Sunday, August 19, 2007

হেবোদা-গেরামিন ওঠাবসা

ওয়েলকাম টিউন নামক প্রতারনা বানিজ্য
২০০৭-০৮-০৫ ২২:৪৫:১২

There is a technical problem, we are sorry for any inconvenience. Please try again later পত্রিকার পাতায় এসএসএলই নামক একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখে ওয়েলকাম টিউন সেট করতে চেয়েছিলাম। এজন্য পর পর তিনদিন এসএমএস করলাম। কিন্তু কুত্তার বাচ্চারা এসএমএস এর চার্জ কাটার পর ফিরতি হিসেবে প্রতিবার উপরের ম্যাসেজটা পাঠালো।

মেজাজ চরমে ওঠায় ওদের দেয়া ০১৭১৩২০৬১৬১ নাম্বারে ফোন করলাম। কিন্তু হায়! শুয়ারগুলো ফোন নাম্বারটা বিজ্ঞাপনে দিয়ে গালি খাওয়ার ডরে আবার বন্ধ করে রেখেছে। ফলে নিশ্চিত হলাম প্রতারনার এক নয়া পন্থা আবিষ্কার করেছে এই কুত্তাগুলো।

আরে কুত্তা সার্ভিস যদি দিতে না পারিস তাইলে আবার এসএমএস চার্জ কাটিস কেন? টাকা কি তোর বাপের পকেট দিয়া আসে। সামনে পাইলে কুত্তাগুলারে ল্যাংটা কইরা রাস্তার মধ্যে দাড়া করাইয়া রাখতাম। কিন্তু প্রতারনা বানিজ্য করে বিধায় বিজ্ঞাপনে কোন ঠিকানা দেয় নায়। তয় আমিও খবর দিছি জায়গা মত। অর প্রতারনা বানিজ্য অর শরীরের পেছন দিক দিয়া ঢুকাইয়্যা দিমু, যেমনে করে রিমান্ডে নিয়া ডিম ঢুকায় ...

রেটিং:৪.৯/১৫
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৪টি মন্তব্য
* ২৮০বার পঠিত




comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৫ ২২:৫১:৪০

হাসতেই আছি
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৫ ২৩:৪০:৩১

এখনো হাসতেই আছেন নাকি ?
comment by: আশেক ইব্রাহীম বলেছেন :
২০০৭-০৮-০৫ ২৩:৪৯:৩৭


comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:০৪:১৬


comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:২২:২৮

আশেক ইব্রাহিম @ ৫ দেয়ার জন্য ধন্যবাদ। এই পোস্টটা দেয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্লগারদের এই বিষয়ে সতর্ক করা। রেটিং ভালো পেলে পোস্টটা প্রথম পাতায় স্থান নিতে পারে। তখন আরো বেশি ব্লগারের চোখে পড়বে।
comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:৩২:৪২

আমাদের দেশ থেকে নাকি জলপাই দিয়ে সব আকাম কুকাম ছাপ করতাছে তা এদের চোখে দেখে না জলপাইরা?
comment by: আশফাকুর রহমান বলেছেন :
২০০৭-০৮-০৬ ০০:৩৩:১৪

এইসব পোস্ট এ এক দুইজন ছাড়া কেউ রেটিং দেয় না।দেয় সেই সব পোস্ট-এ!!!
ভালো উদ্দ্যোগ মানুষকে সচেতন করার জন্য

comment by: শাইরি বলেছেন :
২০০৭-০৮-০৬ ০১:৪২:৫১


comment by: শরীফ আবদুল্লাহ বলেছেন :
২০০৭-০৮-০৬ ০১:৫২:৩৪

প্রায় অনেকেই আমার কাছে জানতে চায় কিভাবে ওয়েলকাম টিউন সেট করতে হয়। আমি সরাসরি বলে দেই টাকায় কামড়ায় নাকি?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১০:৫৭:২৫

সেলিম @ টেকনোলজি'র বিষয়গুলো সবাই বোঝে না। তবে জলপাইরা এখন বোঝার চেষ্টা করতেছে। এটা ভালো দিক।
comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:২৭:২৯

টেকনোলজি সবাই না বুঝলেও অন্যদেশের জলপাইরা কিন্তু এর হত্তা কর্তা।

এই যে ইন্টারনেট ইউজ করেন- এইটা কারা আবিষ্কার করছে জানেন? করছে মার্কিন - সেনারা।
তাছাড়া অধিকাংশ দেশের আর্মিরাই টেকনোলজি নিয়ে বেশি কাজ করে।

আর আমাদের জলপাইরা পলিটিকস নিয়ে বেশি কাজ করে-- সেই জন্য তারা বাংলাদেশ কে পাকিস্থান বানানোর পথে।


আর একটা কথা, একজন একজন বিখ্যাত কলামিষ্ট বলল, পত্রিকার সম্পাদকদের নাকি দিনরাত গ্রেফতার করার হুমকি দিচ্ছে যাতে বেশি কথা না লিখে। এইটা কি সত্য নাকি?
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:২৮:০১

