পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে কুয়ার বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে মারা গেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাইড়াপাড়ার আরমান আলীর ছেলে কালাম (২৬)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, কালামের একটি ছাগল কুয়ায় পড়ে গেলে সে ছাগল উদ্ধারে কালাম কুয়ায় নামলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
হায়রে কালাইম্যা, ছাগুর ফান্দে গিয়া পল্লি!
এই ছংবাদ দিছে হট্টগল। তারেও ইনভিট করা দর্কার এইখানে। দেশেবিদেশে ছাগু-উটু-আশু-ছুপি-আস্তগো কার্বারের সংবাদ "মিডিয়া"র আন্ডারে থাকা দর্কার।
.