Tuesday, October 23, 2007

হেবোদার দুষ্টু ট্যাবলেট


এ কি কল্লেন আমাদের হেবোদা !!! কদিন আগে গাড়ি চড়তে গিয়ে যখন গুঁতো খেয়ে মাথার ব্যাথায় ছটফট কচ্চিলেন, তখন দুষ্টু ডাক্তারের পরামর্শে প্যারাসিটামল না খেয়ে "ম্যাথাফেটামিন"যুক্ত ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেল্লেন ২-৪টা। অতঃপর মাথাব্যাথা অসহনীয় পর্যায়ে চলে গেল, কৃষ্নের বাঁশি বাজতে শুরু কল্ল,মডেল কন্যারা ঘুঙ্গুর পায়ে ট্যাঙ্গো নাচ শুর কল্ল, প্রীচে প্রীচে পপকর্ণ আর ওয়াইন আসতে থাকল এবং শেষ পর্যন্ত গভীর রাতে যৌবনজ্বালার মডারেটরদের হস্তক্ষেপে হেবোদার মাথাব্যাথা একটু কমল।
সে এক এক্সটপেরিয়েন্স !!!পরোপকারী হেবোদা তাই আমাদের মানা করেচেন দুষ্টু ট্যাবলেট খেতে।

______________________________________________________________________


ইয়াবা'কে না বলুন
২০০৭-১০-২৩ ০১:০৫:২৫





ইয়াবা হচ্ছে ম্যাথাফেটামিন (উচ্চক্ষমতাসম্পন্ন উত্তেজনা বর্ধক) ও ক্যাফেইন এর সমন্বয়। এটি একটি থাই শব্দ যার অর্থ পাগলা ট্যাবলেট বা কারো কারো মতে পাগলের ট্যাবলেট। দক্ষিণ-পুর্ব এবং পুর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই ট্যাবলেট উৎপন্ন হয় এবং এটি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এশিয়ান মানুষদের কাছে জনপ্রিয় নেশা দ্রব্য। ১৯৭০ সালে থাইল্যান্ড সরকার প্রথম ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ করে। সেসময় বিভিন্ন গ্যাস ফিলিং স্টেশন থেকে বাস/ট্রাকের চালকদের কাছে এই ট্যাবলেট বিক্রি করা হতো। বাস/ট্রাকের চালকরা গাড়ী চালানোর সময় সজাগ থাকার জন্য এই ট্যাবলেট খেতো। কিন্তু ফলাফল হয়েছে উল্টো। গবেষনায় দেখা যায়, ইয়াবা গ্রহণকারী ড্রাইভাররা অনেকগুলো ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটিয়েছে। ফলে ইয়াবা পুরোপুরি নিষিদ্ধ হয়। তথাপি বিভিন্ন উৎসবের নেশা উপকরন হিসেবে ইয়াবা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই ইয়াবা'র করাল ছোবলে ধ্বংসের মুখে আমাদের শিক্ষিত যুব সমাজ। প্রতিদিন খবরের পাতা ভরে উঠছে ইয়াবা'র বিদ্বংসী রুপ নিয়ে। ইন্টরনেটে ছড়াচ্ছে ইয়াবা সেবিদের অবাধ যৌনাচারের ভিডিও ফুটেজ। শিহরিত হতে হয় এসব সংবাদ শুনলে। এটা চলতে দেয়া যায় না। আমাদের যুব সমাজ ভাষার জন্য জীবন দিয়েছে, দেশের জন্য যুদ্ধ করেছে। সেই যুব সমাজের এমন করুন পরিনতি রোধ করতে সবাই এগিয়ে আসুন। ইয়াবা'কে না বলুন ...



