Sunday, September 30, 2007

ব্যান খাওন পরবর্তী ছাগুর কাব্যচর্চা

আপনেরা হয়তো এর মইদ্যে শুইনা ফালাইসেন যে, ছামোয়ারিনের ছেষ্ঠ বলোগার, বহু বলোগারের নয়নের মণি, ১০০১ টি নিকের অধিকারী, ছাগুদের দলনেতা ছাগুরাম তিরিভুজকে ছামো কর্তৃপক্ষ ব্যান করিয়াচেন!!!
তো, ব্যান খাওনের পর পোন্দান খাওন য্যাহেতু বন্ধ হইসে, সেইজইন্যে ছাগু এখন কী করিতেসেন হেই দেশ ও জাতির জইন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজনের লাইগা তৃণভূজ ডট কম স্ল্যাশ বোলোগ এ ক্লিক করিয়া যা দেখিলাম, তাতে আমি মোহিত হইয়া গেলাম।
তো, ভাই-বেরাদরগণ, আইসেন দেখি তিনি কী ফরমাইলেন।

ব্যানায়িত হওনের পর ছাগু এখন দেবদাস হইয়া নারী ও মশার মাঝে সাদৃশ্য বিষয়ে গবেষণা করিতেসেন। অতিসত্বর ওনার গবেষণাপত্র ফোটোওয়ালা নিকে ছামোহোয়্যারেও প্রকাশিত হইতে পারে বলিয়া ধারণা করা হইতেসে।


নারী….
sat ২৯ সেপ্টেম্বর ২০০৭

Posted by TRIVUz under কবিতা


নারী আর মশা…
দু’য়ের একই কাজ-
শুধু রক্ত চোষা!
যার নাম রমনী~
দেহজুড়ে ছেয়ে আছে-
হিংসার ধমনী।


Wednesday, September 26, 2007

নাজিছাগুর শিক্কাচিন্তা

পবিত্র চৌদি দেশের পানি প্যাটে গিয়া নাজি ছাগুভাইয়ের মস্তক বহুত উমদা হো গিয়া। একন তিনি শিক্কা ব্যবস্তার পুন্দে তিনার পবিত্র চৌদি আংগুল তিন দাগ পরবেশ করাইয়াছেন।

নাজি ছাগু পচন্ড অনুতপ্ত, কেনু তিনি অ-তে অজগর আর আ-তে আনারস পড়িয়া শিক্কার আলো গায়ে লাগাইয়াছেন। অজগরের ভয়ে আজো তিনার পাইজামা নষ্ট হইয়া যায়, আনারসে লুভে তিনার জিহোভা দিয়া নাল গড়াইতে থাকে। তাই তিনি দেশের বেবাক শিশুকে নিয়া ছিন্তিত। অ-তে তিনি অযু করাইতে চান। আ-তে আযান দেওয়াইতে চান। অতি ভালু পস্তাব।

ছ-তে ছাগল পড়াইলেই ছাগুপন্দা বলোগ খুছি।






একটা ইসলামীক দেশে শিশুদের কি ধরনের শিক্ষা দেওয়া উচিৎ
২০০৭-০৯-২৬ ২৩:০২:১১



কোন ইসলামী দেশে শিশুদের কি ধরনের শিক্ষা দেওয়া উচিৎ? এ বিষয়ে আলোচনায় সউদি রেডিও বাংলা বিভাগে আলোচনায় বলা হয়েছে যে শিশুদেরকে ইসলামী কালচারে শিক্ষা দিলে তারা বড় হয়ে ভদ্র হবে, নম্র হবে, হালাল হারামের প্রার্থক্য বুঝতে পারেব ইত্যাদী।

পশ্চিমা কালচারের শিশুদের শিক্ষা ব্যাবস্থার সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে তারা শিশুদেরকে মানব জাতি সৃষ্টির কথা পড়ায় না। মানব রচিত বিভিন্ন ধারনা দেওয়া হয়।

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা উদাহারণ তুলে বলা হয়েছে যে, আমরা শিশুদেরকে পড়াই, অ- তে অজগর। আ- তে আনারস।

এখানে শুরুতেই একটা প্রানীকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, পরেরটিতে একটা ফলকে পরিচিত করা হয়েছে। এর এটা হল একটা লোভনীয় ফল। শিশুদেরকে এভাবে ভয় আর লোভ দেখিয়ে বড় করা ঠিক নয়। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়তে পারে ইসলামী শিক্ষা ব্যাবস্থা।

এখানে যদি অ-তে পড়ানো হয়, অ-তে অজু করা আর আ-তে আযান দেওয়া। তাহলে শিশুরা ইসলাম সম্মন্ধে জানতে চেষ্টা করবে, আর শিখবে ভাল কিছু।

.............................................................................................
.............................................................................................
উপরের কথা গুলো সউদি রেডিওর মূল বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। এখানে প্রশ্ন হলো শিশুদের শিক্ষার বর্তমান পদ্ধতি সঠিক কিনা বা এই পদ্ধতি গ্রহন যোগ্য কিনা।

বিষয়টির পক্ষে বা বিপক্ষে আমার অবস্থার জানাতে চাইছিনা। আপনাদের যুক্তি পূর্ণ মন্তব্য জানতে চাইছি। প্লিজ মন্তব্যের নামে কাদা ছুরা ছুরি করবেন না।


রেটিং:২.৮/৯রেটিং দিতে লগ ইন করুন মন্তব্য লিখুন ১৬টি মন্তব্য ৭৬বার পঠিত





ডক্ট৬৬৬ বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:০৬:২৬
সউদি রেডিও বাংলা বিভাগে আলোচনায় বলা হয়েছে যে শিশুদেরকে ইসলামী কালচারে কি সব ধর্মের শিশুদের শিক্ষা দেয়া হবে না শুধু মুসলিম শিশুদের?

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:১৬:৩২
রেটিং করার দরাকার নেই। টপ রেটেট হওয়ার কোন সখ নাই আমার।
(সবাই ১ মাইরা যাইতেছে)

ডক্ট৬৬৬ বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:১৭:৩৯
আচ্ছা তাইলে যারা ধরেন কিরিস্চান তারা শিখবে
খ তে খ্রীষ্টান এরকম।

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:১৯:৪১
আমার লেখা ঠিক করে পরেছো? আমি কিন্তু সেটা বলিনি। তোমার বক্তব্য তুমি পেশ করো।

ডক্ট৬৬৬ বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:২১:৪৫
এখানে যদি অ-তে পড়ানো হয়, অ-তে অজু করা আর আ-তে আযান দেওয়া। তাহলে শিশুরা ইসলাম সম্মন্ধে জানতে চেষ্টা করবে, আর শিখবে ভাল কিছু।

এ লাইনে তাইলে কি কইলা নাজির শাইল

চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:২৬:১৯
ভাল লিখেছেন, নাজিরুল ভাই।


নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:২৮:৩২
আমি তো সে রেডিওটার বক্তব্য তুলে ধরলাম।

চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:৩১:৫১
রেডিওটার বক্তব্য তুলে ধরে ভাল করেছেন, ভাল বিষয় সেটাই বলতে চাইছিলাম।

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:৩৮:৪৩
ধন্যবাদ আপনাকে।

হাসিব বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:৪১:৫২
হিন্দু, খৃষ্টান, বৌদ্ধরা কি শিখপে ?

মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:৪২:৩৫
হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ পুলাপাইন ধইরা ধইরা মুসলমান বানানো কি ঠিক হইব?
পরে ভারত যদি কয় "ক তে কাশী" পরাইবো তখন তো আবার ওইখানকার মুসলিম বাচ্চাগো লাইগা আশরাফ ইরান থাইকা পুস্টিং করব।
সর্বসাকুল্যে ১।

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:৪৭:১৫
আমার প্রশ্ন শুধু ইসলামী দেশের জন্য। আমাদের দেশের অমুসলিম দের তো নয়।

মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২৬ ২৩:৫৪:০০
- ১ স্কুলে বাংলা বই কয়টা থাকব?
- ভারত যদি কয় মুসলিম দেশের মত ভারতে "ক তে কাশী" পরাইবো তখন তো আবার ওইখানকার মুসলিম বাচ্চাগো লাইগা আশরাফ ইরান থাইকা পুস্টিং করব।

কণা বলেছেন :
২০০৭-০৯-২৭ ০০:০৫:১৭
মন্তব্যের নামে ইতিমধ্যেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে... হি হি হি



মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২৭ ০০:১৩:৩০
কণা ৫ মানে কি?

নাজিম উদদীন বলেছেন :
২০০৭-০৯-২৭ ০০:২০:৩৮
Your son is not your son
He came through you.

Dont inflict your ideas in him.

কাহলিল জিব্রান পড়েন।
দার্শনিক রুশো ছিলেন এ মতের এক্সট্রিমিস্ট, তাই নিজের বাচ্চাদের এতিমখানায় দিয়ে দিতেন। যাতে তারা তার দ্বারা প্রভাবিত না হয়।
\ বাচ্চাদের মুসলিম বা খ্রীস্টান বাচ্চা বলা যাবে না। বলতে হবে মুসলিম বা খ্রীস্টান বাবা-মার সন্তান। কারণ ধর্মের মত একটা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাচ্চাদের নেই।

Friday, September 21, 2007

তিব্র পেতিবাদ জানাচ্চি!!!

ছামোয়ারিনের ছেষ্ঠ বলোগার, বহু বলোগারের নয়নের মণি, ১০০১ টি নিকের অধিকারী, ছাগুদের দলনেতা ছাগুরাম তিরিভুজকে ছামো কর্তৃপক্ষ ব্যান করিয়াচেন!!!

কতৃপক্ষের এহেন আচরনের লিন্দা জানাই!!!

এ কখনু মাইনা নেওয়া যায় না! তিরিভুজরে ব্যান করা হইলে ছাগুপন্দাব্লগ ত অচল হইয়া ঝাবে! তখুন কেমনে কি হইবে? শুধু হেবোদাকে লইয়া এ ব্লগ টানা ত মুশকিল হইয়া ঝাবে!

ছাগুপন্দাব্লগের এক দফা এক দাবি
ছাগুরামকে আনব্যান দিতে হবি!







দেকেন পড়ে ছাগুরামের ব্যান হওয়া লইয়া মশহুর বলোগারদের পেতিকৃয়া!!!

