Sunday, August 19, 2007

আপনি জানেন কি? গেরামিনফুনের বিরুদ্ধে অক্লান্ত জেহাদি হেবোদা আন্তর্জাতিক পুরুষকার পাইছেন!!

সাপ্তাহিক ২০০০ প্রতিবেদক আরাফাতুল ইসলাম-এর আন্তর্জাতিক পুরস্কার লাভ
২০০৭-০৬-২২ ১৩:৩২:৪৬

সাপ্তাহিক ২০০০-এর নিজস্ব প্রতিবেদক আরাফাতুল ইসলাম আন্তর্জাতিক সংবাদভিত্তিক প্রতিযোগিতা ‘অফ-দ্য-রাডার কনটেস্ট’-এ বিজয়ী হয়েছেন। আমেরিকাভিত্তিক সিটিজেন জার্নালিজম ওয়েব সাইট গ্রাউন্ড রিপোর্ট আয়োজিত এই প্রতিযোগিতায় জুন মাসে তিনি বিজয়ী হন। পুরস্কার হিসেবে পেয়েছেন এক হাজার ইউএস ডলার। এশিয়ার মধ্যে এই প্রথম কোনো সাংবাদিক উক্ত প্রতিযোগিতায় জয়লাভ করলেন।
প্রযুক্তির কল্যাণে সাংবাদিকতায় নিত্যনতুন মাত্রা যোগ হচ্ছে। এরকম একটি নতুন মাত্রা সিটিজেন জার্নালিজম। উন্নত বিশ্বে সিটিজেন জার্নালিজম দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। নতুন ধরনের এই সাংবাদিকতাকে উৎসাহিত করতে অফ-দ্য-রাডার কনটেস্ট আয়োজন করা হয়ে থাকে।
অফ-দ্য-রাডার কনটেস্ট সারা বিশ্বের আগ্রহী সাংবাদিকদের মধ্যে আয়োজিত হয়ে থাকে এবং বিশ্ববাসীর ভোটের ভিত্তিতেই চুড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশে বসে এ ধরনের পুরস্কার জেতা বেশ কঠিন। কারণ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী কম। ফলে ভোট পাবার সুযোগ অন্যদের তুলনায় কম থাকে। এ ক্ষেত্রে প্রবাসী বাঙালিরাও তাকে ভোট দেয়ার মাধ্যমে সমর্থন জুগিয়েছেন।
ইতিপূর্বে আরাফাতুল ইসলাম সাংবাদিকতায় একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে



রেটিং:৫.০/২
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ২২টি মন্তব্য
* ২২৪বার পঠিত



comment by: ভাস্কর চৌধুরী বলেছেন :
২০০৭-০৬-২২ ১৩:৩৮:৫৪

আরাফাতুল ইসলাম'কে শুভেচ্ছা।
comment by: প্রচেত্য বলেছেন :
২০০৭-০৬-২২ ১৩:৪৫:৪৭

অভিনন্দন
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২২ ১৩:৫৩:৪৯

ধন্যবাদ @ ভাস্কর চৌধুরী
ধন্যবাদ @ প্রচেত্য
comment by: রিজভী বলেছেন :
২০০৭-০৬-২২ ১৫:০১:০৬

আরাফাত ভাই কেমন আছেন?
পুরস্কার পাবার জন্য অভিনন্দন আপনাকে। আপনি কি এখনও বিআইজেএফ'র মেম্বার আছেন?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৬-২২ ১৫:১২:৫৯

শুভেচ্ছা আরাফাত ভাই ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:০৫:১০

রিজভি @ আমি ভালো আছি। গত দুই বছর ধরে আমি কোনভাবেই বিআইজেএফ-এর সঙ্গে সম্পৃক্ত নই। ২০০৫ সালে আমি লিখিত পদত্যাগপত্র জমা দেই। ওই সংগঠনে থাকাকালীন সময়ে সাংবাদিকতার সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতাগুলো পেয়েছিলাম।

বর্তমানে আন্তর্জাতিক একাধিক সংগঠনের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। নিজেই তৈরি করেছি ভয়েসঅফসাউথ.অর্গ। এভাবেই চলছে জীবন।

- ধন্যবাদ আপনাকে
comment by: ফরিদ বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:১৯:৪৭

কংগ্রাটস!
নিজের নাম বেশি ফাটাইওনাঃ)
comment by: রিজভী বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:২৭:৩৫

ধন্যবাদ। @ আরাফাত ভাই
comment by: ঝরা পাতা বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:৩২:০৫

অযুত, নিযুত না তারও অনেক অনেক বেশি অভিনন্দন।
comment by: কালপুরুষ বলেছেন :
২০০৭-০৬-২২ ১৬:৩৭:১২

অভিনন্দন আরাফাতুল ইসলাম।

একটা প্রশ্ন জিজ্ঞাস্য ছিল-
"আরাফাতুল ইসলাম" আর "মোঃ আরাফাতুল ইসলাম" কি একই ব্যক্তি? একজনের নামের প্রথমে "মোঃ" আছে, একজনের নেই। তাই এই প্রশ্ন। দুজন ভিন্ন ব্যক্তি হলে অবশ্য কোন কথা নেই। একই নামে একাধিক ব্যক্তি থাকতেই পারে। সেক্ষেত্রে পিতার নাম অবশ্যই ভিন্ন হবে। যদি কাকতালীয় ভাবে এক না হয়।
comment by: রিজভী নেয়াজ খুলনা বলেছেন :
২০০৭-০৬-২২ ১৭:১৭:৩৬

অভিনন্দন!আপনার এই প্রাপ্তি আমাদের অনুপ্রানিত করবে।
comment by: শরীফ আবদুল্লাহ বলেছেন :
২০০৭-০৬-২২ ১৮:২১:২৫

অভিনন্দন ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২২ ১৯:১৯:৫৭

কালপুরুষ @ আমার সার্টিফিকেট নাম হচ্ছে মোঃ আরাফাতুল ইসলাম। সেই নামেই লেখা শুরু করি ইত্তেফাকে। কামরুজ্জামান নামক আমার একজন সিনিয়র ভাই ছিলো তখন ইত্তেফাকে। তিনি আমার নামে ইসত পরিবর্তন করে বানালেন মো. আরাফাতুল ইসলাম। মানে বিসর্গ এর জায়গায় ডট আসলো।

এরপর বিডিনিউজে ছিলেন বিপ্লব ভাই। তিনি আরেকটু এগিয়ে বললেন মো. বাদ দিয়ে দেও। আমি সম্মত হলাম এবং নাম দাড়ালো আরাফাতুল ইসলাম। সাপ্তাহিক ২০০০ এর সহকারী সম্পাদক জব্বার হোসেনও একই পথের পথিক। কিছুতেই আমার নামের আগে মো. লাগাতে দেবে না। অতঃপর সেখানেও প্রতিবেদনের সাথে নাম যায় আরাফাতুল ইসলাম হিসেবে।
এখন মাঝে মাঝে কোথাও লেখা হয় মো. আরাফাতুল ইসলাম আবার কোথাও আরাফাতুল ইসলাম। আমি তাই দুইটিই ব্যবহার করি।

শাওন @ কেমন আছো তুমি?
comment by: কালপুরুষ বলেছেন :
২০০৭-০৬-২২ ১৯:৫৮:০৯

হাহাহাহাহা.... জনাব মো. আরাফাতুল ইসলাম, আমি জানি দুটো নামই আপনার। আমিও একটু মজা করেছি। ভেবেছিলাম হয়তো প্রতিবেদক আরাফাতুল ইসলাম আর ব্লগার মো. আরাফাতুল ইসলাম বোধ হয় দুটো সত্তার একই মানুষ। ভুলটা সংশোধন হলো।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২২ ২০:১৩:২৬

কালপুরুষ @ আপনার ভাবনায় ভুল নেই। আমিও মনে করি ব্লগার আরাফাতুল ইসলাম আর প্রতিবেদক আরাফাতুল ইসলাম দুটি ভিন্ন চরিত্র। এবং সেভাবেই অবস্থান করার চেষ্টা করি।



comment by: আরশাদ রহমান বলেছেন :
২০০৭-০৬-২২ ২০:১৮:৪১

জেনে ভালো লাগলো! আরাফাতুল ইসলাম কে অভিন্দন!!!
comment by: রবিনহুড বলেছেন :
২০০৭-০৬-২২ ২০:৩৫:৪৭

অভিনন্দন ...
" মোঃ / মো. / আরাফাতুল ইসলাম"
আপনার ভিন্ন নামের তাৎপর্য আনেক দিন পরে জানলাম।
আবারো অভিনন্দন ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৩ ০০:৪৫:৩৩

রবিনহুড @ আপনার স্টাইলটা ভালো লেগেছে

comment by: হাসান বলেছেন :
২০০৭-০৬-২৯ ১০:০২:২৬

কিছু মনে কইরেন না ... পুরষ্কারের পেছনে আপনার চেয়ে তো আমাদের কৃতিত্ত্ব বেশী। সামহোয়ারইন-এ লিংক দিয়ে আর্টিকেলের প্রচার না করলে কি সর্বাধিক পঠিত হওয়া গৌরব র্অজন করতে পারতেন। সে হিসেবে তো আপনার আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত।

আরেকটা কথা ... আর্টিকেলে দিয়ে এক ছবি আর ব্লগে দিলেন রগরগা ছবি। পোলাপাইনে আরো মজা পাবার জন্য নির্বিচারে আপনার আর্টিকেলে ক্লিক দিল।

১০০০ ডলার অনেক টাকা - অনেক কিছুই করা সম্ভব!!!
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৯ ২১:৩১:৪৯

হাসান @ নিঃসন্দেহে আমার পুরষ্কার পাওয়ার পেছনে এই ব্লগের যথেষ্ট ভুমিকা আছে। তবে সেটা আপনি যতটা বলতে চাচ্ছেন ততটা বোধহয় না।

এই ব্লগের নিজস্ব পলিসি আছে এবং সেই পলিসি অনুযায়ী যদি রগরগা ছবি হতো তাহলে ডিলিট করে দেয়া হতো। যাই হোক, আপনার ভিউতে হয়তো ছবিটা রগরগা মনে হয়েছিলো। অনেকের হয়তো তেমনটা মনে হয়নি।

এই পুরষ্কার পাওয়ার পর দুইটি টিভি চ্যানেল আমার সাক্ষাৎকার নিয়েছে। সেই দুটো সাক্ষাৎকারেই বিভিন্নভাবে সামহয়্যারইনব্লগের কথা বলেছি এবং পজেটিভলি বলেছি। এই ব্লগ নিয়ে কথা বলার জন্য কেউ আমাকে শিখিয়ে দেয়নি। তারপরও বলেছি কৃতজ্ঞতা থেকে।

সর্বশেষ একটা তথ্য দেই। পুরষ্কার জেতার জন্য আমি ইউনিক ভোট পেয়েছিলাম ২০০০ এর কিছু বেশি। তার ১২ শতাংশ ভোট ছিলো বাংলাদেশ থেকে, ১২ শতাংশ ছিলো আমেরিকা থেকে, ২০ শতাংশ ছিলো ফ্রান্স থেকে, ৮ শতাংশ ছিলো মালয়শিয়া থেকে- আর বাকিটা অন্যান্য দেশের ভোট। সুতরাং শুধু সামহয়্যারইন নয় আরো অনেক ইয়াহু গ্রুপস, গুগলা গ্রুপস, কমিউনিটি পোর্টাল, নিউজ সাইটের অবদান আছে আমাকে জেতানোর পেছনে।

সবাইকেই ধন্যবাদ।
comment by: লাল মিয়া বলেছেন :
২০০৭-০৭-০৬ ১০:২১:৫০

হেবো ছাগাজন
comment by: শমসের আলম বলেছেন :
২০০৭-০৭-০৬ ১০:২৫:৩৪

আইচ্চা এই পুরস্কার আরেফাত আর এই বোলোগের আরেফাত কি একই? আর কুনো ঢুলি ছিলো না? নিজেই বাড়ি মারতে হইলো






যে মারাত্মক পুস্টের কারণে হেবোদা আন্তর্জাতিক পুরস্কার পাইয়াছেন ... ইহা পাঠ করিলে আপনি হেবোদার পছিক্ষণপাপ্ত আন্তর্জাতিক ছম্বাদিগতা শুদ্ধরূপে বলিতে পড়িতে ও লিকিতে পারিবেন ...




সাইবার পর্নোগ্রাফি: নৈতিকতার বিরুদ্ধে অপরাধ
২০০৭-০৫-১৮ ২২:৩৫:২২


সংেশািধত:
হালের এক নারী রিপোর্টারকে নিয়ে গুজব তুঙ্গে। নিজের অফিসের এক সিনিয়রের সঙ্গে কিছু গোপন দৃশ্য গোপনে চিত্রায়ন করে তা ছেড়ে দেয়া হয়েছে মোবাইল টু মোবাইলে। ফলাফল এখনো জানা যায়নি। তবে বেচারী রিপোর্টার ঘুরে বেড়াচ্ছেন বিষন্ন চিত্তে। (আম্মাআআ)

কিছুদিন আগে আরেক কিশোরীর সিরিজ ফটো নিয়ে হইচই হয়েছিলো বেশ। আমাদের দেশের অত্যন্ত সম্মানিত এক ব্যক্তির মেয়ের ফটো ছিলো সেগুলো। দেখেই বোঝা যাচ্ছিল গোপনে এবং জানিয়ে দুই ভাবেই তার ফটোগুলো তুলেছিলো মেয়েটির বেজায় মোটা বয়ফ্রেন্ড। তারপরে সেসব ফটো ইন্টারনেট বা মোবাইলে কিভাবে গেলো আল্লাহ মালুম! তবে সম্মানিত ব্যক্তির জন্য মোটেও সম্মানজনক নয় ব্যাপারটি।

বাংলাদেশে এগুলো এখন নিত্য নৈমেত্তিক ঘটনা হয়ে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রে গোপনে বা না জানিয়ে কিংবা স্রেফ সচেতনতার অভাবে একেকজন হয়ে উঠছেন অশ্লীল ভিডিও’র নায়িকা। আর অশ্লীল বা গোপন স্টিল ফটো বা ভিডিও’র ধারক হয়ে উঠেছে ক্যামেরাযুক্ত মোবাইল ফোনগুলো। অন্তত্ব ভিডিও বা স্টিল ফুটেজের ধরন সেটাই বলে। বিস্ময়কর হচ্ছে কমপক্ষে গোটা দশেক বাংলাদেশী পর্নো ওয়েবসাইট রয়েছে এই কাজের জন্য। যে কেউ পর্নো সম্পর্কিত সবকিছু জমা রাখতে পারে সেখানে। (খাইয়ালামু)

প্রতিবেদনটি বিস্তারিত পড়তে চাইলে ভিজিট করুন নিচের লিংকটি:
http://groundreport.com/articles.php?id=2833879

অথবা

এই লিংকে যান:
http://www.shaptahik2000.info/issues/2007/issue_52/pdf/bp20070511.pdf

রেটিং:৫.০/২
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৫৯টি মন্তব্য
* ৪৫৭বার পঠিত



comment by: উটুল বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৩৬:১০

গোটা দশেক বাংলাদেশী পর্নো ওয়েবসাইট রয়েছে এই কাজের জন্য। ওয়েবসাইটের অ্যাডরেস গুলান
comment by: ধুসর গোধূলি বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৪২:২৯

হৈ মিয়া, পুস্ট মুছলেন ক্যা?
অখন আমার মন্তব্য ফেরত দ্যান।
comment by: উটুল বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৪৬:৫২

গোটা দশেক বাংলাদেশী পর্নো ওয়েবসাইট রয়েছে এই কাজের জন্য। ওয়েবসাইটের অ্যাডরেস গুলান
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৫১:২৩

হাবিব ভাই, নতুন কি সংশোধন হলো এ পোস্টে ?
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৫-১৮ ২২:৫৩:০১

ক্যামেরাযুক্ত মোবাইল নিষিদ্ধ ঘোষণা করা হোক।
comment by: শমশের আলম বলেছেন :
২০০৭-০৫-১৮ ২৩:৪৭:২৬

ভিডিওটা কই পামু কেউ দয়া কইরা এড্রেসটা দিবেন কি? উটুল তুমি জানলে দাও
comment by: শমশের আলম বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:১৫:৫৫

কারো কাছে এই ভিডুর লিংকটা আছে কি? থাকলে দিয়েন খুব খুজতাছি। লাগ্বোই আইজ
comment by: উটুল বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:১৯:২৪

গোটা দশেক বাংলাদেশী পর্নো ওয়েবসাইট রয়েছে এই কাজের জন্য। ওয়েবসাইটের অ্যাডরেস গুলান
comment by: মোহাম্মদ এরশাদ বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:২৫:২৯

একটাও এড্রেস দিলেন না কিন্তুক পোস্টাইয়া দিছেন। এইটা কোন অবিচার...
এই পোস্টের বৈধতা কি, চাম্বাজি পোস্ট কার ছবি দিছে কে জানে??
comment by: শমশের আলম বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:২৬:১১

উটু তুমার কাছে কি এড্রেস্টা আছে?
comment by: উটুল বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:২৮:৪৬

নারে ভাই আমার বউ পিটাইবো এই বুড়া বয়সে এগুলান করলে কিন্তুক হেবো দসটা অ্যাডরেস আসে তাই চাইতেসিলাম
comment by: শমশের আলম বলেছেন :
২০০৭-০৫-১৯ ০০:৩০:৪২

ভাই আরাফাত প্লিজ ওয়েব এড্রেসটা দ্যান। নাইলে আমারে ভিডুটা মেইলান। এগ্জন যুবক ভাইকে বাচান
comment by: রবিনহুড বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৩৮:৪৩

মোবাইল ক্যামেরাতে ফায়ারওয়াল যুক্ত করা হোক যাতে অশ্লীল দৃশ্য তোলা যাবে না।
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৩৯:৪৩

হাবিব মহাজন ভাই, মাইয়াটা ক্যাঠা?
comment by: হনুমানজী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪০:০৮

রবিনহুড ফায়ারওয়াল যুক্ত করা হোক যাতে অশ্লীল দৃশ্য তোলা যাবে না? ক্যামতে?
comment by: সুমন চৌধুরী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৩:৪৯

