Sunday, December 2, 2007

লেটস টক এবাউট কনডম


রাগ ইমনআমায় ডেকো না, ফেরানো যাবে না!
লেটস টক এবাউট কনডম

২০০৭-১২-০১ ০২:০৩:৫২

মনের ভিতর জরুরী অবস্থা জারি হইলে সবচেয়ে ভালো হলো ভালো ভালো খাওয়া দাওয়া করা ।কার্ব হইলে ভালো ।কার্ব খাইলে শরীরের কার্ভ নষ্ট হয় তবে ব্রেইনে রিলিজ হয় সেরোটনিন । এইটা হইলো "ফিল গুড " হরমোন । কতটা ফিল গুড ? আরে মিয়া , এইটাও জানেন না ? সেক্স করলে এই হরমোন রিলিজ হয় । এখন বুঝেন । জনসংখ্যা কমানোর নতুন শ্লোগান হইতে পারে ,"বেশি করে ভাত খান , দেহের উপর চাপ কমান" তবে বাংলাদেশে ভাতের অভাব থাকলেও সেক্সের অভাব একেবারেই নাই । আসেন , জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়া কথা বলি। কি কন? বাংলাদেশে নাকি মাত্র ৩% ছেলে অথবা কাপল কনডম ব্যবহার করে । (একটু আগের ডাটা ,এখন সামান্য বাড়লেও বাড়তে পারে) সারা দুনিয়াতেই এই হার এই রকমই কম। ব্লগের বন্ধুরা ,এট্টু বুঝাই কন তো দেখি- ছেলেরা / কাপলরা কন্ডম ব্যবহার করতে চায় না কেন? সম্ভাব্য উত্তর ,

১। মজা নাই

২। ব্যবহার ঝামেলা পূর্ণ

৩। দাম বেশি

৪। কেমনে ব্যবহার করতে হয় , জানে না

৫। গর্ভধারনের বিপদ তো মেয়েদের সমস্যা, সো নো চিন্তা , ডু ফুর্তি

৬। যৌন রোগ নিয়ে অসচেতনতা

৭। আরো কিছু থাকলে কহেন বাহে


রাশেদ বলেছেন :২০০৭-১২-০১ ০২:০৬:২০রাগু, মুইছা যেহেতু দিবা, হুদাই কমেন্ট কইরা লাভ কি!!তাই এক দিলাম।


রাশেদ বলেছেন :২০০৭-১২-০১ ০২:০৭:৪৬মাইয়ারা মনে লও পেলাস্টিকের কিছু পসন্দ করে না তাই।


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:০৭:৫১আপনার মাথায় আইচ ব্যাগ দেওয়া জরুলী হয়ে পরচে


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:০৮:৩৪আমিও রাশুর কথায় রাগুরে ১ দিলাম


হাবুপোকা বলেছেন :২০০৭-১২-০১ ০২:১২:৩১কারন পলিথিনে রসগোল্লা রাইখা চুষনের মধ্যি টেস নাই


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:১৫:৩১হাবুরে ৫


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০২:১৫:৫১রাশু ,মেয়েরা প্লাস্টিক পসন্দ করে না ,তাই । খুবই ইন্টারেস্টিং উত্তর । কিন্তু তথ্যের অথেন্টিসিটি সম্পর্কে কিছু বলো । এইটা কয়টা মেয়ে বলেছে ? জেনারেল ভাই , ১ এর সাথে উত্তরটাও দিয়া যান । আপনে জ্ঞানী/অভিজ্ঞ মানুষ । ( মজা করে লেখা পোস্টে লিখলেও কনডম সংক্রান্ত এই সমস্যাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ন, আমারে অপছন্দ করেন বলে সেই দিকটা ভুলে যাইয়েন না)


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:১৮:১৯আমি কুতায় কইলাম আপনারে লাইক করি না?আপনারে আমি ভালা পাই


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:১৯:১৩আর টেস্ট না কইরা কেমনে উততর দিমু?