একেবারেই ঠিক, যদিও ভাষাগুলো বেশি কর্কশ।
বিকল্প ব্যবস্থা থাকলে মোবাইল ইউজই করতাম না।
যদিও মাঝে মধ্যেই ফোন ধরি না, তবুও গালিটা আমাকেই খেতে হয়। :(
comment by: যীশূ বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:৩৭:৫৩

কম্পানীর নামটাও দিয়া দেন। লোকজন সাবধান হবে।
comment by: মদন বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:৪৫:০৭

সুন্দর এবং জনসচেতনতা মুলক পোষ্ট।
প্রতারনার যে কত ধরন এরা আবিস্কার করবে কে জানে।
comment by: নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৮-০৬ ১১:৪৯:৩৯

আমার এমন সখ হয়না। এখানে মোবাইল অপারেটর রা মাসে ২৫ রিয়ালের মাধ্যমে ওয়েলকাম টিউন সার্ভিস দেয়।
এসব সব ধান্ধাবাজ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১২:২০:২৮

সেলিম @ আপনার কথা সত্য। কয়েকজন সম্পাদকের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হতে পারে।

মাহমুদ রহমান @ "তবুও গালিটা আমাকেই খেতে হয়"- লাইনটার অর্থ বুঝলাম না? আরেকটু খোলসা করেন।
comment by: রবিনহুড বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:০০:৩২

যে কম্পানী বিজ্ঞাপন দিচ্ছে তাদের ব্যাপারে মোবাইল কোং কে অবহিত করা দরকা। কারন এটা তো মোবাইল কোম্পানীর মাধ্যমে টাকা টা যায়।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:১৪:২৮

আপনের গালি দেয়াটা সুন্দর হয় না।প্র্যাকটিস দরকার।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:৩৪:০৯

হোসেইন-দ্য, আপনি হাচা কইছেন। ভালো হয় একখান গালির ইস্কুল খুইলা বসেন। আমরা সবাই আপনার কাছে গালির তালিম নিতে আসমু।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:৩৯:০৯

অনযরকম,আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ।
ভেবে দেখি।
তবে এডমিশন টেস্টে আপনি কি এলাউ হবেন?
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-০৬ ১৪:৪৩:২২

মামু একটা কাজ করেন। একটা গালির প্রশ্ন পোস্ট করেন। দেখেন কে কেমন রিপ্লাই দেয়।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৭ ০০:০৯:১০

রবিনহুড @ আপনার আইডিয়াটা সুন্দর। দেখি গ্রামীণফোনের সাথে কথা বলবো আগামীকাল।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৬ ২৩:২৫:৫৯

হাবিব মহাজনের পোস্টে দেকতাম উনি এরকম বাত চিত করটেন গ্রামীনের সাতে। আপনি কি আসলেই হাবীব মহাজান
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-০৭ ০১:১৬:৪৪

সতর্কতার জন্য ধন্যবাদ কিন্তু বিশ্রী ভাষাগুলো ব্যবহার না করলেও আমরা একইভাবে সতর্ক হতাম। তাই না? সুন্দর ভাষাতেও মানুষকে তথ্য পৌছানো যায়। যাই হোক, ৫-ই দিতাম, কিন্তু বিশ্রী ভাষা ব্যবহারের এর জন্য ৩ দিলাম। ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৭ ০১:৩১:৫৬

বইপাগল @ পর পর তিনবার প্রতারিত হয়ে মেজাজ বিগড়ে গিয়েছিলো। এজন্য না চাইতেও বিশ্রি শব্দগুলো এসে গিয়েছিলো। বিষয়টি আপনাকে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত।
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-০৭ ২০:১০:১৩

ধন্যবাদ সুন্দর করে উত্তর দেবার জন্যে।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৭ ২০:৫৯:২৯

গ্রামীনের সাতে আলাপ আলোচনার রেজাল্ট কি? আলাদা পোস্ট দিবেন না একানেই লিকবেন?>
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-০৭ ২১:০৭:১৯

মোবাইল কোম্পানীগুলোর বিরুদ্ধে কিছু কি করা যায় না? দিন দিন ওদের প্রতারনার শিকার আর কতো হবো? গত মাসে গ্রামীন আমাকে এসএমএস করলো টোটাল বিল ৭২ টাকা। ফ্লেক্সি করলাম ১০০ টাকা। লাইন এক্টিভেট হয়না দেখে কাষ্টমার কেয়ারে ফোন করে শুনি ১৩৩০ টাকা বিল। আবার করলাম ১৩০০ টাকা। আমার ৭০ টাকা ব্যালেন্স থাকার কথা। তা না, উলটো আরো ৪০ টাকা বিল ধরিয়ে দিলো। কাস্টমার কেয়ারে কথা বাবদও ১১ টাকা।

ফাজলামীর একটা সীমা থাকা উচিত!
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৭ ২১:০৮:৩৪