তিরিভুজের ১০০১টি নিকের একটি "হুদা ইসলাম" বলেচেন,

ত্রিভুজ ভাইকে কি ব্যন করা হয়েছে?
২০০৭-০৯-২১ ২২:৪৭:৫৩

আমাকে এক বন্ধু মেইল করে জানালেন যে তিনি শুনেছেন ত্রিভুজ ভাইকে ব্যন করা হয়েছে।এটা সত্য নাকি মিথ্যা জানি না,এটা কিভাবে জানা যায় এটাও জানি না।

যদিও এটা ঠিক যে ত্রিভুজ ভাই মডারেটরদেরকে ধমক টমক দিয়েছেন বলে যে অভিযোগ করেছেন দুয়েকজন ব্লগার,সেটি হয়তো সত্যি;তিনি গত দুইদিন এরকম কয়েকটা পোস্ট দিয়েছেন।

তবু উনাকে ব্যন করে দেয়াটা (যদি সত্য হয়)মানতে পারছি না।

ব্যন করে দিলে ত্রিভুজ ভাইয়ের কোন ক্ষতি নেই।
উনার শত শত অসমাপ্ত কাজকর্ম আছে,এইবার তিনি সেই কাজগুলো শেষ করতে পারবেন।

যথা:

১.উনি মুক্তিযুদ্ধের উপর যে প্রজেক্ট করছেন সেটি শেষ করতে পারবেন।

২.উনি যে অনেকগুলো সিরিজ লেখা শুরু করেছিলেন সেইগুলা শেষ করতে পারবেন।

৩.উনি জিআরই'র জন্য প্রিপারেশন নিতে পারবেন।

৪.উনি যে বিভিন্ন বিষয়ে তালিকা করেন সেইগুলা শেষ করতে পারবেন।

আমি জানি,ত্রিভুজ ভাইকে দেখতে না পেরে যে অসংখ্য ব্লগার ব্লগ ছেড়েছেন এবং আরো যারা রোজ রোজ এইসব নিয়ে চিল্লাচিল্লী করেন,তাদের অনেকেই
এই সব নিয়া খুশী হবেন।

তবু তার ব্যন করায় আমি দূ:খ পেয়েছি।
তবে উনাকে যদি মডারেটরদেরকে ভয় দেখানোর জন্য ব্যন করা হয়,আমি সেখানে কিছু বলতে চাই না।
কারন আমি মডারেটরদেরকে ভয় পাই।

রেটিং:২.৯/১৩
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৮টি মন্তব্য
* ৩০৮বার পঠিত




comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২২:৫৬:১৩

আরে না না ত্রিভুজ ভাই তো এ ব্লগের নেতা, ওনার ব্যান করার সাহস মডারেটরদের হবেনা। ত্রিভুজ ভাই আরিলের সাথে কফি খান, সো ভয় পাবেন না ! ব্যস্ত মনে হয় না হলে তো এতক্ষনে চলে আসতেন
comment by: চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২১ ২২:৫৬:৪৮

বিভ্রান্তি !!
comment by: চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২১ ২২:৫৮:১৮

তাকে ব্যান করা হলে কি অপরাধে করা হল? সত্য কথা বললেই কি মডারেটরদের ধমকানিহয়ে যায়? সেলুকাস!
comment by: হুদা ইসলাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২২:৫৯:৩৪


অনেকেই দেখছি আমার ব্লগে চক্কর দিয়া যাইতেছেন।
আমার ব্লগে ব্লক কারা সেই তালিকাটা দেইখা নেন আগে।
ব্লকড ইউজার
* হট্টগোল আনব্লক
* কৌশিক আনব্লক
* অমিত আনব্লক
* উদাসী স্বপ্ন আনব্লক
* রাশেদ আনব্লক
* ঠোটকাটা ব্লগার আনব্লক
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০১:৪৪

আশরাফ রহমানের পর ত্রিভুজ,এরপর ফজলে এলাহী,এরপর সন্ধাবাতি, মুন, মাহমুদ রহমান, নুর৩ডিইডি, ইবনে সালামসহ সকল ইসলামপন্থী এবং দেশপ্রেমী ব্লগার এখন সামহোয়ারের ব্ল্যাক লিস্টেড। সুতরাং তারা ব্যান হলে অবাক হবার কিছু নেই।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০১:৪৯

বলেন কি !
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৩:১৬

আশ্চর্য ব্যাপার সকল দেশপ্রেমিক ব্লগার দের এ হাল কেন? আর এ ব্ল্যাক লিষ্ট কে বানালো?
comment by: ফখরুদ্দীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৩:৫৩

টু সামহোয়্যারইন কতৃপক্ষ.... যে আশরাফ রহমান আপনাদের পরিনতি 'প্রথম আলো'র মত হওয়া থেকে বাঁচালেন তাকেই ব্যান করলেন?
comment by: গন্ডার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৪:৫৩

মনে লয় মিছা কতা কারন এই নিউস তো ছিএনএন বিবিছিতে বেরেকিং নিউস হওয়ার কতা
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৫:২১

কাজটা খুবি খারাপ হৈছে নিঃসন্দেহে । ওনারা না ঠেকালে আজকে বায়তুল মুকাররম থেকে সামহয়ার অভিমুখে মিছিল বেরতো ।
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৫:২৮

ত্রিভুজ ব্যান না। তার পোস্টে কমেন্ট করলে ফ্রন্ট পেজে আসছে।
comment by: গন্ডমূর্খ বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৭:০৫

ইসলামপন্থী দেশপ্রেমী কাকে বলে ?
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৭:৫১

ত্রিভুজরে ব্যান ? সত্যি নাকি?
comment by: ফখরুদ্দীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৯:০০

আমার ধারণা উনাকে ব্যান করা হয় নাই, উনি সেলফ সেন্সরশিপ এ আছেন, মইনুল সাজেস্ট করছে।
comment by: শবনম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৯:৪৭

ও তাই নাকি!
যদি সত্য হয়ও.....তাহলে অনেকে বেকার হয়ে যাবেন।
কারণ, 'খেলোয়াড় নেই, খেলবে কার সাথে'!
অনেক ছাগু তাড়ককে বেকার করার দায়ে, মডারেটরের বিচার চাই (যদি মডারেটরই এই কাজ করে)।
আচ্ছা আপনি খুব দুঃখ পেয়েছেন, না!! আহারে।
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৯:৪৮

হুদা ইসলাম,

দয়া করে ব্লগে গুজব ছড়াবেন না।

ইবনে সালাম,

আইজুদ্দিন ব্যান হইছে, তাইলে কি আইজুদ্দিন "ইসলামপন্থী এবং দেশপ্রেমী ব্লগার " ব্লগার ছিলেন। বিষয়টা কেমন গোলামেলে মনে হচ্ছে। আপনি একানেও কি ধর্ম নিয়ে রাজনীতির একটা পাঁয়তারা করছেন?
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৯:৫৮

সত্যি!!
আপনি কিভাবে জানলেন?
ত্রিভুজ কি আপনাকে বলেছে?


comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:১১:১০

ত্রিভুজ ভাই আপনি পোষ্ট দিয়ে সকল বিভ্রান্তির অবসান করুন
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:১১:৩৯

রাজাকার।
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:১৮:১০

অহেতুক গুজবের জন্য আপনাকে ০ দিলাম... হি হি হি
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৩:৫৩

এস্কিমো ভাল মানুষ সাজার এই প্রবণতা আপনার কবে থেকে ? সুবিধা না দেখলে সময়মত সটকে পড়েন , অবাক লাগে
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:৪১

পুষ্প ত্রিভুজ ভাই এর আত্নীয়।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৯:৫৩

পুস্প কেটায় ?
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:০৮

কণা
comment by: মুকুল বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৭:৪৬

অহেতুক গুজবের জন্য ১ দিলাম।
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৮:৩৩

সত্যি? ত্রিভুজ ব্যান?

আমিও ব্ল্যাক লিস্টেড? আমাকেও ব্যান করে দিবে?

কিছুই বুঝতেছি না। ধুৎ।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৪:১৫

মুন আপায় কেমুন আছেন ?
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৯:১৯

মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৩:৫৩
এস্কিমো ভাল মানুষ সাজার এই প্রবণতা আপনার কবে থেকে ? সুবিধা না দেখলে সময়মত সটকে পড়েন , অবাক লাগে

- ঘটনা কি মেহরাব, সব কিছু বাদ দিয়ে আপনি আমার পিছনে লাগার চেষ্টা করছেন? আগেও একটা অফেনসিভ কমেন্ট করেছেন আমার ব্লগে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে চাচ্ছেন কেন?
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০০:২৭

এস্কিমো , মনে হতে পারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া , কিন্তু মোটেও তা না ।
১। আপনি চরমভাবে একচোখা নীতি ফলো করেন , এটা আপনি নিজেও জানেন , যেহেতু নীতির প্রচারে নেমেছেন , আশা করি সব ক্ষেত্রেই নীতিবানের পরিচয় দেবেন ।
২। অন্যকে question করে সেটার answer না পাওয়া পর্যন্ত আপনি ব্লগ গরম করে ফেলেন , কিন্তু আমার দু'টো question এর জবাব পরে দিব বলেও দেননি ।
৩। আর ব্লগে আসার পর , আপনাকে দেখতাম রাতভর গালাগালি করতে , তার উপর আপনি বুয়েট তাই আপনার জিনিসগুলো বেশি হয়তো চোখে পড়ে
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০২:৪৩

১ দিলাম।
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৩:৩৩

অফেন্সিভ ? অদ্ভূত এস্কিমো , আর আপনি যে অকথ্য গালাগালি করতেন , তা কি?আমার অফেন্সিভ কমেন্টের প্রমাণ দেখান
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৫:৪৮

কেন বুয়েটের পুলাপানের গালি কি চিকচিক করে যে চোখে পড়ে বেশী @ শারিয়ার
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৯:৫১

হাসিব ভাই , মনে নাই বুয়েট নিয়ে একবার কি তুলকালাম হইল :)
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১২:১৬

সরি , ত্রিভুজের ব্যান হওয়া নিয়ে আলোচনাটা ট্র্যাকের বাইরে চলে গেছে , আশা করি আবার ট্র্যাকে ফিরে আসবে
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৩:২৮

এইবার বুঝা গেছে । কুথায় পড়ালেখা করছেন শাহরিয়ার ?
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৯:৫৮

মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৩:৩৩
অফেন্সিভ ? অদ্ভূত এস্কিমো , আর আপনি যে অকথ্য গালাগালি করতেন , তা কি?

- মেহরাব, এটা একটা চ্যালেঞ্জ, আপনি আমার দেওয়া একটা গালি এখানে পেস্ট করুন।

বাকী অংশ পরে হবে।

comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৩:৪০

এস্কিমো বাদ দেন তো এ বেয়াদপ পোলাটার সাথে অর্থহীন কথা বার্তা
comment by: ইেলারা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৫:৪৮

ত্রিভুজ টা কে??
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:২৪

অনেক দিন যাবত দেখি বেচারা আমার পিছনে পিছনে হাটছে।

একটা ভিন্ন নিকে সম্ভবত ও আমাকে একটা গালি দিয়েছিল। গা করিনি। @নাম্বারহীন

সময় মতো সব প্রশ্নের উত্তর পাবেন। @মেহরাব
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:২৭

আমার এত সময় নাই চ্যালানজানোর , 13th week চলতেছে , জানেনই তো কি অবস্থা , গতকাল থেকে টানা অ্যাসাইনমেন্ট করতেছি , মাঝে ৫/১০ মিনিট ব্লগে , challenge করাতো আপনার নিয়মিত technique । সময় পেলে অবশ্যই খুজে বের করে পোস্ট করব , আজ রাতে কাজ আছে , সকালে submission
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩১:৪৩

ভয় পেয়েছে বেচারা।
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:১৩

আরে পোলা বুয়েটে পড়ে ভাবে সে একটা হনু আরে আমরা কিচু কইনা মাগার ডিগ্রি যা আচে, নিতে হইলে আরো তিন বার জন্মাইতে হইবেক পোলাপাইনের
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:১৫

ঠিক আছে...আমার তাড়াহুড়া নেই। যতক্ষন না এইটা প্রমান করতে না পারছেন যে ব্লগে আমি গালাগালি করেছি - ততক্ষন দয়া করে অফ থাকেন।

বেশী স্মার্টনেস না দেখানোই ভাল। অবশ্য কাজিনের সাথে হলে বিষয়টা আলাদা...সেখানেতো একটু এক্সট্রা স্মার্টনেস লাগবেই...কি বলেন ? গুড লাক
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৮:২৪

গালাগালি তাইলে এক্সট্রা ইসমার্টনেস? খাইসে!!!!
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪২:২১

নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:১৩
আরে পোলা বুয়েটে পড়ে ভাবে সে একটা হনু আরে আমরা কিচু কইনা মাগার ডিগ্রি যা আচে, নিতে হইলে আরো তিন বার জন্মাইতে হইবেক পোলাপাইনের!

