Wednesday, September 19, 2007

ছাগুদের কান্ড

পরথম আলুর আল্পিনে একটা কাটুন লইয়া মল্লারা কি নাচনকুদনই করতাসে। কিন্তু ঐ একই কাটুনের কৌতুক ছাপা হইছে মোনাফেক ছাত্রশিবিরের পুলাপাইনগ শিবির শিখানির পথ্রিকা কিশুরকন্টে। পইড়া দেকেন।




প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন
২০০৭-০৯-১৯ ১৬:৫৩:২৩

প্রথম আলোর আলপিনে যে কার্টুন-কাহিনীটি ছাপা হয়েছে, সেটি ধর্মীয় অনুভূতিকে আঘাত করার কারণে গত দু'দিনে অনেক কিছু হয়েছে। ব্লগাররা সবাই সেটি জানেন আশা করি। এর আগেও একই বিষয়বস্তু নিয়ে একটি কৌতুক ছাপা হয়েছিলো ইসলামী ছাত্রশিবিরের পত্রিকা কিশোর কণ্ঠের নভেম্বর ১৯৯৮ সংখ্যার ৮৭ নম্বর পৃষ্ঠায় হাসির বাকসো বিভাগে। ব্লগারদের জন্য সেই পত্রিকার প্রচ্ছদ ও সেই কৌতুকটি মূল পাতা থেকে স্ক্যান করে এখানে তুলে দিলাম। ব্লগারদের জ্ঞাতার্থে আরো জানাচ্ছি, কৌতুকটি পাঠিয়েছিলেন ফেনীর আমিরাবাদ এমএসইসসি মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মাসুদ। ওই সময় কিশোর কণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন শিবির নেতা মতিউর রহমান আকন্দ, সম্পাদক ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী সম্পাদক ছিলেন সিরাজুল ইসলাম শাহীন।




কিশুরকন্টের প্রচ্ছদ





হাসির বাস্ক




পরথম আলুর কার্টুন


জামাতশিবিরের কিশুরকন্টেরও তাইলে ডিক্লারসুন বাতিল করতে হইব। পত্রিকার পকাশকসম্বাদগরে গ্যাপতার করা লাগব। হ্যারাও কোটি মুসলিমের দ্বীনি চেতনায় আঘাত করছে।