Saturday, July 28, 2007

এটীমের যুদ্ধারা! খিয়াল কইরা!

আপনেরা আপনেগ ছাগু-আশু-উটু-আস্ত-ছুপি বিষয়ক পুস্টগিলি এইখানে আনিয়া গুদামজাত করেন। আপাতত ছাগুপোন্দা লইয়া উচা গলায় কুন কতাবার্তার দর্কার নাই। আপনমনে ব্যাকাপ করেন, পুস্ট মারেন। যা হইব সব ঘরে ঘরে।

কিপিটাপ। জরুরি কাজে বাইরে গেলাম।


.

ম্যাতকার অফ দ্যা ডে


ব্লগের মধ্য"মণি" তিরভুজ ছাহেব আজকে একখান কমেন্ট করসেন।
ত্রিভুজ বলেছেন :২০০৭-০৬-২৬ ২১:২২:৩৮ব্রাদার.. আপনে পোষ্টটা ভাল করে পড়ছিলেন? স্বাধীনতার পক্ষের শক্তি বা বিপক্ষের শক্তি থিওরীটাই একটা আওয়ামী থিওরী। আর ঐটা নিয়া ফালও পারে আওয়ামীলীগ। ত্রিভুজ না!_______________________________আমি এই কমেন্টটা ঠিক বুঝলাম না। আমি চিন্তা করলাম এইভাবে যে আমরা তো স্বাধীন, এটা ঠিক। এই স্বাধীনতার জন্য তো ১৯৭১ এ একখান যুদ্ধও হইসিল, এটাও ঠিক।যু্দ্ধ যখন একখান হইসিল, সেটারও দুইটা পক্ষ থাকা দরকার। একখান পক্ষ ছিলাম আমরা, বাংলার মানুষেরা এবং অপরপক্ষে ছিল পাকিস্তানি পশুরা এবং তাদের সংগে বাংলার কিছু কুকুর প্রজাতির প্রাণী। এগুলাতো কোন থিওরি না, ফ্যাক্ট।তো তিরভুজ ছাহেব যদি এই মন্তব্যটার একটু ব্যাখ্যা করতেন, তাহলে খুবই ভাল হইত। উনি কি বলতে চাইতেছেন ১৯৭১ আসলে কিছুই না, একটা আওয়ামী থিওরি ???৩৬ বছর পর এইসব কথা শুনলে আসলে রাগও হয় না, দুঃখও হয় না। একটু শরম লাগে আর কি...
http://www.somewhereinblog.net/blog/trivuzblog/28717851