আসলেই সবই ফাইজলামি ছাগুজী ব্যান করে দেন সবাইকে
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৮ ১০:৩৮:০৪

ত্রিভুজ @ ঠিকই বলেছেন এই ব্যাটারা সবসময় আমদের চুইষ্যা খাইতেছে। যাইহোক, এবার দেখতাছি বিটিআরসি বেশ কঠিন অবস্থান নিছে। দেখা যাক এখন কিছু হয় কিনা।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-০৮ ২২:১৩:৩৭

গ্রামীনের সাতে আলাপ আলোচনার রেজাল্ট কি? আলাদা পোস্ট দিবেন না একানেই লিকবেন?>

comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১২:৪২:০৩

ডাক্তার আইজউদ্দিন @ গ্রামীণফোনে যার সাথে আলাপ করবো সে আবার অতিরিক্ত চেহারা দেখানোর ফলে একটু ঝামেলায় আছে। তার ঝামেলা কাটার পর এই বিষয়ে আলাপ করা যাবে। দেখি তখন একটা আলাদা পোস্ট করবো।
comment by: আমি টগর (দি শেষ Avatar) বলেছেন :
২০০৭-০৮-১১ ০০:৩১:০৩

@আরাফাত ভাই, আমার ত মনে হয় এটা শালা জিপি ১০০% দায়িত্ববান, আমার মনে হচ্ছে (ওর শুনেছিলাম হয়ত) এটা তাদের সিস্টেমের সমস্যা ।
একটা সত্যা হল, চিপি (জিপি) কিন্তু ইদানিং সমচে বেশি আয় করছে এই ভুয়া ওয়েলকাম টিউন দিয়া, তার মানে আপনার মত মামদের সংখ্যা ওনেক :)
সুন্দর পুষ্ট এর জন্য ৫
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ০১:২৮:১১

আমি টগর @ আপনার কথা ঠিক হতে পারে। জিপি'র সাথে কথা বলার ট্রাই করছিলাম। কিন্তু যার সাথে খাতির সে একটু ঝামেলায় আছে। দেখি নতুন লিংক বের করে কথা বলবো।
ওদের সিস্টেমে সমস্যা থাকা সত্তেও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অনেক কে বোকা বানাচ্ছে। এটা জানাতে হবে বিটিআরসিকে ...
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:১৫:০১

ত্রিভুজ @ আপনার অভিজ্ঞতাতো আরও বিব্রতকর মনে হচ্ছে। আমাদের কাছ থেকে প্রতারনা করে ৮-১০ টাকা নিয়েছে। আর আপনারতো শত টাকার মামলা।
এর একটা বিহিত হওয়া উচিত।
comment by: মুক্তপাখী বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:৩৮:৫৫

সেলিম বলেছেন :"আর আমাদের জলপাইরা পলিটিকস নিয়ে বেশি কাজ করে-- সেই জন্য তারা বাংলাদেশ কে পাকিস্থান বানানোর পথে।"
--কথাটা পছন্দ হইছে
comment by: মুক্তপাখী বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:৪৩:০০

৫ দিলাম সচেতনতামুলক পোষ্ট হিসেবে...
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১১ ১৫:৪৬:৫১

@হোসেইন-দ্য, মামু... গালির ইস্কুলের খবর কি?
comment by: শুভ কিবরিয়া বলেছেন :
২০০৭-০৮-১১ ১৬:৩০:১৪

গুরুত্বপুর্ন একটি বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হয়েছে। আমিও দিলাম ৫
comment by: রিজভী বলেছেন :
২০০৭-০৮-১১ ১৬:৩৭:৪৬

আরাফাত ভাই এত গালি ইউজ না করে কি পোস্টটা লেখা যেতো না?

যা হোক, গুড পোস্ট। ৫
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ১৭:৩১:৩১

রিজভী @ এত গালি দেয়ার কারন সম্পর্কে একটি মন্তব্য আছে উপরের দিকে।
৫ দেয়ার জন্য ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ২০:১৭:০৮

শুভ কিবরিয়া ভাই @ আপনার পোস্ট কি প্রথম পাতায় ছেড়েছে ? আপনি আজকেই সাইন ইন করলেন অথচ পোস্ট প্রথম পাতায় ব্যান করা হইলো। ব্লগ কতৃপক্ষের কর্মকান্ড এতো স্লো কেন বুঝি না। এতক্ষনে যদি চেক করা না যায় আপনি আসল না নকল তাহলে কিভাবে হবে ?
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১৩ ২৩:৫২:৫৪

গ্রামীনের সাতে আলাপ আলোচনার রেজাল্ট কি? আলাদা পোস্ট দিবেন না একানেই লিকবেন?>
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১৫ ১০:৪০:২০

আর ৪ টা ৫ পাইলে মনে হয় লেখাটা প্রথম পাতায় স্থান নিতে পারে। কেউ কি আছে আরো কয়েকটা ৫ দেয়ার জন্য?? জনসচেতনতামুলক পোস্ট বলে অনুরোধ করছি ...

No comments: