২০০৭-০১-১৬ ১৫:০০:৩২
মিথিলা'র সাথে আমার পরিচয় টেলিফোনে। বছর পাঁেচক আগে কোন একদিন অফিসের বারান্দায় বসে বর্ষা দেখছিলাম। এমন সময় অফিসের রিসিপশনিষ্ট জানালো একটা মেয়ে কয়েকদিন ধরে ফোন করছে। উদ্দেশ্যহীন ফোন। মনে হয় করার কিছু নেই। আমি তাকে বললাম, এরপর ফোন করলে আমাকে দেবেন। অতঃপর দেয়া হলো। এরপর ফোনে কথা হতে হতেই একদিন মোবাইলে ম্যাসেজ এলো 'হ্যালো'। মিথিলার মোবাইল নাম্বার পেলাম। মিথিলার সাথে তুমুল প্রেম শুরু হলো। এবং সে অফিসে আসতে শুরু করলো। ব্যস, কয়েকদিন অফিসে আসতেই বসের আর সহ্য হলো না। আমার চাকরিটা গেলো। (আম্মাআআ)
চাকরি গেলেও মিথিলার সাথে প্রেম যায়নি। বরং বেড়েছে। না না উত্থান পতন হয়েছে। যখনই বিদেশ গিয়েছে, মিথিলার জন্য না না গিফট এনেছি। সেও আমার জন্য অনেক গিফট এনেছে। গ্রামীন ফোনের প্রথম দেড় টাকা মিনিট কলের সুযোগ নিয়েছে। এখনো গ্রামীণ আমার কাছে প্রায় সাড়ে 5 হাজার টাকা মোবাইল বিল পায়, যা এখনো দেবো না। মিথিলা গ্রামীন ফোনের সাথে চালাকি করে বানিয়েছিলো এতো বিশাল আন পেইড বিল। একটেলও পায় হাজার চারেক টাকা। (কিমজা)
পেরেম করেন বালো কতা, কিন্তুক বিল দিবেন না ক্যা? ঐ বিলের এট্টা অংশ ত টেক্স হিসাবে দেওয়া হয়।
হেবোদা, আপনে কি তাইলে টেক্স মাইরা দিলেন? দুদুক জানে এই কতা? ছিছি হেবোদা, আপনে না সাপ্তাহিক ২০০০ এর ছম্বাদিগ? গোলাম মর্তুজা ভাই যদি শুনে আপনে দুরনিতিবাজ, আপনের চাগ্রি থাকবো?
হেবোদা আপনে মহান, গেরামিন আর এক্টেলরে করলেন পেরেশান, রাজস্ব বোর্ডের পেন্ট ধইরা দিছেন টান।