দেখা গেল "নাম্বারহীন" ই নিজেরে কি একটা হনু মনে করে। কারন তার মত হইতে হইলে নাকি তিনবার জন্মাইতে হয়!
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪২:২৮

ত্রিভুজ ব্যান হলে আমি মিলাদ দিমু । মাজারে শিরনি দিমু । আর কে কি দিবেন আওয়াজ তুলেন ।
আমার ধূসর ছায়া নিক দিয়ে তো আমি লগইন করতে পারি না । কিন্তু আমার ব্লগে কমেন্ট করলে ঠিকই হোমপেজে আসে । খিয়াল কইরা ।
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৪:০৯

আমি তো হনুমানের ছবি দিয়া স্বীকার করসি আমি হনু ঘোড়ার ডিম
comment by: হুদা ইসলাম বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৭:০৮

আমার ব্লকে বাজে কথা বলবেন না।



তিরিভুজের ১০০১টি নিকের মধ্যে আরেকটি "ইবনে সালাম" বলেচেন,

ত্রিভুজ ব্যান!!!!!
২০০৭-০৯-২১ ২৩:১৬:৩১

এইমাত্র ত্রিভুজের পরিচিত একজন আমাকে মেইল করে জানালো যে, ত্রিভুজকে ব্যান করা হয়েছে। ত্রিভুজের সাথে যোগাযোগের উপায় কি? আপনারা কি জানেন ? ত্রিভুজকে কেন ব্যান করবো। আশ্চর্য !!!

সামহোয়ারের একজন শ্রেষ্ঠ ব্লগার হবার পরো তাকে যদি সত্যিই ব্যান করা হয়ে থাকে তাহলে সেটা হবে সবচেয়ে দুঃখজনক।

রেটিং:৩.০/৮
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৩৬টি মন্তব্য
* ২৫১বার পঠিত


comment by: চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৩:২৪

যদি ঘটনা সত্যি হয় তবে তা হবে আসলেই দুঃখ জনক!!!!!
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৪:৪০

চতুরভূজ কি জানেন ত্রিভুজ আসলেই ব্যান কিনা ?
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:০৭

আমার কাছে ত্রিভুজের ফোন নাম্বার আছে। কিন্তু ফোন বন্ধ। ব্লগে ফোন নাম্বার দেয়া কি ঠিক হবে?

ব্যান করবে কেন?
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:১০

দুঃখজনক
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৮:১৮

আপনি জেনে বলছেন তো? (চিন্তিত...)

কিভাবে জানেন আপনি?
comment by: চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৯:১২

ইবনে সালাম, আমি এ ব্যাপারে জানিনা কিছুই। তবে ব্যান না হবার সম্ভাবনাই বেশি। তাকে একটা মেইল করে দেখতে পারেন।

ফোন নাম্বার ব্লগে না দেয়াই উচিত হবে।
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৯:৫৫

আচ্ছা, ত্রিভুজ কে ব্যান করার মত আসলেই কি কিছু ঘটেছে?

কেউ কি কিছু জানেন?
comment by: পাহাড় বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৩:০৫

আমি ব্লগে আিস না, তবে ত্রিভুজ ভাইকে ব্যানড করার প্রতিবাদ করার জন্য আজেক আসলাম। এটা অন্যায হইছে। ের প্রতিবাদ করতে হবে। ত্রিভুজকে আনব্যানড করা দরকার।
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৩:১৮

এখন ব্যান করার তেমন কোন কারণ লাগে না। ত্রিভুজ যেহেতু আশরাফ রহমানকে আনব্যান করার মত দাবী তুলেছে সেহেতু তাকে ব্যান করা হতে পারে। যদি তাই হয় তাহলে এটা হবে সামহোয়ারের বিমাতাসুলভ আচরণ । আশরাফের উপর একটা অবিচারের প্রতিবাদ করতে গিয়ে ত্রিভুজ ব্যান হলে তা সামহোয়ারের সকল ব্লগারের জন্য অপমানজনক।
comment by: পাহাড় বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:১৬

একমত। আপনারা সবাই প্রতিবদাে যোগ দিন।
comment by: হমপগ্র বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:৪৮

্ত্রিভুজ ভাইয়ের পোষ্টগুলো পড়েছি। সেখানে এমন কিছু নাই যে তাকে ব্যান করেতে হবে।
নিশ্চিন্ত থাকুন সবাই।
যদিও আমার খুব চিন্তা হচ্ছে!
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৭:০২

বাইতুল মুকাররমে আগামী শুক্রবার প্রতিবাদ সমাবেশ করে সামহয়ার কার্যালয় অভিমুখে কাফেলা শুরু করা যায় । ত্রিভুজ ভাইকে কেউ বলেন উনার এমএসএনে ১২০০+ বন্ধুদের সবাইকে খবর দিতে ।
comment by: আইরিন সুলতানা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৭:১৭

ব্যান করা হয়ে থাকলে তা খুবই দুঃখজনক এবং অেনক ব্লগারই ব্লগে আসতে নিরুতসাহিত হবে ...
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪০:৩২

ব্যান্ড ??
আমি ব্যান ব্যান খেলুম । :-/
ভাইজান এই গুজবটা কই থেকে আইলো বলতে পারেন ??
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৭:৫১

শাওন মিয়া, ত্রিভুজ সমর্থকদের সবাইকে এই খেলায় অংশ নেয়ার ব্যবস্থা করা আছে । তুমিও বাদ পড়বানা আশাকরি।
comment by: পাশা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৫২:১১

ব্যান করলে আসলেই দুঃখজনক ঘটনা।
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৭:৪৫

ত্রিভুজ কি ঘুমায় নাকি? তাকে ব্যান্ড করার মতো কিছু ঘটছে বলেই তো মনে হলো না। সে এসে ক্লিয়ার করে দিলেই তো ল্যাঠা চুকে যায়। গুজবের অবসান হয়।
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৯:৩৯

মুনাপু রাইট :)
comment by: স্বপ্নময় বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২২:৪৪

তো কি হইছে?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৮:২৬

তাই তো কি হইছে ? :|
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৫:০৮

আসলেই তো! স্বপ্নময়ের তো কিসু হয় নাই। স্বপ্নময় তো বিয়াই করে নাই.. হইবো ক্যামতে!
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৫:২৯

ত্রিভুজ ভাই তো হিজবুল তাওহীদের সদস্য বলে ছিলাম, মিছিলে গিয়ে আহত হন নি তো
comment by: ইেলারা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৬:০৯

কেউ কি বলবেন, ত্রিভুজ টা কে?
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৪৮:০৮

এ ব্লগের নেতা এবং শ্রেষ্ট ব্লগার।
comment by: ইেলারা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৩:২৯

ব্লগের আবার নেতা কি? উনার পার্টির নাম? শ্রেষ্ঠ ব্লগার উপাধি পেতে কত টুকু বিদ্যের প্রয়োজন?
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৩:৩৭

আহারে এতো প্রজেক্টের খবর আমরা জানবো কেমনে যদি ত্রিভুজ ব্যান হয়ে যায় !!!! আমি তীব্র প্রতিবাদ জানাই ।
comment by: নাদান বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৫:২৯

উনার পার্টির নাম ছাগু পার্টি।
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৬:৩৫

সারোয়ার ভাই এর নতুন নিক ইেলারা।
comment by: স্বপ্নময় বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৭:১৭

কিছু হওয়াতে হলে বিয়ে করতে হয়! আজকাই জানলাম। কেন ভাই, বিদেশে শুনি মা আছে পোলার, বাপের নাই খোঁজ!

ত্রিভুজের রেস্ট দরকার। যদি সত্যিই সে ব্যান হয়ে থাকে তবে ঐ ব্যানকে আমরা ইনজুরী হিসাবে মেনে নিতে সম্মত আছি

কি বলে বাদ বাকী সবাই?
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৯:১৮

আপনাকে সবজান্তা হতে হবে
comment by: ঠোটকাটা ব্লগার বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৫:৩৫

আমি তো শুনি বহু লোকের সাথেই ত্রিভুজের ইমেইল যোগাযোগ আছে।উনি তো প্রায়ই বলেন যে উনি বহু বহু মেইল পান।
সুতরাং তার সাথে যোগাযোগ করা খুব কঠিন বিষয় নয়।
নাকি যারা যারা উনার প্রিয় সেই হুদা ইসলাম ,মুন,ফজলে এলাহী,নাজিরুল,নূরডিইডি'র কাছে তার ইমেইল ঠিকানা নাই?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৭:০৭

সবারই রেস্ট প্রয়োজন ।
সুজনের নতুন পিক দেখলাম । দারূন লাগল ।
comment by: পাতাকুড়ানি বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৮:০৬

কি আজব পোলাপাইন সব!
comment by: স্বপ্নময় বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১২:০৮

ফেসবুকে? হুম, ভালাই আছে পোলা। একটু লোনলী, এই যা। লোনলীতো আমরা সবাই, নতুন আর কি?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৪:৩২

শহুরে ফ্রেন্ড আর ভিলেজ ফ্রেন্ডের মধ্যের তফাৎ টা ইন্টারেস্টিং ।
কিন্তু দুটিই অক্সিজেন । কোনটাকে ছাড়তে রাজী নই ।
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৮:০৬

ও পাতাকুড়ানি
কিছু কাঠাল পাতা হবে কি
তোমার বস্তায়?
আমাদের এক ছাগল
আছে, সে খাবে
যত দাও, দিবে কি সস্তায়?



তিরিভুজের ছাগিরাম গাড়লফেরেন্ডো (যাকে অনেকে তিরিভুজের ১০০১ টি নিকের আরেকটি বলিয়া ছন্দেহ করেন) "তাহসিন সাঈদা মুন" বলেচেন,


ঘটনা কি? ত্রিভুজ ব্যান!!! গুজব না সত্যি?!!!
২০০৭-০৯-২২ ০০:০০:২৩


ত্রিভুজ ব্যান?

এটা কি সত্যি?

একবার শুনি হিজিবিজিহিজিবিজি ব্লগ ব্যান।

এখন শুনছি ত্রিভুজ ব্লগও ব্যান।

কেমনে কি?

সামহ্যোয়ারইনব্লগ কর্তৃপক্ষ প্লিজ ক্লিয়ার করুন।

যদি ব্যান হয় তবে কেন?

আমি গুজব বিশ্বাস করি না। সামহ্যোয়ারইনব্লগ কর্তৃপক্ষকে পক্ষপাতদুষ্ট হিসেবেও মনে করি না। কারন এখানকার অনেক ডেভেলপারকে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা খুব ভালো মানুষ। কিন্তু যা শুনছি বা দেখছি তাতে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি।
কর্তৃপক্ষ প্লিজ বিষয়টা ক্লিয়ার করবেন তাড়াতাড়ি? এইসব ফালতু গুজব আরও ছড়ানোর আগেই।

রেটিং:৩.০/৮
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৯টি মন্তব্য
* ২৫৪বার পঠিত

comment by: রাজনীতিক বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৪:২৫

সহমত। তবে আশরাফের আনব্যান চেয়ে পোষ্ট দেয়ার কারণে ত্রিভুজকে ব্যান করা হতে পারে । দেখি কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখতে পারে কিনা ।
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৫:২৬

এটা সাময়িক পোস্ট। পরে মুছে ফেলব। শুধু বিভ্রান্তি এড়াতে পোস্টটা করলাম। গুজব ভাল্লাগে না।
comment by: বন্ধনহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৬:৩৯

কাঠাল পাতায় ব্লগভূমি ঢেকে গেছে।
কাদের ভিড় দেখা যাচ্ছে ঔখানে?
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৬:৩৯

মুন আপায় কেমুন আছেন ?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৭:১৫

আগে ৫ ।
পরের কথা হলো , কারর আনব্যান চেয়ে পোস্ট দিলে ব্যান হবে এইটা কবে থেকে এই ব্লগে চালু হলো ??
ব্যাপারটা ক্লীয়ার করা দরকার । অন্যরা ব্যান হলে বোঝা যায় যে গালিগালাজের জন্য ব্যান হয়েছে কিন্তু এইটা ঠিক কোন কারণে ব্যান ?? আজিব !!!
comment by: পাশা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৮:২৫

গুজব হলেই ভাল।
comment by: রাজনীতিক বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১০:২৬

এই নীতি ইসলামপন্থীদের জন্য। অরপি ব্যান হবার সময় অসংখ্য পোস্ট হইছে কিন্তু কোন ব্যানের ঘটনা ঘটে নাই এমনি কারো পোস্ট মুছাও হয় নাই। কিন্তু আশরাফের আনব্যান চেয়ে ত্রিভুজের টপরেপেড দুটি পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। তারপরও কোন সংশয় আছে ! @শাওন-
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১০:৩৩

গুজব? হুমম.......
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১১:১৮

আন-ব্যান চেয়ে পোস্ট দিলে ব্যান খাবে কেন? এটা তো ব্লগে অহরহই ঘটে দেখি।
ঠিক বুঝি নাই ভাই রাজনৈতিক। ব্যাপারটা কি?
দুই দুইটা পোস্ট না দেখলে এরকম একটা পোস্ট করতামই না।
ত্রিভুজ কি ঘুমায় নাকি? তাকে ব্যান্ড করার মতো কিছু ঘটছে বলেই তো মনে হলো না। সে এসে ক্লিয়ার করে দিলেই তো ল্যাঠা চুকে যায়। গুজবের অবসান হয়।
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১২:১৯

তাহলে কি ধরে নিতে হবে এটা ইসলাম বিরোধী সাইট
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৪:৩৪

ব্লগের নীতিমালাটা পড়েছেন ? আপনার কোন অভিযোগ/প্রশ্ন থাকলে "কোন সমস্যা" তে গিয়ে প্রশ্ন করুন । খামাখা পোস্ট করে কি লাভ ? ত্রিভুজকে জিজ্ঞেস করে দেখুন । তাহলে তো সব শেষ হয়ে যায় । এ পোস্টটা আমার কাছে উদ্দেশ্যমূলক মনে হচ্ছে । পানি ঘোলা করার অপপ্রয়াস ।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৪:৪২

যদি হয় তাহলে কি করবেন ? @ শাওন
comment by: বন্ধনহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৪:৫২

মুন, ত্রিভুজের নাম্বার থাকলে তাকে একটা ফুন দেন।
comment by: বিষাক্ত মানুষ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৫:০৭

আগে কি এটা ইসলামিক সইট ছিলো !
comment by: বন্ধনহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৯:২১

ত্রিভুজ গতপরশু পরিচয় হওয়া নিউমার্কেটের ঔ মেয়েটার সাথে ডেটিং-এ ব্যস্ত। সে এখন কাঠাল পাতা উৎসবে যোগ দিতে পারবে না।
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২০:৫৯

ত্রিভুজ ভাই না থাকলে ইসলামের মাথায় ঠাঠা পড়বে।
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২১:০২

যদি হয় তাহলে কি করবেন ? @ শাওন
আমি কিন্তু এই পোস্টটাকে ৫ দিছি ।
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২১:০৭

আপনার ব্লগে হইচই না করে আর পরপর পোষ্ট না দিয়ে বরং ত্রিভুজকে একটা ফোন দেন। আর ত্রিভুজের ব্যান বা আনব্যানের সাথে ইসলামের পক্ষে অথবা বিপক্ষে না জড়ানো হয়না।ইসলাম কি খেলনা নাকি?
comment by: ইেলারা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২২:৪২

ত্রিভুজ কে?
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৪:১৯

"ব্লগের নীতিমালাটা পড়েছেন ? আপনার কোন অভিযোগ/প্রশ্ন থাকলে "কোন সমস্যা" তে গিয়ে প্রশ্ন করুন । খামাখা পোস্ট করে কি লাভ ? ত্রিভুজকে জিজ্ঞেস করে দেখুন । তাহলে তো সব শেষ হয়ে যায় । এ পোস্টটা আমার কাছে উদ্দেশ্যমূলক মনে হচ্ছে । পানি ঘোলা করার অপপ্রয়াস ।"

জল রং এই কথা কই আছিলো এস্কিমো আর ঠোট কাটার পোষ্টের সময়?
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৪:৫১

ত্রিভুজ ভাই না থাকলে জামায়াতে ইসলামের মাথায় ঠাঠা পড়বে।
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৪:৫৪

কিছুই করবা না হাসিব । যেভাবে লিখে আসছি সেভাবেই চালিয়ে যাব । মাই জান সাম ইন ব্লগ :)
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:৩৮

আরে ঠোটকাটা আর এস্কিমো তো কোন সমস্যা বা অভিযোগ বলেনাই। একটা ছিল আলোচনা কেন আশরাফের মতো ব্লগ সোসাল ব্লগিং এর জন্য ক্ষতিকর আর এস্কিমো সব ব্লগারকরে অভিযোগ জানাতে বলেছিল আশরাফের সম্পর্কে সেখানে তো কাউরে ব্যান বা আনব্যান করতে কয়নাই
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৮:৫৯

এই কমেন্টগুলো পড়ে আমি সত্যিই বিভ্রান্ত হয়ে গেলাম।
আমি ভাবছিলাম গুজব। তাই ভাবলাম এটার অবসান হওয়া দরকার। তাই পোস্ট দিসি।

ভালো বুদ্ধি জল রং। সেইটাই করি। ধন্যবাদ সবাইকে।
comment by: আইরিন সুলতানা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩১:৫৭

ব্যাপারটা আসলেই ভাবার মত....আসলে হচ্ছেটা কি ? ব্লগে জরুরী অবস্থা চালু হলো নাকি !!!
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৩:৪৪

ত্রিভুজ ভাই না থাকলে রাজাকারদের মাথায় ঠাঠা পড়বে।
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:২৫

হি হি হি... আইরিন সুলতানা ভাল বলেছেন... মার্শাল ল' চলছে বোধহয়...
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪০:৩৫

মুন আমি শুনেছিলাম উনি হিজবুত তাওহীদের সদস্য, মিছিলে গিয়ে আহত হন নি তো?
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৫:০৭

আরে! তাই নাকি!!

হাসপাতাল, ক্লিনিকগুলোতে খোঁজ নিয়েছেন?
আপডেট জানান প্লিজ... @নাম্বারহীন
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৬:৪০

সে তো আমি জানিনা আমার কাছে ফোন নাম্বার নেই। মুন আপু তো ওনার ভালো বন্ধু
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৪৮:৪০

সাংবাদিক ভাইয়েরা কই ? একটু খোঁজ নেন তো ত্রিভুজ ভাইজানের কোন হাসপাতালে ? নাতাশা আপুর একটা পোস্ট আশা করছি সার্বিক পরিস্থিতির উপর নিয়ে । নাতাশা আপু আওয়াজ দিয়েন ।
comment by: নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৪৮:৪৩

কি জানি হতেও পারে। আজকাল ব্লগের মতি গতি বুঝা যায় না। আমারেও ব্যান করতে পারে কোন কারণ ছারাই। ব্যান করলে আর নতুন নিক নিয়ে আসবো না।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫১:৩১

নাজিরুল মুবাইল নিয়া একটু পন্ডিতি করেন ।
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৭:৩৫

ত্রিভুজের মোবাইল নাম্বার দেন । আমরা একটু ট্রাই মারি । ত্রিভুজের বন্ধুরা গেল কই ?
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০২:৩৩

http://www.somewhereinblog.net/blog/trivuzblog/ @ ইলোরা
comment by: ঠোটকাটা ব্লগার বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৪:৩৫

আমি তো শুনি বহু লোকের সাথেই ত্রিভুজের ইমেইল যোগাযোগ আছে।উনি তো প্রায়ই বলেন যে উনি বহু বহু মেইল পান।
সুতরাং তার সাথে যোগাযোগ করা খুব কঠিন বিষয় নয়।
নাকি যারা যারা উনার প্রিয় সেই হুদা ইসলাম ,মুন,ফজলে এলাহী,নাজিরুল,নূরডিইডি'র কাছে তার ইমেইল ঠিকানা নাই?
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৪:৫১

ত্রিভুজ ভাই।
আপনি কোথায়।ব্লগে ফাইটিং চলছে আপনাকে নিয়ে।
আপনি এসে ফাইটিং বন্ধ করে দিন।৫
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৫:২৮

মুনের সাথে কি নাকি কি কি শিখতো ত্রিভুজ ? উনিও কি ১২০০+ এমএসএন বাডির লিস্টে নাই !
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৫:৩২

হাসিব তোমার ফ্লিকারের পিক গুলা দারুন । বিশেষ করে গ্রিল পার্টির :)
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৬:১৩

মাহমুদ রহমানরে দেখা যাইতেছে না । ঘটুনা কি ?
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৩:৫৪

ত্রিভুজ ব্যান হলে তো বহু লোক বেকার হয়ে পড়বে। অনেকগুলো নিকের অপমৃত্যু ঘটবে। এরমধ্যে দুয়েকটার কথা বলতে পারি.... অশ্রু, ডঃ ফচটাচ, আর এরকম কে আছেন।
ত্রিভুজ ভাই, আপনার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। সত্যিই আপনি বড় মজলুম ছিলেন। অনেক অত্যাচার সহ্য করেছেন। বিনা কারণে শুধু ইসলামকে ভালবেসেছেন বলে অনেকগুলি আজেবাজে নামে আপনাকে ডাকা হয়েছে, অনেক বিশ্রী গালি শুনতে হয়েছে। মজলুমের পক্ষে আল্লাহ আছেন। আপনি তার উপর ভরসা করুন। নিঃসন্দেহে উত্তম প্রতিদান পাবেন।
আমার আসলে কিছু করার নেই। এভাবে কষ্টার্জিত কিছু বক্তব্য দেয়া ছাড়া। ক্ষমা করবেন। আর যদি ব্যান না হন তাহলে অবস্থান পরিস্কার করুন।
আপনাকে খুব মিস করব।
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৪:১১

হয়ত ত্রিভুজ নিজেই একটা বাংলা ব্লগ খুলবেন।
তাই তার খোজ নাই।
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৪:২৩

ব্লগে গুজব ছড়াচ্ছেন কেন? কর্তৃপক্ষ কাউকে ব্যান অযথা করে না। ত্রিভুজ যেভাবে ব্যক্তিআক্রমন করে অভ্যস্ত সে ব্যন হলে আশ্চর্য হবো না।
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৬:৫৭

অশ্রুরেও দেখা যাইতেছে না । ঘটনা কি ?
comment by: ফখরুদ্দীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৯:৪৭

উনি সেলফ সেন্সরশিপ এ আছেন, তাই আপাতত আসছেন না, আপনারা ধর্য্য ধরেন, আপানাদের পীর সময়মত উদয় হবেন।
comment by: ঠোটকাটা ব্লগার বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:২০:১০

