Friday, September 21, 2007

তিব্র পেতিবাদ জানাচ্চি!!!

ছামোয়ারিনের ছেষ্ঠ বলোগার, বহু বলোগারের নয়নের মণি, ১০০১ টি নিকের অধিকারী, ছাগুদের দলনেতা ছাগুরাম তিরিভুজকে ছামো কর্তৃপক্ষ ব্যান করিয়াচেন!!!

কতৃপক্ষের এহেন আচরনের লিন্দা জানাই!!!

এ কখনু মাইনা নেওয়া যায় না! তিরিভুজরে ব্যান করা হইলে ছাগুপন্দাব্লগ ত অচল হইয়া ঝাবে! তখুন কেমনে কি হইবে? শুধু হেবোদাকে লইয়া এ ব্লগ টানা ত মুশকিল হইয়া ঝাবে!

ছাগুপন্দাব্লগের এক দফা এক দাবি
ছাগুরামকে আনব্যান দিতে হবি!







দেকেন পড়ে ছাগুরামের ব্যান হওয়া লইয়া মশহুর বলোগারদের পেতিকৃয়া!!!

তিরিভুজের ১০০১টি নিকের একটি "হুদা ইসলাম" বলেচেন,

ত্রিভুজ ভাইকে কি ব্যন করা হয়েছে?
২০০৭-০৯-২১ ২২:৪৭:৫৩

আমাকে এক বন্ধু মেইল করে জানালেন যে তিনি শুনেছেন ত্রিভুজ ভাইকে ব্যন করা হয়েছে।এটা সত্য নাকি মিথ্যা জানি না,এটা কিভাবে জানা যায় এটাও জানি না।

যদিও এটা ঠিক যে ত্রিভুজ ভাই মডারেটরদেরকে ধমক টমক দিয়েছেন বলে যে অভিযোগ করেছেন দুয়েকজন ব্লগার,সেটি হয়তো সত্যি;তিনি গত দুইদিন এরকম কয়েকটা পোস্ট দিয়েছেন।

তবু উনাকে ব্যন করে দেয়াটা (যদি সত্য হয়)মানতে পারছি না।

ব্যন করে দিলে ত্রিভুজ ভাইয়ের কোন ক্ষতি নেই।
উনার শত শত অসমাপ্ত কাজকর্ম আছে,এইবার তিনি সেই কাজগুলো শেষ করতে পারবেন।

যথা:

১.উনি মুক্তিযুদ্ধের উপর যে প্রজেক্ট করছেন সেটি শেষ করতে পারবেন।

২.উনি যে অনেকগুলো সিরিজ লেখা শুরু করেছিলেন সেইগুলা শেষ করতে পারবেন।

৩.উনি জিআরই'র জন্য প্রিপারেশন নিতে পারবেন।

৪.উনি যে বিভিন্ন বিষয়ে তালিকা করেন সেইগুলা শেষ করতে পারবেন।

আমি জানি,ত্রিভুজ ভাইকে দেখতে না পেরে যে অসংখ্য ব্লগার ব্লগ ছেড়েছেন এবং আরো যারা রোজ রোজ এইসব নিয়ে চিল্লাচিল্লী করেন,তাদের অনেকেই
এই সব নিয়া খুশী হবেন।

তবু তার ব্যন করায় আমি দূ:খ পেয়েছি।
তবে উনাকে যদি মডারেটরদেরকে ভয় দেখানোর জন্য ব্যন করা হয়,আমি সেখানে কিছু বলতে চাই না।
কারন আমি মডারেটরদেরকে ভয় পাই।

রেটিং:২.৯/১৩
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৮টি মন্তব্য
* ৩০৮বার পঠিত




comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২২:৫৬:১৩

আরে না না ত্রিভুজ ভাই তো এ ব্লগের নেতা, ওনার ব্যান করার সাহস মডারেটরদের হবেনা। ত্রিভুজ ভাই আরিলের সাথে কফি খান, সো ভয় পাবেন না ! ব্যস্ত মনে হয় না হলে তো এতক্ষনে চলে আসতেন
comment by: চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২১ ২২:৫৬:৪৮

বিভ্রান্তি !!
comment by: চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২১ ২২:৫৮:১৮

তাকে ব্যান করা হলে কি অপরাধে করা হল? সত্য কথা বললেই কি মডারেটরদের ধমকানিহয়ে যায়? সেলুকাস!
comment by: হুদা ইসলাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২২:৫৯:৩৪


অনেকেই দেখছি আমার ব্লগে চক্কর দিয়া যাইতেছেন।
আমার ব্লগে ব্লক কারা সেই তালিকাটা দেইখা নেন আগে।
ব্লকড ইউজার
* হট্টগোল আনব্লক
* কৌশিক আনব্লক
* অমিত আনব্লক
* উদাসী স্বপ্ন আনব্লক
* রাশেদ আনব্লক
* ঠোটকাটা ব্লগার আনব্লক
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০১:৪৪

আশরাফ রহমানের পর ত্রিভুজ,এরপর ফজলে এলাহী,এরপর সন্ধাবাতি, মুন, মাহমুদ রহমান, নুর৩ডিইডি, ইবনে সালামসহ সকল ইসলামপন্থী এবং দেশপ্রেমী ব্লগার এখন সামহোয়ারের ব্ল্যাক লিস্টেড। সুতরাং তারা ব্যান হলে অবাক হবার কিছু নেই।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০১:৪৯