লাল দরজা বলেছেন :২০০৭-১২-০১ ০২:২০:১৭আমি কিছু কমু?


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০২:২০:৩৫আরে ,ভুইলাই গেসিলাম ।আজকে বিশ্ব এইডস দিবস ! ওকে , এই পোস্টটা বিশ্ব এইডস দিবসকে উতসর্গ করা হলো হাবু পোকা , আপনি ১ নম্বর উত্তরকে সঠিক বলেছেন , জেনারেল ভাইজান সেইটারে সমর্থন দিলেন । এখন তাইলে এট্টা ,গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ।বিজ্ঞানীরা রীতিমত গবেষনা করে বলেছেন , যৌন সঙ্গমের আনন্দ , তৃপ্তির অনুভূতি - পুরোটাই নাকি ব্রেইনের ব্যাপার স্যাপার । মানে , আপনি ব্রেইনকে যা ফিল করতে বলবেন , সে তাই ফিল করবে । তাই, অরগ্যাজম আসলে মানসিক । কোমরের নিচে রেইন কোটের ভূমিকা এইখানে সামান্যই । এই ব্যাপারে আপনাদের কি মত?


অভিযাত্রী বলেছেন :২০০৭-১২-০১ ০২:২০:৫০শিসসসসসসসসসসস্‌স্স্স্স্স্স্ (বাঁশী)র জন্য কোন স্মাইলী নাই


বিষাক্ত মানুষ বলেছেন :২০০৭-১২-০১ ০২:২১:০৮ফুলাইতে কিরুম লাগে সেই অভিগ্গতা আছে । অন্য কিছুর অভিগ্গতা নাই । কেমনে কমু !!


রাশেদ বলেছেন :২০০৭-১২-০১ ০২:২১:১২নাউজুবিল্লাহ! @ রাগুলালুদাআআআআআ@ যব্বর কিছু কন। পরে আইসা পড়ুম।রাগু আইজকা রাইতে মুইছো না।


মৈথুনানন্দ বলেছেন :২০০৭-১২-০১ ০২:২১:৩৮পোস্টের আসল মাজেজাটা বোদয় বুজেচি। যাগ্গে, বেশি বুজে কাজ নেই, পুরোনো পাগলের ভাত নেই।কিছু তথ্য : http://www.prontocondoms.co.za/http://www.nytimes.com/2007/11/13/health/13cond.htmlhttp://www.rapestop.net/ ঘুমুতে গেলাম


রাশেদ বলেছেন :২০০৭-১২-০১ ০২:২১:৪৩ছুটো কালে রাজা ফুলাইছি অনেক।


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:২২:১৬তার আগে আপনার চয়েস কোনটা সেইটা এট্টু কইয়ালন?


রাশেদ বলেছেন :২০০৭-১২-০১ ০২:২২:৩৫আর ডটেড নাকি ভালা! মানে কি! সব মাইয়াগো ফুর্তির লাইগা! হেরা পেলাস্টিক চাইলে পেলাস্টিক! না চাইলে র (Raw)!


লাল দরজা বলেছেন :২০০৭-১২-০১ ০২:২৪:০২যে গান পোলাপানরে হিকাইছি পোলাপান রাগুরে ঐ গান হুনাও


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০২:২৮:১৫লালু নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাইলে করো । আমাদের আপত্তি নাই ।


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:২৯:০৫আপনার রেটিং এট্টু পরে নূরার রেকর্ড ভাংবোতার জন্য অগ্রীম মুবারোক বাদ


বিষাক্ত মানুষ বলেছেন :২০০৭-১২-০১ ০২:৩০:০০খিক খিক !!! @লালুদা


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০২:৩১:৫০হাবু পোকা উত্তর দিলো না । দুখ পাইলাম । এই হইলো ব্লগের মুক্তমনাদের হাল। সেক্স , কনডম নিয়া বিটলামি করতে পারে , কিন্তু ভালো ভাবে আলোচনা করতে কও ,সব কয়টার হ্যাডম ঘুমের রাজ্যে পালাইলো কি রে ভাই , মুক্তমন রাইখা মুক্তকচ্ছ হইয়া পলাইলেন কই?