মাহমুদ রহমান,আপনি একটি সামান্য ব্যনের (যদি হয়ে থাকে)সাথে ইসলামকে মেশাচ্ছেন কেন?
ত্রিভুজের এই মাসের ১৫টা পোস্টের মাঝে কোনটা ইসলামপ্রেমী?
# সেপ্টেম্বর,২০০৭(১৫)
* খুব সাদাসিদা একটা দাবী..... (ত্রিভুজ)
* বাংলাদেশ জিতে যাওয়ার একটা সম্ভবনা তৈরি হয়েছে.... সবাই দোয়া করুন..
* টু সামহোয়্যারইন কতৃপক্ষ.... যে আশরাফ রহমান আপনাদের পরিনতি 'প্রথম আলো'র মত হওয়া থেকে বাঁচালেন তাকেই ব্যান করলেন?
* আমাদের লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক নিরাপত্তাহীনতা (প্রথম পর্ব)
* রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা (৩): প্রাথমিক রূপ রেখা....
* রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা (২)
* রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা : প্রাথমিক পর্ব
* প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য ও আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া.... (ত্রিভুজ)
* গ্রামীনের ইন্টারনেটে গুগলের সার্ভিস একসেসে সমস্যা ও সমাধান
* ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করা হচ্ছে? স্বাগত! স্বাগত!!
* অনেকদিন পর একটু খৈ ভাজতে ইচ্ছে করছে.. (ত্রিভুজ)
* 'সিএসবি' চ্যানেল বন্ধ করে দেয়াটা সমর্থনযোগ্য নয়...
* মাঝে মাঝে বিটলামী করতে ভালই লাগে...
* ৪ সেপ্টেম্বর, ০৭: যায়যায় দিনে একদিন....
* ৩ সেপ্টেম্বর, ২০০৭ : ইজি কাজে বিজি একজন যখন অবসরে...
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:২০:২৯

অশ্রু লোকটা আরবীয় লোকদের ইমেজ ব্যবহার করে।মুখোশ পরিহিত,ভন্ড।সবাই তাকে বর্জন করুন।
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:২১:৪৭

ওর প্রোফাইলে ছবিটা আরবীয় নাকি? আমি তো ভেবেছিলাম পাকিস্তানী
comment by: পাতাকুড়ানি বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:২১:৫৮

"সামহ্যোয়ারইনব্লগ কর্তৃপক্ষকে পক্ষপাতদুষ্ট হিসেবেও মনে করি না" - ব্যক্তিগতভাবে চেনো বলেই এমন মনে হচ্ছে তোমার।
..তোমাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি, না চিনলে বলতাম - "তুমি কোন দুনিয়ায় আছো?"
যাইহোক, ভালো থেকো। এ ব্যাপারে আর কোন কমেন্ট করার আর কোনই ইচ্ছা নাই..





তিরিভুজ ভাই এ জাতির সেরা ছাগল, তিনি জনগণের নয়ানের মনি, তাকে অবিলম্বে আবার ছাগলামি করার সুযুগ দেয়া হোক!

ভুলে যাবেন না ছামো কতৃপক্ষ, তিরিভুজ ভাইয়ের নিজের ওয়েবছাইটে বলগানোর সুযুগ আচে। আপনারা চাঞ্ছ না দিলে তিনি সেইখানে অবিরাম ছাগলামি করতে পারবেন!!

Thursday, September 20, 2007

একটি ছাগুবিক ছাইঞ্ছ পিকষন

ছাগুরামের নতুন সাঙ্গাৎ শিশু ছাগু কায়েছ মামুদ এককান ছাইঞ্ছ পিকষন লিকেচেন। লগে ছবিও দিয়াচেন। কপাল ভালু নিলু ভাই চান্দে থিকা ফিরা আসার পর লুঙ্গি পিন্দন শুরু করছে, লুঙ্গি পিন্দা চান্দে যান নাই। তাইলে ফুটুকটা ভালু আসত না।

গুলাম নবীর সাতে যুগাযুগ করা দরকার। উনার একটা সাক্কাৎকার লইতে হইব ছাগুপন্দার পক্ক থিকা। যদিও সার্চ কইরা এই নামে নাকি কাউরে অক্সফুডে পাওয়া যায় নাই। উনি মনে হয় অন্য কুনু দেশে লুঙ্গি পরা নভুচারি খুজতে বাইর হইছেন।

ছাগুগো কিলাবের নতুন সদস কায়েছ মামুদরে প্রান্ঢালা অবিনন্দন।




আযানের কারিশমা ও× প্রথম নভচারী নীল আর্মস্টংয়ের ইসলাম ধর্ম গ্রহনের কাহিনী।
২০০৭-০৯-১৯ ১৯:৪১:৩৫


বিশিষ্ট নভোচারী নীল আর্মস্টং আযানের আলৌকিক শব্দ শুনে মুগ্ধ হয়ে ইসলা ধর্ম গ্রহন করেছেন।অক্সফোর্ড ইউনিভার্সিটির ফিজিক্সের অধ্যাপক ড.গোলাম নবী গত এক বছর আগে ক্যালিফোর্নিয়ার বোষ্টন শহরে নভোচারী নীল আর্মষ্টং এর সাক্ষাতে যান।চাঁদের এই প্রথম সফল অভিযানকারীকে তিনি লুঙ্গি ও পাগড়ি পরা অবস্থায় দেখে অবাক হয়ে যান।তার তাদের মধ্যে যা কথা হয় তা হল।
ড:গোলাম নবীঃআপনি ইসলা ধর্ম গ্রহন করেছেন এ ঘটনা কি সত্যি?
এবং কি কারনে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
নীল আর্মষ্টং বললেন,হ্যা আমি ইসলাম ধর্ম গ্রহন করেছি।
চাঁদের অভিযানের সময় যখন আমি "সাউন্ড বেরিয়ার" এ পৌছি তখন হঠাত্ত আরবি ভাষার কয়েক টি শব্দ শুনতে পাই।
যা আমার বোঝার কথা ছিলনা।আমি বিস্ময়ে হতবাক হয়ে যাই।এখানে এই আওয়াজ কোথা থেকে এল।চাঁদের অভিযান থেকে আসার পর ও আমার বিস্ময় কাটেনি।
ফিরে আসা পর ডাক্তার আমার মধ্যে এক ধরনের অন্যমনস্কতা দেখতে পেয়ে আমাকে আমার পরিবারের কাছে পাটিয়ে দেন।তখনো ভোরের পূর্ন উদয় হয়নি।আমি গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম।তখন একটা মসজিদ থেকে সেই আওয়াজ শুনতে পেলাম।আমি গাড়ি থামিয়ে মসজিদে প্রবেশ করলাম।যে ব্যাক্তি আযান দিচ্ছিল তাকে খুজে বের করে পুনরায় আযান দেওয়ার জন্য বললাম।পুরো আযান রেকর্ডারে তুলে নিলাম।যখন পুরোপুরি নিশ্চিত হলাম এটাই আমি চাঁদের অভিযানের সময়
"সাউন্ড বেরিয়ার"এ শুনতে পেয়েছি।আর কাল বিলম্ব না করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।




গির্জা অবশ্য পরে আমার বিরুদ্বে বাজে কথা ছড়িয়াছে যা, আমি পাগল হয়ে গেছি।কিন্তু আমি পাগল হ্য়নি।তাদের চেয়ে শতগুন বেশি সুস্থ আছি।
আল্লাহর কৃপায় এ পর্যন্ত ১০৬ কে মুসলমান বানিয়েছি।
গোলাম নবী পরে বললেন,
আপনার এই বক্ত্যব্য গুলো যদি নিজের হাতে লিখে দিতেন তাহলে অন্যের কাছে প্রকাশ করলে আমি আর মিথ্যার দাবীদার বলে অভিযুক্ত হবোনা।
নীল আর্মস্টং তখন নিজের হাতে লিখে দিলেন।

সূত্র:
বেদার ডাইজেষ্ট।
সংখ্যা.জানুয়ারি,২০০৬।

নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২০ ২১:০০:৩২
কি মুসলমান সব কমেন্ট মুছচো কেন?

আরশাদ রহমান বলেছেন :
২০০৭-০৯-২০ ২১:২০:১০
আজব!! আমিতি খারাপ কিছু মন্তব্য করিনি। আমি শুধু বলেছিলাম যে আপনি যে লিন্কটা দিয়েছিলেন সেখানেই লেখা আছে ব্যাপেরটা গুজব। আর নভচারী নামের বানানটা ঠিক করতে বলেছিলাম। তারপরেও মুছে দিলেন!

নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২০ ২১:২১:১৯
হা হা কায়েস মাহমুদের মত মানুষের জন্য ইসলাম ধর্ম সম্পর্কে লোকের খারাপ ধারনা জন্মায়

আরশাদ রহমান বলেছেন :
২০০৭-০৯-২০ ২১:৩০:২০
নীল আর্মস্ট্রং চাঁদে যাওয়া নিয়ে অনেক কৌতুক আছে। যেমন সাউথ ইন্ডিয়ান কৌতুক হচ্ছে আমেরিকানরা চাঁদে গিয়ে দেখে এক ভারতীয়। দেখেতো অবাক, বলে তুমি এখানে কি ভাবে। লোকটি বলে সে থাকে সাউথ ইন্ডিয়ান এক মালিকের মোটেলে। নোয়াখালির লোক নিয়ে কি একটা কৌতুক আছে। লুঙ্গি ও পাগড়ি ওয়ালা লোকটা কোন দেশের? লুঙ্গিতো পড়ে ভারত উপমহাদেশ আর আফ্রিকাতে।

রাগিব বলেছেন :
২০০৭-০৯-২০ ২২:১২:৫০
ব্যাপারটা কী, আমিও বুঝলাম না। আমার কমেন্টে তো কেবল দেখানো হয়েছিলো, এই ধরণের মিথ্যাকে প্রচার করা ইসলাম ধর্মকে অবমাননা করার শামিল। আমাদের ধর্ম মহান এবং পবিত্র - তাতে কে যোগ দিয়েছে বা না দিয়েছে, তা নিয়ে মিথ্যা প্রচারণা চালালে সেটা সবার কাছে আমাদের ধর্মের মহিমাকেই খাটো করে ফেলে। (ও হ্যাঁ, "ডঃ গোলাম নবী" অক্সফোর্ডের কোন ডিপার্টমেন্টে আছেন? উনার কোনো ওয়েবসাইট পেলাম না ঐখানে সার্চ করে। আর আর্মস্ট্রং কি বাংলাদেশী বা সুদানী বা শ্রীলংকান হয়ে যাচ্ছেন যে লুঙ্গি ধরতে হয়েছে? বেচারা!!)

আরশাদ রহমান বলেছেন :
২০০৭-০৯-২০ ২২:২১:৩৩
ভাই আপনি আবার কষ্ট করে সার্চ করছেন?? এই মন্তব্য গুলোও নিশ্চয় মুছে দেয়া হবে।

মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২০ ২২:৩৫:২৫
কমেন্ট চোরা কায়েস মাহমুদ ভাই।

চিলে কোঠার সেপাই বলেছেন :
২০০৭-০৯-২০ ২২:৫৬:৩৩
সাওন্ড প্রোফ অবস্হায় " আরবি ভাষার কয়েক টি শব্দ ... " হা.হা.হা..