বলেন কি !
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৩:১৬

আশ্চর্য ব্যাপার সকল দেশপ্রেমিক ব্লগার দের এ হাল কেন? আর এ ব্ল্যাক লিষ্ট কে বানালো?
comment by: ফখরুদ্দীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৩:৫৩

টু সামহোয়্যারইন কতৃপক্ষ.... যে আশরাফ রহমান আপনাদের পরিনতি 'প্রথম আলো'র মত হওয়া থেকে বাঁচালেন তাকেই ব্যান করলেন?
comment by: গন্ডার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৪:৫৩

মনে লয় মিছা কতা কারন এই নিউস তো ছিএনএন বিবিছিতে বেরেকিং নিউস হওয়ার কতা
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৫:২১

কাজটা খুবি খারাপ হৈছে নিঃসন্দেহে । ওনারা না ঠেকালে আজকে বায়তুল মুকাররম থেকে সামহয়ার অভিমুখে মিছিল বেরতো ।
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৫:২৮

ত্রিভুজ ব্যান না। তার পোস্টে কমেন্ট করলে ফ্রন্ট পেজে আসছে।
comment by: গন্ডমূর্খ বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৭:০৫

ইসলামপন্থী দেশপ্রেমী কাকে বলে ?
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৭:৫১

ত্রিভুজরে ব্যান ? সত্যি নাকি?
comment by: ফখরুদ্দীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৯:০০

আমার ধারণা উনাকে ব্যান করা হয় নাই, উনি সেলফ সেন্সরশিপ এ আছেন, মইনুল সাজেস্ট করছে।
comment by: শবনম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৯:৪৭

ও তাই নাকি!
যদি সত্য হয়ও.....তাহলে অনেকে বেকার হয়ে যাবেন।
কারণ, 'খেলোয়াড় নেই, খেলবে কার সাথে'!
অনেক ছাগু তাড়ককে বেকার করার দায়ে, মডারেটরের বিচার চাই (যদি মডারেটরই এই কাজ করে)।
আচ্ছা আপনি খুব দুঃখ পেয়েছেন, না!! আহারে।
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৯:৪৮

হুদা ইসলাম,

দয়া করে ব্লগে গুজব ছড়াবেন না।

ইবনে সালাম,

আইজুদ্দিন ব্যান হইছে, তাইলে কি আইজুদ্দিন "ইসলামপন্থী এবং দেশপ্রেমী ব্লগার " ব্লগার ছিলেন। বিষয়টা কেমন গোলামেলে মনে হচ্ছে। আপনি একানেও কি ধর্ম নিয়ে রাজনীতির একটা পাঁয়তারা করছেন?
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:০৯:৫৮

সত্যি!!
আপনি কিভাবে জানলেন?
ত্রিভুজ কি আপনাকে বলেছে?


comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:১১:১০

ত্রিভুজ ভাই আপনি পোষ্ট দিয়ে সকল বিভ্রান্তির অবসান করুন
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:১১:৩৯

রাজাকার।
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:১৮:১০

অহেতুক গুজবের জন্য আপনাকে ০ দিলাম... হি হি হি
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৩:৫৩

এস্কিমো ভাল মানুষ সাজার এই প্রবণতা আপনার কবে থেকে ? সুবিধা না দেখলে সময়মত সটকে পড়েন , অবাক লাগে
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:৪১

পুষ্প ত্রিভুজ ভাই এর আত্নীয়।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৯:৫৩

পুস্প কেটায় ?
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:০৮

কণা
comment by: মুকুল বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৭:৪৬

অহেতুক গুজবের জন্য ১ দিলাম।
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৮:৩৩

সত্যি? ত্রিভুজ ব্যান?

আমিও ব্ল্যাক লিস্টেড? আমাকেও ব্যান করে দিবে?

কিছুই বুঝতেছি না। ধুৎ।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৪:১৫

মুন আপায় কেমুন আছেন ?
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৯:১৯

মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৩:৫৩
এস্কিমো ভাল মানুষ সাজার এই প্রবণতা আপনার কবে থেকে ? সুবিধা না দেখলে সময়মত সটকে পড়েন , অবাক লাগে

- ঘটনা কি মেহরাব, সব কিছু বাদ দিয়ে আপনি আমার পিছনে লাগার চেষ্টা করছেন? আগেও একটা অফেনসিভ কমেন্ট করেছেন আমার ব্লগে। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে চাচ্ছেন কেন?
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০০:২৭

এস্কিমো , মনে হতে পারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া , কিন্তু মোটেও তা না ।
১। আপনি চরমভাবে একচোখা নীতি ফলো করেন , এটা আপনি নিজেও জানেন , যেহেতু নীতির প্রচারে নেমেছেন , আশা করি সব ক্ষেত্রেই নীতিবানের পরিচয় দেবেন ।
২। অন্যকে question করে সেটার answer না পাওয়া পর্যন্ত আপনি ব্লগ গরম করে ফেলেন , কিন্তু আমার দু'টো question এর জবাব পরে দিব বলেও দেননি ।
৩। আর ব্লগে আসার পর , আপনাকে দেখতাম রাতভর গালাগালি করতে , তার উপর আপনি বুয়েট তাই আপনার জিনিসগুলো বেশি হয়তো চোখে পড়ে
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০২:৪৩