ভোদাই কি গাছে ধরে?
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৬:১৩

না বদ্দা, গাছে ধরে না, ুটকি দিয়া বাইরায়!
comment by: হনুমানজী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৭:৫৮

ইহা পুটকি দিয়া বাইর হইবার সময় মষ্তিস্কে আঘাত পাইয়াচে বলিয়া বিষ্বাস
comment by: সুমন চৌধুরী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৯:০১

হুম...পরিপাতন্ত্রের প্রদাহ...
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৪৯:১৮

অই হনুমান, হাবিব মহাজনরে চেন? খারাপ কথা কও ক্যা? সালাম দেও, হাবিব মহাজনেরে সবসময় সালাম দিয়া কথা কইবা।
comment by: হনুমানজী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১২:৫০:৩২

কি বলিলাম আমি কি ভুল বলিলাম। সমুদ্র পাড়ি দিতে দিতে আমি ক্লান্ত
comment by: রবিনহুড বলেছেন :
২০০৭-০৫-১৯ ১৩:১৮:৫২

কথা হচ্ছে এই ধরনের ব্যাপারে শুধু মাত্র মেয়েদের জন্য করূনা প্রকাশ করা হয়, ছেলেদের জন্য হয় না কেন? ছেলেটা সম্পর্কে কি বিরূপ ধারনা তৈরি হয় না?
একটা মেয়ে যখন ছেলেটার সাথে আনৈতিক সম্পর্ক তৈরি করে তখন তার হুস থাকে না?....
বেশীর ভাগ ক্ষেত্রে যা হয় তা হল, মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায় তখন সেই ছবি গুলো তার বি্রূদ্বে ব্যবহার করা হয়। এখন কথা হল মেয়েটা কি শুধু মাত্র মজা করার জন্য এই ধরনের সম্পর্ক তৈরি করেছিল। সে ক্ষেত্রে তো তাকে শাস্তি পেতে হবেই। আর যদি তা না হয়ে থাকে তাহল শুধু মাত্র কিছু দিনে র জন্য ভালবাসা তৈরি করা হলে এর থেকে ভাল প্রতিদান পাবার আশা করতে পারে না। ভেবে চিন্তে অনৈতিক সম্পর্ক তৈরি করা দরকার।
অনৈতিক সম্পর্কের ব্যাপারের ছবি তোলার বিষয় মেয়ে টা জানে না এ কথা কি ঠিক? মোবাইলে ছবি তোলা হচ্ছে আর আপনি জানবেন না.... এটা ভাবা ঠিক না... কারন মোবাইলটা তো কাছে রেখেই ছবি তোলা হয়। সুতরাং তার অগোচরে ছবি তোলা হয়েছে এই কথাটা এই ক্ষেত্রে খাটে না।
ছবি প্রকাশ না হলেও কি তাদের অনৈতিক সম্পর্ক জায়েজ হয়ে যাবে? সুতরাং ছবি প্রকাশের একটা ভাল দিক হচ্ছে এটা অনৈতিক সম্পকের প্রবনতা কে কমাতে সাহায্য করবে । (মন্দের ভাল)
আমার মনে হয় যে কোন মেয়ে যদি ভেবেচিন্তে সম্পর্ক তেরি করে এবং সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকে তাহলে এই ধরনের পরিস্থিতি থেকে মুক্ত থাকতে পারে। এর কোন বিকল্প নেই।
মোঃ আরাফাতুল ইসলাম@ আপনার প্রতিবেদন টা পড়লাম। এখানে শুধুমাত্র আপনি মেয়েদের ছবি ছাপিয়েছেন ক্যন? যে মেয়েগুলার ছবি ছাপিয়েছেন তাদের সবাই কে বলতে গেলে এক রকম চেনা যাচ্ছে। আপনি যদি এই ধরনের ছবির প্রচারকে অন্যায়া মনে করেন তাহলে ছবি প্রকাশ করলেন ক্যান? ছবি গুলো কি আরো ঢেকে প্রকাশ করা যেত না। আর ইউনুস এ মেয়ের সাথের ছেলেটাকে তো চিনবার আর বাকী রইল না। এটা কি আন্যায় না। নাকি ছেলে বলে তাকে প্রকাশ করা যায়? নারী-পুরূষ এর তো পার্থক্য নাই, তাহলে এ ক্ষেত্রে বৈসম্য হল কেন? প্রতিবেদনটা একতরফা হয়ে গেল।
comment by: হনুমানজী বলেছেন :
২০০৭-০৫-১৯ ১৩:২১:২১

অনৈতিক সম্পর্ক বলতে কি বোঝেন
comment by: আমি বলেছেন :
২০০৭-০৫-১৯ ১৬:৫৩:১৮

ভালো লেখা। পড়ে মজা পেলাম। এরকম লেখা আরো চাই। তবে মেয়েগুলোকে আরেকটু ঢেকে দিলে বোধহয় আরো ভালো করতেন।

আরেকটা কথা, আপনার লেখার নিচের লিংকে দেয়া ছবিটা কোন মেয়ের। ফোন নাম্বার থাকলে যোগাযোগ করতাম।
লিংক : http://groundreport.com/articles.php?id=2833879

comment by: আমি বলেছেন :
২০০৭-০৫-১৯ ২০:৩৬:২১

কৈ ভাই মোবাইল নাম্বারটাতো দিলেন না। কাজটা কিন্তু ঠিক হইলো না ...

comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-১৯ ২১:৫০:২৩

comment by: এ. কে. লিপু বলেছেন :
২০০৭-০৫-১৯ ২২:১০:৩৮

এধরণের পোষ্ট বা রিপোর্টে ছবি না দিলে কি হয়?
comment by: অঃরঃপিঃ বলেছেন :
২০০৭-০৫-২০ ১২:৩৫:৪০

পোস্ট দিছে আরাফাত, আপনারা হাবিব মহাজনরে পাইলেন কই?
comment by: অমিত আহমেদ বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:০৮:১১

আরে ব্বাপরে!
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৪২:০৫

শমশের আলম@তুমি তো দেখি এড্রেস পাইবার জন্য দেোয়ানা হইয়া গ্যাছো। মতলব কি?

যাউকগা, তোমার মাথাটা একটু খাটাোো। এইখানে দেয়া লিংকে গিয়ে লেখাটা ভাল করে পড়। সব এড্রেস পাইয়া যাবা।

লিংক:
http://www.groundreport.com/articles.php?id=2833879

comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৪৮:২৭

হাবিব মহাজন ভাই, শইলডা ভালা?
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৫৩:২২

আরাফাত আপনি যে 'respective লিখেছেন সেটার অর্থ কিন্তু respectable নয়!
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৫৫:০৫

রেসপেকটিভ মানে কি "ইনডিভিজুয়ালী কনসিডার" করা না?"
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২০:৫৯:৩৩

দ্রোহী, তাই ।
আর respectable পরিবার কথাটা ভয়ানক আর্কাইক শোনায় ।
আরাফাত সাহেব যে কী সাংঘাতিক সব আর্টিকল ছাড়েন ওয়েবে !
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:০২:৩৮

comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:০৭:২১

তবে ওনার লেগে থাকার স্পিরিটকে প্রশংসা করি আমি ।
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:১২:১৪

আয় হায় আমার লেখা আসে নি?
****
তিমুর, পরবর্তী সিরিজের অপেক্ষায় আছি।
****
হাবিব মহাজনের উদ্যম প্রশংসনীয়।
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:১৫:১৬

পরবর্তী সিরিজ লিখে যুথচারী ভাইয়ের তোপে পড়বো নাকি?
এই মুহুর্তে দারুন প্রেশারে আছি । চাপটা কমুক, লেখা বের হবে।
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:১৮:৪১

আপনার সিরিজ কেউ না কেউ তো পড়ে? যূথচারী ভাই নিজেই তো অনু-পরমানু গল্পের সিরিজ চালাচ্ছেন। অবশ্য গল্পগুলো চমৎকার হচ্ছে।
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:২২:৫৭

আসলে টপিক নিয়ে দোদুল্যমান আছি । লিটারারি থ্রেডেই থাকবো না পলিটিক্যাল-লাইনে আসবো ? ভিয়েতনাম নিয়ে লিখলে কেমন হয়?
ভিয়েতনাম-রাসপুতিন-কিউবা
অথবা
রবার্ট লুই স্টিভেনসন-রুডিয়ার্ড কিপলিং-পল গগাঁ
এভাবে ভাবছি ।
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:২৪:৩২

বাই দ্যা ওয়ে আরাফাত আমাদের মহাজন নন
অঃ রঃপিঃর সাথে চিন-পরিচয় আছে ওনার ।
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:২৭:১৬

কি বলেন, হাবিব মহাজনের ইয়াহু গ্রুপের মডুরাম উনি। হাবিব মহাজনকে আর আরাফাত ভাইকে আলাদা করতে চান?
***
অমি ভাই কি দুজনকেই চিনে?
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:৩১:২৬

