাধিকার, জেল এসব বলে কিছু নাই। যারা ইসলাম পালন করেন তারা জেনে রাখবেন। নিজে ইসলাম পালন করবেন আর ইউরোপের মানস-চামচা হয়ে থাকবেন তা হবে না।

সেনাবাহিনী: বেতন দিয়ে পোষা সেনাবাহিনী বলতে ইসলামে কিছু নেই। রাসুলের যুগে ছিল না। জনগনের টাকা মাসে মাসে লয়া, কটকটা জামা পইড়া কলারটা উচা কইরা রাস্তাঘাটে পার্ট লয়া দাড়ায়া থাকাটা ভাইজান ভাল কিছু না, কাপুরুষতার, শরমের।
পৃথিবীতে কোন যুদ্ধটা শুধুমাত্র বেতনভুক্ত আর্মির মধ্যে সীমাবদ্ধ ছিল? আর্মি নয়, ইসলামিক রাষ্ট্রে থাকে গনবাহিনী। জনগন, যুবসমাজের রক্তই দেশের মূল শক্তি, সাহস এবং ঈমানের দৃঢ়তা।

সার্বজনীন ভোটাধিকার: আমি বুঝি না, এটা দেশের ইনিভার্সিটির টিচার যেই ভোট দেয়, একই ভোট দেয় মুদি দোকানি। তার মানে দুইজনের মূল্যায়ন এক!! তাইলে হয় ওই টিচার বেসিকালি একটা ছাগল, নইলে দোকানির আসলে টিচার হওয়া দরকার ছিল। দুই জনের দেশ পরিচালনা সম্পর্কে সমান মূল্যায়ন হয় কি করে? ইসলামে তাই পশ্চিমা ষ্টাইলের গনতন্ত্র নাই। তবে গনতন্ত্র আছে, আছে সীমিত আকারের ভোটাধিকার।

জেলখানা: জেলখানা জিনিসটা আধুনিক রাষ্ট্রের একটা আজব জিনিস। যে খারাবী করছে তারে ধইরা কয়েক বছর আটকায়া রাখলে সে ভাল হয়া যাইব? কখনই না। আর দেশে অপরাধও কমব না। তাই ইসলামে জেলখানার ধারনা নাই। কেউ অপরাধ করলে মাইর দিতে হইব, সব সভ্যতায়ই মাইর আছে, জেলখানায় বসিয়া বসিয়া খাওয়ানো কোন ফল আসে না।
আর যদি চান শরিয়া আইন করেন, হাত কাটেন, গলা কাটেন, অপরাধ নির্মূল হবে। কিন্তু সবাই তো না বুইঝা চেচামেচি করে।
সংবিধান: আচ্ছা সংবিধান জিনিসটা যে কি সেটা আজ পর্যন্ত বুঝলাম না। কেউ বলবেন সংবিধান কি এবং দেশে সংবিধানের আদৌ দরকার আছে কিনা? ফাজলামোর সীমা থাকা দরকার।

মানবাধিকার: মানবাধিকার জিনিসটা কি? মানুষ কি অধিকার নিয়ে জন্মায়? সার্বজনীন শিক্ষা? আচ্ছা যে ৭ বছর বয়সে মারা গেল তার শিক্ষার অধিকারের কি হল? মানুষ কোন অধিকার নিয়ে জন্মায় না, জন্মায় কর্তব্য নিয়ে। ‘ওমা খালাক তুল জিন্না ওয়াল ইনসানু ইল্লা লিয়া’বুদুন’ আমি জ্বিন এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাই মানুষের আছে দায়িত্ব, আছে কাজ। সবার আগে মানবাধিকার বইলা কান্নাকাটি করাটা গর্দভামি। কে এই অধিকারাবলী ঘোষনা করেছে?

রাষ্ট্র: রাষ্ট্র-ফাষ্ট্র কিছু নাই । মিয়া কিসের রাষ্ট্র, তোমার বাপের? রাষ্ট্র শুনলেই আমার মেজাজ খারাপ হয়।

প্রিয় পাঠক। উপরোক্ত ধারনাগুলো আমাদের মনে এমন ভাবে গেথে গেছে যে আমরা কখনও এগুলোর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করি না। শুধু ভাবুন যে মাত্র ৫০ বছর আগেও এই ধারনা গুলো অস্পষ্ট ছিল। আর ১০০ বছর আগে এই একটি ধারনাও পৃথিবীতে ছিল না। এখন ইউরোপ দুনিয়া শাসন করে বইলা তার বলছে যে তাদের ধারনাগুলোই চুড়ান্ত, আমরা মুসলিমেরা বলি: বাছা মুড়ি খাও।

Wednesday, August 22, 2007

ছাগুরাম তিরিভুজ কি সরকারের কঞ্চালটেন্ট?

ছাগুরাম তিরিভুজ যে শিবিরের চামচা, জামাতের পোদবালক তা এতদিন হগলতেই জানতেন।

কিন্তু ছাগুরাম যে সরকারের কঞ্চালটেন্ট তা খেউ জানিতেন না!

নিম্নের পুস্টটি পড়িলে দেকিবেন যে ছাগুরাম তিরিভুজ বিকাল চারটা বারো ঘটিকায় ছাগতিগত মতামত ফরমাইয়াছেন ... আর তার কিচুখন পরেই সরকার কারফিউ জারি করিয়া হার্ডলাইন টানিয়া দিয়াচেন।

ষম্ভবত বিশুবিদ্দালয় বন্দ কইরা হল খালি করবার পরামর্ষও ছাগুরামের হাঁডুপ্রসুত।

পাকিপোংচাটা ছাগুরাম তিরিভুজ শাম এ কি কুবুদ্দি দিতেচে সরকারকে?





ব্যাক্তিগত মতামত: সরকারের উচিত হার্ড লাইনে যাওয়া
২০০৭-০৮-২২ ১৬:১২:৩৮


দেশের বর্তমান পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে এবং পরিস্থিতি শান্ত রাখতে সরকারের উচিত হার্ড লাইনে যাওয়া।


একথা দিবালোকের মতই পরিষ্কার যে, এটা ছাত্র আন্দোলন নয়। গতকাল যারা নিউজ চ্যানেলগুলোতে মিছিল, ৃলুটপাট ও হামলার দৃশ্য দেখেছেন তারা বুঝেছেন নি:সন্দেহে। বুঝেও বুঝবে না শুধু তারা যাদের ব্যপক ক্ষতি হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার কারনে।

তাছাড়া গতকাল ছাত্রদের সকল দাবী মেনে নেয়ার পরেও আজকের ঘটনাগুলোর ব্যাখ্যা কি? এটা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না যে এসব ঘটনার পেছনে রাজনৈতিক দলগুলো রয়েছে।


(নিতান্তই ব্যাক্তিগত মতামত)



রেটিং:৩.৪/১০
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৩৬টি মন্তব্য
* ১৯৮বার পঠিত



comment by: এহহামিদা বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:১৫:১১

জামাতের কেউ ধরা খায় নাই দেইখা!!
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:১৮:৪৮

হার্ড মাথার সরকার হার্ডলাইনে গেছে দেইখাই এই অবস্থা!!

হার্ডলাইনে যাওয়া কোন সমাধান না।

ফকরুদ্দিনের আজই টিভিতে জরুরী ভাষন দিয়ে সামাল দেয়া উচিত, নাইলে মঈন এ্যাডভান্টেজ নিবে।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২০:১১

'জামাত' শব্দটা ব্যবহার করে সব পানিতে মাছ শিকার করা যায় না ব্রাদার! এই সরকারের উপর আপনাদের রাগের কারন বুঝি। দূর্নীতিবাজদের চামচামি বন্ধ করুন। এসব দেখতেও খারাপ লাগে।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২১:২৮

হার্ডলাইন কোনো সমাধান নয়। তবে রাজনৌতিক দলগুলো যাতে সুবিধা নিতে না পারে সেটা দেখতে হবে।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২২:১৭

@জ্বিনের বাদশা
গতকালের দাবীগুলো শুনেছিলেন? ফকরুদ্দিনের পদত্যাগ দাবীই পরিষ্কার করে দিয়েছে এই আন্দোলনের নেপথ্যের কাহিনী....

বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে যারা মিছিল ও লুটপাট করেছে তাদের চেহারা দেখেছেন নিউজে? পাগলেও বলবে না এটা ছাত্র আন্দোলন।
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২২:১৮

জামাত কিন্তু ঘোলা পানিতে মাছ শিকারে ওস্তাদ। ইতিহাস তাই বলে।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৩:৪৩

@ ত্রিভুজ...একমত। খালি কেউ সুযোগটা না নিতে পারে সেই কামনা।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৪:৩০

কারফিউ। ৪.২০ এ সিএসবি তে বলাছে।
comment by: নাদান বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৪:৩৫

একমত @ শাইরি
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৪:৪৭

জ্বি মানুষ, তত্ত্বাবধায়ক সরকার তো জামাতের সরকার। আপনাদের মহান(!) শাহরিয়ার কবীরও দেশের বাইরে গিয়ে এইসব প্রচার করে বেড়িয়েছে। আওয়ামীলীগের দুর্নীতি যে ধরবে, সেই রাজাকার। সেই অর্থে দেশে এখন রাজাকারের সরকার প্রতিষ্ঠিত! কি বলেন?
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৪:৪৮

যেকোনভাবেই হোক দুর্নীতিবাজদের ফায়দা লুটতে দেয়া ঠিক হবে না। বর্তমান অবস্থায় দেশ স্বাভাবিক নয়।
এইমাত্র টিভিতে দেখলাম কার্ফ্যুর খবর।
comment by: কাকতাড়ুয়া বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৬:২০

একমত ।

comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৬:৫৪

কার্ফ্যু দেয়ার দরকার ছিলো। আমার মতে সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৭:৩২

যেকোনভাবেই হোক দুর্নীতিবাজদের এবং রাজাকারদের ফায়দা লুটতে দেয়া ঠিক হবে না।
comment by: স্বপ্নদ্রষ্টা বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৯:১৪

আমারও মনে হয় এটা সাধারন ছাত্র আন্দোলন নয়.
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৯:১৫

কারফিউ ছাড়া গতি ছিল না।
comment by: আবু সালেহ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:২৯:২৯

সরকারের আসলেই হার্ড লাইনে যাওয়া উচিত

চলে গেছে...
কার্ফূ জারি হইছে....৮টা থেকে...
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩০:০৩

নেতারা তাদের বাহিনীকে লেলাইয়া দিছিল আজকে। কালকে পর্যন্ত এইটা ছাত্র আন্দোলন ছিল।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩০:৫১

কিন্তু কেউ যেনো ফায়দা লুটতে না পারে ইনক্লুডিং জামাত।
comment by: নুর3ডিইডি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩২:৩৭

কোন শান্তি প্রিয় নাগরিক এই রকম পরিস্থিতি আশা করেনা, সরকারের উচিত হার্ড লাইনে যাওয়া, এবং মানুষকে শান্ত করার জন্য টিভিতে প্রধান উপদেষ্টার ভাষন দেওয়া জরুরী।
ধন্যবাদ ত্রিভুজ ভাই।
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৪:৫৬

জামাতির সাথে সরকারের যোগসাজস রয়েছে এ কথা আমি বলিনি। আমি বলেছি জামাত ঘোলা পানিতে মাছ শিকারে ওস্তাদ। আর পানি যেহেতু এখন ঘোলা সেহেতু সে শিকারে নেমে গেছে। আওয়ামিলীগ, বি এন পি দুর্নিতীবাজ এটা যেমন সত্য, জামাত যে রাজাকার এটাও তেমন সত্য। সবার বিচার হওয়া উচিৎ। আপ্নি কি বলেন @ ত্রিভুজ।
comment by: নুর3ডিইডি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৫:২৯

শুধু কার্ফ্যু দিলে হবে না। কার্ফ্যু মানার জন্য ব্যবস্তা করতে হবে। মানুষকে বুঝাতে হবে যে, তারা কার সম্পদ নষ্ট করতেছে।
comment by: আসল ট্র্যাপ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৫:৫৮

কোন দিক সমর্থন করুম এই সিদ্ধান্ত নিতে জামাতিগো ১ দিন দেরি হয়।
(নিতান্তই ব্যাক্তিগত মতামত)
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৬:১৬

সহমত@মানুষ
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৭:৫৭

ফকরুদ্দিনের পদত্যাগ দাবী করলেই হার্ডলাইনে যেতে হবে কেন?
বাই দ্য ওয়ে, কারা পদত্যাগ দাবী করল? পেপারে দেখিনি ...

ফখরুদ্দিনের এখন মাথা ঠান্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত ... মাথামোটা আর্মিকে পাত্তা না দিয়ে জরুরী টিভিভাষন দেয়া উচিত ... শীগগিরই যে জরুরী অবস্থা উঠাবে সেটা বলা উচিত ... তাদের প্ল্যানও তো তাই ছিল ...আগামী মাস থেকে জরুরী অবস্থা উঠে যাবে ..

তাইলেই কেবল পরিস্থিতি তার নিয়ন্ত্রণে থাকবে

নাইলে ওয়ার্সট কেইসে আর্মিতে পাল্টা ক্যুও হতে পারে ... যদি পাবলিক কার্ফ্যু না মানে
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৩৮:৫৯

@ মানুষ...সহমত
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৪৯:৪৩

ক্যাম্প প্রত্যাহার মেইন দাবি ছিল। সাথে ছিল বিচার করা দোষীদের।
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৫০:৪৮

ত্রিভুজ, আপনার মতামত জানালেন না।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৬:৫১:১৫

@জ্বিনের বাদশা
"ফকরুদ্দিনের পদত্যাগ দাবী করলেই হার্ডলাইনে যেতে হবে কেন?"
ফকরুদ্দিনের পদত্যাগ দাবীটা প্রমাণ করে এই আন্দোলনের মূল উদ্দেশ্য কি এবং এর পেছনে কারা মদদ দিচ্ছে। আরো অনেকগুলো দাবী ছিলো। এই মূহুর্তে মনে পড়ছে না। গতকাল সন্ধ্যার পর থেকে অনেকগুলো চ্যানেলেই এই দাবীর কথা পরিষ্কার ভাবে প্রচার করা হয়েছে। পরে সরকারের চাপে হোক আর যে কারনেই হোক দাবীগুলো নিয়ে বেশী হৈ চৈ করেনি মনে হচ্ছে। তবে গতকাল পুরো দেশবাসী এইসব দাবী শুনেছে চ্যানেল আই, সিএইবি, এনটিভি ও সকল চ্যানেলে।

"ফখরুদ্দিনের এখন মাথা ঠান্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত ..." সহমত! আমার মনে হয় মাথা ঠান্ডা করেই সরকার কাজ করছে। নতুবা গতকাল সেনা প্রত্যাহারের ঘোষনা ও দু:খ প্রকাশ করা হতো না। যখন তাদের প্রাথমিক সকল দাবী মেনে নেয়ার ঘোষনা দেয়া হলো, তখনই আন্দোলনটা থেমে যাওয়া উচিত ছিলো। থেমে যায়নি এবং আজকেও লুটপাট ও গন্ডগোল হয়েছে। এতে কি প্রমাণীত হয়? দেশে একটা গোলমাল বেধে গেলে কাদের লাভ হবে এই মূহুর্তে? ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন।

তবে সরকারকে অনেক সাবধানে কাজ করতে হবে। কোন দূর্নীতিবাজ রাজনৈতিক দল যেন এই সুযোগটা কাজে লাগাতে না পারে। আমরা ফখরুদ্দিনের এর সমর্থনে আছি। আমার ধারনা বেশীর ভাগ দেশবাসীই আছে।

"নাইলে ওয়ার্সট কেইসে আর্মিতে পাল্টা ক্যুও হতে পারে ... যদি পাবলিক কার্ফ্যু না মানে"
চান্স একেবারেই নাই। যতদুর মনে হচ্ছে, মাস পাবলিক এই আন্দোলনের সমর্থনে নাই। শুধু রাজনীতির সাথে জড়িত কিছু ক্ষতিকর পাবলিক প্রপাগান্ডা চালাচ্ছে এই মূহুর্তে।
comment by: ওবায়েদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৭:১১:০৪

বাড়ি গাড়ি সব ধ্বংস করে দেওয়া হোক, না হয় কিসের বাঙ্গালী!!
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন :
২০০৭-০৮-২২ ১৭:১৭:২৯

****
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৭:২০:১৮

মৌনতাই সম্মতির লক্ষন ধরে নিলাম।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৭:২৭:২৬

@ওবায়েদ
ঠিক........ আবার ৩৭ বছরের দূর্নীতিবাজদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হউক!!!!

ভাস্কর দা,
এনকোডেড মন্তব্য দিলেন.. আমার কাছে এর ডিকোডার নাই। ডিকোড করে দিন.. :-)
comment by: আশরাফ রহমান বলেছেন :
২০০৭-০৮-২২ ১৮:২৩:৫৫

এরশাদের আমলেও দেখা গেছে একটি রাজনীতিক দল পুলিশ কর্মকর্তাকে টাকা ঘুষ দিয়ে গাড়ী চাপা দিয়ে ছাত্রদের হত্যা করার ব্যবস্থা করে আন্দোলনের ইস্যু তৈরীর ব্যবস্থা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখে তাই মনে হয়। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ভাঙচুর ও লুটপাট করা সাধারণ ছাত্রদের কাজ নয়। একটি সংঘবদ্ধ চক্রই এমনটি করতে দেশকে অস্থিতিশীল করার জন্য। হয়তো এর মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা তুলতে চায়। সরকারের উচিত সকল দুষ্কৃতিকারীকে গ্রেফতার এবং তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজদের রক্ষা করা এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৮:২৬:০২

@ আশরাফ রহমান...জামাত জামাত ডাক পারি, জামাত মোদের কার বাড়ি, আয় রে জামাত ক্যান্টন্মেন্টে আয়, মইন তোমারে বুলায়
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২২ ১৮:৩০:২৯

@ আশরাফ রহমান...জামাত জামাত ডাক পারি, জামাত মোদের কার বাড়ি, আয় রে জামাত ক্যান্টন্মেন্টে আয়, মইন তোমারে বুলায়

Tuesday, August 21, 2007

ছিল্পছংকৃতি কুন দিকে যাচ্চে?

কতিপয় দুষ্ট লোক আমাদের সবার পিয় আকন্দ চাচ্চুরে পচাইয়া এককান গান বানাইছে। এইটা লইয়া বাংলাদেশের জনপ্রিয় বলোগ ইনজিল ছামোয়ারিনে পতিবাদ কচ্চে ফচটাছ নামে একজন ডাক্তার।





বাজে গান ও "মোহাম্মদ আলী আকন্দ"
২০০৭-০৮-২১ ১০:৩৭:০৭

আমাদের ব্লগের অত্যন্ত ভদ্র, সহানুভূতিশীল একজন ব্লগার হলেন "মোহাম্মদ আলী আকন্দ"।
এখানে কিছু ফালতু লোকের প্যাচে পরে তিনি আর আসন না এই ব্লগে। আমরা হারিয়েছি একজন সুস্থ সুন্দর আইনজীবী কাম ভাল মানুষকে। তিনি এখন ত্রিভুজডট কমে লিখছেন।
অত্যন্ত পরিতাপের বিষয় তাকে এই ব্লগ থেকে তাড়িয়ে সেই তথাকথিত প্রগতিশীলরা ক্ষান্ত হয়নি। মোহাম্মদ আলী আকন্দ নিয়ে একটা গানও তার অনলাইনে ছেড়ে দিয়েছে।
আমি তাদের এই রুচিহীন, বাজে কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



রেটিং:৪.২/৫
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১৬টি মন্তব্য
* ১২০বার পঠিত



comment by: নিন্দুক বলেছেন :
২০০৭-০৮-২১ ১০:৪৫:১০

জটিল গান, খুবই মজা পাইলাম গানটা শুনে। মোহাম্মদ আলী আকন্দকে ফিরিয়ে আনা হোক। উনাকে নিয়ে আরও গান রচিত হোক।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২১ ১০:৫৮:৫৯

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা....
তীব্র প্রতিবাদ
comment by: শাহরীয়ার বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:০২:৫৭

জামাই আদর দিয়া গোয়া মারলেন ভাই
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:০৫:২৩

আমি তীব্র প্রতিবাদ জানাচ্চি
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৪৫:৩০

কী হচ্ছে এইসব!
কাইল শুনলাম ত্রিভুজের নামে নোয়াখালিতে দীঘি'র নামকরণ করা হয়েছে,আইজ শুনি আকন্দ ভাইরে লইয়া গান বান্ধা হইয়াছে!
comment by: সফদর আলী বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৪৯:৩১

মজারু :)
comment by: মুকুল বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৫৩:২৫

প্রতিবাদ জানাচ্ছি @ হোসেইন-দ্য এ টিম
ব্লগার তিরভুজের জন্মের আগ থেইকা ঐ দিঘীর নাম ত্রিভুজ দিঘী।
comment by: মুক্তপাখী বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৫৬:৫৭

comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৫৮:০৯

সফদর আলীর লিন্ক মুছে ফেলা হউখ
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:০২:৩৮

এটা আকন্দ আন্কলের নিজের গাওয়া...
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:০৩:৩৩

অমিত ই মেইল চেক করেন
comment by: মুকুল বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:১৩:৪৩

ডঃ আইজউদ্দিন আমারে ইমেইল করে না (অভিযোগ)
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:২৮:৩৭

মুকুল,আপনে বললে তো হবে না।ম্যনিপুলেশন মাস্টার ত্রিভুজ কইব যে এই দীঘিটার নাম তার নামে হইছে।তার গে নাগর অশ্রু আবার সেইটারে সমর্থন দিব।
আইচ্ছা,আঈজুদ্দিন আপনারে মেইল না করলে কী হইবে,আমি করব নে।আমারে এক্টা মেইল দিয়েন Hossain.Jahed@gmail.com
comment by: ধোনোরাজ পিল্লাই বলেছেন :
২০০৭-০৮-২১ ১৪:১৫:০৭

অত্যন্ত আপত্তিকর গান। এখানে শুধু আকন্দ সাহেবকে না স্বনামধন্য কবি ব্রাত্য রাইসুকেও ব্যাঙ্গ করা হয়েছে।
প্রতিবাদ স্বরূপ ঠেলা দিলাম।
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-২১ ১৪:২২:১৭

আকন্দ সা'বকে নিয়ে এরকম অপপ্রচারের নিন্দা জানাই।
comment by: কাষ্ঠু বলেছেন :
২০০৭-০৮-২১ ১৪:৩১:৪৩

আস্তাগফিরুল্লাহ!

"আমি কুনু পীর নই" বলেচেন হেবোদা

মুরিদান বেরাদারান!

আমাদের জন্য দুক্কের কবর আছে। হেবোদা বলেচেন তিনি নাকি পীর নহেন। এই দুক্কু আমরা কুতায় রাকি, কুতায়?