@ সহমত রাগিব ভাই।

আসল ট্র্যাপ বলেছেন :
২০০৭-০৯-২০ ২৩:২১:০৬
কমেন্ট চোরা আবাল মাহমুদ।

রাশেদ বলেছেন :
২০০৭-০৯-২১ ০১:০২:৪১
কি তামসা!! আবারো ডিলিট করছে কমেন্ট। এতো কষ্ট কইরা আপনার লাইগা লিঙ্ক বাইর কইরা টাইপ কইরা দিলাম, আর আপনি খালি ডিলিট মারতেছেন! আজব। ডিলিট কইরা তো প্রমাণ করতেছেন, যা লিখছেন তা ভুয়া, সেইটা নিজেও বুঝতেছেন।

Wednesday, September 19, 2007

ছাগুদের কান্ড

পরথম আলুর আল্পিনে একটা কাটুন লইয়া মল্লারা কি নাচনকুদনই করতাসে। কিন্তু ঐ একই কাটুনের কৌতুক ছাপা হইছে মোনাফেক ছাত্রশিবিরের পুলাপাইনগ শিবির শিখানির পথ্রিকা কিশুরকন্টে। পইড়া দেকেন।




প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন
২০০৭-০৯-১৯ ১৬:৫৩:২৩

প্রথম আলোর আলপিনে যে কার্টুন-কাহিনীটি ছাপা হয়েছে, সেটি ধর্মীয় অনুভূতিকে আঘাত করার কারণে গত দু'দিনে অনেক কিছু হয়েছে। ব্লগাররা সবাই সেটি জানেন আশা করি। এর আগেও একই বিষয়বস্তু নিয়ে একটি কৌতুক ছাপা হয়েছিলো ইসলামী ছাত্রশিবিরের পত্রিকা কিশোর কণ্ঠের নভেম্বর ১৯৯৮ সংখ্যার ৮৭ নম্বর পৃষ্ঠায় হাসির বাকসো বিভাগে। ব্লগারদের জন্য সেই পত্রিকার প্রচ্ছদ ও সেই কৌতুকটি মূল পাতা থেকে স্ক্যান করে এখানে তুলে দিলাম। ব্লগারদের জ্ঞাতার্থে আরো জানাচ্ছি, কৌতুকটি পাঠিয়েছিলেন ফেনীর আমিরাবাদ এমএসইসসি মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মাসুদ। ওই সময় কিশোর কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন শিবির নেতা মতিউর রহমান আকন্দ, সম্পাদক ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী সম্পাদক ছিলেন সিরাজুল ইসলাম শাহীন।




কিশুরকন্টের প্রচ্ছদ





হাসির বাস্ক




পরথম আলুর কার্টুন


জামাতশিবিরের কিশুরকন্টেরও তাইলে ডিক্লারসুন বাতিল করতে হইব। পত্রিকার পকাশকসম্বাদগরে গ্যাপতার করা লাগব। হ্যারাও কোটি মুসলিমের দ্বীনি চেতনায় আঘাত করছে।

Monday, September 17, 2007

ছাগুরামের জিয়ারি পরীক্ষা

একদা ছাগুরাম জিয়ারি পরিক্কা দিতে বসচে। জিয়ারি মানে গোট রেকড এগঝাম। কে কত ছাগলামি করতে পারে সেইটা মাপা হয় এই পরিক্কায়। লগে বইচে দুইটা বায়ুলঝিকাল ছাগল। একটা কালা একটা ধলা।

পরিক্কা শেষে জানা গেল ছাগুরাম তিরিভুজ পাইছে ১০০ তে ৯৮, কালা ছাগল পাইছে ৫২, ধলা ছাগল পাইছে ৫৩।

কালা কইতাছে ধলারে, "যাহা ৫২ তাহা ৫৩।"

ধলা কয়, "হ, আইজকা ছাগু বস বগলে বইয়া পরিক্কা দিছে দেইক্কা পাছ কইরা গেছি, নাইলে কোরচেন কইলাম বহুদ কটিন হইচিল!"

কালা কয়, "হ, তিরিভুজ ছাগুদা না থাকলে কারটা দেইহা লিকতাম?"

ধলা কয়, "তিরিভুজ ছাগুরামের মতো ম্যাদাবি ছাগল আর নাইক্কা।"





আহেন দেহি ছাগুরাম কি লিকচিল পরিক্কার খাতায়।




রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা : প্রাথমিক পর্ব
২০০৭-০৯-১৪ ২০:২২:১৭

আমরা যে বিশ্বে বাস করছি সেটাকে কি ঠিক বাসযোগ্য পৃথীবি বলা চলে? আমরা যে দিকে এগিয়ে চলছি সেটা কি বাসযোগ্য থাকবে? দিন দিন পরিস্থিতি কি আরো খারাপের দিকে যাচ্ছে না? কিন্তু কেন?


খুব গভীর অনুসন্ধান করলে যেকেউই দেখতে পাবে বর্তমান পৃথীবির এই করুন দশার জন্য দায়ী হিংসা ও ক্ষমতার লোভ। সবাই চাচ্ছে সবাইকে ডমিনেট করতে। হিটলার একদা চেয়েছিলেন পুরো বিশ্ব জার্মানরা শাসন করবে।
বর্তমানে বুশ চায় আমেরিকার কথা মত বিশ্ব চলুক। রাশিয়া চায় তার কথা মত হোক... কেউ গনতন্ত্র কায়েম করতে চায়.. কেউ কমিউনিজম... কেউ ইসলামিক শাসন ব্যবস্থা... ইত্যাদি ইত্যাদি। বুঝাই যাচ্ছে এরা কেউ পুরোপুরি বিজয়ী হতে পারবে না কোনদিন। ফলশ্রুতিতে গোলমালমুক্ত বিশ্ব কোনদিনও সম্ভব হবে না।


কেমন হতো যদি বিশ্বে কোনরকম ডমিনেশনের খেলা না থাকতো? সেটা কিভাবে সম্ভব? আমার মনে হয় বিশ্বে রাজনীতি নামক কোন কিছুর অস্তিত্ব না থাকলেই সেটা সম্ভব।


..(চলবে) ...


রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা (২)
২০০৭-০৯-১৪ ২৩:১২:২২

রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা নিয়ে লেখা প্রথম পোষ্টের মন্তব্যগুলো পড়ার পর মনে হলো একটা ভূমিকা দেয়া দরকার ছিলো। পরে ঠিক করলাম প্রতি পর্বে আলাদা আলাদা করে ভূমিকা থাকবে প্রয়োজন সাপেক্ষে।

লেখাটির প্রথম পর্বে অনেকগুলো পয়েন্ট তুলে ধরবো ভেবেছিলাম। পরে ভাবলাম প্রতিটি পয়েন্ট নিয়ে আলাদা আলাদা আলোচনার অবকাশ রয়েছে। তাই প্রতিটি পয়েন্ট নিয়ে আলাদা আলাদা পোষ্ট হবে। একটা কথা বলে রাখা ভাল যে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো মূলত আমি আমার ডাইরিতে লিখে রাখতে পছন্দ করি। গত কয়েক মাসের বাংলাদেশের পরিস্থিতি থেকে 'রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা'র চিন্তাটা একটু একটু করে জমা হয়েছে মনে। প্রতিটি চিন্তা ও এর বিশ্নেষণ আমার ব্যক্তিগত ডায়রিতে লিপিবদ্ধ করা আছে। বস্তুত চিন্তাটা এখনো খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই কোথাও পাবলিশ করা সমীচিন মনে করিনি। কিন্তু হটাৎ মনে হলো সবার সাথে শেয়ার করা যায়। কারন আমার একার জানার অনেক সীমাবদ্ধতা রয়েছে। সবার চিন্তা ভাবনা ও বিরুদ্ধ মতগুলো হয়তো আমাকে এই বিষয়ে ভাববে আরো সহায়তা করবে। সেই লক্ষেই ব্লগে লিখছি। প্রতিটি লেখাই খুব প্রাথমিক লেভেলের চিন্তাভাবনা ভেবে সেভাবে রেসপন্স করলে ভাল লাগবে। আর ব্লগের সকল শ্রেণীর পাঠকের বুঝার এ অংশগ্রহন করার সুবিধার জন্য লেখাগুলো খুব বেশী কঠিন না করে যতটা সম্ভব সহজ ভাষা ও সহজ উপস্থাপনের চেষ্টা থাকবে।

---------------

পর্ব দুই: রাজনীতি কি খুব গুরুর্ত্বপূর্ন?

অতীত ......:
একবিংশ শতাব্দির এই আমরা নিজেদের খুব জ্ঞানী ও আধুনিক ভাবতে ভালবাসি। এরকমও প্রচার করা হচ্ছে যে সভ্যতা এর আগে কখনো এতটা এগিয়ে যেতে পারেনি। অথচ আমরা জানি অতীতে অনেক বিশাল বিশাল সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের সম্পর্কে আমরা খুব কমই জানি। তাহলে কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমরাই সবচেয়ে ভাল সিষ্টেমে আছি? এই কথাগুলো বলার প্রয়োজন হতো না, কিন্তু আমরা প্রথার বাইরে যেতে খুব ভয় পাই। যেকোন পরিবর্তন আনার আগে প্রথা যে আসলে মানবসৃষ্ট একটি বিষয় সেটা বুঝার প্রয়োজন রয়েছে।

এবার আসি বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থায়। আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থা চলছে কিসের উপর? প্রাচীনকালে যখন পুরো বিশ্বে গুটিকয়েক মানুষ ছিলো তখন একটিই গোত্র ছিল। দিনদিন মানুষ বেড়ে যাওয়ার ফলে সেই গোত্রগুলো ভেঙ্গে অনেকগুলো গোত্র করার প্রয়োজনীয়তা উপলদ্ধি করেছে মানুষ। অনেক সময় বেঁচে থাকার তাগিদেই মানুষকে দল-ছুট হয়ে নতুন দলের সৃষ্টি করতে হয়েছে। অত:পর সেই নতুন দল-গোত্রগুলো নিজেদের বিভিন্ন প্রয়োজনের সাপেক্ষে নিজেদেরে সমাজ গঠন করে নিয়েছে। তাদের সবারই নিজেদের মত একটি সমাজব্যবস্থা তৈরি হয়েছে। মানুষের সেই দলগত সহাবস্থানই কালের বিবর্তনে সমাজ ও রাষ্ট্রের সৃ্ষ্টি করেছে। কিন্তু প্রচীনকালে রাষ্ট্র বলতে আসলে কি বুঝাত? আর এখন রাষ্ট্র বলতে কি বুঝায়? (রাষ্ট্রের কনসেপ্ট যদিও অনেক পরে এসেছে তবুও 'রাষ্ট্র' শব্দটি ব্যবহার করা হলো সবার বুঝার সুবিধার্থে) । একটি রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে এবং সেখানে কি কি বিষয় থাকবে তা নিয়ে মানুষ অনেক গবেষণা করে অনেকগুলো সিষ্টেম দাঁড় করিয়েছে। এবং শেষ পর্যন্ত মানুষের কিভাবে ভাল হবে তা নিয়ে গবেষনা না করে সিষ্টেমগুলো কিভাবে সবারইকে (অনেকটা জোর করেই) মানতে বাধ্য করা যায় তা নিয়ে গবেষনা শুরু হয়েছে।

বর্তমান ......:
পৃথিবী অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে কালের বিবর্তনে। একজন মানুষের প্রয়োজন আরেকজন মানুষের। অথচ সেই মানুষটি পাশের দেশর হলেই আমরা তার প্রতি কেমন যেন বৈরি আচরণ শুরু করি। এই 'পাশের দেশ' বা 'অন্য দেশ' ধারণাটা কিভাবে তৈরি হলো? সবচেয়ে বড় কথা এই ধারনাটা কি আমাদের ভাল করছে না খারাপ করছে?