১ দিলাম।
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৩:৩৩

অফেন্সিভ ? অদ্ভূত এস্কিমো , আর আপনি যে অকথ্য গালাগালি করতেন , তা কি?আমার অফেন্সিভ কমেন্টের প্রমাণ দেখান
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৫:৪৮

কেন বুয়েটের পুলাপানের গালি কি চিকচিক করে যে চোখে পড়ে বেশী @ শারিয়ার
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৯:৫১

হাসিব ভাই , মনে নাই বুয়েট নিয়ে একবার কি তুলকালাম হইল :)
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১২:১৬

সরি , ত্রিভুজের ব্যান হওয়া নিয়ে আলোচনাটা ট্র্যাকের বাইরে চলে গেছে , আশা করি আবার ট্র্যাকে ফিরে আসবে
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৩:২৮

এইবার বুঝা গেছে । কুথায় পড়ালেখা করছেন শাহরিয়ার ?
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৯:৫৮

মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৩:৩৩
অফেন্সিভ ? অদ্ভূত এস্কিমো , আর আপনি যে অকথ্য গালাগালি করতেন , তা কি?

- মেহরাব, এটা একটা চ্যালেঞ্জ, আপনি আমার দেওয়া একটা গালি এখানে পেস্ট করুন।

বাকী অংশ পরে হবে।

comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৩:৪০

এস্কিমো বাদ দেন তো এ বেয়াদপ পোলাটার সাথে অর্থহীন কথা বার্তা
comment by: ইেলারা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৫:৪৮

ত্রিভুজ টা কে??
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:২৪

অনেক দিন যাবত দেখি বেচারা আমার পিছনে পিছনে হাটছে।

একটা ভিন্ন নিকে সম্ভবত ও আমাকে একটা গালি দিয়েছিল। গা করিনি। @নাম্বারহীন

সময় মতো সব প্রশ্নের উত্তর পাবেন। @মেহরাব
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:২৭

আমার এত সময় নাই চ্যালানজানোর , 13th week চলতেছে , জানেনই তো কি অবস্থা , গতকাল থেকে টানা অ্যাসাইনমেন্ট করতেছি , মাঝে ৫/১০ মিনিট ব্লগে , challenge করাতো আপনার নিয়মিত technique । সময় পেলে অবশ্যই খুজে বের করে পোস্ট করব , আজ রাতে কাজ আছে , সকালে submission
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩১:৪৩

ভয় পেয়েছে বেচারা।
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:১৩

আরে পোলা বুয়েটে পড়ে ভাবে সে একটা হনু আরে আমরা কিচু কইনা মাগার ডিগ্রি যা আচে, নিতে হইলে আরো তিন বার জন্মাইতে হইবেক পোলাপাইনের
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:১৫

ঠিক আছে...আমার তাড়াহুড়া নেই। যতক্ষন না এইটা প্রমান করতে না পারছেন যে ব্লগে আমি গালাগালি করেছি - ততক্ষন দয়া করে অফ থাকেন।

বেশী স্মার্টনেস না দেখানোই ভাল। অবশ্য কাজিনের সাথে হলে বিষয়টা আলাদা...সেখানেতো একটু এক্সট্রা স্মার্টনেস লাগবেই...কি বলেন ? গুড লাক
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৮:২৪

গালাগালি তাইলে এক্সট্রা ইসমার্টনেস? খাইসে!!!!
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪২:২১

নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:১৩
আরে পোলা বুয়েটে পড়ে ভাবে সে একটা হনু আরে আমরা কিচু কইনা মাগার ডিগ্রি যা আচে, নিতে হইলে আরো তিন বার জন্মাইতে হইবেক পোলাপাইনের!

দেখা গেল "নাম্বারহীন" ই নিজেরে কি একটা হনু মনে করে। কারন তার মত হইতে হইলে নাকি তিনবার জন্মাইতে হয়!
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪২:২৮

ত্রিভুজ ব্যান হলে আমি মিলাদ দিমু । মাজারে শিরনি দিমু । আর কে কি দিবেন আওয়াজ তুলেন ।
আমার ধূসর ছায়া নিক দিয়ে তো আমি লগইন করতে পারি না । কিন্তু আমার ব্লগে কমেন্ট করলে ঠিকই হোমপেজে আসে । খিয়াল কইরা ।
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৪:০৯

আমি তো হনুমানের ছবি দিয়া স্বীকার করসি আমি হনু ঘোড়ার ডিম
comment by: হুদা ইসলাম বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৭:০৮

আমার ব্লকে বাজে কথা বলবেন না।



তিরিভুজের ১০০১টি নিকের মধ্যে আরেকটি "ইবনে সালাম" বলেচেন,

ত্রিভুজ ব্যান!!!!!
২০০৭-০৯-২১ ২৩:১৬:৩১

এইমাত্র ত্রিভুজের পরিচিত একজন আমাকে মেইল করে জানালো যে, ত্রিভুজকে ব্যান করা হয়েছে। ত্রিভুজের সাথে যোগাযোগের উপায় কি? আপনারা কি জানেন ? ত্রিভুজকে কেন ব্যান করবো। আশ্চর্য !!!

সামহোয়ারের একজন শ্রেষ্ঠ ব্লগার হবার পরো তাকে যদি সত্যিই ব্যান করা হয়ে থাকে তাহলে সেটা হবে সবচেয়ে দুঃখজনক।

রেটিং:৩.০/৮
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৩৬টি মন্তব্য
* ২৫১বার পঠিত


comment by: চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৩:২৪

যদি ঘটনা সত্যি হয় তবে তা হবে আসলেই দুঃখ জনক!!!!!
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৪:৪০

চতুরভূজ কি জানেন ত্রিভুজ আসলেই ব্যান কিনা ?
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:০৭

আমার কাছে ত্রিভুজের ফোন নাম্বার আছে। কিন্তু ফোন বন্ধ। ব্লগে ফোন নাম্বার দেয়া কি ঠিক হবে?

ব্যান করবে কেন?
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:১০

দুঃখজনক
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৮:১৮

আপনি জেনে বলছেন তো? (চিন্তিত...)

কিভাবে জানেন আপনি?
comment by: চতুরভূজ বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৯:১২

ইবনে সালাম, আমি এ ব্যাপারে জানিনা কিছুই। তবে ব্যান না হবার সম্ভাবনাই বেশি। তাকে একটা মেইল করে দেখতে পারেন।

ফোন নাম্বার ব্লগে না দেয়াই উচিত হবে।
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৯:৫৫

আচ্ছা, ত্রিভুজ কে ব্যান করার মত আসলেই কি কিছু ঘটেছে?

কেউ কি কিছু জানেন?
comment by: পাহাড় বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৩:০৫

আমি ব্লগে আিস না, তবে ত্রিভুজ ভাইকে ব্যানড করার প্রতিবাদ করার জন্য আজেক আসলাম। এটা অন্যায হইছে। ের প্রতিবাদ করতে হবে। ত্রিভুজকে আনব্যানড করা দরকার।
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৩:১৮

এখন ব্যান করার তেমন কোন কারণ লাগে না। ত্রিভুজ যেহেতু আশরাফ রহমানকে আনব্যান করার মত দাবী তুলেছে সেহেতু তাকে ব্যান করা হতে পারে। যদি তাই হয় তাহলে এটা হবে সামহোয়ারের বিমাতাসুলভ আচরণ । আশরাফের উপর একটা অবিচারের প্রতিবাদ করতে গিয়ে ত্রিভুজ ব্যান হলে তা সামহোয়ারের সকল ব্লগারের জন্য অপমানজনক।
comment by: পাহাড় বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:১৬

একমত। আপনারা সবাই প্রতিবদাে যোগ দিন।
comment by: হমপগ্র বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:৪৮

্ত্রিভুজ ভাইয়ের পোষ্টগুলো পড়েছি। সেখানে এমন কিছু নাই যে তাকে ব্যান করেতে হবে।
নিশ্চিন্ত থাকুন সবাই।
যদিও আমার খুব চিন্তা হচ্ছে!
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৭:০২

বাইতুল মুকাররমে আগামী শুক্রবার প্রতিবাদ সমাবেশ করে সামহয়ার কার্যালয় অভিমুখে কাফেলা শুরু করা যায় । ত্রিভুজ ভাইকে কেউ বলেন উনার এমএসএনে ১২০০+ বন্ধুদের সবাইকে খবর দিতে ।
comment by: আইরিন সুলতানা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৭:১৭

ব্যান করা হয়ে থাকলে তা খুবই দুঃখজনক এবং অেনক ব্লগারই ব্লগে আসতে নিরুতসাহিত হবে ...
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪০:৩২

ব্যান্ড ??
আমি ব্যান ব্যান খেলুম । :-/
ভাইজান এই গুজবটা কই থেকে আইলো বলতে পারেন ??
comment by: ইবনে সালাম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৭:৫১

শাওন মিয়া, ত্রিভুজ সমর্থকদের সবাইকে এই খেলায় অংশ নেয়ার ব্যবস্থা করা আছে । তুমিও বাদ পড়বানা আশাকরি।
comment by: পাশা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৫২:১১

ব্যান করলে আসলেই দুঃখজনক ঘটনা।
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৭:৪৫

ত্রিভুজ কি ঘুমায় নাকি? তাকে ব্যান্ড করার মতো কিছু ঘটছে বলেই তো মনে হলো না। সে এসে ক্লিয়ার করে দিলেই তো ল্যাঠা চুকে যায়। গুজবের অবসান হয়।
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৯:৩৯

মুনাপু রাইট :)
comment by: স্বপ্নময় বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২২:৪৪

তো কি হইছে?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৮:২৬

তাই তো কি হইছে ? :|
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৫:০৮

আসলেই তো! স্বপ্নময়ের তো কিসু হয় নাই। স্বপ্নময় তো বিয়াই করে নাই.. হইবো ক্যামতে!
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৫:২৯

ত্রিভুজ ভাই তো হিজবুল তাওহীদের সদস্য বলে ছিলাম, মিছিলে গিয়ে আহত হন নি তো
comment by: ইেলারা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৬:০৯

কেউ কি বলবেন, ত্রিভুজ টা কে?
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৪৮:০৮

এ ব্লগের নেতা এবং শ্রেষ্ট ব্লগার।
comment by: ইেলারা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৩:২৯

ব্লগের আবার নেতা কি? উনার পার্টির নাম? শ্রেষ্ঠ ব্লগার উপাধি পেতে কত টুকু বিদ্যের প্রয়োজন?
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৩:৩৭

আহারে এতো প্রজেক্টের খবর আমরা জানবো কেমনে যদি ত্রিভুজ ব্যান হয়ে যায় !!!! আমি তীব্র প্রতিবাদ জানাই ।
comment by: নাদান বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৫:২৯

উনার পার্টির নাম ছাগু পার্টি।
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৬:৩৫

সারোয়ার ভাই এর নতুন নিক ইেলারা।
comment by: স্বপ্নময় বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৭:১৭

কিছু হওয়াতে হলে বিয়ে করতে হয়! আজকাই জানলাম। কেন ভাই, বিদেশে শুনি মা আছে পোলার, বাপের নাই খোঁজ!

ত্রিভুজের রেস্ট দরকার। যদি সত্যিই সে ব্যান হয়ে থাকে তবে ঐ ব্যানকে আমরা ইনজুরী হিসাবে মেনে নিতে সম্মত আছি

কি বলে বাদ বাকী সবাই?
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৯:১৮

আপনাকে সবজান্তা হতে হবে
comment by: ঠোটকাটা ব্লগার বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৫:৩৫

আমি তো শুনি বহু লোকের সাথেই ত্রিভুজের ইমেইল যোগাযোগ আছে।উনি তো প্রায়ই বলেন যে উনি বহু বহু মেইল পান।
সুতরাং তার সাথে যোগাযোগ করা খুব কঠিন বিষয় নয়।
নাকি যারা যারা উনার প্রিয় সেই হুদা ইসলাম ,মুন,ফজলে এলাহী,নাজিরুল,নূরডিইডি'র কাছে তার ইমেইল ঠিকানা নাই?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৭:০৭

সবারই রেস্ট প্রয়োজন ।
সুজনের নতুন পিক দেখলাম । দারূন লাগল ।
comment by: পাতাকুড়ানি বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৮:০৬

কি আজব পোলাপাইন সব!
comment by: স্বপ্নময় বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১২:০৮

ফেসবুকে? হুম, ভালাই আছে পোলা। একটু লোনলী, এই যা। লোনলীতো আমরা সবাই, নতুন আর কি?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৪:৩২

শহুরে ফ্রেন্ড আর ভিলেজ ফ্রেন্ডের মধ্যের তফাৎ টা ইন্টারেস্টিং ।
কিন্তু দুটিই অক্সিজেন । কোনটাকে ছাড়তে রাজী নই ।
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৮:০৬

ও পাতাকুড়ানি
কিছু কাঠাল পাতা হবে কি
তোমার বস্তায়?
আমাদের এক ছাগল
আছে, সে খাবে
যত দাও, দিবে কি সস্তায়?



তিরিভুজের ছাগিরাম গাড়লফেরেন্ডো (যাকে অনেকে তিরিভুজের ১০০১ টি নিকের আরেকটি বলিয়া ছন্দেহ করেন) "তাহসিন সাঈদা মুন" বলেচেন,


ঘটনা কি? ত্রিভুজ ব্যান!!! গুজব না সত্যি?!!!
২০০৭-০৯-২২ ০০:০০:২৩


ত্রিভুজ ব্যান?

এটা কি সত্যি?

একবার শুনি হিজিবিজিহিজিবিজি ব্লগ ব্যান।

এখন শুনছি ত্রিভুজ ব্লগও ব্যান।

কেমনে কি?

সামহ্যোয়ারইনব্লগ কর্তৃপক্ষ প্লিজ ক্লিয়ার করুন।

যদি ব্যান হয় তবে কেন?

আমি গুজব বিশ্বাস করি না। সামহ্যোয়ারইনব্লগ কর্তৃপক্ষকে পক্ষপাতদুষ্ট হিসেবেও মনে করি না। কারন এখানকার অনেক ডেভেলপারকে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা খুব ভালো মানুষ। কিন্তু যা শুনছি বা দেখছি তাতে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি।
কর্তৃপক্ষ প্লিজ বিষয়টা ক্লিয়ার করবেন তাড়াতাড়ি? এইসব ফালতু গুজব আরও ছড়ানোর আগেই।

রেটিং:৩.০/৮
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৯টি মন্তব্য
* ২৫৪বার পঠিত

comment by: রাজনীতিক বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৪:২৫

সহমত। তবে আশরাফের আনব্যান চেয়ে পোষ্ট দেয়ার কারণে ত্রিভুজকে ব্যান করা হতে পারে । দেখি কর্তৃপক্ষ নিরপেক্ষতা বজায় রাখতে পারে কিনা ।
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৫:২৬

এটা সাময়িক পোস্ট। পরে মুছে ফেলব। শুধু বিভ্রান্তি এড়াতে পোস্টটা করলাম। গুজব ভাল্লাগে না।
comment by: বন্ধনহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৬:৩৯