হেবোদা পীর না হইয়াও যে আছায্য তালেছমতি দেকাইয়া থাখেন তা দেকিয়া আমরা তাজ্জুব ও বেয়াকুল।

যেমন ধরেন উনি মাজে মাজেই ৯৯৯ লম্বরে পুন দিয়া পুলিছবাহিনীর মদ্যে দৌড়াদুড়ি লাগাইয়া দ্যান। মাজেমইদ্যে যে দেকা যায় পুলিছের গাড়ি পুলিছের মটুরছাইকেল পো পো করিতে করিতে লৌড়ালুড়ি করে, উহা সব হেবোদার পুন দেয়ার পল।

বিছ্বাস না হইলে হেবোদার মুকেই শুনেন।




টিএন্ডটি ল্যান্ডফোন থেকে দেড় টাকা মিনিটে কথা বলুন সারাদেশে
২০০৭-০৮-২০ ১৮:৩২:০৮

টিএন্ডটি ল্যান্ডফোন থেকে সারা দেশে ফোন করা যাবে মাত্র দেড় টাকা মিনিটে। সুত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ে নেয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে। পাশাপাশি ঢাকা শহরের মধ্যে কথা বলার কলরেট আরো কমানো হবে।

সরকারের উচ্চ পর্যায়ের একটি সুত্র জানায়, বর্তমান মার্কেটে প্রতিযোগিতায় টিকতে হলে নিত্য নতুন অফার দিতে হবে। কারন মার্কেট এখন উম্মুক্ত। আর তাই এই নতুন কলরেট।

নতুন কলরেটের ফলে টিএন্ডটি ফোনের ব্যবহার বাড়বে বলে আশা প্রকাশ করেছে অনেকে। পাশাপাশি টিএন্ডটি ল্যান্ডফোন নিতে ঝামেলা কমানো উচিত বলেও মত দিয়েছেন অনেকে।

একটু আগে আন্ধার রাত নামক এক ব্লগার লিখলো আমি নাকি পীর সাহেব হয়ে গেছি। কারন সবকিছু আগে আগেই বলে দেই। তাকে বলছি, আমি পীর সাহেব নই। তবে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের পলিসি মেকারদের অনেকেই আমাকে পছন্দ করে। আর তাই তাদের কাছ থেকে সহজেই অনেক তথ্য পাই। যেকারনে আগে বলতে পারি অনেক কিছু।


রেটিং:২.১/৭
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৪টি মন্তব্য
* ২৫২বার পঠিত



comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৪:১১

"""তবে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের পলিসি মেকারদের অনেকেই আমাকে পছন্দ করে। আর তাই তাদের কাছ থেকে সহজেই অনেক তথ্য পাই। ""

কেনো?
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৬:০৪

আপনি কি ওদের পেইড সাংবাদিক? আর সবাই বলে আপনার পুরা নাম নাকি মো. আরাফাতুল ইসলাম হাবীব?
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৬:৩৭

ওরে বাবা ! ভাই আপনে তো মহা উপরের লোক....!
কবে থেকে ফোন করলে মোবাইল কোম্পানিগুলা উল্টা আরো টাকা দেবে , এইটা একটু জানাইয়েন
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৬:৪৮

আপনি যে মুসলমান হয়ে প্যাগ খান আর প্রিচ খান এটা কি বর্তমান সরকার এনডোর্স করে?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৭:০৩

মনিটর @ যেই লাইনটা কোড করেছেন সেটা ভালো করে পড়লেই কেনোর উত্তর পাবেন।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৯:১৬

হাসান তারিক @ উল্টো টাকাতো এখনই দ্যায়। ফোন করলে থ্যাংকু বোনাস হিসেবে টাকা দেয়। সিম কিনলে টক টাইম হিসেবে টাকা দেয়। নির্ধারিত দোকান থেকে কোন কিছু কিনতে গিয়ে এসএমএস করলে ডিসকাউন্ট হিসেবে টাকা দেয়। আপনি কি আরো টাকা চান ?

comment by: সাঈফ শেরিফ বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৯:৫০

কার্যকর হলে ভালো। ১.৫০ টাকা মানে ভ্যাট সহ ১.৭২ টাকা।
এর আগে প্রয়োজন ল্যান্ড লাইন কানেক্টিভিটি কে আরো সস্তা, সহজলভ্য ও দ্রুত করা, হয়রানি বন্ধ করা।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪১:১২

সাঈফ শেরিফ @ আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো নিয়ে চিন্তাভাবনা আছে সরকারের। আশা করছি এগুলোরও সমাধান করা হবে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪১:২৬

আরে আমার জবাব কই? আর হাসান তারিক একটা পাদা আর সাইফ শেরিফ একটা গাধা
comment by: সাঈফ শেরিফ বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪৩:০৭

আর ডঃ আইজউদ্দিন হলো রামায়নের সাম্প্রদায়িক হনুমান।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪৪:১০

না আমি সকল হনুমান সম্প্রদায় রিপ্রেসেন্ট করি, তোমার মত রামায়ন খুজিনা
comment by: শুভ কিবরিয়া বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪৯:৫৫

ভালো খবর দিলা। এজন্য ৫
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৫০:১০

হনুমানে এই নিয়া বহুবার খোমা পাল্টাইল.........জুইত কইরা বওনের আগেই হইয়া যায়.....মানে ব্যান হইয়া যায়
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৫১:২৭

হাসান তারিক তোমার ৩৫০০০ কোটি টাকার পোস্ট কই? আর আমারে ব্যান করলে তোমার কষ্ট হয় কেন? আমার তো ভালাই লাগে
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৫৮:৫৪

ভাদাগো সব কথার জবাব দিতে নাই , তবে তোমার কষ্ট আমি বুঝি.......হনুমান.......আফটার অল , তোমার পূর্বপুরুষ ডারউইনে কইসিলো....সারভাইভাল ফর দ্যা ফিটেস্ট.......যাউক গা, দেহি এই খোলসে কয়দিন টিকতে পারো
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:০১:১৭

তাও ভালা আমার পুর্ব পুরুষ ডারউইন, হাসান তারিকের পুর্ব পুরুষ তো গোলাম আজম, নিজামী আর মুজাহিদ
comment by: জায়দান বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:০২:৩১

হাবিব ভাইয়ের পোস্টে বিটলামি করার জন্য ১ দাগানো হইল।
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:১৩:৫৫

হে হে ......ঘুইরা ফিরা সেই একই ফোবিয়া , যাউক গা , হনুমানগিরি কর ভালো কথা , ব্যান খাইও না , তোমারে ব্যান না খাওয়ার লাইগা অগ্রিম শুভেচ্ছা।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:১৬:২৮

ফোবিয়া কিসের ? কেন গো আ, মুজাহিদ, নিজামী এ গুলানরে ভয় পাওনের কি আচে, তোমগো বাপ কি তাই শিকায়। শোনো হাসান তারিক গো আ, মুজাহিদ, নিজামী তোমার বাপ হলেও এরা ইতর প্রানী, ভয় পাওনের কিচ্চু নাই
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২১:৫৫

হে হে ......ঘুইরা ফিরা সেই একই ফোবিয়া , যাউক গা , হনুমানগিরি কর ভালো কথা , ব্যান খাইও না , তোমারে ব্যান না খাওয়ার লাইগা অগ্রিম শুভেচ্ছা।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২২:৪৪

ফোবিয়া কিসের ? কেন গো আ, মুজাহিদ, নিজামী এ গুলানরে ভয় পাওনের কি আচে, তোমগো বাপ কি তাই শিকায়। শোনো হাসান তারিক গো আ, মুজাহিদ, নিজামী তোমার বাপ হলেও এরা ইতর প্রানী, ভয় পাওনের কিচ্চু নাই

comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২৩:২৯

তোমার বাপেরা গো আ, মুজাহিদ, নিজামী কি তোমারে জামাতের রুকন না সাথী বানাইসে?
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২৬:৫৪

মুজিব মরে দেশের লোকের হাতে , হাসিনা পঁচে জেলে আর জলিল চাচায় সব দোষ হাসিনার ঘাড়ে চাপায়া অব্যহতি চায়.......।
এইদিকে নিজামী মহানন্দে তবারক বিলায় আর মুজাহিদ ঘুরতে যায় বিদেশে.......
মন্তব্য নিষ্প্রয়োজন
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২৯:১০

হ কেয়ামতের দিন মনে হয় আসন্ন, মহান আল্লাহ পাক বলেচেন যকন দোষীরা ঘুরে বেড়াবে আর নির্দোষীরা জেলে পচবে?তোমার বাপেরা গো আ, মুজাহিদ, নিজামী কি তোমারে জামাতের রুকন না সাথী বানাইসে?

comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:৩১:১১

আপনারা মুল বিষয় থেকে অনেক দুরে চলে গেছেন। দয়া করে এই পোস্টে টিএন্ডটি বা বিটিটিবি নিয়ে আলোচনা করুন।

হাসান তারিক আর সাঈফ শেরিফ কে বলছি @ ভাই কুকুর কামড় দিলে আপনারাও কি কুকুরকে কামড়ে ধরবেন নাকি? এই ব্লগে কিছু কুকুর আছে। কাজই হচ্ছে কামড়াকামড়ি করা। এগুলোকে পাত্তা না দিলেই মঙ্গলজনক হবে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:৩২:২৮

হেবো চুপ মার, এ দুইটা শিবিরের চেলা। নিজের প্যাগে ওয়াইন খা
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২১:২৮:১৮

আইচ্ছা এখন টিএন্ডটির লাইন নিতে হলে কি করতে হয় ? কয়দিনে লাইন পাওয়া যায় ?
comment by: এ্যাটেম পার্টি বলেছেন :
২০০৭-০৮-২০ ২১:৩১:৫৭

ছাইপ কোরিফ, আঈজুদ্দিনের গাধা তোমারে বুলায়?
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২১:৩৮:১৯

আরফাতুল প্লিজ আমার প্রশ্নটা !!! আর ঢাকায় ল্যান্ড ফোনের ব্যাপারে ওয়ার্ল্ডটেলের সমস্যাটার কি হল ? এ ব্যাপারে আপনি কবে মিটিঙে বসবেন ??
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:১৭:০৫

হেবো তুম আন্দোলনে না গিয়া ব্লগে কি করো?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:১৮:৪৪

অমিত @ কয়দিনে ল্যান্ডফোন লাইন পাওয়া যাবে সেটা টিএন্ডটি বোর্ড/বিটিটিবি বলতে পারবে। তাদের ঠিকানা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। দয়া করে তাদের সাথে যোগাযোগ করুন।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৩৩:৪৮

ব্যাপার হল, আমার ধারণা আপনি সমস্যাহুলা প্রায়োরাটাইজ করতে পারেন না বা সমস্যাগুলার মূলে যেতে চান না। টিএন্ডটির ফি কমলে আমি কি করব যদি আবেদন করার ১ বছরের মধ্যে ফোন না পাই !! আপনি খালি গ্রামীণের কথা বলেন। খুবই ভাল কথা। গ্রামীণতো একটা ফাজিল রক্তচোষার দল। আপনি অন্যান্য অপারেটরদের নিয়ে একটা তূলনামূলক রিপোর্ট দেন, যাতে সবাই একটা ডসিশনে আসতে পারে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৩৭:১৪

অমিত@ আগে টিএন্ডটি ফোনের জন্য অ্যাপ্লাই করেন। তারপর ১ মাসের বেশি দেরি হলে আমাকে জানাইয়েন। যদি উপর নির্ভর করে বেশি লিখে ফেলছেন। পরিস্থিতি এখন অনেক বদলেছে।
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৪৬:৪০

এমন একটা সিস্টেম করা উচিত বাইরের দেশগুলোর মতো যেখানে একটা নাম্বারে ডায়াল করে এমার্জেন্সী হেল্প সাথে সাথে পাওয়া যাবে। এবং তা ফ্রি হবে, বিল হবে না, সুতরাং যে কোন ফোন থেকে যে কেউ বিপদে পড়লেই কল করে সাহায্য চাইতে পারবে। যেমন আমেরিকাতে ৯১১
কি বলেন?
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৪৮:১২

৯৯৯ আছে দেশে, মনে হয় খালি ঢাকার পুলিশে কন্টাক্ট করার জন্য।
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৫৩:৫৭

হ্যাঁ সেটার খবর জানি, আর সার্ভিস যা তা তো বলার অপেক্ষাই রাখে না। ধন্যবাদ রাশেদ।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৫৪:৫৮

শুনেন আমার টিএন্ডটি ফোন নিতে আধাবেলা লাগতে পারে, ব্যাপার সেটা না। এই যে বললেন ১ মাসের উপর লাগলে আপনেকে বলতে, সেটাই হল ব্যাপার।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২১ ০৯:১১:০১

বইপাগল@ ৯৯৯ ফোন করে আপনি কোন হেল্প পেয়েছেন কিনা কিংবা আদৌ চেয়েছেন কিনা আমার ধারনা নেই। তবে আমার পেশার খাতিরে মাঝে মাঝে ৯৯৯ এ ফোন করতে হয় এবং কাজও হয়।

অমিত @ আপনি আধাবেলায় টিএন্ডটি লাইন নেওয়ার ক্ষমতা রাখলে আবার অযথা চেচাচ্ছেন কেন? আসলে সরকারী সেবা মানিই খারাপ- এটা প্রমান করার চেষ্টা সবসময় কাজ করে আপনার মধ্যে। আমরা প্রতিবেদন তৈরি করতে গেলে স্পেসেফিক অভিযোগ লাগে। সেজন্য বলেছি একমাসের মধ্যে না পেলে আমাকে জানাবেন। কারন তখন যদি বিটিটিটি নিয়ে কিছু লেখি সেটা যৌক্তিক হবে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ০৯:১৫:৫৮

হেবো তুম আন্দোলনে নেহি গেয়া?
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২১ ১৩:০৫:৫২

আমি পীর সাহেব নই। তবে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের পলিসি মেকারদের অনেকেই আমাকে পছন্দ করে। আর তাই তাদের কাছ থেকে সহজেই অনেক তথ্য পাই। যেকারনে আগে বলতে পারি অনেক কিছু।
-----------
উপরের কথাখান হাবিব মহাজনের মতো শুনাইলো
তবে ভালো খবর দেয়ার জন্য ধন্যবাদ।
comment by: অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-০৮-২১ ১৩:১৫:০২

যৌনাকাঙখাই তীব্র মাথাব্যাথার কারণ
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-২১ ১৭:১৯:২২

মো. আরাফাতুল ইসলাম, আমি আসলে কখনো ৯৯৯ ডায়াল করে কখনো সাহায্য চাইনি। তবে সিএনজি-র পেছনে লেখা নাম্বারগুলোতে একবার করেছিলাম, ফোন সব বন্ধ পেয়েছিলাম তখন, সেই বিরক্তি থেকেই ঐরকম মন্তব্য করেছি। ৯৯৯ আমার কখনো প্রয়োজন পড়েনি, তবে আপনি যেহেতু বলছেন পেয়েছেন, তো আমি এখন আশাবাদী হলাম। ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২১ ১৯:১৫:০৫

বইপাগল @ সিএনজি'র পেছনে গ্রামীণফোনের যে নাম্বার সিরিজগুলো আছে সেগুলো সব সময়ই অন থাকে। অন্তত্ব আমি কখনো অফ পাইনি। কারন মাঝে মাঝে সিএনজি/টেক্সিঅলারা কাংখিত গন্তব্যে যেতে না চাইলে ওই নাম্বারগুলোতে ফোন করে সার্জেন্ট আনাই। আপনি কেন বন্ধ পেলেন বুঝতে পারছি না ...
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১৯:২৮:৫১

হেবো তুম আন্দোলনে নেহি গেয়া?

গেরামিনকে কুত্তার বাচ্চা বলেচেন হেবোদা

কতাটা কারাপ বলেন নাই। গেরামিনফুন হেবোদার সাতে বেশি চুদুরবুদুর করিতেচে ইদানিম। হেবোদার সাতে তারা আগে বসতো, একন বসতে চায় না। হেবোদার সাতে না বইসাই তারা বাংলাদেশে ব্যবছা করতে ছাচ্চে।

আপনারাই কহেন, তা কি হতে পারে? হেবোদার সাতে ওটাবসা না কইরা কি কেউ বানিঝ্য চালাইয়া যাইতে পারে এই দ্যাশে?

হেবোদা অবশ্য অতিতে গেরামিনফুনের বিল বাকি রাখছিলেন, তা তিনি রাখতেই পারেন। গেরামিন ফুনের বিল বাকি কেন, তিনি মারিয়াও দিতে পারেন। তাই বলিয়া গেরামিন তার কানেকষুন বন্দ করি দিবে? অ্যাত্তো আস্পদ্দা? তারা কি জানে না যে গেরামিন ফুনরে কতায় কতায় গাইলগালাজ করিলেও অ্যাট দি এন্ড অপ দি ঢে হেবোদা গেরামিনের ফুন দিয়াই তার জানেমনকে ফুন মারেন? লাইন কাটিয়া দিলে হেবোদা যেসব রাস্টিয় গুরুত্থপুর্ন কামে কতাবার্তা বলেন সেগুলি কিবাবে বলিবেন? কিবাবে আউটগুয়িং করিবেন?

ইঁয়ার বিচার গরন ফরিব।

বিচতারিত হেবোদার নিজের ওয়াজে হুনেন।





আপনার গ্রামীণফোন সংযোগের আউটগোয়িং কি বন্ধ করে দেয়া হয়েছে? অজ্ঞাতকারনে আমারটা বন্ধ
২০০৭-০৮-০৩ ০৯:৫১:২৮

গত বিকেল থেকে ঘটছে ঘটনাটি। আমার প্রি-পেইড গ্রামীণ ফোন নাম্বারের আউটগোয়িং কল বন্ধ করে দেয়া হয়েছে। গত বিকেল থেকে এখন পর্যন্ত শুধু মাত্র রাত ১২টার দিকে মিনিট পাচেঁক এর জন্য আউটগোয়িং খোলা ছিলো।
আমি একাউন্ট রিচার্জ করেছি। একই জায়গায় বসে অন্য মোবাইল এবং গ্রামীণফোনের অন্য নাম্বার দিয়ে কল করে দেখেছি। একই জায়গায় বসে অন্য গ্রামীণ নাম্বার দিয়ে ফোন যায়ও আসেও। কিন্তু আমারটায় শুধু আসে, যায় না। একাউন্ট ব্যালেন্সও চেক করা যায় না।
সেট থেকে সিম খুলে অন্য নাম্বারে লাগিয়ে দেখেছি। অবস্থার কোন পরিবর্তন নেই। অন্য নাম্বার দিয়ে গ্রামীণ কাস্টমার কেয়ারে ফোন করেছি কয়েকবার। কিন্তু কুত্তার বাচ্চারা তাদের বিজ্ঞাপনগুলো শোনায় আর মিনিটের পর মিনিট কল ওয়েটিংয়ে রেখে দেয়। এইজন্য আবার পয়সা গুনতে হয় পাবলিকের।
গত ৭ বছরের ধরে এই নাম্বারটা ব্যবহার করছি। কখনো এমন সমস্যায় পড়িনি। এই নাম্বারটায় ডিস্টার্ব হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রচন্ড সমস্যায় পড়ে গেলাম ...


রেটিং:৫.০/১
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১৭টি মন্তব্য
* ১৮৯বার পঠিত




comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৩ ০৯:৫৭:৩৯

র‌্যাব কে খবর দেন।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:০৮:৩২

সেলিম @ র‌্যাবকে কি খবর দেবো?
comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৩ ০৯:১০:২১

র‌্যাবকে বলেন যে, আপনার সাথে অন্যায় করছে গ্রামীন ফোন। কোর্টে কেসও করতে পারেন।
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:৪৩:৪৪

সত্যি কথা, আমার আশপাশের তিনজনের এই সমস্যা। আরেকজন টাকা রিচার্জ করতে পারছেন না। ব্যাপারটা আমিও বুঝছি না।
comment by: মানচুমাহারা বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:৫৪:৩২

আমার যতদূর মনে হয়, র‌্যাংগস ভবনের পাশের বা ভবনে গ্রামীন ফোনের সুইচ আছে যা সরানো হচ্ছে যে কারনে আপাতত আউটগোয়িং কারো কারো বন্ধ আছে। আমারও একই অবস্থা। আজকে প্রথম আলোতে এই রকম একটা নোটিস দিয়েছে গ্রামীনফোন।
comment by: মোঃ নাজমুল হাসান বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:৫৭:৩৬

এইটা সম্ভবত সাময়িক সমস্যা।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১১:২১:২৮

আমি কতা কইচি তাগো লগে।তারা কইচে কিচু কিচু নাম্বারে এই সমস্যা হইতাচে যা আজ দুপুর হইতে ধীরে ধীরে ঠিক হয়া যাইব এবং কাল নাগাদ সবগুলান ঠিক হইব।
এর লগে রাঙস ভবনের কোন সম্পর্ক নাই।
comment by: মামু বলেছেন :
২০০৭-০৮-০৩ ১১:৩৭:২৮

র‌্যাংগস ভবনে গ্রামীনের একটা সুইচ রুম আছে। সেটা দ্রুত সরানোর কাজ করার জন্য কিছু কিছু গ্রাহকের সমস্যা হচ্ছে।

অতি দ্রুত সরানোর কাজ করার জন্য গ্রামীন বিকল্প কোন ব্যবস্থা করতে পারেনি। এই সমস্যাটা গত কাল বিকেল থেকেই শুরু হয়েছে।
এ ব্যাপারে আমি গত রাতেই একটা পোষ্টের মন্তব্যে উল্লেখ করেছিলাম গ্রামীন ফোনের লাইনে সমস্যার কথা। সমস্যা গুলো মূলত প্রিপেইড এ বেশী হচ্ছে।
http://www.somewhereinblog.net/blog/ochenapothikblog/28723961
comment by: কক্সবয় বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:২৭:৪৬

আমার ও একই অবস্থা গেছে গতকাল।এখন ওকে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:৩০:৫৩

গ্রামীণফোনের এক অফিসারের সাথে আমারও কথা হইলো কিছুক্ষন আগে। তাদের ব্যাখ্যা এরকম, মোট ২০টি সিরিজের গ্রামীণফোন নাম্বারের নিয়ন্ত্রন ছিলো রেংগস ভবনে। বিল্ডিং ভাঙ্গা শুরু হওয়ায় এসব নাম্বারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরানো হচ্ছে। ফলে আউটগোয়িং এবং ব্যালেন্স চেক বন্ধ আছে। তবে কোন নাম্বারের ইনকামিং বন্ধ করা হয়নি।
আমার নাম্বারটাও সেখানে থাকায় সমস্যায় পড়িছি। খুব দ্রুত এই সমস্যার সমাধানও করা হবে।
comment by: পরোপকারী বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:৩৮:৫৫

কিন্তু তাদের কে কল করলে কলারের টাকা কাটবে কেন? এইটাতো ফ্রি সার্ভিস হওয়ার কথা।
গত মাসে আমার সিম কার্ডটি নষ্ট হয়ে গিয়েছিল। কাষ্টমার সার্ভিসে প্রায় ১ ঘন্টা কথা বলে তাদের সাহায্য নিয়েছি কোন পয়সা কাটে নাই।শেষ পর্যন্ত কাস্টমার সার্ভিসের অনুরোধে আমার নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়ার পর আমাকে নতুন একটি সিম কার্ড দেওয়া হইয়াছে আমার পুরানো নাম্বারটা এবং একাউন্ট ব্যালেন্স এবং মেয়াদ কাল সবাই ঠিক পেয়েছি। অবশ্য আমি রিয়াদে থাকি এবং সৌদি আরবের মোবাইলি ফোন ব্যাবহার করি।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:৫৭:৩৫

আমি ভাবলাম আমাগো হাবিব ভাইয়ের পেছনে আবার ঢ়্যাব লাগলো নাকি .....
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১৩:০০:২৭

পরোপকারী @ এটা রিয়াদ না বাংলাদেশ। আমাদের রাষ্ট্র শাসকরা এসব অপারেটরের হাতে জিম্মি। আর তাই এখানকার অবস্থা এরকম।
comment by: উদাসী স্বপ্ন বলেছেন :
২০০৭-০৮-০৩ ১৬:৪০:৪৭

"আমাদের রাষ্ট্র শাসকরা এসব অপারেটরের হাতে জিম্মি।"
এটা ভুল বললেন ভাই। গত বছর ভিওআইপির লাইসেন্স এর জন্য এক প্রভাবশালী মন্ত্রি আবেদন করেছিলো। তার কাছে বিটিআরসি ঘুষ চেয়েছিলো ৫০ লাখ টাকা, যেখানে গ্রামীনের কাছে চাওয়া হয়েছিলো ১০কোটি টাকা। উল্লেখ্য ঐ মন্ত্রীর আন্ডারে আমিও কাজ করতাম। আর ৩জি এর চ্যানেল লাইসেন্স এর নাম করে এমন ভাবে চ্যানেল এ্যালোকেশন করা হয়েছে বাংলাদেশে ৩জি এর ভবিষ্যত মোটামুটি অসম্ভব পর্যায়ে চলেছে। এবং এই অ্যলোকেশন গুলো দেয়া হয়েছে ঐ মন্ত্রীদের গড়া কিছু পিএসটিএন কে। এখন বলেন আপনারা জিম্মি কার কাছে?
আসলে পানিতে না নেমে শরীর না ভিজিয়ে গোসল করা যায় না। মাটিতে বৃথা আস্ফালন করা যায়!
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ২০:৪০:৫৩

উদাসী স্বপ্ন @ আমি ভুল বলিনি। আর মোবাইল অপারেটরের বিরুদ্ধে পানিতে নামা হয়েছে, অনেকবার গোসলও করা হয়েছে।

আমাদের লেখালেখির তোড়েই বিটিআরসিতে টিকতে পারে নাই জামায়াতের আমলা ওমর ফারুক। আমাদের লেখালেখি'র জন্যই এখন পর্যন্ত মোবাইল অপারেটররা ভিওআইপি লাইসেন্স থেকে বঞ্চিত আছে। আমাদের লেখালেখিতেই সরকার বাধ্য হয়ে অবৈধ ভিওআইপি বন্ধে উদ্যোগ নিয়েছে।

এবার বলি কিভাবে মোবাইল অপারেটরদের কাছে জিম্মি সরকার। অবৈধ ভিওআইপি'র অভিযোগ প্রমানিত হওয়ার পরও একটা মোবাইল অপারেটররেও লাইসেন্স বাতিল করতে পারে নি সরকার। অথচ বাংলাদেশী দুইটি আইএসপি'র লাইসেন্স বাতিল করেছে একই অপরাধে। অভিযোগ প্রমানিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন মোবাইল অপারেটরের কাছ থেকে শত কোটি টাকা জরিমানা আদায় করতে পারে নাই সরকার। অথচ স্থানীয় পিএসটিএনদের কাছ থেকে একই অভিযোগে ঠিকই কোটি কোটি টাকা জরিমানা আদায় করছে। এজন্যই বলেছি রাষ্ট্র শাসকরা জিম্মি।

আপনি কোন মন্ত্রীর চামচা ছিলেন জানিনা। তবে মন্তব্য করার আগে লেখকের সম্পর্কে একটু খোঁজ নেবেন দয়া করে। রাস্তার পাগলরাও ভালো ভালো স্লগ দিতে পারে। কিন্তু সেগুলো বাস্তবতার সাথে খাপ খায় না। আপনার অবস্থাও সেরকম মনে হচ্ছে।

আমি সম্ভবত কারো কাছে জিম্মি না। এজন্যই মাথা উচিয়ে কথা বলতে পারি। জিম্মি হচ্ছেন আপনারা, যে কারনে কথা বলতে আপনাদের ছদ্দবাস নিতে হয়।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-০৩ ২০:৫৯:০৩

অভিযোগ প্রমানিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন মোবাইল অপারেটরের কাছ থেকে শত কোটি টাকা জরিমানা আদায় করতে পারে নাই সরকার।

>> আপনে শিউর ?

হাবিব ভাই জিন্দাবাদ
comment by: ভেতো বলেছেন :
২০০৭-০৮-০৩ ২১:৫৬:৩৩

ঊদাসী স্বপ্ন, গলা উচায়া কথা বলবেন না, এতে হেবোর মাথা ব্যাথা শুরু হতে পারে :)
তখন এর দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে।

Sunday, August 19, 2007

আপনি জানেন কি? গেরামিনফুনের বিরুদ্ধে অক্লান্ত জেহাদি হেবোদা আন্তর্জাতিক পুরুষকার পাইছেন!!

সাপ্তাহিক ২০০০ প্রতিবেদক আরাফাতুল ইসলাম-এর আন্তর্জাতিক পুরস্কার লাভ
২০০৭-০৬-২২ ১৩:৩২:৪৬

সাপ্তাহিক ২০০০-এর নিজস্ব প্রতিবেদক আরাফাতুল ইসলাম আন্তর্জাতিক সংবাদভিত্তিক প্রতিযোগিতা ‘অফ-দ্য-রাডার কনটেস্ট’-এ বিজয়ী হয়েছেন। আমেরিকাভিত্তিক সিটিজেন জার্নালিজম ওয়েব সাইট গ্রাউন্ড রিপোর্ট আয়োজিত এই প্রতিযোগিতায় জুন মাসে তিনি বিজয়ী হন। পুরস্কার হিসেবে পেয়েছেন এক হাজার ইউএস ডলার। এশিয়ার মধ্যে এই প্রথম কোনো সাংবাদিক উক্ত প্রতিযোগিতায় জয়লাভ করলেন।
প্রযুক্তির কল্যাণে সাংবাদিকতায় নিত্যনতুন মাত্রা যোগ হচ্ছে। এরকম একটি নতুন মাত্রা সিটিজেন জার্নালিজম। উন্নত বিশ্বে সিটিজেন জার্নালিজম দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। নতুন ধরনের এই সাংবাদিকতাকে উৎসাহিত করতে অফ-দ্য-রাডার কনটেস্ট আয়োজন করা হয়ে থাকে।
অফ-দ্য-রাডার কনটেস্ট সারা বিশ্বের আগ্রহী সাংবাদিকদের মধ্যে আয়োজিত হয়ে থাকে এবং বিশ্ববাসীর ভোটের ভিত্তিতেই চুড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশে বসে এ ধরনের পুরস্কার জেতা বেশ কঠিন। কারণ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী কম। ফলে ভোট পাবার সুযোগ অন্যদের তুলনায় কম থাকে। এ ক্ষেত্রে প্রবাসী বাঙালিরাও তাকে ভোট দেয়ার মাধ্যমে সমর্থন জুগিয়েছেন।
ইতিপূর্বে আরাফাতুল ইসলাম সাংবাদিকতায় একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে



রেটিং:৫.০/২
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ২২টি মন্তব্য
* ২২৪বার পঠিত



comment by: ভাস্কর চৌধুরী বলেছেন :
২০০৭-০৬-২২ ১৩:৩৮:৫৪

আরাফাতুল ইসলাম'কে শুভেচ্ছা।
comment by: প্রচেত্য বলেছেন :
২০০৭-০৬-২২ ১৩:৪৫:৪৭

অভিনন্দন
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২২ ১৩:৫৩:৪৯

ধন্যবাদ @ ভাস্কর চৌধুরী
ধন্যবাদ @ প্রচেত্য
comment by: রিজভী বলেছেন :
২০০৭-০৬-২২ ১৫:০১:০৬

আরাফাত ভাই কেমন আছেন?
পুরস্কার পাবার জন্য অভিনন্দন আপনাকে। আপনি কি এখনও বিআইজেএফ'র মেম্বার আছেন?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৬-২২ ১৫:১২:৫৯

শুভেচ্ছা আরাফাত ভাই ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:০৫:১০

রিজভি @ আমি ভালো আছি। গত দুই বছর ধরে আমি কোনভাবেই বিআইজেএফ-এর সঙ্গে সম্পৃক্ত নই। ২০০৫ সালে আমি লিখিত পদত্যাগপত্র জমা দেই। ওই সংগঠনে থাকাকালীন সময়ে সাংবাদিকতার সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতাগুলো পেয়েছিলাম।

বর্তমানে আন্তর্জাতিক একাধিক সংগঠনের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। নিজেই তৈরি করেছি ভয়েসঅফসাউথ.অর্গ। এভাবেই চলছে জীবন।

- ধন্যবাদ আপনাকে
comment by: ফরিদ বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:১৯:৪৭

কংগ্রাটস!
নিজের নাম বেশি ফাটাইওনাঃ)
comment by: রিজভী বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:২৭:৩৫

ধন্যবাদ। @ আরাফাত ভাই
comment by: ঝরা পাতা বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:৩২:০৫

অযুত, নিযুত না তারও অনেক অনেক বেশি অভিনন্দন।
comment by: কালপুরুষ বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:৩৭:১২

অভিনন্দন আরাফাতুল ইসলাম।

একটা প্রশ্ন জিজ্ঞাস্য ছিল-
"আরাফাতুল ইসলাম" আর "মোঃ আরাফাতুল ইসলাম" কি একই ব্যক্তি? একজনের নামের প্রথমে "মোঃ" আছে, একজনের নেই। তাই এই প্রশ্ন। দুজন ভিন্ন ব্যক্তি হলে অবশ্য কোন কথা নেই। একই নামে একাধিক ব্যক্তি থাকতেই পারে। সেক্ষেত্রে পিতার নাম অবশ্যই ভিন্ন হবে। যদি কাকতালীয় ভাবে এক না হয়।
comment by: রিজভী নেয়াজ খুলনা বলেছেন :
২০০৭-০৬-২২ ১৭:১৭:৩৬

অভিনন্দন!আপনার এই প্রাপ্তি আমাদের অনুপ্রানিত করবে।
comment by: শরীফ আবদুল্লাহ বলেছেন :
২০০৭-০৬-২২ ১৮:২১:২৫

অভিনন্দন ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২২ ১৯:১৯:৫৭

কালপুরুষ @ আমার সার্টিফিকেট নাম হচ্ছে মোঃ আরাফাতুল ইসলাম। সেই নামেই লেখা শুরু করি ইত্তেফাকে। কামরুজ্জামান নামক আমার একজন সিনিয়র ভাই ছিলো তখন ইত্তেফাকে। তিনি আমার নামে ইসত পরিবর্তন করে বানালেন মো. আরাফাতুল ইসলাম। মানে বিসর্গ এর জায়গায় ডট আসলো।

এরপর বিডিনিউজে ছিলেন বিপ্লব ভাই। তিনি আরেকটু এগিয়ে বললেন মো. বাদ দিয়ে দেও। আমি সম্মত হলাম এবং নাম দাড়ালো আরাফাতুল ইসলাম। সাপ্তাহিক ২০০০ এর সহকারী সম্পাদক জব্বার হোসেনও একই পথের পথিক। কিছুতেই আমার নামের আগে মো. লাগাতে দেবে না। অতঃপর সেখানেও প্রতিবেদনের সাথে নাম যায় আরাফাতুল ইসলাম হিসেবে।
এখন মাঝে মাঝে কোথাও লেখা হয় মো. আরাফাতুল ইসলাম আবার কোথাও আরাফাতুল ইসলাম। আমি তাই দুইটিই ব্যবহার করি।

শাওন @ কেমন আছো তুমি?
comment by: কালপুরুষ বলেছেন :
২০০৭-০৬-২২ ১৯:৫৮:০৯

হাহাহাহাহা.... জনাব মো. আরাফাতুল ইসলাম, আমি জানি দুটো নামই আপনার। আমিও একটু মজা করেছি। ভেবেছিলাম হয়তো প্রতিবেদক আরাফাতুল ইসলাম আর ব্লগার মো. আরাফাতুল ইসলাম বোধ হয় দুটো সত্তার একই মানুষ। ভুলটা সংশোধন হলো।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২২ ২০:১৩:২৬

কালপুরুষ @ আপনার ভাবনায় ভুল নেই। আমিও মনে করি ব্লগার আরাফাতুল ইসলাম আর প্রতিবেদক আরাফাতুল ইসলাম দুটি ভিন্ন চরিত্র। এবং সেভাবেই অবস্থান করার চেষ্টা করি।



comment by: আরশাদ রহমান বলেছেন :
২০০৭-০৬-২২ ২০:১৮:৪১

জেনে ভালো লাগলো! আরাফাতুল ইসলাম কে অভিন্দন!!!
comment by: রবিনহুড বলেছেন :
২০০৭-০৬-২২ ২০:৩৫:৪৭

অভিনন্দন ...
" মোঃ / মো. / আরাফাতুল ইসলাম"
আপনার ভিন্ন নামের তাৎপর্য আনেক দিন পরে জানলাম।
আবারো অভিনন্দন ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৩ ০০:৪৫:৩৩

রবিনহুড @ আপনার স্টাইলটা ভালো লেগেছে

comment by: হাসান বলেছেন :
২০০৭-০৬-২৯ ১০:০২:২৬

কিছু মনে কইরেন না ... পুরষ্কারের পেছনে আপনার চেয়ে তো আমাদের কৃতিত্ত্ব বেশী। সামহোয়ারইন-এ লিংক দিয়ে আর্টিকেলের প্রচার না করলে কি সর্বাধিক পঠিত হওয়া গৌরব র্অজন করতে পারতেন। সে হিসেবে তো আপনার আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত।

আরেকটা কথা ... আর্টিকেলে দিয়ে এক ছবি আর ব্লগে দিলেন রগরগা ছবি। পোলাপাইনে আরো মজা পাবার জন্য নির্বিচারে আপনার আর্টিকেলে ক্লিক দিল।

১০০০ ডলার অনেক টাকা - অনেক কিছুই করা সম্ভব!!!
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৯ ২১:৩১:৪৯

হাসান @ নিঃসন্দেহে আমার পুরষ্কার পাওয়ার পেছনে এই ব্লগের যথেষ্ট ভুমিকা আছে। তবে সেটা আপনি যতটা বলতে চাচ্ছেন ততটা বোধহয় না।

এই ব্লগের নিজস্ব পলিসি আছে এবং সেই পলিসি অনুযায়ী যদি রগরগা ছবি হতো তাহলে ডিলিট করে দেয়া হতো। যাই হোক, আপনার ভিউতে হয়তো ছবিটা রগরগা মনে হয়েছিলো। অনেকের হয়তো তেমনটা মনে হয়নি।

এই পুরষ্কার পাওয়ার পর দুইটি টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার নিয়েছে। সেই দুটো সাক্ষাৎকারেই বিভিন্নভাবে সামহয়্যারইনব্লগের কথা বলেছি এবং পজেটিভলি বলেছি। এই ব্লগ নিয়ে কথা বলার জন্য কেউ আমাকে শিখিয়ে দেয়নি। তারপরও বলেছি কৃতজ্ঞতা থেকে।

সর্বশেষ একটা তথ্য দেই। পুরষ্কার জেতার জন্য আমি ইউনিক ভোট পেয়েছিলাম ২০০০ এর কিছু বেশি। তার ১২ শতাংশ ভোট ছিলো বাংলাদেশ থেকে, ১২ শতাংশ ছিলো আমেরিকা থেকে, ২০ শতাংশ ছিলো ফ্রান্স থেকে, ৮ শতাংশ ছিলো মালয়শিয়া থেকে- আর বাকিটা অন্যান্য দেশের ভোট। সুতরাং শুধু সামহয়্যারইন নয় আরো অনেক ইয়াহু গ্রুপস, গুগলা গ্রুপস, কমিউনিটি পোর্টাল, নিউজ সাইটের অবদান আছে আমাকে জেতানোর পেছনে।

সবাইকেই ধন্যবাদ।
comment by: লাল মিয়া বলেছেন :
২০০৭-০৭-০৬ ১০:২১:৫০

হেবো ছাগাজন
comment by: শমসের আলম বলেছেন :
২০০৭-০৭-০৬ ১০:২৫:৩৪

আইচ্চা এই পুরস্কার আরেফাত আর এই বোলোগের আরেফাত কি একই? আর কুনো ঢুলি ছিলো না? নিজেই বাড়ি মারতে হইলো






যে মারাত্মক পুস্টের কারণে হেবোদা আন্তর্জাতিক পুরস্কার পাইয়াছেন ... ইহা পাঠ করিলে আপনি হেবোদার পছিক্ষণপাপ্ত আন্তর্জাতিক ছম্বাদিগতা শুদ্ধরূপে বলিতে পড়িতে ও লিকিতে পারিবেন ...




সাইবার পর্নোগ্রাফি: নৈতিকতার বিরুদ্ধে অপরাধ
২০০৭-০৫-১৮ ২২:৩৫:২২


সংেশািধত:
হালের এক নারী রিপোর্টারকে নিয়ে গুজব তুঙ্গে। নিজের অফিসের এক সিনিয়রের সঙ্গে কিছু গোপন দৃশ্য গোপনে চিত্রায়ন করে তা ছেড়ে দেয়া হয়েছে মোবাইল টু মোবাইলে। ফলাফল এখনো জানা যায়নি। তবে বেচারী রিপোর্টার ঘুরে বেড়াচ্ছেন বিষন্ন চিত্তে। (আম্মাআআ)

কিছুদিন আগে আরেক কিশোরীর সিরিজ ফটো নিয়ে হইচই হয়েছিলো বেশ। আমাদের দেশের অত্যন্ত সম্মানিত এক ব্যক্তির মেয়ের ফটো ছিলো সেগুলো। দেখেই বোঝা যাচ্ছিল গোপনে এবং জানিয়ে দুই ভাবেই তার ফটোগুলো তুলেছিলো মেয়েটির বেজায় মোটা বয়ফ্রেন্ড। তারপরে সেসব ফটো ইন্টারনেট বা মোবাইলে কিভাবে গেলো আল্লাহ মালুম! তবে সম্মানিত ব্যক্তির জন্য মোটেও সম্মানজনক নয় ব্যাপারটি।

বাংলাদেশে এগুলো এখন নিত্য নৈমেত্তিক ঘটনা হয়ে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রে গোপনে বা না জানিয়ে কিংবা স্রেফ সচেতনতার অভাবে একেকজন হয়ে উঠছেন অশ্লীল ভিডিও’র নায়িকা। আর অশ্লীল বা গোপন স্টিল ফটো বা ভিডিও’র ধারক হয়ে উঠেছে ক্যামেরাযুক্ত মোবাইল ফোনগুলো। অন্তত্ব ভিডিও বা স্টিল ফুটেজের ধরন সেটাই বলে। বিস্ময়কর হচ্ছে কমপক্ষে গোটা দশেক বাংলাদেশী পর্নো ওয়েবসাইট রয়েছে এই কাজের জন্য। যে কেউ পর্নো সম্পর্কিত সবকিছু জমা রাখতে পারে সেখানে। (খাইয়ালামু)

প্রতিবেদনটি বিস্তারিত পড়তে চাইলে ভিজিট করুন নিচের লিংকটি:
http://groundreport.com/articles.php?id=2833879

অথবা

এই লিংকে যান:
http://www.shaptahik2000.info/issues/2007/issue_52/pdf/bp20070511.pdf

রেটিং:৫.০/২
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৫৯টি মন্তব্য
* ৪৫৭বার পঠিত



comment by: উটুল বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৩৬:১০

গোটা দশেক বাংলাদেশী পর্নো ওয়েবসাইট রয়েছে এই কাজের জন্য। ওয়েবসাইটের অ্যাডরেস গুলান
comment by: ধুসর গোধূলি বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৪২:২৯

হৈ মিয়া, পুস্ট মুছলেন ক্যা?
অখন আমার মন্তব্য ফেরত দ্যান।
comment by: উটুল বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৪৬:৫২

গোটা দশেক বাংলাদেশী পর্নো ওয়েবসাইট রয়েছে এই কাজের জন্য। ওয়েবসাইটের অ্যাডরেস গুলান
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৫১:২৩

হাবিব ভাই, নতুন কি সংশোধন হলো এ পোস্টে ?
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৫৩:০১

ক্যামেরাযুক্ত মোবাইল নিষিদ্ধ ঘোষণা করা হোক।
comment by: শমশের আলম বলেছেন :
২০০৭-০৫-১৮ ২৩:৪৭:২৬

ভিডিওটা কই পামু কেউ দয়া কইরা এড্রেসটা দিবেন কি? উটুল তুমি জানলে দাও
comment by: শমশের আলম বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:১৫:৫৫

কারো কাছে এই ভিডুর লিংকটা আছে কি? থাকলে দিয়েন খুব খুজতাছি। লাগ্বোই আইজ
comment by: উটুল বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:১৯:২৪

গোটা দশেক বাংলাদেশী পর্নো ওয়েবসাইট রয়েছে এই কাজের জন্য। ওয়েবসাইটের অ্যাডরেস গুলান
comment by: মোহাম্মদ এরশাদ বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:২৫:২৯

একটাও এড্রেস দিলেন না কিন্তুক পোস্টাইয়া দিছেন। এইটা কোন অবিচার...
এই পোস্টের বৈধতা কি, চাম্বাজি পোস্ট কার ছবি দিছে কে জানে??
comment by: শমশের আলম বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:২৬:১১

উটু তুমার কাছে কি এড্রেস্টা আছে?
comment by: উটুল বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:২৮:৪৬

নারে ভাই আমার বউ পিটাইবো এই বুড়া বয়সে এগুলান করলে কিন্তুক হেবো দসটা অ্যাডরেস আসে তাই চাইতেসিলাম
comment by: শমশের আলম বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:৩০:৪২

ভাই আরাফাত প্লিজ ওয়েব এড্রেসটা দ্যান। নাইলে আমারে ভিডুটা মেইলান। এগ্জন যুবক ভাইকে বাচান
comment by: রবিনহুড বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৩৮:৪৩

মোবাইল ক্যামেরাতে ফায়ারওয়াল যুক্ত করা হোক যাতে অশ্লীল দৃশ্য তোলা যাবে না।
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৩৯:৪৩

হাবিব মহাজন ভাই, মাইয়াটা ক্যাঠা?
comment by: হনুমানজী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪০:০৮

রবিনহুড ফায়ারওয়াল যুক্ত করা হোক যাতে অশ্লীল দৃশ্য তোলা যাবে না? ক্যামতে?
comment by: সুমন চৌধুরী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৩:৪৯

ভোদাই কি গাছে ধরে?
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৬:১৩

না বদ্দা, গাছে ধরে না, ুটকি দিয়া বাইরায়!
comment by: হনুমানজী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৭:৫৮

ইহা পুটকি দিয়া বাইর হইবার সময় মষ্তিস্কে আঘাত পাইয়াচে বলিয়া বিষ্বাস
comment by: সুমন চৌধুরী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৯:০১

হুম...পরিপাতন্ত্রের প্রদাহ...
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৯:১৮

অই হনুমান, হাবিব মহাজনরে চেন? খারাপ কথা কও ক্যা? সালাম দেও, হাবিব মহাজনেরে সবসময় সালাম দিয়া কথা কইবা।
comment by: হনুমানজী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৫০:৩২

কি বলিলাম আমি কি ভুল বলিলাম। সমুদ্র পাড়ি দিতে দিতে আমি ক্লান্ত
comment by: রবিনহুড বলেছেন :
২০০৭-০৫-১৯ ১৩:১৮:৫২

কথা হচ্ছে এই ধরনের ব্যাপারে শুধু মাত্র মেয়েদের জন্য করূনা প্রকাশ করা হয়, ছেলেদের জন্য হয় না কেন? ছেলেটা সম্পর্কে কি বিরূপ ধারনা তৈরি হয় না?
একটা মেয়ে যখন ছেলেটার সাথে আনৈতিক সম্পর্ক তৈরি করে তখন তার হুস থাকে না?....
বেশীর ভাগ ক্ষেত্রে যা হয় তা হল, মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায় তখন সেই ছবি গুলো তার বি্রূদ্বে ব্যবহার করা হয়। এখন কথা হল মেয়েটা কি শুধু মাত্র মজা করার জন্য এই ধরনের সম্পর্ক তৈরি করেছিল। সে ক্ষেত্রে তো তাকে শাস্তি পেতে হবেই। আর যদি তা না হয়ে থাকে তাহল শুধু মাত্র কিছু দিনে র জন্য ভালবাসা তৈরি করা হলে এর থেকে ভাল প্রতিদান পাবার আশা করতে পারে না। ভেবে চিন্তে অনৈতিক সম্পর্ক তৈরি করা দরকার।
অনৈতিক সম্পর্কের ব্যাপারের ছবি তোলার বিষয় মেয়ে টা জানে না এ কথা কি ঠিক? মোবাইলে ছবি তোলা হচ্ছে আর আপনি জানবেন না.... এটা ভাবা ঠিক না... কারন মোবাইলটা তো কাছে রেখেই ছবি তোলা হয়। সুতরাং তার অগোচরে ছবি তোলা হয়েছে এই কথাটা এই ক্ষেত্রে খাটে না।
ছবি প্রকাশ না হলেও কি তাদের অনৈতিক সম্পর্ক জায়েজ হয়ে যাবে? সুতরাং ছবি প্রকাশের একটা ভাল দিক হচ্ছে এটা অনৈতিক সম্পকের প্রবনতা কে কমাতে সাহায্য করবে । (মন্দের ভাল)
আমার মনে হয় যে কোন মেয়ে যদি ভেবেচিন্তে সম্পর্ক তেরি করে এবং সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকে তাহলে এই ধরনের পরিস্থিতি থেকে মুক্ত থাকতে পারে। এর কোন বিকল্প নেই।
মোঃ আরাফাতুল ইসলাম@ আপনার প্রতিবেদন টা পড়লাম। এখানে শুধুমাত্র আপনি মেয়েদের ছবি ছাপিয়েছেন ক্যন? যে মেয়েগুলার ছবি ছাপিয়েছেন তাদের সবাই কে বলতে গেলে এক রকম চেনা যাচ্ছে। আপনি যদি এই ধরনের ছবির প্রচারকে অন্যায়া মনে করেন তাহলে ছবি প্রকাশ করলেন ক্যান? ছবি গুলো কি আরো ঢেকে প্রকাশ করা যেত না। আর ইউনুস এ মেয়ের সাথের ছেলেটাকে তো চিনবার আর বাকী রইল না। এটা কি আন্যায় না। নাকি ছেলে বলে তাকে প্রকাশ করা যায়? নারী-পুরূষ এর তো পার্থক্য নাই, তাহলে এ ক্ষেত্রে বৈসম্য হল কেন? প্রতিবেদনটা একতরফা হয়ে গেল।
comment by: হনুমানজী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১৩:২১:২১

অনৈতিক সম্পর্ক বলতে কি বোঝেন
comment by: আমি বলেছেন :
২০০৭-০৫-১৯ ১৬:৫৩:১৮

ভালো লেখা। পড়ে মজা পেলাম। এরকম লেখা আরো চাই। তবে মেয়েগুলোকে আরেকটু ঢেকে দিলে বোধহয় আরো ভালো করতেন।

আরেকটা কথা, আপনার লেখার নিচের লিংকে দেয়া ছবিটা কোন মেয়ের। ফোন নাম্বার থাকলে যোগাযোগ করতাম।
লিংক : http://groundreport.com/articles.php?id=2833879

comment by: আমি বলেছেন :
২০০৭-০৫-১৯ ২০:৩৬:২১

কৈ ভাই মোবাইল নাম্বারটাতো দিলেন না। কাজটা কিন্তু ঠিক হইলো না ...

comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-১৯ ২১:৫০:২৩

comment by: এ. কে. লিপু বলেছেন :
২০০৭-০৫-১৯ ২২:১০:৩৮

এধরণের পোষ্ট বা রিপোর্টে ছবি না দিলে কি হয়?
comment by: অঃরঃপিঃ বলেছেন :
২০০৭-০৫-২০ ১২:৩৫:৪০

পোস্ট দিছে আরাফাত, আপনারা হাবিব মহাজনরে পাইলেন কই?
comment by: অমিত আহমেদ বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:০৮:১১

আরে ব্বাপরে!
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৪২:০৫

শমশের আলম@তুমি তো দেখি এড্রেস পাইবার জন্য দেোয়ানা হইয়া গ্যাছো। মতলব কি?