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০২:৩৭:৪০হি হি হি , জেনারেল ভাইজান , গুড়ে মলম এর লগে আমারে তুলনা করেন ক্যা? রেটিং দিয়া কি করুম? বেইচা খামু ? । তয় ভাইজানের শিল্প মন কিন্তু দুর্দান্ত , হান্ডু ক্রফট গুলা জটিলসসসসসসসস। মৈথু , রিসার্চ লিংক দেও কেন ভাইজান? কন্টেম্পরারি সব রিসার্চ পড়া হইয়া গেসে ভাইজান, আমাদের টিম প্রেজেন্টেশন ছিলো এই টপিকের উপর । নতুন কিছু থাকলে কও ।



জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:৩৭:৪০আমার কুচ্শেয়ন টার উততর দিলান না?আপনের চয়েজ কুনটা?


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:৪২:৩২আপনি কনডম লাইক করেন কিনা হেইডা কইলেন না?


লাল দরজা বলেছেন :২০০৭-১২-০১ ০২:৪২:৫৬যে গান পোলাপানরে হিকাইছি পোলাপান রাগুরে ঐ গান হুনাও


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০২:৪৬:১৭ি হি হি হি হি হি , জেনারেল ভাইজান ছাড়া সবাই দেখি পলাইসে । হো হো হো হো হো কন জেনারেল ভাইজান , কি কইতে চান? ফাঙ্কশনালি আমার চয়েজ করার সময় সুযোগ তো এখনো হয় নাই ভাইজান। যখন হইবো , তখন কমুনে , ঠিক আছে ? প্রমিস। আর থিওরিটিকালি পড়ালেখা করে এবং ডাক্তার হিসেবে যা জানি , জন্ম নিয়ন্ত্রনের জন্য কন্ডমের চেয়ে ভালো কিছু নাই এখনো । জন্ম নিয়ন্ত্রনের জন্য যেমন, সেই রকম যৌন রোগ প্রতিরোধের জন্যও । জন্ম নিয়ন্ত্রনে , মেয়েদের ব্যবহৃত সমস্ত পদ্ধতির সাইড ইফেক্ট খুব বেশি । পিল বলেন , ইঞ্জেকশন বলেন , প্যাচ , কপারটি সবই । এমন কি লাইগেশন অপারেশন এর খারাপ দিক গুলাও ভ্যাসেক্টমির চেয়ে অনেক বেশি । সেই তুলনায় কনডমের বিরুদ্ধে অনুভূতি আর ব্যবহারের সামান্য জটিলতা ছাড়া তেমন কোন অভিযোগ নেই ।কারো কারো ল্যাটেক্স এ এলার্জি থাকে , তবে খুব রেয়ার । এখন আবার ফিমেল কনডম ও বেরিয়েছে । সব কিছু বিবেচনা করলে , বেস্ট মনে হয় কোনটা ?


নাজিরুল হক বলেছেন :২০০৭-১২-০১ ০২:৪৬:৪৫জনগুরুত্ব পূর্ণ পোষ্ট।


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:৪৯:২৫আমি তো আর ডাক্তার না তাই শ্যাইড ইপেক্ট নিয়া কইতে পারুম না।আমিও টেস্ট করার সুযোগ হইলে কমুনে, প্রমিজ


জেনারেল বলেছেন :২০০৭-১২-০১ ০২:৫১:১৪ভাইবেন না পালাইতাছি, ঘুমাইতে যাইরাত প্রায় ১২ বাজে।