না, অমি ভাই আরাফাতকে চেনেন বলে জানি । উনি বোনাফায়েড রিপোর্টার ।
ওনার রিপোর্টাজের পয়েন্ট অভ ভিউ কী রকম সেটা অবশ্য অন্য কথা
comment by: দ্রোহী বলেছেন :
২০০৭-০৫-২০ ২১:৩৭:১৮

হাবিব মহাজনের প্রোফাইলের সাথে আরাফাত ভাইয়ের মিলে। বোনাফায়েড মানুষ দুজনেই!
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৫-২০ ২২:০১:৪৮

দেশি কিছু লেখেন তিমুর
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২১ ১৮:৪০:০৩

হাসিব, দেশের উপর প্রবন্ধ আমি অন্য জায়গায় অন্য নামে লিখি ।
২) যথেষ্ট পড়াশোনা করতে হয় বাংলাদেশের উপর লিখতে হলে । হওয়া উচিত, কিন্তু সবসময়ে ধৈর্যে কুলায় না । আর সবার বাজে কথা শুনতে হয় তাই খুব কম লিখি ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-২২ ০০:১৯:০২

তিমুর @ ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। আসলে ইংরেজিতে রির্পোট লেখায় এখনো ততটা এক্সর্পাট হইনি। তাই আপনার ফিডব্যাকটি কাজে লাগবে।

আরকেটি উপকার করলে ভালো হয়। নিচের লিংকে গিয়ে দয়া করে আরো কয়েকটা ভুল বের করুন। তাহলে সেগুলো ভবিষ্যতে শোধরাতে পারবো।
লিংক:
http://www.groundreport.com/articles.php?id=2833879

- অসংখ্য ধন্যবাদ আপনাকে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-২৩ ১২:১৫:৩১

রবিনহুড@ আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। মোবাইলে ফায়ারওয়াল লাগানো এখন পর্যন্ত অসম্ভব।

আর ছেলেরা খালি গায়ে ঘুরতে পারে। এতে দোষের কিছু নেই। কিন্তু একটা মেয়ে খালি গায়ে ঘুরলে সেটা অশ্লীলতার পর্যায়ে পড়ে। সুতরাং মেয়েদের ছবির জায়গায় ছেলেদের ছাপলে তা বিশেষ কোন অর্থ বহন করবে না।

এটা প্রমানিত যে, এই অপরাধের পেছনে মুল হোতা ছেলেরাই। তাই এখানে একতরফা কথাটা খাটে না।
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৫-২৫ ১৯:০৪:৪৪

থ্যাংকু আরাফাত । আপনি ২০০০ এ আছেন?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৫-২৯ ২২:৩৬:২০

তিমুর @ বোনাফায়েড রিপোর্টার মানে কি?
comment by: তিমুর বলেছেন :
২০০৭-০৬-০৪ ১০:০৬:১৫

মানে রিয়াল জেনুইন রিপোর্টার, নট ফলস!
(কেউ কেউ তো আপনি আদৌ আছেন কিনা সন্দেহ করছিল)
comment by: ডার্কলর্ড বলেছেন :
২০০৭-০৬-২৫ ০১:১২:২৬

উপরে যে মেয়েটির ছবি সে কোন ভুক্তভোগী
নয়। সে সদ্বইচ্ছাইয় ওয়েবক্যামে নিজেকে দেখিয়েছে
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৫ ০৮:৩৪:০১

ডার্কলর্ড @ আপনার কথা ঠিক। সে সদ্বইচ্ছায় ওয়েবক্যামে নিজেকে দেখিয়েছে। কিন্তু সমস্যা ওয়েব ক্যাম সে সবার জন্য উম্মুক্ত করে দেখায়নি। দেখিয়েছিল তার বয়ফ্রেন্ডকে। বয়ফ্রেন্ড সেটাকে রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেয়। ফলে সেও এক ধরনের ভুক্তভোগী।
comment by: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৩:৫৭:৩০

আর আপনি সেই ছবিটাকে আরও দশজনের কাছে ছড়িয়ে মেয়েটার ভোগান্তি কি বাড়ালেন, নাকি কমালেন?@আরাফাত
comment by: হেজাব বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৩:৫৮:২৫

হাহ হাহ মডু ইন একশান।
প্রথম পাতা থেকে হোসেইন আর আমার পোস্ট গায়েব!!

সময়: ১৩:৫১
তারিখ: ২৬ জুন, ২০০৭
comment by: উদাসী স্বপ্ন বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৪:১০:২০

ATN banglaর বৌ ইভা রহমানের টা কি কেউ দেখছেন?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৬:১৪:৩০

উদাসী স্বপ্ন @ ম্যালা খবর রাখেন দেখা যায়।

comment by: রিজভী বলেছেন :
২০০৭-০৬-২৬ ১৬:২৩:১০

আরাফাতুল ভাইও তো মনে হয় ব্যাপক খবর রাখেন!
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৬-২৭ ০০:৪৯:৪৩

রিজভী @ খবর রাখাইতো আমাদের পেশা। না রাইখ্যা উপায় কি?

হেবোদা-গেরামিন ওঠাবসা

ওয়েলকাম টিউন নামক প্রতারনা বানিজ্য
২০০৭-০৮-০৫ ২২:৪৫:১২

There is a technical problem, we are sorry for any inconvenience. Please try again later পত্রিকার পাতায় এসএসএলই নামক একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখে ওয়েলকাম টিউন সেট করতে চেয়েছিলাম। এজন্য পর পর তিনদিন এসএমএস করলাম। কিন্তু কুত্তার বাচ্চারা এসএমএস এর চার্জ কাটার পর ফিরতি হিসেবে প্রতিবার উপরের ম্যাসেজটা পাঠালো।

মেজাজ চরমে ওঠায় ওদের দেয়া ০১৭১৩২০৬১৬১ নাম্বারে ফোন করলাম। কিন্তু হায়! শুয়ারগুলো ফোন নাম্বারটা বিজ্ঞাপনে দিয়ে গালি খাওয়ার ডরে আবার বন্ধ করে রেখেছে। ফলে নিশ্চিত হলাম প্রতারনার এক নয়া পন্থা আবিষ্কার করেছে এই কুত্তাগুলো।

আরে কুত্তা সার্ভিস যদি দিতে না পারিস তাইলে আবার এসএমএস চার্জ কাটিস কেন? টাকা কি তোর বাপের পকেট দিয়া আসে। সামনে পাইলে কুত্তাগুলারে ল্যাংটা কইরা রাস্তার মধ্যে দাড়া করাইয়া রাখতাম। কিন্তু প্রতারনা বানিজ্য করে বিধায় বিজ্ঞাপনে কোন ঠিকানা দেয় নায়। তয় আমিও খবর দিছি জায়গা মত। অর প্রতারনা বানিজ্য অর শরীরের পেছন দিক দিয়া ঢুকাইয়্যা দিমু, যেমনে করে রিমান্ডে নিয়া ডিম ঢুকায় ...

রেটিং:৪.৯/১৫
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৪টি মন্তব্য
* ২৮০বার পঠিত




comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৫ ২২:৫১:৪০

হাসতেই আছি
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৫ ২৩:৪০:৩১

এখনো হাসতেই আছেন নাকি ?
comment by: আশেক ইব্রাহীম বলেছেন :
২০০৭-০৮-০৫ ২৩:৪৯:৩৭


comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:০৪:১৬


comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:২২:২৮

আশেক ইব্রাহিম @ ৫ দেয়ার জন্য ধন্যবাদ। এই পোস্টটা দেয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্লগারদের এই বিষয়ে সতর্ক করা। রেটিং ভালো পেলে পোস্টটা প্রথম পাতায় স্থান নিতে পারে। তখন আরো বেশি ব্লগারের চোখে পড়বে।
comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:৩২:৪২

আমাদের দেশ থেকে নাকি জলপাই দিয়ে সব আকাম কুকাম ছাপ করতাছে তা এদের চোখে দেখে না জলপাইরা?
comment by: আশফাকুর রহমান বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:৩৩:১৪

এইসব পোস্ট এ এক দুইজন ছাড়া কেউ রেটিং দেয় না।দেয় সেই সব পোস্ট-এ!!!
ভালো উদ্দ্যোগ মানুষকে সচেতন করার জন্য

comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-০৬ ০১:৪২:৫১


comment by: শরীফ আবদুল্লাহ বলেছেন :
২০০৭-০৮-০৬ ০১:৫২:৩৪

প্রায় অনেকেই আমার কাছে জানতে চায় কিভাবে ওয়েলকাম টিউন সেট করতে হয়। আমি সরাসরি বলে দেই টাকায় কামড়ায় নাকি?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১০:৫৭:২৫

সেলিম @ টেকনোলজি'র বিষয়গুলো সবাই বোঝে না। তবে জলপাইরা এখন বোঝার চেষ্টা করতেছে। এটা ভালো দিক।
comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:২৭:২৯

টেকনোলজি সবাই না বুঝলেও অন্যদেশের জলপাইরা কিন্তু এর হত্তা কর্তা।

এই যে ইন্টারনেট ইউজ করেন- এইটা কারা আবিষ্কার করছে জানেন? করছে মার্কিন - সেনারা।
তাছাড়া অধিকাংশ দেশের আর্মিরাই টেকনোলজি নিয়ে বেশি কাজ করে।