কাঠাল পাতায় ব্লগভূমি ঢেকে গেছে।
কাদের ভিড় দেখা যাচ্ছে ঔখানে?
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৬:৩৯

মুন আপায় কেমুন আছেন ?
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৭:১৫

আগে ৫ ।
পরের কথা হলো , কারর আনব্যান চেয়ে পোস্ট দিলে ব্যান হবে এইটা কবে থেকে এই ব্লগে চালু হলো ??
ব্যাপারটা ক্লীয়ার করা দরকার । অন্যরা ব্যান হলে বোঝা যায় যে গালিগালাজের জন্য ব্যান হয়েছে কিন্তু এইটা ঠিক কোন কারণে ব্যান ?? আজিব !!!
comment by: পাশা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:০৮:২৫

গুজব হলেই ভাল।
comment by: রাজনীতিক বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১০:২৬

এই নীতি ইসলামপন্থীদের জন্য। অরপি ব্যান হবার সময় অসংখ্য পোস্ট হইছে কিন্তু কোন ব্যানের ঘটনা ঘটে নাই এমনি কারো পোস্ট মুছাও হয় নাই। কিন্তু আশরাফের আনব্যান চেয়ে ত্রিভুজের টপরেপেড দুটি পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। তারপরও কোন সংশয় আছে ! @শাওন-
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১০:৩৩

গুজব? হুমম.......
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১১:১৮

আন-ব্যান চেয়ে পোস্ট দিলে ব্যান খাবে কেন? এটা তো ব্লগে অহরহই ঘটে দেখি।
ঠিক বুঝি নাই ভাই রাজনৈতিক। ব্যাপারটা কি?
দুই দুইটা পোস্ট না দেখলে এরকম একটা পোস্ট করতামই না।
ত্রিভুজ কি ঘুমায় নাকি? তাকে ব্যান্ড করার মতো কিছু ঘটছে বলেই তো মনে হলো না। সে এসে ক্লিয়ার করে দিলেই তো ল্যাঠা চুকে যায়। গুজবের অবসান হয়।
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১২:১৯

তাহলে কি ধরে নিতে হবে এটা ইসলাম বিরোধী সাইট
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৪:৩৪

ব্লগের নীতিমালাটা পড়েছেন ? আপনার কোন অভিযোগ/প্রশ্ন থাকলে "কোন সমস্যা" তে গিয়ে প্রশ্ন করুন । খামাখা পোস্ট করে কি লাভ ? ত্রিভুজকে জিজ্ঞেস করে দেখুন । তাহলে তো সব শেষ হয়ে যায় । এ পোস্টটা আমার কাছে উদ্দেশ্যমূলক মনে হচ্ছে । পানি ঘোলা করার অপপ্রয়াস ।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৪:৪২

যদি হয় তাহলে কি করবেন ? @ শাওন
comment by: বন্ধনহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৪:৫২

মুন, ত্রিভুজের নাম্বার থাকলে তাকে একটা ফুন দেন।
comment by: বিষাক্ত মানুষ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৫:০৭

আগে কি এটা ইসলামিক সইট ছিলো !
comment by: বন্ধনহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:১৯:২১

ত্রিভুজ গতপরশু পরিচয় হওয়া নিউমার্কেটের ঔ মেয়েটার সাথে ডেটিং-এ ব্যস্ত। সে এখন কাঠাল পাতা উৎসবে যোগ দিতে পারবে না।
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২০:৫৯

ত্রিভুজ ভাই না থাকলে ইসলামের মাথায় ঠাঠা পড়বে।
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২১:০২

যদি হয় তাহলে কি করবেন ? @ শাওন
আমি কিন্তু এই পোস্টটাকে ৫ দিছি ।
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২১:০৭

আপনার ব্লগে হইচই না করে আর পরপর পোষ্ট না দিয়ে বরং ত্রিভুজকে একটা ফোন দেন। আর ত্রিভুজের ব্যান বা আনব্যানের সাথে ইসলামের পক্ষে অথবা বিপক্ষে না জড়ানো হয়না।ইসলাম কি খেলনা নাকি?
comment by: ইেলারা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২২:৪২

ত্রিভুজ কে?
comment by: ঘোড়ার ডিম বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৪:১৯

"ব্লগের নীতিমালাটা পড়েছেন ? আপনার কোন অভিযোগ/প্রশ্ন থাকলে "কোন সমস্যা" তে গিয়ে প্রশ্ন করুন । খামাখা পোস্ট করে কি লাভ ? ত্রিভুজকে জিজ্ঞেস করে দেখুন । তাহলে তো সব শেষ হয়ে যায় । এ পোস্টটা আমার কাছে উদ্দেশ্যমূলক মনে হচ্ছে । পানি ঘোলা করার অপপ্রয়াস ।"

জল রং এই কথা কই আছিলো এস্কিমো আর ঠোট কাটার পোষ্টের সময়?
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৪:৫১

ত্রিভুজ ভাই না থাকলে জামায়াতে ইসলামের মাথায় ঠাঠা পড়বে।
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:২৪:৫৪