যাউকগা, তোমার মাথাটা একটু খাটাোো। এইখানে দেয়া লিংকে গিয়ে লেখাটা ভাল করে পড়। সব এড্রেস পাইয়া যাবা।

লিংক:
http://www.groundreport.com/articles.php?id=2833879

comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৪৮:২৭

হাবিব মহাজন ভাই, শইলডা ভালা?
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৫৩:২২

আরাফাত আপনি যে 'respective লিখেছেন সেটার অর্থ কিন্তু respectable নয়!
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৫৫:০৫

রেসপেকটিভ মানে কি "ইনডিভিজুয়ালী কনসিডার" করা না?"
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৫৯:৩৩

দ্রোহী, তাই ।
আর respectable পরিবার কথাটা ভয়ানক আর্কাইক শোনায় ।
আরাফাত সাহেব যে কী সাংঘাতিক সব আর্টিকল ছাড়েন ওয়েবে !
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:০২:৩৮

comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:০৭:২১

তবে ওনার লেগে থাকার স্পিরিটকে প্রশংসা করি আমি ।
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:১২:১৪

আয় হায় আমার লেখা আসে নি?
****
তিমুর, পরবর্তী সিরিজের অপেক্ষায় আছি।
****
হাবিব মহাজনের উদ্যম প্রশংসনীয়।
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:১৫:১৬

পরবর্তী সিরিজ লিখে যুথচারী ভাইয়ের তোপে পড়বো নাকি?
এই মুহুর্তে দারুন প্রেশারে আছি । চাপটা কমুক, লেখা বের হবে।
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:১৮:৪১

আপনার সিরিজ কেউ না কেউ তো পড়ে? যূথচারী ভাই নিজেই তো অনু-পরমানু গল্পের সিরিজ চালাচ্ছেন। অবশ্য গল্পগুলো চমৎকার হচ্ছে।
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:২২:৫৭

আসলে টপিক নিয়ে দোদুল্যমান আছি । লিটারারি থ্রেডেই থাকবো না পলিটিক্যাল-লাইনে আসবো ? ভিয়েতনাম নিয়ে লিখলে কেমন হয়?
ভিয়েতনাম-রাসপুতিন-কিউবা
অথবা
রবার্ট লুই স্টিভেনসন-রুডিয়ার্ড কিপলিং-পল গগাঁ
এভাবে ভাবছি ।
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:২৪:৩২

বাই দ্যা ওয়ে আরাফাত আমাদের মহাজন নন
অঃ রঃপিঃর সাথে চিন-পরিচয় আছে ওনার ।
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:২৭:১৬

কি বলেন, হাবিব মহাজনের ইয়াহু গ্রুপের মডুরাম উনি। হাবিব মহাজনকে আর আরাফাত ভাইকে আলাদা করতে চান?
***
অমি ভাই কি দুজনকেই চিনে?
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:৩১:২৬

না, অমি ভাই আরাফাতকে চেনেন বলে জানি । উনি বোনাফায়েড রিপোর্টার ।
ওনার রিপোর্টাজের পয়েন্ট অভ ভিউ কী রকম সেটা অবশ্য অন্য কথা
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:৩৭:১৮

হাবিব মহাজনের প্রোফাইলের সাথে আরাফাত ভাইয়ের মিলে। বোনাফায়েড মানুষ দুজনেই!
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৫-২০ ২২:০১:৪৮

দেশি কিছু লেখেন তিমুর
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২১ ১৮:৪০:০৩

হাসিব, দেশের উপর প্রবন্ধ আমি অন্য জায়গায় অন্য নামে লিখি ।
২) যথেষ্ট পড়াশোনা করতে হয় বাংলাদেশের উপর লিখতে হলে । হওয়া উচিত, কিন্তু সবসময়ে ধৈর্যে কুলায় না । আর সবার বাজে কথা শুনতে হয় তাই খুব কম লিখি ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-২২ ০০:১৯:০২

তিমুর @ ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। আসলে ইংরেজিতে রির্পোট লেখায় এখনো ততটা এক্সর্পাট হইনি। তাই আপনার ফিডব্যাকটি কাজে লাগবে।

আরকেটি উপকার করলে ভালো হয়। নিচের লিংকে গিয়ে দয়া করে আরো কয়েকটা ভুল বের করুন। তাহলে সেগুলো ভবিষ্যতে শোধরাতে পারবো।
লিংক:
http://www.groundreport.com/articles.php?id=2833879

- অসংখ্য ধন্যবাদ আপনাকে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-২৩ ১২:১৫:৩১

রবিনহুড@ আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। মোবাইলে ফায়ারওয়াল লাগানো এখন পর্যন্ত অসম্ভব।

আর ছেলেরা খালি গায়ে ঘুরতে পারে। এতে দোষের কিছু নেই। কিন্তু একটা মেয়ে খালি গায়ে ঘুরলে সেটা অশ্লীলতার পর্যায়ে পড়ে। সুতরাং মেয়েদের ছবির জায়গায় ছেলেদের ছাপলে তা বিশেষ কোন অর্থ বহন করবে না।

এটা প্রমানিত যে, এই অপরাধের পেছনে মুল হোতা ছেলেরাই। তাই এখানে একতরফা কথাটা খাটে না।
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২৫ ১৯:০৪:৪৪

থ্যাংকু আরাফাত । আপনি ২০০০ এ আছেন?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-২৯ ২২:৩৬:২০

তিমুর @ বোনাফায়েড রিপোর্টার মানে কি?
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৬-০৪ ১০:০৬:১৫

মানে রিয়াল জেনুইন রিপোর্টার, নট ফলস!
(কেউ কেউ তো আপনি আদৌ আছেন কিনা সন্দেহ করছিল)
comment by: ডার্কলর্ড বলেছেন :
২০০৭-০৬-২৫ ০১:১২:২৬

উপরে যে মেয়েটির ছবি সে কোন ভুক্তভোগী
নয়। সে সদ্বইচ্ছাইয় ওয়েবক্যামে নিজেকে দেখিয়েছে
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৫ ০৮:৩৪:০১

ডার্কলর্ড @ আপনার কথা ঠিক। সে সদ্বইচ্ছায় ওয়েবক্যামে নিজেকে দেখিয়েছে। কিন্তু সমস্যা ওয়েব ক্যাম সে সবার জন্য উম্মুক্ত করে দেখায়নি। দেখিয়েছিল তার বয়ফ্রেন্ডকে। বয়ফ্রেন্ড সেটাকে রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেয়। ফলে সেও এক ধরনের ভুক্তভোগী।
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৩:৫৭:৩০

আর আপনি সেই ছবিটাকে আরও দশজনের কাছে ছড়িয়ে মেয়েটার ভোগান্তি কি বাড়ালেন, নাকি কমালেন?@আরাফাত
comment by: হেজাব বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৩:৫৮:২৫

হাহ হাহ মডু ইন একশান।
প্রথম পাতা থেকে হোসেইন আর আমার পোস্ট গায়েব!!

সময়: ১৩:৫১
তারিখ: ২৬ জুন, ২০০৭
comment by: উদাসী স্বপ্ন বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৪:১০:২০

ATN banglaর বৌ ইভা রহমানের টা কি কেউ দেখছেন?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৬:১৪:৩০

উদাসী স্বপ্ন @ ম্যালা খবর রাখেন দেখা যায়।

comment by: রিজভী বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৬:২৩:১০

আরাফাতুল ভাইও তো মনে হয় ব্যাপক খবর রাখেন!
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৭ ০০:৪৯:৪৩

রিজভী @ খবর রাখাইতো আমাদের পেশা। না রাইখ্যা উপায় কি?

হেবোদা-গেরামিন ওঠাবসা

ওয়েলকাম টিউন নামক প্রতারনা বানিজ্য
২০০৭-০৮-০৫ ২২:৪৫:১২

There is a technical problem, we are sorry for any inconvenience. Please try again later পত্রিকার পাতায় এসএসএলই নামক একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখে ওয়েলকাম টিউন সেট করতে চেয়েছিলাম। এজন্য পর পর তিনদিন এসএমএস করলাম। কিন্তু কুত্তার বাচ্চারা এসএমএস এর চার্জ কাটার পর ফিরতি হিসেবে প্রতিবার উপরের ম্যাসেজটা পাঠালো।

মেজাজ চরমে ওঠায় ওদের দেয়া ০১৭১৩২০৬১৬১ নাম্বারে ফোন করলাম। কিন্তু হায়! শুয়ারগুলো ফোন নাম্বারটা বিজ্ঞাপনে দিয়ে গালি খাওয়ার ডরে আবার বন্ধ করে রেখেছে। ফলে নিশ্চিত হলাম প্রতারনার এক নয়া পন্থা আবিষ্কার করেছে এই কুত্তাগুলো।

আরে কুত্তা সার্ভিস যদি দিতে না পারিস তাইলে আবার এসএমএস চার্জ কাটিস কেন? টাকা কি তোর বাপের পকেট দিয়া আসে। সামনে পাইলে কুত্তাগুলারে ল্যাংটা কইরা রাস্তার মধ্যে দাড়া করাইয়া রাখতাম। কিন্তু প্রতারনা বানিজ্য করে বিধায় বিজ্ঞাপনে কোন ঠিকানা দেয় নায়। তয় আমিও খবর দিছি জায়গা মত। অর প্রতারনা বানিজ্য অর শরীরের পেছন দিক দিয়া ঢুকাইয়্যা দিমু, যেমনে করে রিমান্ডে নিয়া ডিম ঢুকায় ...

রেটিং:৪.৯/১৫
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৪টি মন্তব্য
* ২৮০বার পঠিত




comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৫ ২২:৫১:৪০

হাসতেই আছি
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৫ ২৩:৪০:৩১

এখনো হাসতেই আছেন নাকি ?
comment by: আশেক ইব্রাহীম বলেছেন :
২০০৭-০৮-০৫ ২৩:৪৯:৩৭


comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:০৪:১৬


comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:২২:২৮

আশেক ইব্রাহিম @ ৫ দেয়ার জন্য ধন্যবাদ। এই পোস্টটা দেয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্লগারদের এই বিষয়ে সতর্ক করা। রেটিং ভালো পেলে পোস্টটা প্রথম পাতায় স্থান নিতে পারে। তখন আরো বেশি ব্লগারের চোখে পড়বে।
comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:৩২:৪২

আমাদের দেশ থেকে নাকি জলপাই দিয়ে সব আকাম কুকাম ছাপ করতাছে তা এদের চোখে দেখে না জলপাইরা?
comment by: আশফাকুর রহমান বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:৩৩:১৪

এইসব পোস্ট এ এক দুইজন ছাড়া কেউ রেটিং দেয় না।দেয় সেই সব পোস্ট-এ!!!
ভালো উদ্দ্যোগ মানুষকে সচেতন করার জন্য

comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-০৬ ০১:৪২:৫১


comment by: শরীফ আবদুল্লাহ বলেছেন :
২০০৭-০৮-০৬ ০১:৫২:৩৪

প্রায় অনেকেই আমার কাছে জানতে চায় কিভাবে ওয়েলকাম টিউন সেট করতে হয়। আমি সরাসরি বলে দেই টাকায় কামড়ায় নাকি?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১০:৫৭:২৫

সেলিম @ টেকনোলজি'র বিষয়গুলো সবাই বোঝে না। তবে জলপাইরা এখন বোঝার চেষ্টা করতেছে। এটা ভালো দিক।
comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:২৭:২৯

টেকনোলজি সবাই না বুঝলেও অন্যদেশের জলপাইরা কিন্তু এর হত্তা কর্তা।

এই যে ইন্টারনেট ইউজ করেন- এইটা কারা আবিষ্কার করছে জানেন? করছে মার্কিন - সেনারা।
তাছাড়া অধিকাংশ দেশের আর্মিরাই টেকনোলজি নিয়ে বেশি কাজ করে।

আর আমাদের জলপাইরা পলিটিকস নিয়ে বেশি কাজ করে-- সেই জন্য তারা বাংলাদেশ কে পাকিস্থান বানানোর পথে।


আর একটা কথা, একজন একজন বিখ্যাত কলামিষ্ট বলল, পত্রিকার সম্পাদকদের নাকি দিনরাত গ্রেফতার করার হুমকি দিচ্ছে যাতে বেশি কথা না লিখে। এইটা কি সত্য নাকি?
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:২৮:০১

একেবারেই ঠিক, যদিও ভাষাগুলো বেশি কর্কশ।
বিকল্প ব্যবস্থা থাকলে মোবাইল ইউজই করতাম না।
যদিও মাঝে মধ্যেই ফোন ধরি না, তবুও গালিটা আমাকেই খেতে হয়। :(
comment by: যীশূ বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:৩৭:৫৩

কম্পানীর নামটাও দিয়া দেন। লোকজন সাবধান হবে।
comment by: মদন বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:৪৫:০৭

সুন্দর এবং জনসচেতনতা মুলক পোষ্ট।
প্রতারনার যে কত ধরন এরা আবিস্কার করবে কে জানে।
comment by: নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:৪৯:৩৯

আমার এমন সখ হয়না। এখানে মোবাইল অপারেটর রা মাসে ২৫ রিয়ালের মাধ্যমে ওয়েলকাম টিউন সার্ভিস দেয়।
এসব সব ধান্ধাবাজ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১২:২০:২৮

সেলিম @ আপনার কথা সত্য। কয়েকজন সম্পাদকের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হতে পারে।

মাহমুদ রহমান @ "তবুও গালিটা আমাকেই খেতে হয়"- লাইনটার অর্থ বুঝলাম না? আরেকটু খোলসা করেন।
comment by: রবিনহুড বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:০০:৩২

যে কম্পানী বিজ্ঞাপন দিচ্ছে তাদের ব্যাপারে মোবাইল কোং কে অবহিত করা দরকা। কারন এটা তো মোবাইল কোম্পানীর মাধ্যমে টাকা টা যায়।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:১৪:২৮

আপনের গালি দেয়াটা সুন্দর হয় না।প্র্যাকটিস দরকার।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:৩৪:০৯

হোসেইন-দ্য, আপনি হাচা কইছেন। ভালো হয় একখান গালির ইস্কুল খুইলা বসেন। আমরা সবাই আপনার কাছে গালির তালিম নিতে আসমু।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:৩৯:০৯

অনযরকম,আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ।
ভেবে দেখি।
তবে এডমিশন টেস্টে আপনি কি এলাউ হবেন?
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:৪৩:২২

মামু একটা কাজ করেন। একটা গালির প্রশ্ন পোস্ট করেন। দেখেন কে কেমন রিপ্লাই দেয়।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৭ ০০:০৯:১০

রবিনহুড @ আপনার আইডিয়াটা সুন্দর। দেখি গ্রামীণফোনের সাথে কথা বলবো আগামীকাল।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৬ ২৩:২৫:৫৯

হাবিব মহাজনের পোস্টে দেকতাম উনি এরকম বাত চিত করটেন গ্রামীনের সাতে। আপনি কি আসলেই হাবীব মহাজান
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-০৭ ০১:১৬:৪৪

সতর্কতার জন্য ধন্যবাদ কিন্তু বিশ্রী ভাষাগুলো ব্যবহার না করলেও আমরা একইভাবে সতর্ক হতাম। তাই না? সুন্দর ভাষাতেও মানুষকে তথ্য পৌছানো যায়। যাই হোক, ৫-ই দিতাম, কিন্তু বিশ্রী ভাষা ব্যবহারের এর জন্য ৩ দিলাম। ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৭ ০১:৩১:৫৬

বইপাগল @ পর পর তিনবার প্রতারিত হয়ে মেজাজ বিগড়ে গিয়েছিলো। এজন্য না চাইতেও বিশ্রি শব্দগুলো এসে গিয়েছিলো। বিষয়টি আপনাকে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত।
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-০৭ ২০:১০:১৩

ধন্যবাদ সুন্দর করে উত্তর দেবার জন্যে।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৭ ২০:৫৯:২৯

গ্রামীনের সাতে আলাপ আলোচনার রেজাল্ট কি? আলাদা পোস্ট দিবেন না একানেই লিকবেন?>
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-০৭ ২১:০৭:১৯

মোবাইল কোম্পানীগুলোর বিরুদ্ধে কিছু কি করা যায় না? দিন দিন ওদের প্রতারনার শিকার আর কতো হবো? গত মাসে গ্রামীন আমাকে এসএমএস করলো টোটাল বিল ৭২ টাকা। ফ্লেক্সি করলাম ১০০ টাকা। লাইন এক্টিভেট হয়না দেখে কাষ্টমার কেয়ারে ফোন করে শুনি ১৩৩০ টাকা বিল। আবার করলাম ১৩০০ টাকা। আমার ৭০ টাকা ব্যালেন্স থাকার কথা। তা না, উলটো আরো ৪০ টাকা বিল ধরিয়ে দিলো। কাস্টমার কেয়ারে কথা বাবদও ১১ টাকা।

ফাজলামীর একটা সীমা থাকা উচিত!
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৭ ২১:০৮:৩৪

আসলেই সবই ফাইজলামি ছাগুজী ব্যান করে দেন সবাইকে
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৮ ১০:৩৮:০৪

ত্রিভুজ @ ঠিকই বলেছেন এই ব্যাটারা সবসময় আমদের চুইষ্যা খাইতেছে। যাইহোক, এবার দেখতাছি বিটিআরসি বেশ কঠিন অবস্থান নিছে। দেখা যাক এখন কিছু হয় কিনা।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৮ ২২:১৩:৩৭

গ্রামীনের সাতে আলাপ আলোচনার রেজাল্ট কি? আলাদা পোস্ট দিবেন না একানেই লিকবেন?>

comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১২:৪২:০৩

ডাক্তার আইজউদ্দিন @ গ্রামীণফোনে যার সাথে আলাপ করবো সে আবার অতিরিক্ত চেহারা দেখানোর ফলে একটু ঝামেলায় আছে। তার ঝামেলা কাটার পর এই বিষয়ে আলাপ করা যাবে। দেখি তখন একটা আলাদা পোস্ট করবো।
comment by: আমি টগর (দি শেষ Avatar) বলেছেন :
২০০৭-০৮-১১ ০০:৩১:০৩

@আরাফাত ভাই, আমার ত মনে হয় এটা শালা জিপি ১০০% দায়িত্ববান, আমার মনে হচ্ছে (ওর শুনেছিলাম হয়ত) এটা তাদের সিস্টেমের সমস্যা ।
একটা সত্যা হল, চিপি (জিপি) কিন্তু ইদানিং সমচে বেশি আয় করছে এই ভুয়া ওয়েলকাম টিউন দিয়া, তার মানে আপনার মত মামদের সংখ্যা ওনেক :)
সুন্দর পুষ্ট এর জন্য ৫
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ০১:২৮:১১

আমি টগর @ আপনার কথা ঠিক হতে পারে। জিপি'র সাথে কথা বলার ট্রাই করছিলাম। কিন্তু যার সাথে খাতির সে একটু ঝামেলায় আছে। দেখি নতুন লিংক বের করে কথা বলবো।
ওদের সিস্টেমে সমস্যা থাকা সত্তেও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অনেক কে বোকা বানাচ্ছে। এটা জানাতে হবে বিটিআরসিকে ...
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:১৫:০১

ত্রিভুজ @ আপনার অভিজ্ঞতাতো আরও বিব্রতকর মনে হচ্ছে। আমাদের কাছ থেকে প্রতারনা করে ৮-১০ টাকা নিয়েছে। আর আপনারতো শত টাকার মামলা।
এর একটা বিহিত হওয়া উচিত।
comment by: মুক্তপাখী বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:৩৮:৫৫

সেলিম বলেছেন :"আর আমাদের জলপাইরা পলিটিকস নিয়ে বেশি কাজ করে-- সেই জন্য তারা বাংলাদেশ কে পাকিস্থান বানানোর পথে।"
--কথাটা পছন্দ হইছে
comment by: মুক্তপাখী বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:৪৩:০০

৫ দিলাম সচেতনতামুলক পোষ্ট হিসেবে...
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:৪৬:৫১

@হোসেইন-দ্য, মামু... গালির ইস্কুলের খবর কি?
comment by: শুভ কিবরিয়া বলেছেন :
২০০৭-০৮-১১ ১৬:৩০:১৪

গুরুত্বপুর্ন একটি বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হয়েছে। আমিও দিলাম ৫
comment by: রিজভী বলেছেন :
২০০৭-০৮-১১ ১৬:৩৭:৪৬

আরাফাত ভাই এত গালি ইউজ না করে কি পোস্টটা লেখা যেতো না?