রাশেদ বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:০৭:৩১
কেমন আছেন? এখন সুস্থ?ইয়াবা কই পাওয়া যায়?
মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:১১:১১
রাশেদ @ আমি ভাল আছি। আপনার আশেপাশের সর্বত্রই পাওয়া যায়। তবে খাবেন না আশা করি। জীবন অনেক সুন্দর। নেশা ছাড়াও জীবনকে ভালোভাবে ইনজয় করা যায় ...
'ভিমরু' বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:১১:২৩
ইয়াবাকে 'না' বলুন। ৫
মনিটর বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:১৩:০০
ইয়াবার সাথে প্রিচে করে পপকর্ন খাইতে কেমন?
ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:১৩:২০
ঈয়াবাকে হ্যা বলুন। এটারে লিগাল কইরা দেওয়া হউক। যাতে সব ফার্মেসিতে পাওয়া যায় আর ২১ বছর বয়স্ক সবাই কিনতে পারে, তাইলে দাম কইমা যাইবো, যাগো খাওনের সবাই খাইবো, আর ক্রাইম সিন্ডিকেট এটা নিয়া দুই নাম্বারি করতে পারবনা,ইয়াবাকে হ্যা বলুন
মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:১৬:১৪
ঘুস-সুদ খাওয়া, খারাপ স্বভাব বহনের চেয়ে ইয়াবা খাওয়া অনেক ভাল৷যারা ইয়াবা খায় তারা অন্যের ক্ষতি করে না৷ জীবনের হিংস্রতা, বিপদসংকুল পথে আশ্রয় হতে পারে একমাত্র এটিই৷এখন মাত্র ১৮০ টাকায় পাবেন৷পাচ দিনের সুস্থতা ১৮০ টাকায়৷
মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:১৮:২৮
অনেক কিছুর চেয়ে ইয়াবা অনেক ভাল৷আপনি খারাপ বলছেন কেন?আপনি খেয়ে দেখেছেন এটি?
অমিত বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:১৮:৫৮
শব্দটা "ম্যাথাফেটামিন" না, হবে মিথঅ্যামফিটামিন।আপনার মাথাব্যাথা ভাল হয়েছে ? ঐটা কি ইয়াবার সাইড অ্যাফেক্ট ছিল?"ইন্টরনেটে ছড়াচ্ছে ইয়াবা সেবিদের অবাধ যৌনাচারের ভিডিও ফুটেজ। "---আপনি কৈ পেলেন ? যৌবনজ্বালা ?আর এসব দেখে আপনি শিহরিতই বা কেন হচ্ছেন ?
ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২০:০৪
আমি সকল রিক্রেসিয়ানল ড্রাগ লিগাল করার দাবী জানাই। ফেন্সিডিল লিগ্যাল করলে দাম কমবে, তকন খাওনের জন্য চুরি ডাকাতি করতে হবেনা, আর সমাজে ক্রাইম কমবে। সকল রিক্রেসয়নাল ড্রাগকে হ্যা বলুন
সোনার বাংলা বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২০:৫৪
ইয়াবা'কে না বলুন।৫
রাশেদ বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২৩:২৮
হায় আল্লাহ! উনি যৌবনজ্বালায় যায় নাকি!!
মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২৩:৩৭
মঈন উহ আহ ব্যাবসায়ীগো লগে রেডিসনের পার্টিতে মদ খাইতে পারব আর আমি একটা টেবলেট খাইলেই মাদকাসক্ত!
ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২৫:২১
ভিডিওর লিন্ক দেন, আমি এক্সাইটেড
হাসিব বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২৫:৫৯
এই মাথাফাটামিন জিনিসটা জার্মানিতে পাওন যায় ?
মনিটর বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২৭:৪৪
যৌবনজালার মডারেটর অপুর্বর সাথে উনার ফোনালাপ হৈসিল
অমিত বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২৯:০৫
রাশেদ বলেছেন :২০০৭-১০-২৩ ০১:২৩:২৮হায় আল্লাহ! উনি যৌবনজ্বালায় যায় নাকি!!-----আরে বলেন কি ?? যৌবনজ্বালার মডারেটরদের সাথে উনার উঠবস।
ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২৯:২২
হালার দুনিয়া যৌবন জ্বালারও মডারেটর আচে?
হাসিব বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:২৯:৫০
সমাজ ঠিক কতটা অধপাতে গেলো সেইটা বুঝতে ভিডিওগুলোর লিংক দেবার দাবি করছি ।
মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:৩০:১০
এল এস ডি র সন্ধান কেউ দিতে পারবেন? সহযোগীতা কামনা করছি৷
ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:৩১:৩৩
হাসিব বলেছেন :২০০৭-১০-২৩ ০১:২৯:৫০সমাজ ঠিক কতটা অধপাতে গেলো সেইটা বুঝতে ভিডিওগুলোর লিংক দেবার দাবি করছি ।
হাসিব বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:৩২:৫৫
আইচ্ছা, যৌবনজ্বালার মডারেটরের কাম কি ? ভদ্র পোস্ট দিলে সেইটা ডিলিট করা ? বা গাইল না দিলে ওরা কি ওয়ার্নিং ইস্যু করে ইউজারগো ?
রাশেদ বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:৩৩:২৩
কোন অপূর্ব? ব্লগার যে একটা আছে ঐটা নাকি?চি চি!! এইসব কি শুনি!
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:৩৭:১৭
আসুন আমরা ইয়াবাকে না বলি।৫
ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:৩৮:০২
আমি সকল রিক্রেসিয়ানল ড্রাগ লিগাল করার দাবী জানাই। ফেন্সিডিল লিগ্যাল করলে দাম কমবে, তকন খাওনের জন্য চুরি ডাকাতি করতে হবেনা, আর সমাজে ক্রাইম কমবে। সকল রিক্রেসয়নাল ড্রাগকে হ্যা বলুন
মাথামোটা বলেছেন :
২০০৭-১০-২৩ ০১:৪৪:৫৩
আসুন আমরা ইয়াবাকে হ্যা বলি।১
ফারহান দাউদ বলেছেন :
২০০৭-১০-২৩ ০২:১৭:৩০
ওয়েলকাম ব্যাক।ইয়াবা এবং সব মাদককে 'না' বলুন।
ডাক্তার অব নাজির শাঈল রমনপ্রিয় বলেছেন :
২০০৭-১০-২৩ ০২:৫১:২০
আমি সকল রিক্রেসিয়ানল ড্রাগ লিগাল করার দাবী জানাই। ফেন্সিডিল লিগ্যাল করলে দাম কমবে, তকন খাওনের জন্য চুরি ডাকাতি করতে হবেনা, আর সমাজে ক্রাইম কমবে। সকল রিক্রেসয়নাল ড্রাগকে হ্যা বলুন
আহমেদ শারফুদ্দীন বলেছেন :
২০০৭-১০-২৩ ০২:৫৯:০১
ডাঃ তুমারে সহমত। যদিও আমি এককালে গাঁন্জা খাইতাম...... ৫
মানবী বলেছেন :
২০০৭-১০-২৩ ০৫:১৩:২১
'ইয়াবা কে না বলুন'ভালো পোস্টের জন্য ধন্যবাদ মো. আরাফাতুল ইসলাম।৫