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০২:৫১:৪৪


রাশু , রিসার্চ কিন্তু বলে যে কনডম ব্যবহারের ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেরাই "না" বলে বেশি । তাইলে রিসার্চ কি ভুল তথ্য তুলে ধরেছে ? হায়রে বিমা, রাশু , জেনারেল --- ব্লগের সবাই কি আ-কাইম্মা ? সবাই দেখি লইজ্জা পায়। ঠিক আছে , অন্য নিকে আসেন , তাও উত্তর দিয়া যান । ঃ)


লাল দরজা বলেছেন :২০০৭-১২-০১ ০২:৫২:৫৭ঘুমানের আগে দুই লাইন গান হুইনা যান,গ্রেরামের নওযোয়ান, হিন্দু মুসলমানমিলিয়া রাজা কন্ডম পুষ্কুনিত ধুইতামআগে কি সুন্দর ফুটকা ফুলাই তামআগে কি সুন্দর ফুটকা ফুলাই তাম


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০২:৫৫:৫৭হি হি , জেনারেল ভাই পলাইয়া কয় পলাইনাই । আইচ্ছা যান । কি আর কমু !


নাজিরুল হক বলেছেন :২০০৭-১২-০১ ০২:৫৬:২০হি হি হি @ লাল দরজা।


লাল দরজা বলেছেন :২০০৭-১২-০১ ০২:৫৬:৩৬আমার কিন্তু ফুটকাই বালা লাগেঅনুভূতি নিয়ন্ত্রনে থাকে ইট্টুফুটকা ছাড়া ঠু'মাচ অনুভূতিগাড়ী কন্ট্রোল হালাইয়া ফেলায়, যখন তখন


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০২:৫৯:৩৭লালু ,হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা । জটিলস !


লাল দরজা বলেছেন :২০০৭-১২-০১ ০৩:০১:২৬রাগের মাথায় আইজকা সংগীত উঠছে, এই রাগ পানি হবে কেমনে! ছিন্তায় আছি!!!



মেঘলা আকাশ বলেছেন :২০০৭-১২-০১ ০৩:০৭:১৩হাবুরে ৫ঠিক বলেছেন।


অলৌকিক হাসান বলেছেন :২০০৭-১২-০১ ০৩:০৯:৫৯ফাঙ্কশনালি আমার চয়েজ করার সময় সুযোগ তো এখনো হয় নাই ভাইজান। যখন হইবো , তখন কমুনে , ঠিক আছে ?----------------খিক খিকজ।---------------------------------আর টেস্ট না কইরা কেমনে উততর দিমু?


আহমাদ মুজতবা বলেছেন :২০০৭-১২-০১ ০৩:১০:৩৬কারন পলিথিনে রসগোল্লা রাইখা চুষনের মধ্যি টেস নাইএইটা জোসস কমেন্ট।রাগু আপিও জোসস জমাইতেছেন।চালান আমি পুলাপান কথা কইলে বেদ্দপ কইবেন। আমি দেখি।


মেঘলা আকাশ বলেছেন :২০০৭-১২-০১ ০৩:১৩:৩৯আমি একবার টেষ্ট করেছিলাম। কেমন যেন আনইজি লাগে।


মৈথুনানন্দ বলেছেন :২০০৭-১২-০১ ০৩:১৬:৫১তুমি প্যাঁচা নাকি --- রাতাড়াইটে বাজে --- আসলে সবই জানো --- আমাদের দেশের প্রেক্ষিতে অন্যতম প্রধান কারণ হল স্টিগম্যা / ইনহিবিশ্ন --- গিয়ে কিনতে হবে --- তো এটাকে ক্যাউন্ট্যার‌্যাক্ট করার জন্যে রেল স্টেশ্ন ইত্যাদি স্ট্র্যাটেজিক লোকেশনে ভেন্ডিং মাশিন বসিয়েছে। দ্য ট্রিক রিলি ওয়র্কড। আয়ায়টি আর দিল্লী ইউনিতে বসাতে চেয়েছিল --- ঝাড়ি খেয়েছে --- তার পরের কেস জানিনা। ছুভোরাতি



রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০৩:১৭:১৪অলৌকিক , সবাই কি আর তোমার মত ? কি আর করা ! মুজতবা , নাহ বেয়াদব বলবো না । খোলামেলা কথা বলাটা বেয়াদপি না। খোলামেলা কথা বলতে গিয়ে কাউকে অপমান করাটা বেয়াদপি ।


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০৩:১৯:৪৪মৈ কি লন্ডন টাইম জোন দিলা? এখানে ৩ঃ২৮ বাজে । আর সকাল বেলা মিছিলে যাবো ।আর ঘুমানোর চেষ্টা করে লাভ নেই বন্ধু । চিন্তা করো না , কষ্ট পেয়ে অভ্যাস আছে ।


অলৌকিক হাসান বলেছেন :২০০৭-১২-০১ ০৩:২১:৪৩আমি কিমুন ?


আহমাদ মুজতবা বলেছেন :২০০৭-১২-০১ ০৩:২২:২৬থ্যাংক্স আলুচুনায় সুযুগ দিবার জইন্যে।এই জিনিস ইউস করতে অনেক দেরী ইস্পেশিয়ালি। তয় জেনারেল ভাইয়ের প্রশ্ন উনি না করলে আমিই করতাম এখন। এছাড়াও জানতে চাই মেয়েরা কেন ইউস করতে চায়? অথবা আগ্রহী বেশী কেন?


অলৌকিক হাসান বলেছেন :২০০৭-১২-০১ ০৩:২৩:২৮সিডর নিয়া কিসব জানতে চাইছিলা। তা নিয়া পুস্ট দিছিলাম। মনে লয় তুমার চক্ষু এড়াইয়া গেচে।


সাধারন বলেছেন :২০০৭-১২-০১ ০৩:২৭:১৭জনগুরুত্বপূণ` পোষ্ট;এইডার দরকার আছিল।


অলৌকিক হাসান বলেছেন :২০০৭-১২-০১ ০৩:২৯:৩২সাধারণ @ বলুন না, কনডম ব্যবহারে কেমন লাগে?


রাগ ইমন বলেছেন :২০০৭-১২-০১ ০৩:৩০:১৮মুজতবা , ওয়েল কাম টু আলোচনা । মেয়েরা কেন ইউস করতে চায় ? - এইটা রিসার্চ করে জানতে হবে ।বেশী আগ্রহী কেন ?- মেয়েরা বেশি আগ্রহী এই কই পাইলা ? সূত্র উল্লেখ করো তো । নাকি ছেলেরা কম চায় বলে তুলনামূলক ভাবে মেয়েরা বেশি আগ্রহী , সেইটার কথা কইলা ? অলৌকিক , তুমি নিজেরে যেমুন বর্ননা করো সেইরুম। "ফিল্মি, ভেরি ফিল্মি" । সিডর নিয়া পুস্টাইসো ? থ্যাংকু থ্যাংকু । তথ্যগুলা তো সর্বস্তরের মানুষের লাইগা দিতে কইসিলাম যাতে উতসাহিত হয় ।আমি তো অলরেডি উতসাহিত । না দেখলেও অসুবিদা নাইক্কা । আবারো ধন্যবাদ ।


মৈথুনানন্দ বলেছেন :২০০৭-১২-০১ ০৩:৩০:৩৮হুম --- আরেকটা কারণও পড়েছিলাম --- ওয়ন সায়জ ফিটস অল পলিসি চলে না --- পশ্চিমী স্ট্যান্ড্যার্ড মাপে তয়ের হয় বলে গন্ডগোল --- নাহ তোমরা গপ্পোগুজব করো - এখন ঠিক তিনটে বাজে --- ঘুমের ঘোরে ভুল দেখেছিলাম হবে হয়ত ---