যা হোক, গুড পোস্ট। ৫
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ১৭:৩১:৩১

রিজভী @ এত গালি দেয়ার কারন সম্পর্কে একটি মন্তব্য আছে উপরের দিকে।
৫ দেয়ার জন্য ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ২০:১৭:০৮

শুভ কিবরিয়া ভাই @ আপনার পোস্ট কি প্রথম পাতায় ছেড়েছে ? আপনি আজকেই সাইন ইন করলেন অথচ পোস্ট প্রথম পাতায় ব্যান করা হইলো। ব্লগ কতৃপক্ষের কর্মকান্ড এতো স্লো কেন বুঝি না। এতক্ষনে যদি চেক করা না যায় আপনি আসল না নকল তাহলে কিভাবে হবে ?
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৩ ২৩:৫২:৫৪

গ্রামীনের সাতে আলাপ আলোচনার রেজাল্ট কি? আলাদা পোস্ট দিবেন না একানেই লিকবেন?>
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১০:৪০:২০

আর ৪ টা ৫ পাইলে মনে হয় লেখাটা প্রথম পাতায় স্থান নিতে পারে। কেউ কি আছে আরো কয়েকটা ৫ দেয়ার জন্য?? জনসচেতনতামুলক পোস্ট বলে অনুরোধ করছি ...

হেবোদার রমণীরা

হেবোদার ব্লগে পেরায়ই সাস্থবতি নারী দেকতে পাওয়া যায়। হেবোদা তাহাদের ফটু ব্লগে ব্যবহারের আগে অনুমতি লইছেন কি না জানা যায় না। তাই হেবোদা ও তার ব্লগের শিকার হতভাগিনি সাস্থবতিদের পাশাপাশি রাখিয়া একটি "পাপারাজ হেবোদা" সিরিজ প্রকাশ করা হইবে। ইহাতে শিকার ও শিকারিকে পাশাপাশি বা উপ্রেনিচে দেকা যাইবেক।





ভিওআইপি লাইসেন্স পাচ্ছে না মোবাইল অপারেটররা
২০০৭-০৮-১০ ১৩:১৫:১৫


১৪ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অনুমোদিত আইএলডিটিএস/ভিওআইপি পলিসিতে মোবাইল, পিএসটিএন ও আইএসপিদের আলাদাভাবে ভিওআইপি লাইসেন্স দেয়া হবে না। তবে যে কেউ ঢাকায় বসানো আন্তর্জাতিক গেটওয়ের সঙ্গে সংযুক্ত হয়ে কল আদান-প্রদান করতে পারবে।

বর্তমান অনুমোদিত আইএলডিটিএস পলিসি অনুযায়ী ঢাকা শহরে চারটি আন্তর্জাতিক গেটওয়ের (আইজিডব্লিউ) বসানো হবে। সব আন্তর্জাতিক কল আদান-প্রদান করা হবে এই গেটওয়েগুলো ব্যবহার করে। সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে এই তথ্য। সূত্র জানায়, চারটি গেটওয়ের একটি বসানো হবে সরকারি উদ্যোগে। বাকি তিনটি গেটওয়ে দেয়া হবে বেসরকারি খাতে। তবে বেসরকারি খাতে দেয়া গেটওয়েগুলোর লাইসেন্স পেতে গেলে শতভাগ বাংলাদেশী নাগরিক হতে হবে। উন্মুক্ত অকশনের মাধ্যমে এসব লাইসেন্স দেয়া হবে।
একইভাবে চারটি গেটওয়ের সঙ্গে ছয়টি ইন্টারনেশনাল কানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) বসানো হবে। মোবাইল, পিএসটিএন এবং টিঅ্যান্ডটিতে কল আদানপ্রদানের জন্য এসব আইসিএক্স ব্যবহার করা হবে। আইসিএক্সের লাইসেন্সও দেয়া হবে শতভাগ বাংলাদেশী নাগরিক এবং বিদেশী বিনোয়োগমুক্ত প্রতিষ্ঠানকে। উন্মুক্ত অকশনের মাধ্যমে এসব লাইসেন্স দেয়া হবে।

বর্তমান অনুমোদিত পলিসি অনুযায়ী দেশে কোনো ধরনের ভি-স্যাটভিত্তিক নেটওয়ার্ক রাখা যাবে না। সূত্র জানায়, সিমিইউ-৪-এর মাধ্যমে সব আইএলডিটিএস কল আদানপ্রদান করা হবে। ভি-স্যাটের মাধ্যমে কল আদান-প্রদানে যে খরচ, তার ২০ ভাগের এক ভাগ খরচে সাবমেরিন কেব্ল দিয়ে কল আদান-প্রদান করা যাবে। ইতিমধ্যে দেশের বেশ কিছু অঞ্চল ফাইবার অপটিক কেব্লের মাধ্যমে সংযুক্ত করেছে সরকার। বাকিটাও খুব দ্রুত সম্পন্ন করা হবে। তবে সূত্র জানায়, বিশেষ কারণে সরকার কিছু ভি-স্যাট ব্যবহার করতে পারবে।
অনুমোদিত পলিসিতে দেশীয় বিনিয়োগকারীদের কল সেন্টার ব্যবসা করার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কল সেন্টার লাইসেন্স নিতে উৎসাহিত করা হবে। তবে এ সংμান্ত সব আর্থিক লেনদেন নির্ধারিত ব্যাংকের মাধ্যমে করতে হবে।
সূত্র জানায়, কল সেন্টার ব্যবসা করার জন্য লাইসেন্স ফি এখন পর্যন্ত (৬ আগস্ট) চূড়ান্ত হয়নি। তবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে এটি নির্ধারণ করা হবে।

সাপ্তাহিক ২০০০ এর বর্তমান সংখ্যায় এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পড়তে চাইলে ক্লিক করুন এই লেখার উপর।

ডাইরেক্ট লিংক:
http://www.shaptahik2000.info/issues/2007/year-10/issue_13/pdf/pb20070810a.pdf


রেটিং:৪.২/৫
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ২০টি মন্তব্য
* ১৮০বার পঠিত




comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:২৮:০৬

ভালো খবর দিছেন।
আমি বহুদ্দিন ধইরাই মনে করি যে ভিওআইপি সবার জন্য উন্মুক্ত করে দেয়া উচিত।বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তারা যদি সুযোগ পায়,তাইলে অনেক কর্মসংস্থান বাড়বে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৪১:২৯

হোসেইন @ সাপ্তাহিক ২০০০ এর আন্দোলনটাও ছিলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ভিওআইপি দেয়া হোক। আমরা বিজ্ঞাপন আর বিদেশ ভ্রমনের লোভ পরিত্যাগ করে লিখে চলেছি ভিওআইপি'র বিরুদ্ধে, বিশেষ করে বিদেশৗ মোবাইল অপারেটরদের বিরুদ্ধে। তার একটা ফলাফল এই নীতিমালা। বর্তমান নীতিমালায় দেশের স্বার্থ রক্ষা হবে এবং শুধু বাংলাদেশীরা এই ব্যবসা করতে পারবে।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৫১:০৮

সাপ্তাহিক ২০০০ এর ভুমিকা আমার সবসময়ই পছন্দ।এখানে আপনেরা যারা কাজ করেন,আপনারা সবসময়ই দেখছি পাবলিকের লগেই থাকেন।
comment by: নাদান বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৫৪:৫৯

শুনে খুব ভাল লাগলো।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৫৭:৩২

হোসেইন @ ধন্যবাদ
নাদান @ আপনার ভালো লেগেছে দেখে আমার ভালো লাগছে।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৪:০৮:৫৯

আশাব্যজ্ঞক সংবাদ। একই সাথে আমাদের জন্য সুখবর।
এখন এইটা নিয়া আর ফুলিটিক্স না হইলে হই।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৪:৫৫:২৯

অনযরকম @ গতমাসের ১৪ তারিখে এই ভিওআইপি পলিসি পাস হয়েছে। তারপর থেকে বিটিআরসি এইটা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখছে। কাউকে এমনকি সাংবাদিকদের বলছে না পলিসিতে কি আছে। তখন আমারও সন্দেহ হইছিলো আবার ফুলিটিক্স শুরু না হয়। এইটা যাতে হতে না পারে এজন্য আমি সোর্স দিয়ে ভিওআইপি পলিসি বের করেছি এবং পত্রিকায় ছেপে দিয়েছি। এরপর আর পলিটিক্স করার সুযোগ নেই। কারন এখন পলিটিক্স করলেই ধরা খাইতে হবে।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১০ ১৫:২০:২২

গুড সিদ্ধান্ত.... ইন্টারনেটও মোবাইলকোম্পানীগুলোর হাতে ছেড়ে দেয়া ঠিক হয়নি। দিন দিন ফালতু হচ্ছে ওদের সার্ভিস। কিন্তু দাম নিচ্ছে সাধারন নেট লাইনের দুই/তিনগুন বেশী!
comment by: মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০৮-১০ ১৫:২৯:০৬

থ্যাংকস আরাফাতুল, ভালো লেখা , এর জন্য সাপ্তাহিক ২০০০ অবশ্যই ধন্যবাদ পাবে।
( পোস্টের সাথে ছবির সম্পর্ক খুঁজে পাচ্ছি না , তাও একটা মেয়ের ছবি !! ))
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১০ ১৫:৪৮:৪২

ভাল একটা খবর পেলাম। ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ২০:২৬:৩০

মাহাবুব সুমন @ প্রতিসপ্তাহের সোমবার আমাদের পেস্টিং হয়। পেস্টিং মানে হচ্ছে সব রিপোর্ট মেকআপ শেষে প্রিন্টের জন্য প্রেসে চলে যাওয়া।
ভিওআইপি পলিসিতে কি আছে জানার জন্য একাধিক জায়গায় খোঁজ লাগিয়েছিলাম। সোমবার বিকেলে সোর্স তথ্য দিলো। সন্ধ্যায় লেখলাম। রাতে মেকআপ দিতে গিয়ে বিড়ম্বনায় পড়লাম। ছবি নেই। ইন্টারনেট সার্ভার ডাউন। ফলে ইন্টারনেটে সার্চ দিয়ে সি-মি-ইউ-থ্রি'র ম্যাচ নামানোও সম্ভব হলো না। ওদিকে সময়ও নেই।
তখন কি আর করা, এই ছবিটা দিয়ে দিলাম। ছবিটাকে লেখার সাথে খাপ খাওয়ানোর জন্য ক্যাপশন দিলাম এটা "বৈধ প্রক্রিয়ায় আন্তর্জাতিক কল আদান প্রদান হলে তা দেশ ও জনগনের জন্য লাভজনক হবে"।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১০ ২০:২৭:৪১

হেবো গ্রামীনের সাতে আলাপ আলোচনার কি হইল?
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:০৮:৫২

আপনার প্রতি পোস্টেই এরকম মেয়েদের ছবি দেবেন । দেখতে বড়ই সৌন্দর্য ।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:১৩:৩৮

মেয়েটা কি হেবো গার্ল ফেরেন্ড। হের পারমিসন নিসো ছবি দেওনের আগে
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:১৬:৫৯

রাখেন আপনার খবর। আগে মেয়েটার ফোন নম্বরটা দেন
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:১৮:৪০

কোন অফিসে কাম করে সেইটা বললেও পোলাপাইন লাগায়া সিস্টেম করন যাইতো
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:৩৯:২৩

কই পোস্ট আর কই ছবি !!!
comment by: ফারহান দাউদ বলেছেন :
২০০৭-০৮-১১ ০১:০৬:৪০

সেইরকম ১টা ভালো খবর দিলেন:) তবে ৩টা বেসরকারি গেটওয়ে নিয়ে আবার কোন ২ নম্বুরি হবে নাতো?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ০১:১৬:২৬

ফারহান দাউদ @ উম্মুক্ত অকশনের মাধ্যমে ৩টি বেসরকারী গেটওয়ে ও ৬টি আইসিএক্স এর লাইসেন্স দেয়া হবে। আর শুধুমাত্র বাংলাদেশীরা বিদেশী বিনিয়োগমুক্ত বাংলাদেশী প্রতিষ্ঠানের পক্ষে সেই অকশনে অংশ নিতে পারবে। এরপরও দুই নাম্বারী হওয়ার সুযোগ আছে বলে মনে হয় না।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ১২:৫১:১২

রাশেদ @ আপনাকে ভালো খবর দিতে পেরে ভালো লাগছে।

হুঁশিয়ার গেরামিনফুন! হেবোদা ইজ ওয়াচিঙিউ!

গ্রামীণফোন ৫৫ এমবিপিএস ব্যান্ডউইডথ দিয়ে ২৬ লাখ লোককে ইন্টারনেট সেবা দেয়। এত কম ব্যান্ডউইডথ দিয়ে এত বেশি লোককে সংযোগ দিলে সার্ভিস ভালো হবে কিভাবে ???
২০০৭-০৮-১৮ ২৩:৩৭:৩৫




সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইডথ ডিস্ট্রিবিউশন লগ বুক ঘাটতে ঘাটতে একটা মজার তথ্য পেলাম। সেখানে আছে গ্রামীণফোন বিটিটিবি'র কাছ থেকে ৫৫ এমবিপিএস ব্যান্ডউইডথ নিয়েছে। সাবমেরিন ক্যাবল সংযোগ থেকে নেয়া এই ব্যান্ডউইডথ দিয়ে তারা সারা দেশে ইন্টারনেট সেবা দিয়ে থাকে।

অবাক করা ব্যাপার হচ্ছে, ৩৬ কেবিপিএস করে পার ইউজার কে দিলেও এই ব্যান্ডউইডথ দিয়ে দুই লাখ গ্রাহককেও নিয়মিত ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে না। সেখানে ইউজার হচ্ছে ২৬ লাখ। তাহলে কিভাবে তারা ভাল ইন্টারনেট সেবা দিবে?

আসল ঘটনা অন্যজায়গায়। কিছুদিন আগে সরকার ভিওআইপি পলিসি প্রনয়ন কালে সিদ্ধান্ত নিয়েছিলো শুধুমাত্র আইএসপিদের ভিওআইপি লাইসেন্স দেয়া হবে। তখন বেশিরভাগ মোবাইল অপারেটরই নিজেদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে দেখাতে অপ্রান চেষ্টা করেছে। যার ফলে এত বিজ্ঞাপন এত ইন্টারনেট সেবা ??? (ক্লোজআপহাসি)

গ্রামীণফোনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ওয়াইম্যাক্স নেটওয়ার্কের লাইসেন্স নেয়া। ইন্টারনেট সেবা দিলে ওয়াইম্যাক্স লাইসেন্স পাওয়া সহজ হবে- সেই চিন্তাও তাদের মধ্যে আছে। কিন্তু এত সহজে সেটা বোধহয় সম্ভব হবে না।

আমাকে একটেলের এক কর্মকর্তা কিছুদিন আগে জানিয়েছিলো, মোবাইল অপারেটরদের কাছে প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে ভয়েস সেবা। কারন ৯০% এর বেশি রেভিনিউ আসে ভয়েস থেকে আর বাকিটা ইন্টারনেট আর কনটেন্ট প্রোভাইডারদের কাছ থেকে। সুতরাং ইন্টারনেট আমাদের কাছে গুরুত্বপুর্ন নয়। এটা একটা অ্যাডিশনাল সার্ভিস।





রেটিং:২.৩/৬
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ২৯টি মন্তব্য
* ২৮৫বার পঠিত



comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৮ ২৩:৪১:৫২

ভালা পুস্ট। ৫
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৮ ২৩:৪২:৪৮

ওয়াইম্যাক্স টা কি বুঝাবেন?
শেরাটনে বইসা ডিস্কাস করি এই বিষয়ে, চলেন, কি বলেন?
comment by: নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৮-১৯ ০১:১৫:৫৫

ভাল তত্ব। চিন্তায় পরে গেলাম।
comment by: তানভীর মোর্শেদ বলেছেন :
২০০৭-০৮-১৯ ০১:৪৬:১০

রক্তচোষার দল, নব্য উপনেবেশিক ...
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:০৪:৫৭

হে হে গ্রামীনের ইন্টারনেটের রহস্য বুঝা গেল।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:১০:১৭

আপ্নে দেখি আরেক কৌশিক। একটু খেপাইলেই পুস্ট মুইছা দেন। কামডা ভালা করেন নাই।

শেরাটনের পোস্টটা অনেক কামের ছিল।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:১১:১০

পনে বলছেন 'সাবমেরিন ক্যাবল সংযোগ থেকে নেয়া এই ব্যান্ডউইডথ দিয়ে তারা সারা দেশে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। '

তার মানে হইলো গ্রামীন যেই ইজিপিআরএস কানেকশন দেয় সেইটা তারা সাবমেরিন কেবল থিকা যেই ব্যান্ডউইডথ পায় সেইটা ব্যবহার কইরা দেয় ।

আমারে এখন বলেন, সাবমেরিন কেবলের ব্যান্ডউইডথের সাথে মোবাইল অপারেটরদের ইজিপিআরএস/ইসিএসডি সার্ভিসের সম্পর্ক কি ? টেকনিকালি বুঝায় বলেন ব্যাপারটা । ৫ বছরের আইটি সাংবাদিকতার আলোকে এইটা বুঝায়া বলেন ।

আপনে গ্রামীনের টাকা মাইরা দিয়ার পরও গ্রামীনের সার্ভিসের গীবত গাইতেছেন কিনা সেইটা সবাই জানতে ইচ্ছুক ।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:১২:২৪

প্রশ্ন করেছেন- হাসিব
প্রশ্ন প্রকাশে সাহায্যে- এ-টিম
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:৪২:০৫

আমি তো ভাল স্পীড পাচ্ছি ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:১৯:৪০

রাশেদ @ ওয়াইম্যাক্স কি জানার জন্য এই লিংক ভিজিট করুন: http://en.wikipedia.org/wiki/WiMAX

নাজিরুল @ এরা যে কতবড় হারামি সেটা চিন্তা করে বের করতে পারবেন না।
comment by: রামারাও সিদ্ধা বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:২২:০৬

ভাল ইনফরমেশন দিলেন,
ধন্যবাদ
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:৩৫:৪০

ভাইজান, শুনেন ৫৫ এমবিপিএস খুব ছোট অ্যামাউন্ট। তয় এর থাইকা পিক যদি ৩৬ এমবিপিএসও পাওন যায়, তা দিয়া একই সময়ে ৩৬ কেবিপিএস এর ১০০০ জনরে সার্ভিস দেওন যাইবো।
২৬ লাখ লুক তো আর একসাথে আইসা হাজির হইতাসেনা সার্ভিস এর জন্যে।
টাইম শেয়ারিং প্রোসেস এইটা। ১০০১ জন একই মুহূর্তে সার্ভিস চাইলে একজনরে ফিরায় দেওন হইবো।

তয়, সত্যি পরিমাণ অনেক কম,
এইটা গ্রামীণের দুষ না, বিটিটিবি র ইনফ্রাস্ট্রাকচার এর সমস্যা।
গ্রামীণের বিলও দিবেন না (আপনার পুরান পুস্ট দ্রষ্টব্য), আবার গীবতও করবেন, সেইটা কেমুন কতা, হাবীব ভাই?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:৫৬:০৯

আরন্যক @ গ্রামীণফোনের অনেক ইউজারই আছে যারা পোস্টপেইড ইন্টারনেট মানে পি-২ ব্যবহার করে। তাদের অধিকার আছে যেকোন সময় ইন্টারনেট ব্রাউজ করার। আপনার মন্তব্য সত্যি হলে গ্রামীণফোন গ্রাহকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
আর ২৬ লাখ গ্রাহক একসাথে ইন্টারনেট চেক করে না এটা ঠিক হতে পারে। কিন্তু এই গ্রাহকের ১০ ভাগও কি বিভিন্ন এলাকা থেকে প্রায় একই সাথে ইন্টারনেটে ঢোকার চেষ্টা করে না? যদি করে থাকে তাহলেও তো গ্রামীনের পক্ষে সার্ভিস দেয়া সম্ভব নয়।

আরকেটি বিষয় হচ্ছে এখানে বিটিটিবি'র তেমন একটা দোষ নেই। কারন বিটিটিবি'র কাছে আপনি যে ডিমান্ড করবেন সেই ডিমান্ড অনুযায়ী বিটিটিবি ব্যান্ডউইডথ বরাদ্দ দিবে। গ্রামীনফোন বিটিটিবি'র কাছে চেয়েছে ৫৫ এমবিপিএস। এখন সেখানে বিটিটিবি নিশ্চয়ই তাদেরকে ৫৫ এমবিপিএস এর বেশি ব্যান্ডউইডথ দিয়ে দিবে না। আমি বর্তমানে ব্যান্ডউইডথ এর যে নতুন চাহিদা আছে সেই লিস্টও দেখেছি। সেখানে গ্রামীণফোন নতুন করে কোন চাহিদা দেয়নি। সুতরাং এখানে বিটিটিবি'র ইনফ্রাস্টাকচার নিয়ে যে এথা বলছেন সেটা ভুল।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:৫৮:০২

বাংলাদেশে ২৬ লাখ ইন্টারনেট ইউজার আছে? আপনার এটার সোর্স কি?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:১৩:২৬

আইজউদ্দিন @ এটা আমার কথা নয়। গ্রামীণফোনের দাবি। তাদের বিভিন্ন বিজ্ঞাপনে এটা তারা লিখে থাকে।

আমার জানামতে বাংলাদেশে নিয়মিত ইন্টারনেট ইউজার ৩ লাখ (বিভিন্ন আইএসপি'র দেয়া পরিসংখ্যান অনুযায়ী) এর কিছু বেশি। কিন্তু গ্রামীণফোনের হিসেবের সাথে মিলাতে গেলে সংখ্যাতো অনেক হয়ে যায়। আপনিও একটু খোঁজ খবর নিয়ে দেখুন। গ্রামীণফোন সত্য বলছে নাকি মিথ্যা বলছে ...
comment by: নিন্দুক বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:১৬:২৭

আরণ্যক

ধন্যবাদ টেকনিকাল পয়েন্ট গুলো ধরিয়ে দেবার জন্য। এখানে বলা দরকার মোবাইলএ কিন্তু সবাই একি রিসিভারের থেকে সুবিধা নেয়না। এলাকা গুলোকে ছোট ছোট এলাকায় (সেল/কোষ) ভাগ করে নেয়া হয়। এজন্য একে সেল ফোনও বলা হয়। এতে করে ওনেক লোককে সারভিস দেয়া সম্ভব হয়।

বিটিটিবি ব্যন্ডউইথ বাড়ালে সারভিস ভাল হবে। আমার দুঃখ্য এক জায়গায়। লোকে কথা বলে যে পয়সা দেয় তের ৯০% চলে যায় বিদিশে। পত্রিকা গুলো এদ এর জন্য এসব প্রকাশ করে না। সব কলকারখানা বন্ধ হ্য় আর নিত্য নতুন মার্কেট হচ্ছে। গরীব দেশ আরো গরীব হচ্ছে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:১৮:৪৭

হেবো তুমি বিজ্ঞাপনের দাবিনুযায়ী আর্টিকেল লিকো। টোটাল কাস্টোমার গ্রামীনের লাইফ টাইমে হয়তো ২৬ লাখ। তোমার তিন লাখের ৫০% ধরো গ্রামীনের, এরপর হিসাবটা করো। এরকুম বিগ হাউস ব্রেইন নিয়া কেমতে ইনগেসটিভ জার্নালিষ্ট হবা
comment by: হিজিবিজি হিজিবিজি বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:২১:১৭

গুড পোষ্ট আরাফাতুল ইসলাম। জানা ছিলো না।

তর্ক করতে করতে বাঙালির অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। যেটা বুঝে সেটা নিয়েও লাফায়, যেটা বুঝে না সেটা নিয়েও লাফায়। সার্ভিস প্রোভাইডারদের ব্যান্ডউইথের আলাপে ইজিপিআরএস/ইসিএসডি সার্ভিসের নিয়ে জ্ঞানী(!) জ্ঞানী(!!) ভাষন রাখতে যাচ্ছে কেন বুঝলাম না।

আজিব!....
comment by: হিজিবিজি হিজিবিজি বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:২২:২৮

সংশোধন: সার্ভিস প্রোভাইডারদের ব্যান্ডউইথের = সার্ভিস প্রোভাইডারদের ব্যাকবোনের সাথে
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:২৯:২১

হিজিবিজি @ দিন কয়েক আগে আপনার এ সংক্রান্ত একটা পোস্ট দেখে খোঁজ খবর নিতে শুরু করেছিলাম আসল অবস্থা জানার জন্য। পরে এই বিষয়গুলো পেলাম এবং এখানে লিখলাম।
অবাক হচ্ছিলাম এই আলোচনায় অংশগ্রহনে আপনার দেরি দেখে।

আমি মোবাইল ফোনে মেইল চেক করার জন্য গ্রামীণফোন সংযোগ ব্যবহার করি। আর বাসার ডেস্কটপের জন্য প্রশিকার ব্রডব্যান্ড লাইন। ব্যাকআপ হিসেবে একটা টেলিটকের ইন্টারনেট এনাবল্ড সিমও আছে। সবগুলোতে একসাথে সমস্যা হতে দেখিনা তেমন একটা।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:৩৫:২৬

"সুতরাং এখানে বিটিটিবি'র ইনফ্রাস্টাকচার নিয়ে যে এথা বলছেন সেটা ভুল।"
ছাগীয় স্টাইলে উপসংহার টেনে ফেললে তো আর কিছু বলার থাকেনা।
সাবমেরিন ক্যাবলের চ্যানেল ক্যাপাসিটি ১০ গিগা, সেইখানে বিটিটিবি এই মুহূর্তে ইউটিলাইজ করতেছে ৬২২ মেগা, বিভিন্ন প‌্রোভাইডার ও নিজেদের জন্যে। তাদের ইনফ্রাস্ট্রাকচার এর সামর্থ্য এর থেকে সামান্য বেশি।
তথ্য সূত্র
আর, ২৬ লাখ গ্রাহক নিয়েও ২০০ূ৩০০ মেগা চ্যানেল ক্যাপাসিটি নিয়েও বিজনেস স্বাভাবিকভাবে করে যাওয়া যাবে, সেইটা বোঝার জন্যে আপনাকে আবার ফ্রেশম্যান হিসেবে ভর্তি হইতে হইবে কিউইং থিওরির(ছঁবঁবরহম ঞযবড়ৎু) র ১০১ ক্লাসে।
ফ্রেশম্যানদের ছাড়া এই জিনিষ পড়ানো হয় না।
হাবিব ভাই, একটা পোস্টে কিছু লেখার আগে, জিনিষটা সম্পর্কে পড়াশোনা করে নেবেন ।






আসলেই তো? এখন কী হইবো গেরামিনফুনের? কেমনে তারা তাগো চুরাই ব্যবছা করব? হেবোদা ত সব ফাগিজুগি ধইরা ফালাইছে!

হায় হায় রে গেরামিন, এ তুই কি কল্লি? তুই কি জানছ না, হেবোদা ডিষ্টিবুশন লগ লইয়া রোজ রাইতে ঘুমাইতে যায়? বিটিটিবির দলিল দুই পাতা না পড়লে রাইতে হেবোদার নিদ আহে না!

গেরামিনফুন, তর দিন শ্যাষ! হেবোদা আইতাছে পাটীগণিৎ লইয়া!! যাবি কই?


Saturday, August 18, 2007

হেবোদার ছলাকলা, একদিকে পেরেম অন্যদিকে দুরনিতি

মিথিলা আমার গার্লফ্রেন্ড
২০০৭-০১-১৬ ১৫:০০:৩২



মিথিলা'র সাথে আমার পরিচয় টেলিফোনে। বছর পাঁেচক আগে কোন একদিন অফিসের বারান্দায় বসে বর্ষা দেখছিলাম। এমন সময় অফিসের রিসিপশনিষ্ট জানালো একটা মেয়ে কয়েকদিন ধরে ফোন করছে। উদ্দেশ্যহীন ফোন। মনে হয় করার কিছু নেই। আমি তাকে বললাম, এরপর ফোন করলে আমাকে দেবেন। অতঃপর দেয়া হলো। এরপর ফোনে কথা হতে হতেই একদিন মোবাইলে ম্যাসেজ এলো 'হ্যালো'। মিথিলার মোবাইল নাম্বার পেলাম। মিথিলার সাথে তুমুল প্রেম শুরু হলো। এবং সে অফিসে আসতে শুরু করলো। ব্যস, কয়েকদিন অফিসে আসতেই বসের আর সহ্য হলো না। আমার চাকরিটা গেলো। (আম্মাআআ)

চাকরি গেলেও মিথিলার সাথে প্রেম যায়নি। বরং বেড়েছে। না না উত্থান পতন হয়েছে। যখনই বিদেশ গিয়েছে, মিথিলার জন্য না না গিফট এনেছি। সেও আমার জন্য অনেক গিফট এনেছে। গ্রামীন ফোনের প্রথম দেড় টাকা মিনিট কলের সুযোগ নিয়েছে। এখনো গ্রামীণ আমার কাছে প্রায় সাড়ে 5 হাজার টাকা মোবাইল বিল পায়, যা এখনো দেবো না। মিথিলা গ্রামীন ফোনের সাথে চালাকি করে বানিয়েছিলো এতো বিশাল আন পেইড বিল। একটেলও পায় হাজার চারেক টাকা। (কিমজা)







পেরেম করেন বালো কতা, কিন্তুক বিল দিবেন না ক্যা? ঐ বিলের এট্টা অংশ ত টেক্স হিসাবে দেওয়া হয়।


হেবোদা, আপনে কি তাইলে টেক্স মাইরা দিলেন? দুদুক জানে এই কতা? ছিছি হেবোদা, আপনে না সাপ্তাহিক ২০০০ এর ছম্বাদিগ? গোলাম মর্তুজা ভাই যদি শুনে আপনে দুরনিতিবাজ, আপনের চাগ্রি থাকবো?


হেবোদা আপনে মহান, গেরামিন আর এক্টেলরে করলেন পেরেশান, রাজস্ব বোর্ডের পেন্ট ধইরা দিছেন টান।

Friday, August 17, 2007

ছাগুরাম মাস্টারপিছ ০০১ : শেখ মুজিবরে পচাইয়া

১৫ আগষ্টের ভাবনা: আমরা সঠিক ইতিহাস জানতে চাই। চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে।
২০০৭-০৮-১৫ ১৪:২৮:২৭


১৫ আগষ্ট শেখ মুজিব পরিবারের প্রায় প্রতিটি সদস্যকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আপাত দৃষ্টিতে ঘটনাটা খুবই দু:খজনক। আমরা ৩৫ বছর পরে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শোকাহত হই। কিন্তু যখন এই ঘটনা ঘটেছিলো তখন কি হয়েছিলো? বয়স্কদের কাছে জানতে চাইলেই যে কেউ এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।


বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি। চায়ের দোকানদাররা নাকি বলেছে, "ঐ শেউখ্যায় নাকি মইরা গ্যাছে?" কতটা অবজ্ঞা! রাজনীতির সাতে পাঁচে নাই যেই সাধারন জনগন, তাদের মুখ থেকে এই কথার অর্থ অনেক ব্যপক। একাত্তর পরবর্তী শেখ মুজিবের ভূমিকাই তার প্রতি সাধারন জনগনের এই মনোভাব সৃষ্টতে সহায়তা করেছে। কি ছিলো সেই ভূমিকা তা নিয়ে ভাবতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।


আরো একটু পেছনে গেলেও শেখ মুজিবের প্রতি মুগ্ধতার কিছু আমি খুঁজে পাই না। পাকিরা এদেশে তাদের সব্বোর্চ শক্তি নিয়ে ঝাপিয়ে পড়ার পরেও শেখ মুজিব কেন পাকিদের কাছে আত্মসমর্পন করেছিলো তা আমার কাছে অস্পষ্ট। আমার পড়া কোন বিপ্লবের কাহিনীতে আমি এরকম নজির দেখিনি। তাহলে কি শেখ মুজিব ছিলেন একজন গা বাঁচিয়ে চলা বিপ্লবী? নাকি অন্য কিছু?


যুদ্ধের শেষে শেখ মুজিবের আরো কিছু কাজকর্ম দিয়ে ৭১ এ তাঁর ভূমিকাকে মূল্যায়িত করা যায়। অনেকে মনে করেন
"বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে বড় ভুল তিনি একাওরের যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। "

এই বিষয়টা আসলে ভুল ছিলো না। এখানে অনেক রাজনৈতিক প্যাঁচ রয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের তখন ক্ষমাই পরবর্তীতে আওয়ামীলীগকে টিকে থাকতে সাহায্য করেছে। একাত্তর পরবর্তী আওয়ামীলীগ বেঁচে ছিলো মুক্তিযুদ্ধ বেচে এবং যুদ্ধাপরাধীদের বকাঝকা করে। তখন বিচার করে ফেললে এই ইস্যুটা তারা পেতো না। এখনো ইসলামপন্থী যে কাউকে দমন করার জন্য এই ইস্যু ব্যবহার করা হয়। যুদ্ধাপরাধীদের ক্ষমা করে বঙ্গবন্ধুর ভালো রকম ধূর্ততার পরিচয় দিয়েছেন। সকল আওয়ামীলীগাররা এরজন্য তাঁকে মনে মনে অবশ্যই ধন্যবাদ দিয়ে থাকে।

তবে এখানে আরেকটি সম্ভবনার কথাও উড়িয়ে দেয়া যায় না। কেউ যদি বলে, 'শেখ মুজিব নিজের পিঠ বাঁচানোর জন্যই যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছেন', তাহলেও মনে হয় ভুল বলা হবে না। কারন ৭১ এ বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। একটি দেশের উপর যখন পাকিরা তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তখন সেই অশুভ শক্তির কাছে আত্মসমর্পনের যৌক্তিকতা অনেকেই খুঁজে পান না। এ বিষয়ে ঐতিহাসিক তথ্য কম জানার কারনে আর বেশী কিছু বলার সমীচিন মনে করছি না। তবে কিছুদিন আগে 'সচলায়তন' নামে এক ব্লগারের ব্লগে অনেক চমকপ্রদ সব তথ্য পেয়েছিলাম। যেসব তথ্যের জবাবে কাউকে কিছু বলতে দেখিনি। সেসব তথ্য যদি সঠিক হয়ে থাকে, তাহলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। অযথা কাউকে স্বাধীনতার ক্রেডিট দিয়ে ফেললে মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদদের প্রতি অসম্মান প্রদার্শন করা হয়।

আমরা সঠিক ইতিহাস জানতে চাই। চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে।


রেটিং:৩.২/৩৯
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১০৩টি মন্তব্য
* ৭৫৬বার পঠিত



comment by: মনের কথা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৪:৩৫

আবার ব্লগ যুদ্ধ শুরু হইল মনে হয়.......
comment by: নূরে আলম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৫:২৯

হুমমমমমম।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৬:০৬

৫ দেয়া হইলো পাগলডারে।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৬:৪৮

অসরু, কৈ গেলা, তোমার তিনি আবার পাগলামি শুরু করছে। সামলাও।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৭:৫৬

সঠিক ইতিহাসটা জানাবে কে? রাজাকাররা? মুক্তিযোদ্ধারা? মুক্তিযোদ্ধা কারা? তাদের রং কি?
comment by: ওবায়েদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৩৮:০৪

বঙ্গবন্ধুর প্রায় চার দশক বিস্তৃত ও সংগ্রামমুখর রাজনৈতিক জীবন যেমন বর্ণাঢ্য, তেমনি কখনো বিতর্কিত। সম্মুখীন হয়েছেন উত্থান ও পতন­ দুটোরই। অভাবিত সৌভাগ্যের বরমাল্য এবং চরম দুর্ভাগ্যের নিয়তি, উভয়ই তার জীবনে সত্য হয়ে দেখা দিয়েছে। নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে শেখ মুজিব ব্রিটিশবিরোধী পাকিস্তান আন্দোলনের কর্মী থেকে পাকিস্তানবিরোধী স্বাধীনতা সংগ্রামের শীর্ষ নেতায় পরিণত হয়েছিলেন। ‘মুজিব ভাই’ ক্রমান্বয়ে ‘বঙ্গবন্ধু’ হয়েছেন সংগঠক হিসেবে সাফল্য, আবেগমুখর ভাষণ, রাজনৈতিক কৌশল, বছরের পর বছর কারাজীবন, জনঘনিষ্ঠতা প্রভৃতির বদৌলতে।
অনস্বীকার্য বাস্তবতা হলো, মুজিব দল-চালনায় দক্ষতা দেখালেও দেশ পরিচালনায় তেমন সফল হননি। মুক্তির লক্ষ্যে জাতিকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা তার ওপর জনগণের আস্থাকে যেমন সন্দেহাতীত করেছিল, তেমনি তাদের প্রত্যাশাও ছিল বিপুল। স্বাধীন দেশের কর্ণধার হয়ে তিনি সেসব প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পারেননি। এ জন্য যুগপত যুদ্ধপরবর্তী সামাজিক পরিস্থিতি, দলীয় দুর্নীতি, সরকারের অযোগ্যতা, আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি আর স্নায়ুযুদ্ধকালীন ভূরাজনৈতিক প্রেক্ষাপট দায়ী। জাতিরাষ্ট্রে জনগণের স্বপ্নভঙ্গ একদিন দুঃস্বপ্নে পর্যবসিত হয় দুর্ভিক্ষ, রক্ষীবাহিনী, মৌলিক অধিকার হরণের পর বহুদলীয় গণতন্ত্র নিধনের ফলে। এভাবে যে অচিন্ত্যনীয় ও অশুভ অবস্থা জন্ম নেয়, তা মুক্তিযুদ্ধের লক্ষ্যরূপী গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছিল।
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪১:০৫

চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে। অত্যন্তু দারুণ প্রস্তাব, কিন্তু চোখ খুললেই যে মুগ্ধ হবার সম্ভাবনা দেখা দিতে পারে। এতটা নৈব্যক্তিক কি আপনি হতে পারবেন? নাকি ভেতরে বাহিত হবে...অন্য মুগ্ধতার শ্রাব? অশ্রু কই গেলা?
comment by: রুবেল শাহ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪১:৪৬

ত্রিভুজ ভাই এটা আপনার ভবনা হতে পারে আমার না এই দিনে বাঙালী জাতির ইতিহাস মুছে ফেলার হীন চেষ্টা করা হয়েছিল ---- আর আপনি বলছেন মুগ্ধতা নিয়ে অথবা অন্ধ সাজার কথা--
হ্যা আমরা তো সেই দিনই অন্ধ হয়ে গেছি--

"আমরা সঠিক ইতিহাস জানতে চাই। চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে "

comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৩:২২

একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা করতেই হত আমেরিকার চাপে ...
"তখন সেই অশুভ শক্তির কাছে আত্মসমর্পনের যৌক্তিকতা" - এটার মানে বুঝলাম না, কি কি করা যেত আত্মসমর্পণ ছাড়া? তাছাড়া একাত্তরে মুজিব তো পাকিস্তানে বন্দী ছিলেন ৯ মাস (নাকি তাও মিথ্যে??) ... আপনি ৩টে প্রস্তাব দিন মুজিব জেলে বসে আর কি কি করতে পারতেন ...
তারো বড় কথা, মুজিব ভাল হোন আর খারাপ, কাউকেই এভাবে মারা সমর্থনযোগ্য হতে পারে না ... বিচার বন্ধ করে। যদি মুজিবের ঘাতকদের সতসাহস থাকত, তাহলে তারা মুজিবের বিচার করত ... পেছন থেকে এসে গুলি করত না।
comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৩:২৬

একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা করতেই হত আমেরিকার চাপে ...
"তখন সেই অশুভ শক্তির কাছে আত্মসমর্পনের যৌক্তিকতা" - এটার মানে বুঝলাম না, কি কি করা যেত আত্মসমর্পণ ছাড়া? তাছাড়া একাত্তরে মুজিব তো পাকিস্তানে বন্দী ছিলেন ৯ মাস (নাকি তাও মিথ্যে??) ... আপনি ৩টে প্রস্তাব দিন মুজিব জেলে বসে আর কি কি করতে পারতেন ...
তারো বড় কথা, মুজিব ভাল হোন আর খারাপ, কাউকেই এভাবে মারা সমর্থনযোগ্য হতে পারে না ... বিচার বন্ধ করে। যদি মুজিবের ঘাতকদের সতসাহস থাকত, তাহলে তারা মুজিবের বিচার করত ... পেছন থেকে এসে গুলি করত না।
comment by: জায়দান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৫:৪৪

ছাগলটা কাঁঠাল পাতা খেয়ে খেয়ে আবার লাদি সঞ্চিত করেছে। জ্বউরা শরীরে কাঁঠাল পাতা আধা হজম হয়ে সেইরকম একটা অবস্থা। লাদির গন্ধে ব্লগে থাকা দায়। অশ্রু, তোমার ছাগুরে সামলাও।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৬:৩৭

অশ্রু, তোমার ছাগুরে সামলাও।
সে উত্তেজিত।
comment by: ওবায়েদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৭:২০

একাত্তরের যুদ্ধাপরাধীদের ক্ষমা করতেই হত আমেরিকার চাপে?!!!
আমেরিকার চাপ আমরা মনবো কেন? নাকি তারা ন্যায় ভাবে চাপ দিয়েছে?
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৭:৫৫

শেখ মুজিব তো একজন মানুষ। তাঁর তো ভুল থাকতেই পারে। উনি তো আর গোলাম আযম, নিজামী কিংবা সাঈদীর মতো ফেরেশতা নয়।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৪৯:৪৭

অশ্রু তোমার এই কথার পর তোমার এই দেশে থাকারই কোনো অধিকার নাই।
একি অবস্থা !!
রাজাকাররা আস্পর্দা পাইতে পাইতে কই উঠছে ?
আরে,প্রত্যেক জাতীর ই একজন স্হপতি বা জনক থাকে,আমাদের স্হপতি বা জনক অবশ্যই শেখ মুজিব(নয়তো কে নিজামী নাকি অশ্রু ?)।
@ ত্রিভুজ
তোমার দেশ পাকি দেরও তো জাতীর পিতা আছে,তখন ইসলামের লগে কনফ্লিক্ট করে নাই?
তারা তো আবার সাচ্চা মুসলমান !!
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫১:০৬

@শাইরি
ভাল একটি প্রশ্ন করেছেন। "মুক্তিযোদ্ধা কারা? তাদের রং কি?" আমারো তাই প্রশ্ন!
আর সঠিক ইতিহাস? আমি মনে করি সঠিক ইতিহাসটা সময়ই বের করে আনবে। একটা সময় ছিলো যখন বিএনপি ও আওয়ামীলীগের পোলারাইজেশন ছিলো আমাদের বুদ্ধিজীবি মহলগুলোতে। সবাই কাউকে না কাউকে খুশি রাখার চেষ্টায় থাকতো। আশার কথা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতিতে এই পোলারাইজেশন থাকছে না। তখন আমরা সঠিক ইতিহাস জানার পথ পেয়ে যেতে পারি। সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।

@অন্যমনস্ক শরৎ
এক রকম মুগ্ধতার শ্রাবে তো আমরা বরাবরই ভেসে যাচ্ছি। নতুন করে ভাবতে দোষ কোথায়? সবচেয়ে ভাল হয় যদি 'সচলায়তন' ব্লগে গিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে পারতেন। আমি নিজেও আগ্রহী ওসব তথ্যের জবাবে শক্ত কিছু খুঁজে পেতে।

@রুবেল শাহ
তাই কি? ১০ কোটি মানুষই সেদিন অন্ধ হয়ে গিয়েছিলো?

@আরণ্যক যাযাবর
আবেগী কথা বার্তা তো অনেক বললেন। কাজের কিছু বলেন। শরৎ কে যেটা বলেছি.. আপনার জন্যও সেটা।

ভাল বিশ্লেষন @ ওবায়েদ

ধন্যবাদ সবাইকে।
comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫১:৩৪

"আমেরিকার চাপ আমরা মনবো কেন?" - এখন একটু না মেনে দেখান না প্লিস ... সাদ্দামকে তো দেখলেন।
"নাকি তারা ন্যায় ভাবে চাপ দিয়েছে?" - দুদিন পরে আপনি বলবেন ন্যায় ভাবে আমেরিকা ইরাক আক্রমণ করেছে ...
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫২:০৮

ত্রিভুজ ভাই,আপনি প্রজেক্ট৭৫ নাম দিয়া একটা ওয়েবসাইট চালু করুন।সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুলে ধরুন।
৫ দিলাম।
comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৩:৫৩

সচলায়তন ব্লগে অসংখ্য 'গল্প' দেখলাম, যার কোনো রেফারেন্স নেই। সিদ্ধান্তগুলো নিজের মত করে নেওয়া, যেভাবে কন্সপিরেসি থিয়োরী লেখে সেভাবেই - থিয়োরী অব দ্য গ্যাপস।
comment by: দিগন্ত বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৪:০৪

সচলায়তন ব্লগে অসংখ্য 'গল্প' দেখলাম, যার কোনো রেফারেন্স নেই। সিদ্ধান্তগুলো নিজের মত করে নেওয়া, যেভাবে কন্সপিরেসি থিয়োরী লেখে সেভাবেই - থিয়োরী অব দ্য গ্যাপস।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৪:২৪

@ঘাস ফড়িং
আমার দেশ পাকিস্তান? এই তথ্য কোত্থেকে পাইলা? সেই পুরানা পোলারাইজেশন। সেই পুরানা রাজনীতি। হয় তুমি আমার সব কথা মাইন্যা নিবা (তা যতই অযৌক্তিকই হউক না কেন) নতুবা তুমি ভিন্ন পন্থী। এর থেকে আমরা কবে বের হতে পারবো? পারার সম্ভাবিলিটি খুবই কম। কারন আমরা জেনে শুনে নিজের স্বার্থ উদ্ধারের জন্যই এসব বলি। এইসব ধান্ধাবাজি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলা। দু:খিত ঘাস ফড়িং... নতুন কিছু বলো।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৬:০০

তোমার অসুখ সারেনি এখনো
শুনেছি মেয়েদেরই শরীর খারাপ করে
থাকে সাতদিন
তুমি সেই মেয়াদ পার করেছ
কবে সুস্থ হয়ে ফিরবে
পাতি হাস যেমন লেজ তুলে ডানা উচিয়ে
চলা ফেরা করে পানির উপরে
তেমনি তোমার বিচরনের প্রতীক্ষায় আছি
কেন, তুমি তা ভালমতই জান।
অশ্রুর কবিতা থেকে..
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৬:২৯

ত্রিভুজ ভাই,আপনি প্রজেক্ট৭৫ নাম দিয়া একটা ওয়েবসাইট চালু করুন।সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুলে ধরুন।
৫ দিলাম।
comment by: মহা পাজি বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৭:০২

অন্যায়-অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন সংগ্রাম বিশ্বের নির্যাতিত মানুষকে অনুপ্রাণিত করেছে।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৪:৫৯:২৪

ত্রিভুজ ভাই,আপনি প্রজেক্ট৭৫ নাম দিয়া একটা ওয়েবসাইট চালু করুন।সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুলে ধরুন
comment by: হিজিবিজি হিজিবিজি বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০০:১০

মহা পাজিদেরও অনুপ্রাণিত করেছিলো নাকি @ মহা পাজি :-)
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০৩:৩১

৫ দিলাম। ৭৪-৭৫ এ শেখ মুজিবের ভূমিকা যথেষ্ট বিতর্কিত সন্দেহ নেই। কিন্তু এর আগে ৬৯-৭১ এ তার ভূমিকাকে অবমূল্যায়ন করার কি দরকার আছে?