কিছুই করবা না হাসিব । যেভাবে লিখে আসছি সেভাবেই চালিয়ে যাব । মাই জান সাম ইন ব্লগ :)
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৭:৩৮

আরে ঠোটকাটা আর এস্কিমো তো কোন সমস্যা বা অভিযোগ বলেনাই। একটা ছিল আলোচনা কেন আশরাফের মতো ব্লগ সোসাল ব্লগিং এর জন্য ক্ষতিকর আর এস্কিমো সব ব্লগারকরে অভিযোগ জানাতে বলেছিল আশরাফের সম্পর্কে সেখানে তো কাউরে ব্যান বা আনব্যান করতে কয়নাই
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:২৮:৫৯

এই কমেন্টগুলো পড়ে আমি সত্যিই বিভ্রান্ত হয়ে গেলাম।
আমি ভাবছিলাম গুজব। তাই ভাবলাম এটার অবসান হওয়া দরকার। তাই পোস্ট দিসি।

ভালো বুদ্ধি জল রং। সেইটাই করি। ধন্যবাদ সবাইকে।
comment by: আইরিন সুলতানা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩১:৫৭

ব্যাপারটা আসলেই ভাবার মত....আসলে হচ্ছেটা কি ? ব্লগে জরুরী অবস্থা চালু হলো নাকি !!!
comment by: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৩:৪৪

ত্রিভুজ ভাই না থাকলে রাজাকারদের মাথায় ঠাঠা পড়বে।
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৩৪:২৫

হি হি হি... আইরিন সুলতানা ভাল বলেছেন... মার্শাল ল' চলছে বোধহয়...
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪০:৩৫

মুন আমি শুনেছিলাম উনি হিজবুত তাওহীদের সদস্য, মিছিলে গিয়ে আহত হন নি তো?
comment by: কণা বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৫:০৭

আরে! তাই নাকি!!

হাসপাতাল, ক্লিনিকগুলোতে খোঁজ নিয়েছেন?
আপডেট জানান প্লিজ... @নাম্বারহীন
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২১ ২৩:৪৬:৪০

সে তো আমি জানিনা আমার কাছে ফোন নাম্বার নেই। মুন আপু তো ওনার ভালো বন্ধু
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৪৮:৪০

সাংবাদিক ভাইয়েরা কই ? একটু খোঁজ নেন তো ত্রিভুজ ভাইজানের কোন হাসপাতালে ? নাতাশা আপুর একটা পোস্ট আশা করছি সার্বিক পরিস্থিতির উপর নিয়ে । নাতাশা আপু আওয়াজ দিয়েন ।
comment by: নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৪৮:৪৩

কি জানি হতেও পারে। আজকাল ব্লগের মতি গতি বুঝা যায় না। আমারেও ব্যান করতে পারে কোন কারণ ছারাই। ব্যান করলে আর নতুন নিক নিয়ে আসবো না।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫১:৩১

নাজিরুল মুবাইল নিয়া একটু পন্ডিতি করেন ।
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০০:৫৭:৩৫

ত্রিভুজের মোবাইল নাম্বার দেন । আমরা একটু ট্রাই মারি । ত্রিভুজের বন্ধুরা গেল কই ?
comment by: তাহসিন সাঈদা মুন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০২:৩৩

http://www.somewhereinblog.net/blog/trivuzblog/ @ ইলোরা
comment by: ঠোটকাটা ব্লগার বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৪:৩৫

আমি তো শুনি বহু লোকের সাথেই ত্রিভুজের ইমেইল যোগাযোগ আছে।উনি তো প্রায়ই বলেন যে উনি বহু বহু মেইল পান।
সুতরাং তার সাথে যোগাযোগ করা খুব কঠিন বিষয় নয়।
নাকি যারা যারা উনার প্রিয় সেই হুদা ইসলাম ,মুন,ফজলে এলাহী,নাজিরুল,নূরডিইডি'র কাছে তার ইমেইল ঠিকানা নাই?
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৪:৫১

ত্রিভুজ ভাই।
আপনি কোথায়।ব্লগে ফাইটিং চলছে আপনাকে নিয়ে।
আপনি এসে ফাইটিং বন্ধ করে দিন।৫
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৫:২৮

মুনের সাথে কি নাকি কি কি শিখতো ত্রিভুজ ? উনিও কি ১২০০+ এমএসএন বাডির লিস্টে নাই !
comment by: শাওন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৫:৩২

হাসিব তোমার ফ্লিকারের পিক গুলা দারুন । বিশেষ করে গ্রিল পার্টির :)
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:০৬:১৩

মাহমুদ রহমানরে দেখা যাইতেছে না । ঘটুনা কি ?
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৩:৫৪