আর আমাদের জলপাইরা পলিটিকস নিয়ে বেশি কাজ করে-- সেই জন্য তারা বাংলাদেশ কে পাকিস্থান বানানোর পথে।


আর একটা কথা, একজন একজন বিখ্যাত কলামিষ্ট বলল, পত্রিকার সম্পাদকদের নাকি দিনরাত গ্রেফতার করার হুমকি দিচ্ছে যাতে বেশি কথা না লিখে। এইটা কি সত্য নাকি?
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:২৮:০১

একেবারেই ঠিক, যদিও ভাষাগুলো বেশি কর্কশ।
বিকল্প ব্যবস্থা থাকলে মোবাইল ইউজই করতাম না।
যদিও মাঝে মধ্যেই ফোন ধরি না, তবুও গালিটা আমাকেই খেতে হয়। :(
comment by: যীশূ বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:৩৭:৫৩

কম্পানীর নামটাও দিয়া দেন। লোকজন সাবধান হবে।
comment by: মদন বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:৪৫:০৭

সুন্দর এবং জনসচেতনতা মুলক পোষ্ট।
প্রতারনার যে কত ধরন এরা আবিস্কার করবে কে জানে।
comment by: নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:৪৯:৩৯

আমার এমন সখ হয়না। এখানে মোবাইল অপারেটর রা মাসে ২৫ রিয়ালের মাধ্যমে ওয়েলকাম টিউন সার্ভিস দেয়।
এসব সব ধান্ধাবাজ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১২:২০:২৮

সেলিম @ আপনার কথা সত্য। কয়েকজন সম্পাদকের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হতে পারে।

মাহমুদ রহমান @ "তবুও গালিটা আমাকেই খেতে হয়"- লাইনটার অর্থ বুঝলাম না? আরেকটু খোলসা করেন।
comment by: রবিনহুড বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:০০:৩২

যে কম্পানী বিজ্ঞাপন দিচ্ছে তাদের ব্যাপারে মোবাইল কোং কে অবহিত করা দরকা। কারন এটা তো মোবাইল কোম্পানীর মাধ্যমে টাকা টা যায়।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:১৪:২৮

আপনের গালি দেয়াটা সুন্দর হয় না।প্র্যাকটিস দরকার।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:৩৪:০৯

হোসেইন-দ্য, আপনি হাচা কইছেন। ভালো হয় একখান গালির ইস্কুল খুইলা বসেন। আমরা সবাই আপনার কাছে গালির তালিম নিতে আসমু।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:৩৯:০৯

অনযরকম,আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ।
ভেবে দেখি।
তবে এডমিশন টেস্টে আপনি কি এলাউ হবেন?
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:৪৩:২২

মামু একটা কাজ করেন। একটা গালির প্রশ্ন পোস্ট করেন। দেখেন কে কেমন রিপ্লাই দেয়।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৭ ০০:০৯:১০

রবিনহুড @ আপনার আইডিয়াটা সুন্দর। দেখি গ্রামীণফোনের সাথে কথা বলবো আগামীকাল।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৬ ২৩:২৫:৫৯

হাবিব মহাজনের পোস্টে দেকতাম উনি এরকম বাত চিত করটেন গ্রামীনের সাতে। আপনি কি আসলেই হাবীব মহাজান
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-০৭ ০১:১৬:৪৪

সতর্কতার জন্য ধন্যবাদ কিন্তু বিশ্রী ভাষাগুলো ব্যবহার না করলেও আমরা একইভাবে সতর্ক হতাম। তাই না? সুন্দর ভাষাতেও মানুষকে তথ্য পৌছানো যায়। যাই হোক, ৫-ই দিতাম, কিন্তু বিশ্রী ভাষা ব্যবহারের এর জন্য ৩ দিলাম। ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৭ ০১:৩১:৫৬

বইপাগল @ পর পর তিনবার প্রতারিত হয়ে মেজাজ বিগড়ে গিয়েছিলো। এজন্য না চাইতেও বিশ্রি শব্দগুলো এসে গিয়েছিলো। বিষয়টি আপনাকে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত।
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-০৭ ২০:১০:১৩

ধন্যবাদ সুন্দর করে উত্তর দেবার জন্যে।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৭ ২০:৫৯:২৯

গ্রামীনের সাতে আলাপ আলোচনার রেজাল্ট কি? আলাদা পোস্ট দিবেন না একানেই লিকবেন?>
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-০৭ ২১:০৭:১৯

মোবাইল কোম্পানীগুলোর বিরুদ্ধে কিছু কি করা যায় না? দিন দিন ওদের প্রতারনার শিকার আর কতো হবো? গত মাসে গ্রামীন আমাকে এসএমএস করলো টোটাল বিল ৭২ টাকা। ফ্লেক্সি করলাম ১০০ টাকা। লাইন এক্টিভেট হয়না দেখে কাষ্টমার কেয়ারে ফোন করে শুনি ১৩৩০ টাকা বিল। আবার করলাম ১৩০০ টাকা। আমার ৭০ টাকা ব্যালেন্স থাকার কথা। তা না, উলটো আরো ৪০ টাকা বিল ধরিয়ে দিলো। কাস্টমার কেয়ারে কথা বাবদও ১১ টাকা।

ফাজলামীর একটা সীমা থাকা উচিত!
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৭ ২১:০৮:৩৪

আসলেই সবই ফাইজলামি ছাগুজী ব্যান করে দেন সবাইকে
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৮ ১০:৩৮:০৪

ত্রিভুজ @ ঠিকই বলেছেন এই ব্যাটারা সবসময় আমদের চুইষ্যা খাইতেছে। যাইহোক, এবার দেখতাছি বিটিআরসি বেশ কঠিন অবস্থান নিছে। দেখা যাক এখন কিছু হয় কিনা।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৮ ২২:১৩:৩৭

গ্রামীনের সাতে আলাপ আলোচনার রেজাল্ট কি? আলাদা পোস্ট দিবেন না একানেই লিকবেন?>

comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১২:৪২:০৩

ডাক্তার আইজউদ্দিন @ গ্রামীণফোনে যার সাথে আলাপ করবো সে আবার অতিরিক্ত চেহারা দেখানোর ফলে একটু ঝামেলায় আছে। তার ঝামেলা কাটার পর এই বিষয়ে আলাপ করা যাবে। দেখি তখন একটা আলাদা পোস্ট করবো।
comment by: আমি টগর (দি শেষ Avatar) বলেছেন :
২০০৭-০৮-১১ ০০:৩১:০৩

@আরাফাত ভাই, আমার ত মনে হয় এটা শালা জিপি ১০০% দায়িত্ববান, আমার মনে হচ্ছে (ওর শুনেছিলাম হয়ত) এটা তাদের সিস্টেমের সমস্যা ।
একটা সত্যা হল, চিপি (জিপি) কিন্তু ইদানিং সমচে বেশি আয় করছে এই ভুয়া ওয়েলকাম টিউন দিয়া, তার মানে আপনার মত মামদের সংখ্যা ওনেক :)
সুন্দর পুষ্ট এর জন্য ৫
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ০১:২৮:১১

আমি টগর @ আপনার কথা ঠিক হতে পারে। জিপি'র সাথে কথা বলার ট্রাই করছিলাম। কিন্তু যার সাথে খাতির সে একটু ঝামেলায় আছে। দেখি নতুন লিংক বের করে কথা বলবো।
ওদের সিস্টেমে সমস্যা থাকা সত্তেও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অনেক কে বোকা বানাচ্ছে। এটা জানাতে হবে বিটিআরসিকে ...
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:১৫:০১

ত্রিভুজ @ আপনার অভিজ্ঞতাতো আরও বিব্রতকর মনে হচ্ছে। আমাদের কাছ থেকে প্রতারনা করে ৮-১০ টাকা নিয়েছে। আর আপনারতো শত টাকার মামলা।
এর একটা বিহিত হওয়া উচিত।
comment by: মুক্তপাখী বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:৩৮:৫৫

সেলিম বলেছেন :"আর আমাদের জলপাইরা পলিটিকস নিয়ে বেশি কাজ করে-- সেই জন্য তারা বাংলাদেশ কে পাকিস্থান বানানোর পথে।"
--কথাটা পছন্দ হইছে
comment by: মুক্তপাখী বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:৪৩:০০

৫ দিলাম সচেতনতামুলক পোষ্ট হিসেবে...
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:৪৬:৫১

@হোসেইন-দ্য, মামু... গালির ইস্কুলের খবর কি?
comment by: শুভ কিবরিয়া বলেছেন :
২০০৭-০৮-১১ ১৬:৩০:১৪

গুরুত্বপুর্ন একটি বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হয়েছে। আমিও দিলাম ৫
comment by: রিজভী বলেছেন :
২০০৭-০৮-১১ ১৬:৩৭:৪৬

আরাফাত ভাই এত গালি ইউজ না করে কি পোস্টটা লেখা যেতো না?

যা হোক, গুড পোস্ট। ৫
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ১৭:৩১:৩১

রিজভী @ এত গালি দেয়ার কারন সম্পর্কে একটি মন্তব্য আছে উপরের দিকে।
৫ দেয়ার জন্য ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ২০:১৭:০৮

শুভ কিবরিয়া ভাই @ আপনার পোস্ট কি প্রথম পাতায় ছেড়েছে ? আপনি আজকেই সাইন ইন করলেন অথচ পোস্ট প্রথম পাতায় ব্যান করা হইলো। ব্লগ কতৃপক্ষের কর্মকান্ড এতো স্লো কেন বুঝি না। এতক্ষনে যদি চেক করা না যায় আপনি আসল না নকল তাহলে কিভাবে হবে ?
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৩ ২৩:৫২:৫৪

গ্রামীনের সাতে আলাপ আলোচনার রেজাল্ট কি? আলাদা পোস্ট দিবেন না একানেই লিকবেন?>
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১০:৪০:২০

আর ৪ টা ৫ পাইলে মনে হয় লেখাটা প্রথম পাতায় স্থান নিতে পারে। কেউ কি আছে আরো কয়েকটা ৫ দেয়ার জন্য?? জনসচেতনতামুলক পোস্ট বলে অনুরোধ করছি ...

হেবোদার রমণীরা

হেবোদার ব্লগে পেরায়ই সাস্থবতি নারী দেকতে পাওয়া যায়। হেবোদা তাহাদের ফটু ব্লগে ব্যবহারের আগে অনুমতি লইছেন কি না জানা যায় না। তাই হেবোদা ও তার ব্লগের শিকার হতভাগিনি সাস্থবতিদের পাশাপাশি রাখিয়া একটি "পাপারাজ হেবোদা" সিরিজ প্রকাশ করা হইবে। ইহাতে শিকার ও শিকারিকে পাশাপাশি বা উপ্রেনিচে দেকা যাইবেক।





ভিওআইপি লাইসেন্স পাচ্ছে না মোবাইল অপারেটররা
২০০৭-০৮-১০ ১৩:১৫:১৫


১৪ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অনুমোদিত আইএলডিটিএস/ভিওআইপি পলিসিতে মোবাইল, পিএসটিএন ও আইএসপিদের আলাদাভাবে ভিওআইপি লাইসেন্স দেয়া হবে না। তবে যে কেউ ঢাকায় বসানো আন্তর্জাতিক গেটওয়ের সঙ্গে সংযুক্ত হয়ে কল আদান-প্রদান করতে পারবে।

বর্তমান অনুমোদিত আইএলডিটিএস পলিসি অনুযায়ী ঢাকা শহরে চারটি আন্তর্জাতিক গেটওয়ের (আইজিডব্লিউ) বসানো হবে। সব আন্তর্জাতিক কল আদান-প্রদান করা হবে এই গেটওয়েগুলো ব্যবহার করে। সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে এই তথ্য। সূত্র জানায়, চারটি গেটওয়ের একটি বসানো হবে সরকারি উদ্যোগে। বাকি তিনটি গেটওয়ে দেয়া হবে বেসরকারি খাতে। তবে বেসরকারি খাতে দেয়া গেটওয়েগুলোর লাইসেন্স পেতে গেলে শতভাগ বাংলাদেশী নাগরিক হতে হবে। উন্মুক্ত অকশনের মাধ্যমে এসব লাইসেন্স দেয়া হবে।
একইভাবে চারটি গেটওয়ের সঙ্গে ছয়টি ইন্টারনেশনাল কানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) বসানো হবে। মোবাইল, পিএসটিএন এবং টিঅ্যান্ডটিতে কল আদানপ্রদানের জন্য এসব আইসিএক্স ব্যবহার করা হবে। আইসিএক্সের লাইসেন্সও দেয়া হবে শতভাগ বাংলাদেশী নাগরিক এবং বিদেশী বিনোয়োগমুক্ত প্রতিষ্ঠানকে। উন্মুক্ত অকশনের মাধ্যমে এসব লাইসেন্স দেয়া হবে।

বর্তমান অনুমোদিত পলিসি অনুযায়ী দেশে কোনো ধরনের ভি-স্যাটভিত্তিক নেটওয়ার্ক রাখা যাবে না। সূত্র জানায়, সিমিইউ-৪-এর মাধ্যমে সব আইএলডিটিএস কল আদানপ্রদান করা হবে। ভি-স্যাটের মাধ্যমে কল আদান-প্রদানে যে খরচ, তার ২০ ভাগের এক ভাগ খরচে সাবমেরিন কেব্ল দিয়ে কল আদান-প্রদান করা যাবে। ইতিমধ্যে দেশের বেশ কিছু অঞ্চল ফাইবার অপটিক কেব্লের মাধ্যমে সংযুক্ত করেছে সরকার। বাকিটাও খুব দ্রুত সম্পন্ন করা হবে। তবে সূত্র জানায়, বিশেষ কারণে সরকার কিছু ভি-স্যাট ব্যবহার করতে পারবে।
অনুমোদিত পলিসিতে দেশীয় বিনিয়োগকারীদের কল সেন্টার ব্যবসা করার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কল সেন্টার লাইসেন্স নিতে উৎসাহিত করা হবে। তবে এ সংμান্ত সব আর্থিক লেনদেন নির্ধারিত ব্যাংকের মাধ্যমে করতে হবে।
সূত্র জানায়, কল সেন্টার ব্যবসা করার জন্য লাইসেন্স ফি এখন পর্যন্ত (৬ আগস্ট) চূড়ান্ত হয়নি। তবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে এটি নির্ধারণ করা হবে।

সাপ্তাহিক ২০০০ এর বর্তমান সংখ্যায় এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পড়তে চাইলে ক্লিক করুন এই লেখার উপর।

ডাইরেক্ট লিংক:
http://www.shaptahik2000.info/issues/2007/year-10/issue_13/pdf/pb20070810a.pdf


রেটিং:৪.২/৫
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ২০টি মন্তব্য
* ১৮০বার পঠিত




comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:২৮:০৬

ভালো খবর দিছেন।
আমি বহুদ্দিন ধইরাই মনে করি যে ভিওআইপি সবার জন্য উন্মুক্ত করে দেয়া উচিত।বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তারা যদি সুযোগ পায়,তাইলে অনেক কর্মসংস্থান বাড়বে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৪১:২৯

হোসেইন @ সাপ্তাহিক ২০০০ এর আন্দোলনটাও ছিলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ভিওআইপি দেয়া হোক। আমরা বিজ্ঞাপন আর বিদেশ ভ্রমনের লোভ পরিত্যাগ করে লিখে চলেছি ভিওআইপি'র বিরুদ্ধে, বিশেষ করে বিদেশৗ মোবাইল অপারেটরদের বিরুদ্ধে। তার একটা ফলাফল এই নীতিমালা। বর্তমান নীতিমালায় দেশের স্বার্থ রক্ষা হবে এবং শুধু বাংলাদেশীরা এই ব্যবসা করতে পারবে।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৫১:০৮

সাপ্তাহিক ২০০০ এর ভুমিকা আমার সবসময়ই পছন্দ।এখানে আপনেরা যারা কাজ করেন,আপনারা সবসময়ই দেখছি পাবলিকের লগেই থাকেন।
comment by: নাদান বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৫৪:৫৯

শুনে খুব ভাল লাগলো।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৫৭:৩২

হোসেইন @ ধন্যবাদ
নাদান @ আপনার ভালো লেগেছে দেখে আমার ভালো লাগছে।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৪:০৮:৫৯

আশাব্যজ্ঞক সংবাদ। একই সাথে আমাদের জন্য সুখবর।
এখন এইটা নিয়া আর ফুলিটিক্স না হইলে হই।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৪:৫৫:২৯

অনযরকম @ গতমাসের ১৪ তারিখে এই ভিওআইপি পলিসি পাস হয়েছে। তারপর থেকে বিটিআরসি এইটা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখছে। কাউকে এমনকি সাংবাদিকদের বলছে না পলিসিতে কি আছে। তখন আমারও সন্দেহ হইছিলো আবার ফুলিটিক্স শুরু না হয়। এইটা যাতে হতে না পারে এজন্য আমি সোর্স দিয়ে ভিওআইপি পলিসি বের করেছি এবং পত্রিকায় ছেপে দিয়েছি। এরপর আর পলিটিক্স করার সুযোগ নেই। কারন এখন পলিটিক্স করলেই ধরা খাইতে হবে।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১০ ১৫:২০:২২

গুড সিদ্ধান্ত.... ইন্টারনেটও মোবাইলকোম্পানীগুলোর হাতে ছেড়ে দেয়া ঠিক হয়নি। দিন দিন ফালতু হচ্ছে ওদের সার্ভিস। কিন্তু দাম নিচ্ছে সাধারন নেট লাইনের দুই/তিনগুন বেশী!
comment by: মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০৮-১০ ১৫:২৯:০৬

থ্যাংকস আরাফাতুল, ভালো লেখা , এর জন্য সাপ্তাহিক ২০০০ অবশ্যই ধন্যবাদ পাবে।
( পোস্টের সাথে ছবির সম্পর্ক খুঁজে পাচ্ছি না , তাও একটা মেয়ের ছবি !! ))
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১০ ১৫:৪৮:৪২

ভাল একটা খবর পেলাম। ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ২০:২৬:৩০

মাহাবুব সুমন @ প্রতিসপ্তাহের সোমবার আমাদের পেস্টিং হয়। পেস্টিং মানে হচ্ছে সব রিপোর্ট মেকআপ শেষে প্রিন্টের জন্য প্রেসে চলে যাওয়া।
ভিওআইপি পলিসিতে কি আছে জানার জন্য একাধিক জায়গায় খোঁজ লাগিয়েছিলাম। সোমবার বিকেলে সোর্স তথ্য দিলো। সন্ধ্যায় লেখলাম। রাতে মেকআপ দিতে গিয়ে বিড়ম্বনায় পড়লাম। ছবি নেই। ইন্টারনেট সার্ভার ডাউন। ফলে ইন্টারনেটে সার্চ দিয়ে সি-মি-ইউ-থ্রি'র ম্যাচ নামানোও সম্ভব হলো না। ওদিকে সময়ও নেই।
তখন কি আর করা, এই ছবিটা দিয়ে দিলাম। ছবিটাকে লেখার সাথে খাপ খাওয়ানোর জন্য ক্যাপশন দিলাম এটা "বৈধ প্রক্রিয়ায় আন্তর্জাতিক কল আদান প্রদান হলে তা দেশ ও জনগনের জন্য লাভজনক হবে"।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১০ ২০:২৭:৪১

হেবো গ্রামীনের সাতে আলাপ আলোচনার কি হইল?
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:০৮:৫২

আপনার প্রতি পোস্টেই এরকম মেয়েদের ছবি দেবেন । দেখতে বড়ই সৌন্দর্য ।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:১৩:৩৮

মেয়েটা কি হেবো গার্ল ফেরেন্ড। হের পারমিসন নিসো ছবি দেওনের আগে
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:১৬:৫৯

রাখেন আপনার খবর। আগে মেয়েটার ফোন নম্বরটা দেন
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:১৮:৪০

কোন অফিসে কাম করে সেইটা বললেও পোলাপাইন লাগায়া সিস্টেম করন যাইতো
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:৩৯:২৩

কই পোস্ট আর কই ছবি !!!
comment by: ফারহান দাউদ বলেছেন :
২০০৭-০৮-১১ ০১:০৬:৪০

সেইরকম ১টা ভালো খবর দিলেন:) তবে ৩টা বেসরকারি গেটওয়ে নিয়ে আবার কোন ২ নম্বুরি হবে নাতো?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ০১:১৬:২৬

ফারহান দাউদ @ উম্মুক্ত অকশনের মাধ্যমে ৩টি বেসরকারী গেটওয়ে ও ৬টি আইসিএক্স এর লাইসেন্স দেয়া হবে। আর শুধুমাত্র বাংলাদেশীরা বিদেশী বিনিয়োগমুক্ত বাংলাদেশী প্রতিষ্ঠানের পক্ষে সেই অকশনে অংশ নিতে পারবে। এরপরও দুই নাম্বারী হওয়ার সুযোগ আছে বলে মনে হয় না।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ১২:৫১:১২

রাশেদ @ আপনাকে ভালো খবর দিতে পেরে ভালো লাগছে।

হুঁশিয়ার গেরামিনফুন! হেবোদা ইজ ওয়াচিঙিউ!

গ্রামীণফোন ৫৫ এমবিপিএস ব্যান্ডউইডথ দিয়ে ২৬ লাখ লোককে ইন্টারনেট সেবা দেয়। এত কম ব্যান্ডউইডথ দিয়ে এত বেশি লোককে সংযোগ দিলে সার্ভিস ভালো হবে কিভাবে ???
২০০৭-০৮-১৮ ২৩:৩৭:৩৫




সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইডথ ডিস্ট্রিবিউশন লগ বুক ঘাটতে ঘাটতে একটা মজার তথ্য পেলাম। সেখানে আছে গ্রামীণফোন বিটিটিবি'র কাছ থেকে ৫৫ এমবিপিএস ব্যান্ডউইডথ নিয়েছে। সাবমেরিন ক্যাবল সংযোগ থেকে নেয়া এই ব্যান্ডউইডথ দিয়ে তারা সারা দেশে ইন্টারনেট সেবা দিয়ে থাকে।

অবাক করা ব্যাপার হচ্ছে, ৩৬ কেবিপিএস করে পার ইউজার কে দিলেও এই ব্যান্ডউইডথ দিয়ে দুই লাখ গ্রাহককেও নিয়মিত ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে না। সেখানে ইউজার হচ্ছে ২৬ লাখ। তাহলে কিভাবে তারা ভাল ইন্টারনেট সেবা দিবে?

আসল ঘটনা অন্যজায়গায়। কিছুদিন আগে সরকার ভিওআইপি পলিসি প্রনয়ন কালে সিদ্ধান্ত নিয়েছিলো শুধুমাত্র আইএসপিদের ভিওআইপি লাইসেন্স দেয়া হবে। তখন বেশিরভাগ মোবাইল অপারেটরই নিজেদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে দেখাতে অপ্রান চেষ্টা করেছে। যার ফলে এত বিজ্ঞাপন এত ইন্টারনেট সেবা ??? (ক্লোজআপহাসি)

গ্রামীণফোনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ওয়াইম্যাক্স নেটওয়ার্কের লাইসেন্স নেয়া। ইন্টারনেট সেবা দিলে ওয়াইম্যাক্স লাইসেন্স পাওয়া সহজ হবে- সেই চিন্তাও তাদের মধ্যে আছে। কিন্তু এত সহজে সেটা বোধহয় সম্ভব হবে না।

আমাকে একটেলের এক কর্মকর্তা কিছুদিন আগে জানিয়েছিলো, মোবাইল অপারেটরদের কাছে প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে ভয়েস সেবা। কারন ৯০% এর বেশি রেভিনিউ আসে ভয়েস থেকে আর বাকিটা ইন্টারনেট আর কনটেন্ট প্রোভাইডারদের কাছ থেকে। সুতরাং ইন্টারনেট আমাদের কাছে গুরুত্বপুর্ন নয়। এটা একটা অ্যাডিশনাল সার্ভিস।





রেটিং:২.৩/৬
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ২৯টি মন্তব্য
* ২৮৫বার পঠিত



comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৮ ২৩:৪১:৫২

ভালা পুস্ট। ৫
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৮ ২৩:৪২:৪৮

ওয়াইম্যাক্স টা কি বুঝাবেন?
শেরাটনে বইসা ডিস্কাস করি এই বিষয়ে, চলেন, কি বলেন?
comment by: নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৮-১৯ ০১:১৫:৫৫

ভাল তত্ব। চিন্তায় পরে গেলাম।
comment by: তানভীর মোর্শেদ বলেছেন :
২০০৭-০৮-১৯ ০১:৪৬:১০

রক্তচোষার দল, নব্য উপনেবেশিক ...
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:০৪:৫৭

হে হে গ্রামীনের ইন্টারনেটের রহস্য বুঝা গেল।
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:১০:১৭

আপ্নে দেখি আরেক কৌশিক। একটু খেপাইলেই পুস্ট মুইছা দেন। কামডা ভালা করেন নাই।

শেরাটনের পোস্টটা অনেক কামের ছিল।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:১১:১০

পনে বলছেন 'সাবমেরিন ক্যাবল সংযোগ থেকে নেয়া এই ব্যান্ডউইডথ দিয়ে তারা সারা দেশে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। '

তার মানে হইলো গ্রামীন যেই ইজিপিআরএস কানেকশন দেয় সেইটা তারা সাবমেরিন কেবল থিকা যেই ব্যান্ডউইডথ পায় সেইটা ব্যবহার কইরা দেয় ।

আমারে এখন বলেন, সাবমেরিন কেবলের ব্যান্ডউইডথের সাথে মোবাইল অপারেটরদের ইজিপিআরএস/ইসিএসডি সার্ভিসের সম্পর্ক কি ? টেকনিকালি বুঝায় বলেন ব্যাপারটা । ৫ বছরের আইটি সাংবাদিকতার আলোকে এইটা বুঝায়া বলেন ।

আপনে গ্রামীনের টাকা মাইরা দিয়ার পরও গ্রামীনের সার্ভিসের গীবত গাইতেছেন কিনা সেইটা সবাই জানতে ইচ্ছুক ।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:১২:২৪

প্রশ্ন করেছেন- হাসিব
প্রশ্ন প্রকাশে সাহায্যে- এ-টিম
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৮-১৯ ০২:৪২:০৫

আমি তো ভাল স্পীড পাচ্ছি ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:১৯:৪০

রাশেদ @ ওয়াইম্যাক্স কি জানার জন্য এই লিংক ভিজিট করুন: http://en.wikipedia.org/wiki/WiMAX

নাজিরুল @ এরা যে কতবড় হারামি সেটা চিন্তা করে বের করতে পারবেন না।
comment by: রামারাও সিদ্ধা বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:২২:০৬

ভাল ইনফরমেশন দিলেন,
ধন্যবাদ
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:৩৫:৪০

ভাইজান, শুনেন ৫৫ এমবিপিএস খুব ছোট অ্যামাউন্ট। তয় এর থাইকা পিক যদি ৩৬ এমবিপিএসও পাওন যায়, তা দিয়া একই সময়ে ৩৬ কেবিপিএস এর ১০০০ জনরে সার্ভিস দেওন যাইবো।
২৬ লাখ লুক তো আর একসাথে আইসা হাজির হইতাসেনা সার্ভিস এর জন্যে।
টাইম শেয়ারিং প্রোসেস এইটা। ১০০১ জন একই মুহূর্তে সার্ভিস চাইলে একজনরে ফিরায় দেওন হইবো।

তয়, সত্যি পরিমাণ অনেক কম,
এইটা গ্রামীণের দুষ না, বিটিটিবি র ইনফ্রাস্ট্রাকচার এর সমস্যা।
গ্রামীণের বিলও দিবেন না (আপনার পুরান পুস্ট দ্রষ্টব্য), আবার গীবতও করবেন, সেইটা কেমুন কতা, হাবীব ভাই?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:৫৬:০৯

আরন্যক @ গ্রামীণফোনের অনেক ইউজারই আছে যারা পোস্টপেইড ইন্টারনেট মানে পি-২ ব্যবহার করে। তাদের অধিকার আছে যেকোন সময় ইন্টারনেট ব্রাউজ করার। আপনার মন্তব্য সত্যি হলে গ্রামীণফোন গ্রাহকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
আর ২৬ লাখ গ্রাহক একসাথে ইন্টারনেট চেক করে না এটা ঠিক হতে পারে। কিন্তু এই গ্রাহকের ১০ ভাগও কি বিভিন্ন এলাকা থেকে প্রায় একই সাথে ইন্টারনেটে ঢোকার চেষ্টা করে না? যদি করে থাকে তাহলেও তো গ্রামীনের পক্ষে সার্ভিস দেয়া সম্ভব নয়।

আরকেটি বিষয় হচ্ছে এখানে বিটিটিবি'র তেমন একটা দোষ নেই। কারন বিটিটিবি'র কাছে আপনি যে ডিমান্ড করবেন সেই ডিমান্ড অনুযায়ী বিটিটিবি ব্যান্ডউইডথ বরাদ্দ দিবে। গ্রামীনফোন বিটিটিবি'র কাছে চেয়েছে ৫৫ এমবিপিএস। এখন সেখানে বিটিটিবি নিশ্চয়ই তাদেরকে ৫৫ এমবিপিএস এর বেশি ব্যান্ডউইডথ দিয়ে দিবে না। আমি বর্তমানে ব্যান্ডউইডথ এর যে নতুন চাহিদা আছে সেই লিস্টও দেখেছি। সেখানে গ্রামীণফোন নতুন করে কোন চাহিদা দেয়নি। সুতরাং এখানে বিটিটিবি'র ইনফ্রাস্টাকচার নিয়ে যে এথা বলছেন সেটা ভুল।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৯ ১০:৫৮:০২

বাংলাদেশে ২৬ লাখ ইন্টারনেট ইউজার আছে? আপনার এটার সোর্স কি?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:১৩:২৬

আইজউদ্দিন @ এটা আমার কথা নয়। গ্রামীণফোনের দাবি। তাদের বিভিন্ন বিজ্ঞাপনে এটা তারা লিখে থাকে।

আমার জানামতে বাংলাদেশে নিয়মিত ইন্টারনেট ইউজার ৩ লাখ (বিভিন্ন আইএসপি'র দেয়া পরিসংখ্যান অনুযায়ী) এর কিছু বেশি। কিন্তু গ্রামীণফোনের হিসেবের সাথে মিলাতে গেলে সংখ্যাতো অনেক হয়ে যায়। আপনিও একটু খোঁজ খবর নিয়ে দেখুন। গ্রামীণফোন সত্য বলছে নাকি মিথ্যা বলছে ...
comment by: নিন্দুক বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:১৬:২৭

আরণ্যক

ধন্যবাদ টেকনিকাল পয়েন্ট গুলো ধরিয়ে দেবার জন্য। এখানে বলা দরকার মোবাইলএ কিন্তু সবাই একি রিসিভারের থেকে সুবিধা নেয়না। এলাকা গুলোকে ছোট ছোট এলাকায় (সেল/কোষ) ভাগ করে নেয়া হয়। এজন্য একে সেল ফোনও বলা হয়। এতে করে ওনেক লোককে সারভিস দেয়া সম্ভব হয়।

বিটিটিবি ব্যন্ডউইথ বাড়ালে সারভিস ভাল হবে। আমার দুঃখ্য এক জায়গায়। লোকে কথা বলে যে পয়সা দেয় তের ৯০% চলে যায় বিদিশে। পত্রিকা গুলো এদ এর জন্য এসব প্রকাশ করে না। সব কলকারখানা বন্ধ হ্য় আর নিত্য নতুন মার্কেট হচ্ছে। গরীব দেশ আরো গরীব হচ্ছে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:১৮:৪৭

হেবো তুমি বিজ্ঞাপনের দাবিনুযায়ী আর্টিকেল লিকো। টোটাল কাস্টোমার গ্রামীনের লাইফ টাইমে হয়তো ২৬ লাখ। তোমার তিন লাখের ৫০% ধরো গ্রামীনের, এরপর হিসাবটা করো। এরকুম বিগ হাউস ব্রেইন নিয়া কেমতে ইনগেসটিভ জার্নালিষ্ট হবা
comment by: হিজিবিজি হিজিবিজি বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:২১:১৭

গুড পোষ্ট আরাফাতুল ইসলাম। জানা ছিলো না।

তর্ক করতে করতে বাঙালির অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। যেটা বুঝে সেটা নিয়েও লাফায়, যেটা বুঝে না সেটা নিয়েও লাফায়। সার্ভিস প্রোভাইডারদের ব্যান্ডউইথের আলাপে ইজিপিআরএস/ইসিএসডি সার্ভিসের নিয়ে জ্ঞানী(!) জ্ঞানী(!!) ভাষন রাখতে যাচ্ছে কেন বুঝলাম না।

আজিব!....
comment by: হিজিবিজি হিজিবিজি বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:২২:২৮

সংশোধন: সার্ভিস প্রোভাইডারদের ব্যান্ডউইথের = সার্ভিস প্রোভাইডারদের ব্যাকবোনের সাথে
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:২৯:২১

হিজিবিজি @ দিন কয়েক আগে আপনার এ সংক্রান্ত একটা পোস্ট দেখে খোঁজ খবর নিতে শুরু করেছিলাম আসল অবস্থা জানার জন্য। পরে এই বিষয়গুলো পেলাম এবং এখানে লিখলাম।
অবাক হচ্ছিলাম এই আলোচনায় অংশগ্রহনে আপনার দেরি দেখে।

আমি মোবাইল ফোনে মেইল চেক করার জন্য গ্রামীণফোন সংযোগ ব্যবহার করি। আর বাসার ডেস্কটপের জন্য প্রশিকার ব্রডব্যান্ড লাইন। ব্যাকআপ হিসেবে একটা টেলিটকের ইন্টারনেট এনাবল্ড সিমও আছে। সবগুলোতে একসাথে সমস্যা হতে দেখিনা তেমন একটা।
comment by: আরণ্যক যাযাবর বলেছেন :
২০০৭-০৮-১৯ ১১:৩৫:২৬

"সুতরাং এখানে বিটিটিবি'র ইনফ্রাস্টাকচার নিয়ে যে এথা বলছেন সেটা ভুল।"
ছাগীয় স্টাইলে উপসংহার টেনে ফেললে তো আর কিছু বলার থাকেনা।
সাবমেরিন ক্যাবলের চ্যানেল ক্যাপাসিটি ১০ গিগা, সেইখানে বিটিটিবি এই মুহূর্তে ইউটিলাইজ করতেছে ৬২২ মেগা, বিভিন্ন প‌্রোভাইডার ও নিজেদের জন্যে। তাদের ইনফ্রাস্ট্রাকচার এর সামর্থ্য এর থেকে সামান্য বেশি।
তথ্য সূত্র
আর, ২৬ লাখ গ্রাহক নিয়েও ২০০ূ৩০০ মেগা চ্যানেল ক্যাপাসিটি নিয়েও বিজনেস স্বাভাবিকভাবে করে যাওয়া যাবে, সেইটা বোঝার জন্যে আপনাকে আবার ফ্রেশম্যান হিসেবে ভর্তি হইতে হইবে কিউইং থিওরির(ছঁবঁবরহম ঞযবড়ৎু) র ১০১ ক্লাসে।
ফ্রেশম্যানদের ছাড়া এই জিনিষ পড়ানো হয় না।
হাবিব ভাই, একটা পোস্টে কিছু লেখার আগে, জিনিষটা সম্পর্কে পড়াশোনা করে নেবেন ।






আসলেই তো? এখন কী হইবো গেরামিনফুনের? কেমনে তারা তাগো চুরাই ব্যবছা করব? হেবোদা ত সব ফাগিজুগি ধইরা ফালাইছে!

হায় হায় রে গেরামিন, এ তুই কি কল্লি? তুই কি জানছ না, হেবোদা ডিষ্টিবুশন লগ লইয়া রোজ রাইতে ঘুমাইতে যায়? বিটিটিবির দলিল দুই পাতা না পড়লে রাইতে হেবোদার নিদ আহে না!

গেরামিনফুন, তর দিন শ্যাষ! হেবোদা আইতাছে পাটীগণিৎ লইয়া!! যাবি কই?