এরকম যদি হয় তাহলে পৃথিবীর সব মানুষের সব কাজের মধ্যেই সন্দেহের ছায়া দেখা যেতে পারে।
comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০৪:৫১

অশ্রুর কমেন্ট নিয়া একটা পোস্ট দিছিলাম কিন্তু প্রথম পাতা থকে সরিয়ে দেয়া হয়েছে। এটা সরাইলো কেডা? এটা কি প্রমান করে? পোস্টটি দেখুন এইখানে।
comment by: ওবায়েদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০৫:১২

মুক্তি যুদ্ধনিয়ে গবেষনা কারি ভাইয়েরা, বিশেষ করে আওয়ামীলীগ মুসলিম ভাইদের কাছ থেকে জানতে চাই।,.। অনেক দিন পযন্ত আমার মনে একটা প্রশ্ন, আগে জানার আগ্রহ ছিলোনা । যখন আওয়ামীলীগ একটা ইসলামিক দলের সাথে চুক্তি করে, আবার মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত লাগে বলে চুক্তি বাতিল করে, তখন থেকেই আমার মনে এই প্রশ্ন। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? এবং যে মুসলমানরা আওয়ামীলীগ করে তারা কি মুক্তিযুদ্ধের এবং আওয়ামীলীগের চেতনা সম্পর্কে অবগত? হয়তো এইটা কিছু আওয়ামীলীগার মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে।
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:০৬:৪৩

যে জাতি একজন মহান নেতাকে স্বীকৃতি দিতে সঙ্কোচ বোধ করে, সে জাতির উন্নতি হবে কি করে।
হায় রাজাকার............
comment by: মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:১৫:১৬

শেখ মুজিব কি আসলেই যুদ্ধপরাধীদের ক্ষমা করেছিল? কোথায় যেন শুনলাম - ২৫ হাজার সাধারণ অপরাধীকে ক্ষমা করা হয়েছিল বাকি ৯ হাজারকে ক্ষমা করা হয় নি। পরে জিয়ার আমলে তাদেরকে ক্ষমা করা হয়।

কেউ কি রেফারেন্স দিয়ে বলবেন, আসলে কি ঘটেছিল?
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:১৮:৪৯

শিরোনামে 'আগস্ট' বানান ভুল। 'অকারণ' বানান ভুল। এমনিতে ত্রিভুজের পোস্ট আমি পড়ে শেষ করতে পারি না, মাথা ঝিমঝিম করে। মেরিটলেস প্রলাপ কতোই বা আর সহ্য করা যায়! বুঝানোর চেষ্টা কম করি নাই। কাজ হয় নাই। তাই এখন পড়িও না। আজ ইন্টারেস্টিং মনে হলো একটা কথা:

"বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।"

ত্রিভুজ/ উপরের কথাটা তুমি প্রমাণ করতে পারবে? কুকুর বিড়াল কাঁদে কিনা সেটা কুকুর বিড়ালই বুঝবে। তুমি বলতে চেয়েছো, একটি মানুষও কাঁদেনি। ঠিক?

এই কথাটা তুমি প্রমাণ করবা যে, কেউ কাঁদে নাই, কিংবা যারা কাঁদছে তারা মানুষ না। সময় দিলাম। প্রমাণ করো। আমি অপেক্ষায় থাকলাম। বাদবাকী ফয়সালা পরে হবে।
comment by: নাভদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:১৮:৫৯

মোজাম্মেল হোসেন (ত্বোহা) ভাই কে............

----------------------------------------------
যে ক্ষমার কথা বলা হচ্ছে তা ছিল তাদের জন্য যাদের নামে কোন খুন, জখম, রাহাজানি, আগুন লাগানো....এইরকম অভিযোগ ছিলনা......যেমন যে রাজাকারটি একটি
ব্রিজ পাহারা দিয়েছে সে এই ক্ষমার মধ্যে আসবে কিন্তু গো . আযম, নিজামী, কামরুজ্জামান, মুজাহিদ ....এরা কখনই আসবে না.....

আর সব রাজাকারদের লিস্ট করে বিচার শুরু কাজটা শুরু হয়েছিল....কিন্তু ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে এক সরকারী আদেশের মাধ্যমে পুরো ব্যপারটাকে বাতিল করে দেয়া হয়.....
comment by: নাভদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:২১:৪৩

ত্রিভুজ বলেছেন :
বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।
====================

হা ....ভূল ইতিহাস শিখা হলে এরকম বাস্তবতার সাথে সম্পর্কহীন ধারনা হতেই পারে.......আপনাকে আসলে দোষ দেয়া যায়না......কর্তার ইচ্ছায় কর্ম .....
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:২৮:৪১

হ্যাঁ......মানুষরূপী কিছু কুকুর-বিড়াল সেদিন কাঁদেনি।
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৩৭:৪০

ত্রিভুজ, স্যরি টু সে ... এটা একেবারেই পড়ার অযোগ্য পোস্ট হয়েছে ... বি.সি.এস গাইডে স্বাধীনতার ইতিহাস খুঁজে লাভ নেই ... রেটিনা বেশ মোটা মোটা গাইড ছাপাত

এখনও যারা ১৫ই আগস্ট ঘনিয়ে আসলে কাঁদে, তারা কি ৭৫ এ কাঁদেনি?

একটা উদাহরন দেখাতে পারবেন বঙ্গবন্ধুর স্টেটমেন্টে যেখানে তিনি 'রাজাকার'গুলারে নিয়া রাজনীতি করতে চাইছেন ...
আরে!ওগুলা ছিল যুদ্ধাপরাধী ... ওগুলারে নিয়া উনি রাজনীতি করবেন কি ... তাঁর পায়ের নখের কাছেও ওদের জায়গা হয়না

আর আপনাকে আবারও বলি, ওয়ার্ড-টেম্পারিং ভাল না ... ভন্ডামী ... বঙ্গবন্ধু আত্নসমর্পন করেননি, তাঁকে গ্রেফতার করা হয়েছিল ... শুয়োরের বাচ্চা ইয়াহিয়া বঙ্গবন্ধুর একটা দূর্বলতা ধরতে পারছিল ... তা হলো, বঙ্গবন্ধু শেষ পর্যন্ত চেয়েছিলেন শান্তিপূর্ণ সমাধান ... তখনকার পাকিস্তানের যা অবস্থা ছিল, বাংলাদেশের স্বাধীন হওয়া ছিল অনিবার্য ... এবং বঙ্গবন্ধু সেটা গুটিয়ে আনছিলেন ... ইয়াহিয়া তাঁকে শান্তিপূর্ণ সমাধানের লোভ দেখিয়ে বিট্রে করে ... হঠাৎ গ্রেফতার করে ... ইয়াহিয়া/ভুট্টোরা যে কত নীচ হতে পারে সেসম্পর্কে এই মহান লোকের ধারনাও ছিলনা, নাইলে হয়ত উনি আগেই ওদের আক্রমণের বিরুদ্ধে ব্যাবস্থা নিতেন।

অদৃষ্টের পরিহাস হলো, তিনি মানুষকে আবার বিশ্বাস করলেন ... ৭৫ এ তাঁকে যখন নানান সোর্স থেকে জানানো হলো তাঁর উপর আঘাত আসবে, তিনি বাঙালীর উপর বিশ্বাস হারাননি ... কোন বাঙালী তাঁকে আঘাত করবে তিনি ভাবতেও পারেননি ... বেশী ভালবাসলে যা হয় ...

একবার তাঁকে কাছে থেকে দেখলে অবশ্যই যে কেউ সেটা বুঝতে পারত ... অনুভব করতে পারত একটা জাতিকে একটা লোক কিভাবে এত ভালবাসে! ...
আমাদের প্রজন্মের কষ্ট আমরা তাঁকে পাইনি ... কিন্তু আমাদের ভাগ্য ভাল আমরা তা অনুভব করতে পারি ... আপনার দূর্ভাগ্য আপনি তাও পারেননি ... নেভার মাইন্ড, ভাগ্য সবসময় সবার প্রতি সুপ্রসন্ন হয়না

গুড লাক
comment by: আপন তারিক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৩৮:০৮

আপনার মুর্খতা দেখে নিজেকেই আমার বড় অসহায় মনে হচ্ছে। ত্রিভুজ দোষটা আসলে আপনার না, আপনার আশপাশের পরিবেশের। আপনি যেভাবে যে পরিবেশে বেড়ে উঠেছেন সেখানে হয়তো শেখ মুজিব হত্যার পর উৎসবই হয়েছে!
সত্যিকারের ইতিহাস জানতে হলে সেটা গ্রহন করার মানসিকতা নিয়েই আপনাকে শুনতে হবে। গোলাম আজমের আত্নজীবনী পড়ে আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চান তাহলে কিছু করার নেই।
সঠিক ইতিহাস জানতে হলে আগে জানার মানসিকতা তৈরি করুন। আপনি তো আগেই সব ব্যাপারে সিদান্ত নিয়ে বসে আছেন দেখছি।
comment by: জয়িতা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৩৯:৫২

বাংলাদেশ অার বঙ্গবন্ধু...এই দুইকে অালাদা করা যাবে না।যার বঙ্গবন্ধুর প্রিদ এত অশ্রদ্ধা অার যে বলতে পারে"বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।" তার এই বাংলাদেশে থাকার কোন অধিকার নেই।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৪৬:১১

ত্রিভুজ কি বিহারী পল্লীতে মানুষ হইছে ?
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৫৭:২৬

ত্রিভুজ
সত্যি কইরা আমারে একটা কথা কনতো আপনি
পড়ালেখা কোন পর্যন্ত করছেন? এক লাইন বাংলা
লিখলে তিনটা বানান ভুল করেন। স্কুলে ভর্তি হন,
লেখা পড়াটা শিখেন তারপরে ব্লগে লিখতে আসেন।
নিজের মূর্খতা, অযোগ্যতা প্রকাশের দরকার আছে?
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৫৭:৪৯

এদেশ স্বাধীন করার পিছনে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার কোন উপায় নেই। তার সংগ্রাম ও ত্যাগ এসব স্বীকার করতেই হবে।
কিন্তু আমার প্রশ্ন 'জাতির জনক' উপাধি নিয়ে। তিনি কোন জাতির জনক: বাঙ্গালী না বাংলাদেশী?
২য়ত, আমাদের জাতীয় পরিচয় কি?- বাঙ্গালী না বাংলাদেশী?
আ:লীগ সব সময় বলে আসছে যে তিনি বাঙ্গালী জাতির জনক। এতে কিন্তু অনেক সমস্যা আছে। যেমন- ওপারের বাঙ্গালীরা তাকে জাতির জনক মানবে কিনা, কারন তারাও বাঙ্গালী। ২য়ত বাঙ্গালী জাতির জন্মের ইতিহাস অনেক পুরোনো। কাজেই সে হিসেবে বাঙ্গালী জাতির জনক তাকে বলা যাচ্ছে না।
অপরদিকে আ:লীগ বাংলাদেশী জাতীয়তায় বিশ্বাস করে না। (যদিও আমাদের পাসপোর্টে আমরা বাংলাদেশী)। কাজেই বাংলাদেশী জাতির জনক তারা কখনও দাবী করেও নি এবং করবেও না।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৫৭:৫৬

ত্রিভুজ কি বিহারী পল্লীতে মানুষ হইছে ?
আমিতো জানি ও খানেই কুকুর বিড়াল গুলা থাকে।

comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:০৩:১১

@ সংস্থাপক
আপনি খ্যাপেন ক্যান।
উর্দু লিখতে লিখতে বেচারার হাত নষ্ট হইয়া গেছে,বাংলা লিখতে পারে না।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:০৯:৪৩

আপনাকে সহায়তা করার মানসে একটি পোস্ট।
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:১০:১৪

তাইলে উর্দুতেই পোস্ট দিক না।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:২০:২৭

@হোসেইন ভাই, আপনার পোস্ট পড়েছি। কিন্তু আমার যে Specific প্রশ্ন যেটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটার উত্তর পাই নি।
comment by: হট্টগোল বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:৩৩:৪৫

ত্রিভু্জ্যা, তুই প্রজেক্ট৭৫ নাম দিয়া একটা ওয়েবসাইট চালু কর। সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুইলা ধরবি।

১ দিসি।
comment by: কপিরাইট বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:৩৬:৩৬

অশ্রুর নাগর ত্রিভুজ ইউ নটি নটি বয়......তুমি তো অনেক বড় জ্ঞানী !!! আমিতো মুগ্ধ... !!! তবে সমস্যা হইল কি তোমার এই লাদিময় জ্ঞান দেখলে আমার মন চায় সেইটা তোমার পোন্দে দিয়ে অর্থাৎ পশ্চাদেশ দিয়ে আবার ভিতরে ভরিয়ে দিতে...যাতে এহেন বিচিময় জ্ঞানের ঘাটতি না হয়।
তোমার আম্মু কেমন আছে? আজকে বাসায় যেয়ে আম্মুর থেকে জিজ্ঞেস করোত উনি কি আসলেই বাঙ্গালী না কি? আই রিয়েলি ডাউট......কারন তোমার মা যদি আসলেই বাঙ্গালী মা ই হতেন তাহলেতো উনার তোমার দাদুভাই নিযামীদের মত আর একটা জারজ সন্তান জন্ম দেওয়ার কথা ছিল না। বরং তুমি যখন পয়দা হওয়ার সাথে সাথে তোমার জ্ঞানলাদি দিয়ে চারপাশ নষ্ট করা শুরু করেছিলে তখনি তোমার গলায় পা চেপে ধরে মেরে ফেলা উচিত ছিল যাতে তোমার অতীতের দাদা চাচাদের মত আর একটা জানোয়ার ভবিষ্যতে বংশবিস্তার করতে না পারে।
অবশ্য তোমার মত জারজদের কোন নারীরই গর্ভে ধারন করতে রুচিতে বাধার কথা।
তাহলে কি তুই বলদার পোন্দে দিয়া বাইর হইলিনি ইউ নটি মাঙ্গের পো ত্রিভুজ?
আজকে বাসায় গিয়ে তোর মা কে জিজ্ঞেস করতে কিন্তু ভুলিস না। ভাল থাকিস...তোরা আছিস বলেইতো আজও আমরা বাচ্চাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে রাজাকার কারা তাদের উদাহারন দেখাতে পারি আর বলতে পারি "যেখানে দেখবি রাজাকার...কমজাতগোরে মাইরা করবি ছাড়কার।"
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:৪৮:৩৮

"বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।"

প্রমাণ কই। নিজে ইতিহাস বানান নাকি জামাতের গাইড বই থাইকা কপি করেন।

তুই রাজাকার।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৬:৪৯:০৫

ভালো কথা। ১ দিসি।
comment by: বিপ্লব রহমান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:০৪:৫২

ত্রিভুজ,আপনি প্রজেক্ট'৭৫ নাম দিয়ে একটা ওয়েবসাইট চালু করুন। সেখানে মুজিব হত্যার (নাকি কতল হবে কথাটা?) একটা সঠিক ইতিহাস তুলে ধরুন।...শূন্য দিলাম।


comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:১৩:০৩


ওয়েল সেইড @ অনযরকম

@আপন তারিক
আপনি মানেন আর নাই মানেন... ৭৫ এ শেখ মুজিবকে মেরে ফেলার পরে দেশের জনগনের প্রতিক্রিয়া অস্বীকার করার কোন কারন নেই। আপনার বাবা চাচা'দের জিজ্ঞেস করুন। দ্যাট উড বি বেটার.....

@ জ্বিনের বাদশা
-[ " ইয়াহিয়া/ভুট্টোরা যে কত নীচ হতে পারে সেসম্পর্কে এই মহান লোকের ধারনাও ছিলনা, নাইলে হয়ত উনি আগেই ওদের আক্রমণের বিরুদ্ধে ব্যাবস্থা নিতেন।" ]-
হা হা হা.... কি সব কথা বার্তা যে বলেন। বাচ্চা পোলাপানও হাসবে এসব শুনলে।
বুঝলাম গাইড বুকের উপর আপনার অনেক ভক্তি। রেটিনা না কিসব গাইডের কথা বললেন বুঝলাম না। ভাল... গাইড বুক পড়তে থাকুন... দয়া করে এইসব ছেলে ভুলানো কথা বার্তা বাদ দিন... আপনাকেও গুড লাক!


@ঘাস ফড়িং ও তাবৎ স্বাঘোষিত মুক্তিযোদ্ধারা
তোমরা মহান(!) মুক্তিযোদ্ধা। এতদিন প্রমাণ করছেন ব্লগীয় মহান(!) মুক্তিযোদ্ধারা গালিবাজ। এখন প্রমাণ হচ্ছে ব্লগীয় মহান(!) মুক্তিযোদ্ধারা শুধু গালিবাজই নয়,
'গে' ও বটে। "অশ্রু" নিকে থাকা স্বঘোষিত মুক্তিযোদ্ধা তাই প্রমাণ করছে। তোমার মত স্বাঘোষিত ছাট্টিফিকেটধারী মুক্তিযোদ্ধারা আবার তার রেফারেন্স দিয়া খুব যুইত করার চেষ্টায় আছো।

ভালো ভালো..... তোমরা সকলে সমস্বরে বল 'জয় বাংলা'! বাংলার ঘরে ঘরে মুক্তিযোদ্ধা "গো" তৈরি হউক! আমরা বরং বিহারীই থাকি... তাও "গে" কালচারে অভ্যস্থ হতে বলো না....

@জয়িতা
তাই নাকি? তাহলে সেই সময়কার ১০কোটি (বা নয় কোটি) জনগনকে দেশ থেকে বের করে দিন। আপনার আত্মীয় পরিজনরাও লিষ্টে এসে যাবে... একটু সাবধানে.. :-)

সকলকে কষ্ট করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:১৭:৩৬

ত্রিভুজ/ আমার প্রশ্নের উত্তর কই?
comment by: আমি হনুমান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:১৮:৫৩

সঠিক ইতিহাস এর ১ টা ফরমুলা আমি দিয়া বেড়াইতাছি কিন্তু পত্রিকা অলারা তাগো ইতিহাস বাইর হইয়া যায় কিনা এই ভয়ে মনে হয় ঐদিকে যায় না ... যাউকগা

ফরমুলা হল মুকতিযুদধ সমপরকে যত গল্প কাহিনি পাওয়া যায় তার যোগাড় করা। ১ কাহিনির ৫ যায়গার ৫ বক্তায় বললে ( দল মতের উরধে উঠার জনন) তা থেকে সহজেই মূল ঘটনা বের করা যায় সো কালেকট দা গলপ এজ মেনি এজ ইউ ক্যান..

হুক হুক
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:১৯:৪৬

বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।"

প্রমাণ কই। নিজে ইতিহাস বানান নাকি জামাতের গাইড বই থাইকা কপি করেন।

তুই রাজাকার।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২০:০৮

@হোসেইন ভাই, আপনার পোস্ট পড়েছি। কিন্তু আমার যে ঝঢ়বপরভরপ প্রশ্ন যেটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটার উত্তর পাই নি।

জনাব অনযরকম উরফে সচলায়তন উরফে....(যেই হোন না কেন) আপনার প্রশ্নটি কি পয়েন্ট আকারে করবেন ।প্রশ্ন কোনটা বুঝতে পারছি না।
পয়েন্ট আকারে লেখেন,কথাবার্তা কইতে সুবিধা হয়।সবাইর পক্ষে বুঝতেও সুবিধা।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২০:১৮

কিন্তু আমার যে Specific প্রশ্ন যেটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটার উত্তর পাই নি।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২২:৫৭

ডারউন সাব মনে হয় ঠিকই কইছিলো। আমি তো 'হনুমান' এর বুদ্ধিতে চমৎকৃত হইতাছি খালি...
comment by: আমি হনুমান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৩:০৩

জুতার ফিতার ভকত গো এখানেই সমস্যা কেউ তার যায়গা লইয়া ফালাইলো কিনা?
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৪:১০

মাগার প্রশ্নটা কী@অনযরকম?
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৭:৫০

জনাব হোসেইন, আমার প্রশ্নে "?" চিহ্ন দেওয়া আছে। আশা করি এবার চোখ দিয়া পড়বেন।
comment by: ফজল বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৯:০৬

আড়ালের সত্যগুলো সাধারণ মানুষ জানতে পারলে আর এসব বিতর্কের প্রয়োজন হতো না। কিন্তু জানতে দেয়া হয় না আমাদেরকে। এটাই বর্তমান স্বার্থের রাজনীতি। টিকে থাকার জন্য কেউ অন্যের হাড়িরও যত্ন নেয় এখানে।

আমিও সঠিক ইতিহাস জানার পক্ষে।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:২৯:৩৭

@অনযরকম
ঐ প্রশ্নের জবাব কেউ দিতে আসবে না। দিলে নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যেতে পারে।
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:৪৪:৩০

ত্রিভুজ তুমি উর্দুতে লেখনা কেন?
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:৪৫:০৫

অনযরকম,প্রথম কথা হইলো উপরে তুমার এই নিকে (অনযরকম) কোন প্রশ্ন নাই।অন্য অনেক কমেন্টে (?) চিহ্ন আছে।কোনটা তুমার কেম্নে বুঝি।
আর ত্যানা না প‌্যাচাইয়া প্রশ্নটা আবার কইরা ফালাও না কেন?
ঐসব ত্রিভুজীয় ম্যানিপুলেশন গেম না খেললে হয় না ভাইয়া ?
comment by: রাসেল ( ........) বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৭:৫৩:৫০

আশা করি ভালো আছো, শুনলাম এই বন্যায় পর্যাপ্ত খাদ্য আসে নি পেটে তাই খানিকটা অসুস্থ ছিলা, তবে এই অসুস্থতা যে তোমার চিন্তা ভাবনার উপরে প্রভাব ফেলেছে এইটা বুঝি নি।

সমস্যা নাই, বন্যার পানি নামতেছে- কাঁঠাল পাতা আসতেছে বাজারে- খাওয়ার সমস্যা হবে না।

আমার মাঝে মাঝে মনে হয় যদি ভুতত্ত্বের ছেলেরা ল্যাব এ তোমাকে পাইতো তাহলে তাদের অনেক উপকার হইতো, এমন কি বাংলাদেশ খনিজ অনুসন্ধান কেন্দ্রের জন্যও তুমি একটা ভালো নমুনা হইতে পারতা। তোমার জ্ঞানের সীমা এত নীচে যে সেখানে যাইতে হলে খনি খুঁড়তে হবে- অনেক অনেক গভীর খনি- ধরো সাধারন মানুষ যারা পুকুর কাটে তারা যাইতে পারবে না, এমন কি এশিয়া এনার্জি যারা উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উঠাবে , তাদেরও সীমার বাইরে- তোমার জন্য নাইকো আর ইউনিকলের পাইপ লাগবে, বিশেষজ্ঞ লাগবে- আমি আশা করি তারা তোমার কমন সেন্সের সীমাটার একটা নিম্নতম মান বের করে ফেলতে পারে-

অবশ্য আমার নিজের মনে হয় তোমার অন্তত আরও কিছু সময় দেওয়া উচিত- তুমি এই পর্যায়ের নির্বোধ যে কোনো মৌলবাদী দলও তোমাকে দিয়ে যদি আত্মঘাতি বোমা হামলা চালাতে চায় তাহলে তোমার হাত পার বেঁধে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ী চালিয়ে জায়গামতো নিয়ে ফাটাবে বোমা- তুমি নিজে চিনে হামলার জায়গা বের করতে পারবে না-

বই খুঁজে ইতিহাস বিশ্লেষণ করাটা তোমার জন্য কষ্টের এটা আমি জানি- তাই তোমাকে অনুরোধ তোমার এই স্বপ্ল মেধায় সে দিকে রওনা দিও না-পড়ে দেখবে বলছো বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট, ১৯৭৫।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:০০:২০

আরে আমাদের রিয়েল বিহারী মহান গালিবাজ ও চটি লেখক রাসেল (........) দেখি। শইলডা ভালা ভাইজান? আপনাগো বিহারী পল্লীতে পানি ওঠে নাই?

একজন ভার্চুয়াল মুক্তিযোদ্ধা একটা কথা বলে গেল কিছুক্ষন আগে..
-------------
ঘাস ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৫:৫৭:৫৬
ত্রিভুজ কি বিহারী পল্লীতে মানুষ হইছে ?
আমিতো জানি ও খানেই কুকুর বিড়াল গুলা থাকে।
--------------

বিহারী পল্লীতে নাকি কুকুর বিড়াল থাকে। সত্যি নাকি? একটু জানাইয়েন তো....
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:০১:৪৪

কী মুশকিল।প্রশ্নটা কইতে অসুবিধা কী আরেকবার।@ত্রিভুজ+অনযরকম।
প্রশ্নটা করতে ডরান কেন?নাকি প্রশ্ন না কইরাই পুরানা ম্যানি পুলেশন গেম খেলতাচেন?
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:০৩:০৬

"কিন্তু যখন এই ঘটনা ঘটেছিলো তখন কি হয়েছিলো? বয়স্কদের কাছে জানতে চাইলেই যে কেউ এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।"
বিহারি পট্টির মাউরা বয়স্কদের কাছে জিজ্ঞাস করে কি উত্তর পাইলেন?
comment by: দ্বিতীয়নাম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:০৮:৫১

নাহ, রাসেল মিয়া কমেন্টের জন্যি এইটারে একটু ঠেলা দিতে হয়।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:২২:১৯

এদেশ স্বাধীন করার পিছনে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করার কোন উপায় নেই। তার সংগ্রাম ও ত্যাগ এসব স্বীকার করতেই হবে।
কিন্তু আমার প্রশ্ন 'জাতির জনক' উপাধি নিয়ে।
"তিনি কোন জাতির জনক: বাঙ্গালী না বাংলাদেশী?"
২য়ত,
"আমাদের জাতীয় পরিচয় কি?- বাঙ্গালী না বাংলাদেশী?"
আ:লীগ সব সময় বলে আসছে যে তিনি বাঙ্গালী জাতির জনক। এতে কিন্তু অনেক সমস্যা আছে। যেমন- ওপারের বাঙ্গালীরা তাকে জাতির জনক মানবে কিনা, কারন তারাও বাঙ্গালী। ২য়ত বাঙ্গালী জাতির জন্মের ইতিহাস অনেক পুরোনো। কাজেই সে হিসেবে বাঙ্গালী জাতির জনক তাকে বলা যাচ্ছে না।
অপরদিকে আ:লীগ বাংলাদেশী জাতীয়তায় বিশ্বাস করে না। (যদিও আমাদের পাসপোর্টে আমরা বাংলাদেশী)। কাজেই বাংলাদেশী জাতির জনক তারা কখনও দাবী করেও নি এবং করবেও না।

হোসাইন ভাই, আমার নিকে উপরের কথাগুলা লেখা ছিল। " ...? " ভিতরের লেখাটাই আমার প্রশ্ন। এরপরও যদি দেখতে না পারেন তাহলে চোখের ডাক্তার দেখাবেন।

আপনারা কোন প্রশ্ন করলে ত্যানা প‌্যাচ খায় না আর আমি ছোট ২টা প্রশ্ন করলাম এটাতেই ত্যানা প‌্যাচ খাইল???
ম্যানিপুলেশন গেইমটা কি বুঝায় দিয়েন।
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৩৭:১১

ম্যানিপুলেশন এর একখান ব্লগীয় সংজ্ঞা আচে। যখন আপনে কিছু একটা কইবেন আর আপনার প্রতিপক্ষের সেইটার বিরুদ্ধে কওনের কিচু থাকবো না আবার সহ্যও করতে পারবো না তখন আপনার কতাটা অইবো 'ম্যানিপুলেশন'

কি বুজলেন?
comment by: সুর বাংলা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৪০:৩৫

সটিক ইতিহাস কইবো মুক্তিযুদ্ধারা।
মুক্তিযুদ্ধের এক বীর উত্তমের কতা হুনন যাইবো এহানে-
http://www.majordalim.com/
comment by: শওকত হোসেন মাসুম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫০:২২

একজন জ্ঞানপাপীর অক্ষম বয়ান। শুণ্য দেওয়ারও যোগ্য না।
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫২:৫৫

"আপাত দৃষ্টিতে ঘটনাটা খুবই দু:খজনক।"

অতপর সেটা আনন্দের...

যার হয় না নয়এ..তার হয়না নব্বইএ!
এখনও যখন আসল ইতিহাস জানেন না...তাহলে প্রজেক্ট ৭৫ খুলে ফেলুন। সুরবাংলা মেজর জালিম নামক এক খুনীর ওয়েব এড্রেস দিয়েছে..সেটা দিয়ে শুরু করুন।

comment by: আশরাফ রহমান বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫৩:৩৮

৭২-২৫ এর ঘটনাবলী প্রমাণ করে যে আওয়ামীলীগের শত্রু হলো ‍আওয়ামীলীগ। যে মোশতাক ‍আহমদ মুজিব হত্যার সাথে জড়িত তিনি ‍আওয়ামীলীগের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। মুজিবের বাকশালী শাসনের প্রতিবাদে সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওসমানী ‍আওয়ামীলীগ থেকে পদত্যাগ করে মোশতাক সরকারের অধিনে কাজ করেছেন। মোশতাক মন্ত্রীসভার সবাই ছিল ‍আওয়ামীলিগের লোক। দেশে লুটপাট, ধর্ষণ, খুন,হত্যা-গুম ‍ইত্যাদি হয়েছে ‍আওয়ামীলিগের প্রত্যক্ষ মদদে। দেশকে তলাবিহীন ঝুড়ি ‍এবং সোনার বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল তারাই। ‍এজন্যই মুজিব বলেছিলেন, সবাই পায় সোনার খনি, ‍আমি পেয়েছি চোরের খনি। ‍আজ মুজিব নাই কিন্তু তার চারপাশের চোররা ‍এখনো বহাল তবয়িতে টিকে ‍আছে। ‍আর দেশের মানুষকে মুজিব বিরোধি সেন্টেমেন্ট গড়ে তুলতে তারাই ভুমিকা পালন করেছে।

মুজিব নিহত হবার দিন সেনাপ্রধান শফিউল্লাহর ভূমিকা ‍আওয়ামীলিগের কাছেই ছিল প্রশ্নবিদ্ধ। মুজিব তাকে ফোন করার পরও তিনি কোন সাহায্য করেন নি। ‍একই প্রশ্ন রক্ষী বাহিনীর নেতা তোফায়েলের ব্যাপারেও।

সুতরাং মুজিব হত্যার দায় দায়িত্ব ‍আওয়ামীলীগের ‍উপরই বর্তায়। ‍এ নিয়ে বিভ্রান্তি ছাড়ানোর কোন অবকাশ নেই।
comment by: সুর বাংলা বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫৬:২১

টিক!
তয় জুতার ফিতা'র জারজ বাচ্চারা হোইডা বুজবার চায় না!!
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫৮:৩৪

@ আশরাফ রহমান...অতি উত্তম বলছেন। তবে এইখানে বলাটা অরণ্যে রোদন হবে, কেউ পাত্তা দিবে না, তার থেকে প্রজেক্ট ৭৫ এর সাইটে যেয়ে বলুন, সবাই খুশি হবে। আমরাও ইতিহাসের সব কিছু একসাথে পাইয়া আনন্দিত হব।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৮:৫৯:৫৩

আল্লাহ্‌ আপনাকে অশেষ ছোয়াব দিন সত্য ভাষণের জন্য। মুজিবকে মারাটা গুনা না, পুণ্যের কাজ, ঠিক না?
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:০০:১০

@ঘোড়ার ডিম, আপনাকে অসংখ্য ধইন্যাপাতা (লগে কাচামরিচ ফ্রি)!!! অবশেষে একখান প্রশ্নের জবাব পাইলাম। আমি বুঝি না কেউ আমার প্রশ্নের উত্তর দেয় না কেন? আমি কিইই এমন প্রশ্ন করি যে সবাই শুধু এরিয়ে চলে!! আমার দোষ জানার আগ্রহটা একটু বেশী।
যাই হোক বাকী প্রশ্ন ২ টার জবাব পেলে বাধিত হব।
comment by: "বাংলাভাষী" বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:১১:২৯

ত্রিভুজ ভাই,আপনি %2
comment by: "বাংলাভাষী" বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:১২:২১

ত্রিভুজ ভাই, সবাই আপনাকে অন্ধ জামাতি বলে, কেন বলে আজ বুঝলাম।
বঙ্গবন্ধুর স্থান নির্ধারিত, তিনি জাতির জনক। তাঁর অনেক ব্যর্থতা থাকলেও তিনি যে স্থপতি সেটা আপনার মতো কয়েকজন ছাড়া বাকি সবাই স্বীকার করবেন।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:৩২:১১

@"বাংলাভাষী"
আমাকে সবাই কি বলে তাতে আমার কিছু আসে যায় না। এখানে আপনি কি মনে করছেন সেটাই বড় বিষয়। অন্যে দশজন (অথবা একই ব্যাক্তি দশ নিকে দশজন হয়ে) কি বলছে তা শুনে বলে দিলে পরগাছা হয়ে যাবেন। এই ব্লগে এরকম পরগাছা ব্লগারের সংখ্যা কম নয়। নিজেদের যে ব্রেইন বলে একটা বস্তু রয়েছে, তা এরা জানেই না। আশা করি আপনি সেই দলে নন। তাহলে আমাকে খুব স্পেসিকলি কয়েকটা প্রশ্নের উত্তর দিন।

১) আমাকে যারা জামাতি বা রাজাকার বলে তাদেরকে আপনি দেশপ্রেমিক বা মুক্তিযোদ্ধা মনে করেন? করলে তার পেছনে কি কাজ করে? মানে কিভাবে নিশ্চিত হলেন?
২) বঙ্গবন্ধু (শব্দটাতেই ঘাপলা আছে। বঙ্গ ভূমির বন্ধু যিনি তিনিই বঙ্গবন্ধু। বঙ্গভূমির অধিকারে কলকাতাও রয়েছে। কলকাতানরা কি তাঁকে বন্ধু মনে করে?) জাতির জনক। কোন জাতির?
৩) তিনি স্বাধীনতার স্থপতি হলে কিভাবে সেটা জানলেন? বইয়ে বা কোথাও পড়ে অথবা কারো কাছে শুনেই তো? আপনার সেই জানা-শুনাটার উপর এত নীর্ভর করছেন কেন? মানুষ ভুল জানতে পারে না? নাকি একবার যা জেনেছেন সেটা জেনেই চোখ বন্ধ করে বসে থাকবেন?
৪) চোখ খুলে প্রকৃত সত্যটা জানতে অসুবিধা কোথায়? আমি কোথাও তো বলিনি শেখ মুজিবকে কোন ব্যপারে মেনে নিতে আপত্তি রয়েছে। আমি বলেছি প্রকৃত অবস্থা জেনে তারপর কাউকে সম্মান করবো। আমি যদি এরকম তথ্য পাই যে শেখ সাহেব আদৌ স্বাধীনতা চাননি, তাহলে তাকে সম্মান করাটা কি অযৌক্তিক হয়ে দাড়ায় না?

"আমার মত" কথাটা এক্সট্রিমিষ্টদের মত শুনাচ্ছে। একদল লোক ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বানিয়েছে 'জে.এম.বি'। আর আপনারা বানাচ্ছেন একই টাইপ ভিন্ন বস্তু। জেএমবি ছিলো ইসলাম ও জনগনের জন্য ক্ষতিকর। ৭১ এক্সট্রিমিষ্ট্ররা পুরো দেশের জন্যই ক্ষতিকর। এদের ধরে ধরে সর্বোচ্চ শাস্তি দেয়া উচিত। নতুবা দেশ বাঁচবে না।
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন :
২০০৭-০৮-১৫ ১৯:৫৭:৫৯

ওয়েলডান ত্রিভুজ! গো এহেড!!
পুরোনো বিশ্বাসে আঘাত পড়লে এই রকম হৈ চৈ হয়।

এই বিতর্কের সেন্ট্রাল পয়েন্ট হলো- একজনকে জাতির পিতা বলা বিষয়ক। বঙ্গবন্ধুকে তাঁর যথাযথ মর্যাদা দিতেই হবে। কিন্তু এই স্বাধিনতার জন্য যারা আরো আগে থেকে এবং তাঁর সমসাময়িককালে অবদান রেখেছেন, তাঁদেরকে ছোট করা হবে কেন?
ফাউন্ডিং ফাদার্স করা দরকার। শেরে বাংলাসহ আরো কয়েকজনকে এই কাতারে আনাটা অযথার্থ নয়।
স্বাধিনতার আন্দোলনে অবদান রাখার কারণে আমেরিকারও ফাউন্ডিং ফাদার্স আছে।
'বাংলাভাষী' ভাই বোনদেরকে এই বিষয়টি বুঝতে হবে!!!
'বাংলাভাষী'কে বলছি, কেউ যদি বলে আপনার মতো এক ভদ্রমহিলাকে আবুধাবীতে দেখা গেছে। তার মানে এই নয় যে ওই ভদ্র মহিলা-ই আপনি!!
অতএব সত্য কথা বলাতে কেউ জামাতি হয় না!!

comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৫ ২২:০৪:৩৮

@ অনযরকম
যখন দেশ স্বাধীন হইছে তখন সবাই বঙ্গবন্ধুকে বাঙ্গালী জাতির জনক বলছে ।এটা নিয়ে তখন কিন্তু আর কোনো প্রতিবাদ বা এর ব্যাখ্যা খোঁজা নিয়ে কেউ ব্যস্ত হ্য় নাই।
কিন্তু জিয়া যখন রাজাকারদের পুনর্বাসিত করলো তখন তারা ভাবলো এই জাতীর মধ্যে প্যাচ না লাগাইলে আমরা টিইকা থাকতে পারবো না।
এবং তারা শুরু করলো জাতীয়তাবাদ নিয়া বিভ্রান্ত সৃষ্টির,এতে লাভও হইছে। তার ফল তো তোমরা।
এটা ইহুদীদের বহু পুরানা চাল।তারা এখনও মুসলমানদের মধ্যে বিভেদ লাগাইয়া নিজেরা ভাল তবিয়তে আছে।
আমি আগেও বলছি আবার বলতাছি,পৃথিবীতে মাত্র দুইটা জাতী পরভূমে নিজবাসী।
১।ইহুদীরা
২।জামাতীরা
comment by: জায়দান বলেছেন :
২০০৭-০৮-১৫ ২২:৩১:৩৬

ত্রিভুজ ভাই, এই কৌতুকটা ইন্টারনেটে পেয়েই দৌড়ে এসে আপনাকে জানালাম:

একদিন এক ছাগু আর তাহার বন্ধু আশু প্রভাতে তৃণভোজনে গেলো। হঠাত তারা দেখতে পেলো, মাঠের ওপারে অরণ্য ভিতরে এক সুন্দরী হুরকে বন্দী করে রেখেছে ইবলিশ। সুন্দরী হুর বললো, তোমরা আমাকে মুক্ত করে দাও। তোমাদের একটা ইচ্ছা আমি পূর্ণ করবো। তারা তাকে মুক্ত করলো।

হুর আশুকে জিজ্ঞাসা করলো, তোমার মনস্কামণা কি হে বতস?
আশু কহিল, আমি এখন যেরূপ এছলামি জ্ঞান নিয়া ব্লগাইতেছি তাতে সুবিধা করিতে পারতেছি না। আমারে আরো দশগুন জ্ঞানী করে দাও।
হুর তাকে সাথে সাথে সুফীতে পরিণত করে দিলো।

এবার ছাগুর পালা। ছাগু আশুকে সুফীতে পরিণত হতে দেখে বেশ উত্তেজিত হয়ে পড়িছিলো। সে বললো, আমাকে তুমি সুফীর চেয়েও একশগুণ জ্ঞানী করে দাও।
হুর বললো, এটা কিন্তু বিপদজনক। আবার ভেবে দেখো।
ছাগু বললো, সি.টি.এন. মানে চিন্তা-করার টাইম নাই। যা বললাম তাই করো।
হুর তথাস্তু বলতেই, ছাগু হেজাব পরা একটা আস্ত মেয়েতে রূপান্তরিত হয়ে গেলো।
comment by: হারাধন. বলেছেন :
২০০৭-০৮-১৫ ২২:৪০:৫৫

খুব বালো পোষ্ট। আপনি এটা নিয়ে একটা গনআন্দোলন করতে পারেন। আ
comment by: আসল ট্র্যাপ বলেছেন :
২০০৭-০৮-১৫ ২৩:৩৪:৩৫

আবার পুরান ফর্মে।
comment by: একান্ত বলেছেন :
২০০৭-০৮-১৬ ০৩:১৯:৫৫

"বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি।"

ত্রিভুজ তাহলে ছাগল থেকে কুকুর ও বেড়ালে কনভার্ট হইছে । কুকুর বেড়ালের ভাষা বুঝে ! কুকুর-বেড়ালের কান্না বুঝে! জটিল...
comment by: হমপজদ বলেছেন :
২০০৭-০৮-১৬ ১২:৪২:৫৭

মহা মুক্তির মহান দিবস ১৫ই আগষ্ট ১৫ই আগষ্ট
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৬ ১২:৫৯:৪৪

অনযরকম,আপনের প্রশ্নটা করছিলেন কাইলকা আমি নেট থেকে বাইরানির পর।আইজকা আইসা দেখলাম।
ওয়েল একখান কথা পরিষ্কার কইরা কওয়া দরকার,আমি জাতির পিতা তত্বে বিশ্বাসী না,আমি বর্তমানের আওয়ামীলীগেরও সমর্থক না।তাই এই প্রশ্নের উত্তর দেয়ার দায়িত্ব আমার না।
তবে জাতির পিতা সংক্রান্ত মূল কনসেপ্ট নিয়া আগামী সপ্তাহে এক্টা আলোচনা করতে পারি।আইজ বৃহষ্পতিবার বইলা অফিসে দীর্ঘ লেখার টাইম নাই।শুক্কুর শনি আবার বন্ধ।তাই যা-ই লিখি,রবিবারের পরে পাইবেন।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৩:১২:১০

ধন্যবাদ হোসেইন ভাই। তয় রবিবার আমার অফিস বন্ধ। সোমবার আপনার পোস্ট পরুম।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৩:১৯:১৭

ওপরের মন্তব্যটি করার পর ব্লগ ঘাটতে গিয়ে দেখলাম ফজলে এলাহীর একটা সিরিজ শুরু হইছে ।বেসিক দিয়া শুরু হইছে,দেখি কতোদূর যায়।তারপর এক সাথে সেটার উত্তর (যদি দরকার মনে হয়।)আর আপনার উত্তর দিয়ে দেব।ধন্যবাদ।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৩:২৯:০২

ইহুদী এবং জামাত এই দুই গোষ্ঠীর মধ্যে একটা মিল আছে,সেটা কি জানেন?
এরা দুই গোষ্ঠীই পরভূমে নিজবাসী!!
ইহুদীরা যেমন বিভিন্ন কুট কৌশলের মাধ্যমে প্যালেসটাইনকে নিজেদের করে নিয়েছে,এদের মতলবও তেমন।
এজন্য প্রয়োজনে এরা দেশও বিক্রি করতে রাজী।
কারণ এটা তো তাদের নিজের দেশ না,তাদের দেশ তো পাকিস্হান।
প্রীথিবীর ইতিহাসে মাত্র দুটি জাতী যুদ্ধে হেরেও বিভিন্ন কুট কৌশলের মাধ্যমে জয়ীদের কাতারে মিশে গেছে,এক ইহুদীরা দ্বিতীয়ত:জামাত।
ভেবে দেখুন,যুদ্ধে যদি পাকুরা জিতত তাহলে কিন্তু মুক্তিযোদ্ধাদের বিচার হতো এবং জামাত পুরস্কৃত হতো।
কিন্তু যুদ্ধে হারা সত্ত্বেও আমাদের ভুলের কারণে আমরা তাদের বিচার করতে পারিনি।
তবে একদিন নিশ্চয় হবে,যেমন একদিন নিশ্চিন্হ হবে ইহুদীরা।
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৩:২৯:৩৫

[@ জ্বিনের বাদশা
-[ " ইয়াহিয়া/ভুট্টোরা যে কত নীচ হতে পারে সেসম্পর্কে এই মহান লোকের ধারনাও ছিলনা, নাইলে হয়ত উনি আগেই ওদের আক্রমণের বিরুদ্ধে ব্যাবস্থা নিতেন।" ]-
হা হা হা.... কি সব কথা বার্তা যে বলেন। বাচ্চা পোলাপানও হাসবে এসব শুনলে। ]

*******************************
কোন জায়গাটাতে হাসি পাবে বলেনতো? ইয়াহিয়া/ভুট্টোরা নীচ এইখানে?

comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৪:২৮:১৮

"ইতিহাশ গো'বেশক" ত্রিভুজ।আমার প্রশ্নের উত্তর কই?না পাইলেও দু:খ লাগবে না।কারণ, রাসেল(.......)এর কমেন্টে ৫।
comment by: ঘাস-ফড়িং বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৮:০৭:০২

ত্রিভূজ লিখছে :
মানুষ হওয়ার চেষ্টায় আছি.... মানুষ মনে হয় হতে পারিনি এখনো...
আমার ও তাই মনে হয়।
নইলে আর কথা কয় না ক্যান ?
comment by: শান্ত বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৯:২৩:৪০

শেখ মুজিবকে যতই তোমরা দেবতা বানাও, কোন লাভ নেই। দেশের বেশিরভাগ জনগন তাকে কখনই তার স্বাধীনতা পরবর্তী অপকর্মের কারণে জাতির পিতা হিসাবে গ্রহন করেনি, করবেও না। শ্রদ্বা মন থেকে আসতে হয়, জোর করে নয়। আলীগ এবং তার চেলারা এটা যত তাড়াতাড়ি বুঝবে, ততই মংগল।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১৬ ১৯:৪৩:৪৮


@একান্ত ওরফে ধূসর ছায়া
এটা বাচ্চাদের টপিক নয়.. ত্রিভুজের ব্লগে যথারীতি তোমাকে নিষিদ্ধ ঘোষনা করা হলো বাছা। আম্মুর কাছে গিয়ে নালিশ দাও গিয়ে।

"এই মহান লোকের ধারনাও ছিলনা, " অংশটায় হাসি পেয়েছে @ জ্বিনের বাদশা

@ মনিটর
প্রশ্ন করার যোগ্যতা অর্জন করে তারপর প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে ঠিক ঠিক।

@ শান্ত
আ:লীগের চেলারা সেটা কোনদিনই বুঝবে না।

@ঘাস-ফড়িং
ঐ কথা বুঝার মত জ্ঞান যে তোমার নেই, সেটা তোমার কথা বার্তা দেখেই বুঝেছিলাম। ভুলক্রমে তোমার আগের কথাগুলোর উত্তর দিয়েছি। 'মনিটরের' জন্য দেয়া মন্তব্যটা তোমার দিকেও রিডাইরেক্ট করে দিলাম। পড়ে নিও।
comment by: মন ভাল না বলেছেন :
২০০৭-০৮-১৬ ২১:০৪:১১

পাগল নাকি?
মাইনাস রেটিং করা যায় না??
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৬ ২১:৩৪:৩৪

খুব বালো পোষ্ট। আপনি এটা নিয়ে একটা গনআন্দোলন করতে পারেন।
comment by: সাহোরু বলেছেন :
২০০৭-০৮-১৬ ২২:০১:১৩

- ৫০
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৬ ২২:০১:৪৯

খুব বালো পোষ্ট। আপনি এটা নিয়ে একটা গনআন্দোলন করতে পারেন।






ইরশাদ করেচেন অবিসংবাদিত ছাগুরাম, ছাগুদের নয়নের মণি, তিরিভুজ শাম