এতো গেল দু'টো দেশের মধ্যেকার মানুষের সম্পর্ক। একটি দেশের ভেতরেই একটু উঁকি দিয়ে দেখি এবার। যেকোন একটি দেশের অভ্যন্তরিন ব্যবস্থা দেখুন। সেখানেও অসংখ্য বিভক্তি। সেখানে রয়েছে রাজনৈতিক দল নামক অনেক প্রতিষ্ঠান যাদের মূল লক্ষ হওয়া উচিত ছিলো মানুষের জন্য কাজ করা। কিন্তু তারা আসলে কিসের জন্য কাজ করছে?

(এই পর্বের আরো বিস্তারিত আলোচনা পরে আসবে)
---
চিন্তাগুলোর প্রকাশ এখনো খুব এলোমেলো অবস্থায় রয়েছে। ক্রমান্বয়ে এগুলোর একটি সুন্দর ও শক্তিশালী রূপ প্রকাশে সমর্থ হবো ইনশাল্লাহ।


...(চলবে)...


রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা (৩): প্রাথমিক রূপ রেখা....
২০০৭-০৯-১৫ ০৪:০২:৪২

রাজনীতি মুক্তি বিশ্ব নিয়ে লিখতে বসে বেশ বিপাকে পড়েছি। একেকজন একেক দৃষ্টিতে দেখতে শুরু করেছেন লেখাটাকে। তাই আমাকে উপসংহার থেকে শুরু করে ভূমিকার দিকে যেতে হচ্ছে। আমি মূলত এমন একটি সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখছি যেখানে বর্তমানের রাজনৈতিক ব্যবস্থার মত একটি অর্থহীন (আমার মতে) ব্যবস্থা থাকবে না। সেটা যে ঠিক রাজনীতিহীনতা তাও কিন্তু নয়। সুতরাং আমাকে কেউ নেতৃত্ববিরোধী বা রাজনীতির মূল কনসেপ্ট বিরোধী মনে করলে ভুল করবেন। আমি শুধু প্রচলিত রাজনীতির পরিবর্তন করে নতুন ধরনের এক নীতির (যাকে আমি রাজনীতি আখ্যায়িত করতে চাই না) প্রচলনে আগ্রহী। যাই হোক মূল বিষয়ে ফিরে যাই......

------
রাজনীতি মূক্ত বিশ্ব ব্যবস্থার প্রাথমিক রূপরেখা...

বিশাল বড় লেখা ও থিওরীতে অনেকেরই অরুচি আছে। তাই যতটা সম্ভব সংক্ষিপ্তাকারে অনেকটা গল্পের মত করে বর্ননা করার চেষ্টা করি।


ছোট একটি দেশ বাংলাদেশে। ওখানের লোকজন খুব পরিশ্রমী ও চিন্তাশীল হয়ে ওঠছে দিন দিন। সেখানে রাজনৈতিক দল নামক কোন সংগঠনের অস্তিত্ব নেই। ছেলেমেয়েরা সব মন দিয়ে পড়া লেখা করে। অবসর সময়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড ও সমাজ সেবামূলক গ্রুপে কাজ করে। সেইসব ছাত্র ছাত্রীরা পড়ালেখা শেষ করে সরকারী চাকরীতে জয়েন করে। যোগ্যতা অনুযায়ী সবাই প্রমোশন পায় এবং দেশ পরিচালনার সর্বোচ্চ পদগুলোতে অধিষ্ট হয়। তাদের ভেতরের সবচেয়ে যোগ্যজন দেশের সব্বোচ্চ পদে আসীন হয়। এবং বিভিন্ন প্রসাসনিক বিভাগের প্রধানদের নিয়ে গঠিত হয় সব্বোচ্চ কমিটি যারা দেশের বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। এই পদগুলো বেশীরভাগই অনারারী। তাই যারা শুধু মাত্র দেশকে নিয়ে ভাবে ও দেশের ভাল করার চিন্তা করে তারাই এসব পদে আসীন হতে আগ্রহ প্রকাশ করে থাকে। সব্বোচ্চ পদে এসব লোকদের নেয়ার আগে দেশের প্রতি তাদের কন্ট্রিবিউশন খুব ভাল ভাবে মূল্যায়ন করা হয়। সুতরাং অযোগ্য ও দেশপ্রেমহীন লোকের পক্ষে সম্ভব হয়না দেশ পরিচালনা কমিটিতে যোগ দেয়া।


দেশ পরিচালনা কমিটির প্রতিটি কাজকর্ম বুদ্ধিজীবি মহল সর্বদা মনিটর করে থাকেন। এই মহলের সদস্য হলেন দেশের সব্বোচ্চ বিদ্যাপিঠ , অলাভজনক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সংস্কৃতিক সংগঠনের সবচেয়ে যোগ্য ব্যক্তিরা। যেহেতু দেশে কোন রাজনৈতিক পোলারাইজেশন নেই সেহেতু এরা শুধু দেশের স্বার্থেই মতামত প্রদান করে থাকেন। সরকারে কোন ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করতেও এদের একটুও দেরী হয় না। আবার ভাল সিদ্ধান্তেরও প্রসংশা করেন সবাই নিদ্বিধায়।


এই সচেতন বুদ্ধিজীবিদের পাশাপাশি রয়েছে আরো অনেক সামাজিক ও এলাকা ভিত্তিক সংগঠন। এদেরকে সবাই সমাজের সচেতন নাগরিক মহল নামে চিনে থাকে। যাদের মূল কাজ হলো এলাকার উন্নতি সাধন করা, মানুষের কল্যানে কাজ করা, নাগরিক সুযোগ সুবিধা দেখা ইত্যাদি ইত্যাদি। কোন এলাকার প্রতি সরকারের ভ্রুক্ষেপ না থাকলে এসব সংগঠনের কর্মীরা সরকারের দৃষ্টি আকর্ষন করে থাকেন। এই মহলের রান্না ঘরের গৃহীনি থেকে শুরু করে কলেজের প্রফেসর পর্যন্ত রয়েছেন।


এছাড়াও বিভিন্ন ছাত্র ও সুধী মহল রয়েছে যারা মূলত জ্ঞান বিজ্ঞান, শিক্ষা সংস্কৃতি চর্চা করেন। আবার দেশের সর্বোচ্চ ক্ষমতায় কোন স্বৈরশাসকেরও যাতে আবির্ভাব না হয় সেটাও লক্ষ রাখে এই সংগঠনগুলো। তবে যেহেতু এখানে কোন দল বা গোষ্ঠীর অস্তিত্ব নেই সেহেতু লেজুরবৃত্তির আশংকাও কম থাকে।


এরকম আরো অনেক বিষয় রয়েছে যা বাংলাদেশ নামক দেশটিকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছে দিন দিন। সেখানে মানুষ নতুন করে বাঁচতে শিখছে... সেখানে নেই ক্ষমতা দখলের লড়াই.. নেই দেশ উদ্ধার নামে দেশ অচল করে দেয়ার হটকারী কার্যক্রম। সেখানে দলীয় স্বার্থে কেউ দেশের স্বার্থ জলাঞ্জলি দেয় না। .......



(এটি মূলত আমার পরিকল্পিত সিষ্টেমের খুব স্থুল একটি চেহারা। এর অনেক খুটিনাটি দিক ও অনেক ব্যাখ্যা বিশ্লেষন রয়েছে। সিস্টেমটি নিয়ে আমি এখনো ভাবছি... এর সামাজিক, অর্থনৈতিক ও সকল দিকগুলো পর্যাক্রমে তুলে ধরার পর বর্তমান সিষ্টেমের সাথে এর তুলনা করার একটা সুযোগ্ সৃষ্টি হবে। তখনই আসলে সিদ্ধান্তে পৌছনো যাবে যে এটা আসলে কতটা কার্যকরী বা আদৌ কার্যকারিতা রয়েছে কিনা। বলে রাখা ভাল এর একটি আন্তর্জাতিক রুপনিয়েও ভাবছি। একটি পৃথিবীকে রাজনৈতিক সীমারেখা বেধে দিয়ে যে ছোট ছোট খন্ডে বিভক্ত করা হয়েছে সেটা তুলে দেয়ার পক্ষেও আমি। তবে এই কাজ করার আগে জাতিগত দন্দ্ব ও বৈষম্য দূর করতে হবে.. সেটা কিভাবে করা সম্ভব তা নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে... এবিষয়ে অনেক বিস্তারিত ষ্টাডির প্রয়োজন আছে... যাদের ষ্টাডি আছে ভাল তারা নিজেদের চিন্তা ভাবনাগুলো শেয়ার করলে ভাল হতো।)


(চলবে)...





ছাগলের লেকা খালি চলবে, খালি চলবে। আর পেত্যেক পর্বই পেরথম থিকা শুরু। এই না হইলে কি ছাগলামিতে কেউ ১০০র মদ্যে ৯৮ পায়?

Wednesday, September 12, 2007

হেবোফাতুলের যৌবনজ্বালা



সবাই কেমুন আছেন ?
২০০৭-০৯-১১ ২২:৩৯:৫৭



অফিসিয়াল ব্যস্ততা আর ব্যক্তিগত অসুস্থতার কারনে কয়েকদিন ব্লগে অফ আছিলাম। চিন্তা করলাম আইজক্যা রাতটা কিছু সময় আপনাগো লগে কাটাই। তয় আপনারা সবাই কেমুন আছেন ?

আইজক্যা মন হালকা করবার ইচ্ছা হইতাছে। এই জন্য সবাই প্রশ্ন করেন। আমার সম্পর্কে যার যা কিছু জানতে ইচ্ছা হয় জিজ্ঞাস করেন। তয় রিকোয়েস্ট একটা, আজাইরা প্রশ্ন করিয়েন না। তাইলে কইলাম গোস্বা কইরা উত্তর দিমু না ...

--------------------------------------------------------------------------------

শাহাদত হোসেন বলেছেন :
২০০৭-০৯-১১ ২২:৪৪:১০
আমি ভাল, আপনাকে অনেক দিন পরেই দেখলাম।
আপনার ছবিটা কি আপনার?
হলে ছবিটাতে আপনাকে দারুন লাগছে।

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১১ ২২:৪৭:৩৮
জ্বি ভাইজান, ছবিটা আমার। ধন্যবাদ

শাহাদত হোসেন বলেছেন :
২০০৭-০৯-১১ ২২:৫০:২৭
ছবিটা কোন জায়গা থেকে তোলা?

আশিক দিওয়ানা বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:০৮:০৩
ভাই "ব্যাক্তিগত অসুস্থতা"- এটা কোন ধরনের অসুক???

অমিত বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:১৭:৩৯
১। আপনাকে দএখে মনে হচ্ছে আপনি এয়ারপোর্টে বসে আছেন। কিন্তু গলায় ওগুলো কি ঝুলছে ?
২। আপনার লাস্ট পোস্ট মুছে দিলেন কেন ? (লাউরা এ্যানডারসন দ্রষ্টব্য)
৩। ব্যক্তিগত অসুস্থতা কি ?
৪। আপনাকে কেন হাবিব মহাজন বলা হয় ?

নিন্দুক বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:২৬:২৫
আরাফাত ভাই আপনি কি ব্যাচেলর? তাহলে এই ছবিটি পাত্রি খুঁজতে ব্যবহার করবেন। ভাল হইছে।

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:২৯:৫১
শাহাদাত @ ছবিটা হংকং এয়ারপোর্টে বসে তোলা।

আশিক দেওয়ানা @ কয়েকদিন ধরে চোখে কিছুটা সমস্যা হচ্ছে। এজন্য বলেছি ব্যক্তিগত অসুস্থতা।

অপূর্ব বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:৪২:৫৪
মো. আরাফাতুল ইসলাম বই জান আপনার নামটা আমার ভাল লেগেছে। আপনি আমার গুড হাউজ নিয়েন।

আন্ধার রাত বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:৪৫:৪১
আপনি বোধহয় হংকং এয়ারর্পোটে চাকরি করেন তাই না!

অমিত বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:৪৯:৫৫
আরাফাত, প্লিজ আমার ১,২ ও ৪ নম্বর প্রশ্নগুলা ???

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:৫৪:৩৮
অমিত @ ধারাবাহিকভাবে উত্তর দিচ্ছি:
০১. হংকং গিয়েছিলাম ইন্টারনেশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর একটা ইভেন্ট এটেন্ড করতে। এই ইভেন্টের গেস্টদের আসা যাওয়ার জন্য হংকং এয়ারপোর্টে দুইটি ইমিগ্রেশন পয়েন্ট আলাদা করে দেয়া হয়েছিলো। সেই আলাদা সুবিধা নেয়ার জন্য গলায় আইটিইউ'র দেয়া আইডি ঝুলিয়ে রাখতে বলেছিলো কতৃপক্ষ।
০২. ওই পোস্টটা ছিলো সঠিক উচ্চারনটা জানার জন্য। জানা হয়েগিয়েছিলো বলে মুছে দিয়েছিলাম।
০৩. ব্যক্তিগত অসুস্থতা'র উত্তর একটু উপরেই আছে।
০৪. এই প্রশ্নের উত্তর যারা বলে তাদের কাছে থাকতে পারে।

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১২ ০০:২০:২১
নিন্দুক @ হ্যাঁ, আমি ব্যাচেলর। আপনার সাজেশনটা মাথায় রাখবো।

আবদুর রাজ্জাক শিপন বলেছেন :
২০০৭-০৯-১২ ০০:২৪:১৬
আপনে দিলখোলা হইয়া বসছেন,প্রশ্নের উত্তর দেবার লাগি । তো প্রশ্ন হইলো- "হেবো বা হাবিব মহাজন সম্পর্কে আপনে কদ্দুর জানেন ?

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১২ ০০:৩১:৫০
শিপন @ আপনার প্রশ্নের উত্তর পাইতে হলে নিচের লিংকে গিয়ে পোস্টটা পড়েন:
http://www.somewhereinblog.net/blog/arafatulblog/28709902

হট্টগোল বলেছেন :
২০০৭-০৯-১২ ০৫:৫৯:০৪
প্রশ্ন : হংকংয়ে কি প্রীচে করে পপকর্ণ আর রেডওয়াইন খেতে পাওয়া যায়? আর মেনথল ফ্লেভারের বেনসন ?

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১২ ১০:২৯:০৫
অপুর্ব @ তোমার গুড হাউজ গ্রহন করলাম। তুমি কি যৌবনজ্বালা সাইটের মডারেটর অপুর্ব নাকি ?

অমিত বলেছেন :
২০০৭-০৯-১২ ১০:৪৩:১৩
যৌবনজ্বালা সাইটটা আবার কি ? এটার অ্যাড্রেস কি ?

মনিটর বলেছেন :
২০০৭-০৯-১২ ১১:৩১:১৮
আরাফাতুল ভাই একবার একটা পুরস্কার পেয়েছিলেন , ওটা তো সাইবার পর্নের বিরুদ্ধে লেখা ছিল । এখন দেখছি যৌবন জ্বালার মডারেটরের সাথে দোস্তি খাতিরও আছে । ব্যাপারটা স্ববিরোধি হয়ে যায় না ?

আরাফাতুল ভাই কি বলেন ?

অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-০৯-১২ ১১:৪২:০৩
যৈবন যালায় আরাফাত ভাইয়ের নিক কোনটা?

রিজভী বলেছেন :
২০০৭-০৯-১২ ১১:৪৭:৩৪
আরাফাত ভাই @ ছবির জন্য ৫।

অন্ধকার বলেছেন :
২০০৭-০৯-১২ ১২:১৬:২২
ভালো থাকবেন~!

হাসিব বলেছেন :
২০০৭-০৯-১২ ১৩:৪৬:০০
আপনিও কি যৌবনজ্বালার মডারেটর @ আরাফাত ভাই

Tuesday, September 11, 2007

মুর্খের মোবাইল পন্ডিতি

ছাগুমিটারে শনৈঃ শনৈঃ উন্নতির ধারায় থাকা ব্লগার নাজিরুল হক তার জ্ঞানভান্ডারের কিছু অংশ আমাদের সাথে সম্প্রতি শেয়ার করেছেন । তিনি তার এক লাদি পোস্টে বলেছেন মোবাইলের কলার আইডি অফ করে রাখলে সে মোবাইল থেকে আর কল করা যাবে না । আগ্রহীদের জন্য তার গোটা পোস্টটি এখানে পেস্টিত করে দেয়া হলো ।

মোবাইল পন্ডিতি

বিঃদ্রঃ অতি পন্ডিত্তদের এখানে প্রবেশ নিষেদ।

আপনি ঘুমিয়ে আছেন। উঠে দেখেন মোবাইলের ক্রেডিট একান্ট আছে জিরো। কাকে বলবেন, ছোট ভাইকে, বোনকে, নাকি অন্য কেউ?
এ সমস্যা থেকে উদ্ধারের পদ্ধতি হলো, মোবাইলে একটু সেটিং করতে হবে। যদি বাসায় আর কেউ এই সেটিং না জানে।

এভাবে সেটিং করুন:-

Menu>
Setting>
Call setting>
Send my caller identify>
Select- Off


এ সেটিং এর ফলে আপনার মোবাইল থেকে আর কেউ কল করতে পারবে না। তবে কল রিসিভ করতে কোন সমস্যা হবে না। আবার যখন কল করতে চাইবেন, ঠিক তেমনি ভাবে সেখঅনে গিয়ে সিলেক্ট করুন ডিফাল্ট।



সাইফুর বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:২৬:৩৭
এটা কোন নোকিয়া কোন মডেলের সেট ..কত দাম??

সাইমুম বলেছেন :
২০০৭-০৯-১০ ১৩:০০:২৪
যে সব কিছু পন্ড করে সে পন্ডিত!!!!
৫৫৫৫৫৫

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১০ ১৩:০৪:২৫
পাঁচ রেটিং করায় ধন্যবাদ সাইমুম ভাই।

মনের কথা বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:২১:১০
হা হা হা ....... শিরোনাম দেইখ্যা হাসিব ভাই আইলো না ক্যান.....। আমি আরেকটা কইঃ
অনেক সময় আমরা চাই (কেউ না চাক আমি তো চাই) যাতে ফোন করে কেউ লাইন না পায়। সেই ক্ষেত্রে out of range থাকার জন্য যা করতে পারেন- settings>network settings> manual settings অনেক গুলান আজুরা নেটওয়ার্ক আইবো। যেকোন একটারে সিলেক্ট করেন। তবে সিলেক্ট করার পর ব্যাক কইরা ফিরা যাইয়েন না। তাইলেই ধরা খাইবেন। সিলেক্ট কইরা যেমুন আছে রাইখ্যা দেন। আপনারে কেউ খুইজা পাইবো না।

মনের কথা বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:২২:২৬
আপনারে ৫ দিয়া দিলাম যান

শাহেদুর রহমান বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:২৯:৫০
@সাইফুর
NOKIA N81 (Upcoming)
দাম ৩০,০০০/= এর কম হবে না

সাইফুর বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:৪১:০৮
@শাহেদুর রহমান ....ধন্যবাদ

শামীম আহেমদ বলেছেন :
২০০৭-০৯-১১ ০৩:৩৪:২৪
আপনার টেকনিকটি বাংলাদেশের জন্য হতে পারে কিন্তু ইউরোপে সম্ভবত কাজ করবেনা। কারন এখানে আই.ডি অফ করেউ কল করা যায় । সেক্ষেত্রে অপর প্রান্তে সেট ভেদে লেখা আসবে " নো নাম্বার"।

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:২৪:৩৮
আপনি যে নেটওয়ার্ক সিলেক্ট করতে চাইবেন সেটা সেই নেটওয়ার্ক আপনাকে এলাউ না করলে সিলেক্ট হবে না। @ মনের কথা।
যেমন এখানে (সউদিতে) দুটি অপারেটর আছে, মোবাইলি ও আলজাওয়াল। কখনো মোবাইলির নেটওয়ার্ক না থাকলে Manual ভাবে Aljawal এর নেটওয়ার্ক সিলেক্ট করলে তা এলাউ করে না।

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:২৬:২৪
গন্ডারকে সম্মানের সহিত ব্লক করা হইলো।

ঢালী! বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:২৮:৩৭
চালায়া যান নাজিরুল ভাই!

মনের কথা বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:২৮:৪৯
আমি জানি সেই নেটওয়ার্ক আমাকে এলাউ করবে না। না করুক। কিন্তু আপনি সিলেক্ট করার পর সেখান থেকে বেরোবেন না মানে অন্য অপ্শনে যাবেন না। মোবাইল যেমন আছে তেমনই রেখে দিন। নেটওয়ার্ক নিল দেখাবে।

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:৩৭:২৯
এই অপশনটাতো মেবাইল বন্ধ করেও করা যায়।

ঢালী! বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:৩৯:৪৬
আইচ্ছা, আপনে যেইদেশে আছেন সেইখানে কী মাইনষের ছাদে ছাদে মোবাইল অ্যান্টেনা?

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:০২:৩৯
মাইনষের ছাদে ছাদে নাকি ঘরের ছাদে ছাদে, কোনটা?

ঢালী! বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:০৩:৫৫
ওই হইলো, এক পাড়ায় পঞ্চাশটা এরম...

নূর-ই-হাফসা বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:০৬:৪৭
ভাল পোষ্ট করেছেন।

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:০৭:২৭
না এখানে এরকম নাই। পাচ বছরে একটাও দেখি নাই।

ঢালী! বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:১৩:৩১
অ্যান্টেনা থাকে কই? শহরের কোন অংশে?

নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:২৫:৪৬
Aljawal হল সরকারের কম্পানী। তারা এন্টিনা বসিয়েছে নিজেদের জায়গাতে। আর মোবাইলি বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে এন্টেনা বসিয়েছে। এটা বেসরকারী কম্পানী। তবে বর্তমানে দুটিরই নেটওয়ার্ক কভার হয়ে গেছে পুরো সউদিতে। শহরের বাইরে মেইন রোড থেকে আপনি যদি ১০ কিলোমিটার মরুভুমির ভেতরে গেলেও নেটওয়ার্ক থাকে। নেটওয়ার্ক নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না মোবাইল অপারেটরদের। মোবাইল খুলা থাকলে কখনো কল করলে বলে না পরে করুন। অর্থাত্ত নেটওয়ার্ক Busy দেখায় না। তবে মক্কার কাবার ভেতরে ও মদীনার মসজিদে নববীতে নেটওয়ার্ক ফুল দেখালেও কল ঢুকানো যায় না। কারণ সেখানে ইউজার থাকে অনেক।

অনেক বক বক করে ফেললাম।

শাখামৃগ বলেছেন :
২০০৭-০৯-১২ ০০:৫৭:২১
কিছুই না জেনে এভাবে পোস্ট করার মানে কি নাজিরুল ভাই ? কলার আইডেন্টিটি বন্ধ করলে কলারের আইডি রিসিভারের ফোনে দেখাবে না । এতে ফোন করা ঠেকানো যাবে না । মানুষজনকে মিসগাইড করা থেকে বিরত থাকুন ।

সারওয়ারচৌধুরী বলেছেন :
২০০৭-০৯-১২ ০১:১২:২৪
চলুক পন্ডিতি!!!