ত্রিভুজ ব্যান হলে তো বহু লোক বেকার হয়ে পড়বে। অনেকগুলো নিকের অপমৃত্যু ঘটবে। এরমধ্যে দুয়েকটার কথা বলতে পারি.... অশ্রু, ডঃ ফচটাচ, আর এরকম কে আছেন।
ত্রিভুজ ভাই, আপনার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। সত্যিই আপনি বড় মজলুম ছিলেন। অনেক অত্যাচার সহ্য করেছেন। বিনা কারণে শুধু ইসলামকে ভালবেসেছেন বলে অনেকগুলি আজেবাজে নামে আপনাকে ডাকা হয়েছে, অনেক বিশ্রী গালি শুনতে হয়েছে। মজলুমের পক্ষে আল্লাহ আছেন। আপনি তার উপর ভরসা করুন। নিঃসন্দেহে উত্তম প্রতিদান পাবেন।
আমার আসলে কিছু করার নেই। এভাবে কষ্টার্জিত কিছু বক্তব্য দেয়া ছাড়া। ক্ষমা করবেন। আর যদি ব্যান না হন তাহলে অবস্থান পরিস্কার করুন।
আপনাকে খুব মিস করব।
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৪:১১

হয়ত ত্রিভুজ নিজেই একটা বাংলা ব্লগ খুলবেন।
তাই তার খোজ নাই।
comment by: সংস্থাপক বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৪:২৩

ব্লগে গুজব ছড়াচ্ছেন কেন? কর্তৃপক্ষ কাউকে ব্যান অযথা করে না। ত্রিভুজ যেভাবে ব্যক্তিআক্রমন করে অভ্যস্ত সে ব্যন হলে আশ্চর্য হবো না।
comment by: জল রঙ বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৬:৫৭

অশ্রুরেও দেখা যাইতেছে না । ঘটনা কি ?
comment by: ফখরুদ্দীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:১৯:৪৭

উনি সেলফ সেন্সরশিপ এ আছেন, তাই আপাতত আসছেন না, আপনারা ধর্য্য ধরেন, আপানাদের পীর সময়মত উদয় হবেন।
comment by: ঠোটকাটা ব্লগার বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:২০:১০

মাহমুদ রহমান,আপনি একটি সামান্য ব্যনের (যদি হয়ে থাকে)সাথে ইসলামকে মেশাচ্ছেন কেন?
ত্রিভুজের এই মাসের ১৫টা পোস্টের মাঝে কোনটা ইসলামপ্রেমী?
# সেপ্টেম্বর,২০০৭(১৫)
* খুব সাদাসিদা একটা দাবী..... (ত্রিভুজ)
* বাংলাদেশ জিতে যাওয়ার একটা সম্ভবনা তৈরি হয়েছে.... সবাই দোয়া করুন..
* টু সামহোয়্যারইন কতৃপক্ষ.... যে আশরাফ রহমান আপনাদের পরিনতি 'প্রথম আলো'র মত হওয়া থেকে বাঁচালেন তাকেই ব্যান করলেন?
* আমাদের লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক নিরাপত্তাহীনতা (প্রথম পর্ব)
* রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা (৩): প্রাথমিক রূপ রেখা....
* রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা (২)
* রাজনীতি মুক্ত বিশ্ব ব্যবস্থা : প্রাথমিক পর্ব
* প্রধান উপদেষ্টার কিছু বক্তব্য ও আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া.... (ত্রিভুজ)
* গ্রামীনের ইন্টারনেটে গুগলের সার্ভিস একসেসে সমস্যা ও সমাধান
* ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করা হচ্ছে? স্বাগত! স্বাগত!!
* অনেকদিন পর একটু খৈ ভাজতে ইচ্ছে করছে.. (ত্রিভুজ)
* 'সিএসবি' চ্যানেল বন্ধ করে দেয়াটা সমর্থনযোগ্য নয়...
* মাঝে মাঝে বিটলামী করতে ভালই লাগে...
* ৪ সেপ্টেম্বর, ০৭: যায়যায় দিনে একদিন....
* ৩ সেপ্টেম্বর, ২০০৭ : ইজি কাজে বিজি একজন যখন অবসরে...
comment by: ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:২০:২৯

অশ্রু লোকটা আরবীয় লোকদের ইমেজ ব্যবহার করে।মুখোশ পরিহিত,ভন্ড।সবাই তাকে বর্জন করুন।
comment by: নাম্বারহীন বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:২১:৪৭

ওর প্রোফাইলে ছবিটা আরবীয় নাকি? আমি তো ভেবেছিলাম পাকিস্তানী
comment by: পাতাকুড়ানি বলেছেন :
২০০৭-০৯-২২ ০১:২১:৫৮

"সামহ্যোয়ারইনব্লগ কর্তৃপক্ষকে পক্ষপাতদুষ্ট হিসেবেও মনে করি না" - ব্যক্তিগতভাবে চেনো বলেই এমন মনে হচ্ছে তোমার।
..তোমাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি, না চিনলে বলতাম - "তুমি কোন দুনিয়ায় আছো?"
যাইহোক, ভালো থেকো। এ ব্যাপারে আর কোন কমেন্ট করার আর কোনই ইচ্ছা নাই..





তিরিভুজ ভাই এ জাতির সেরা ছাগল, তিনি জনগণের নয়ানের মনি, তাকে অবিলম্বে আবার ছাগলামি করার সুযুগ দেয়া হোক!

ভুলে যাবেন না ছামো কতৃপক্ষ, তিরিভুজ ভাইয়ের নিজের ওয়েবছাইটে বলগানোর সুযুগ আচে। আপনারা চাঞ্ছ না দিলে তিনি সেইখানে অবিরাম ছাগলামি করতে পারবেন!!