Sunday, August 19, 2007

হেবোদার রমণীরা

হেবোদার ব্লগে পেরায়ই সাস্থবতি নারী দেকতে পাওয়া যায়। হেবোদা তাহাদের ফটু ব্লগে ব্যবহারের আগে অনুমতি লইছেন কি না জানা যায় না। তাই হেবোদা ও তার ব্লগের শিকার হতভাগিনি সাস্থবতিদের পাশাপাশি রাখিয়া একটি "পাপারাজ হেবোদা" সিরিজ প্রকাশ করা হইবে। ইহাতে শিকার ও শিকারিকে পাশাপাশি বা উপ্রেনিচে দেকা যাইবেক।





ভিওআইপি লাইসেন্স পাচ্ছে না মোবাইল অপারেটররা
২০০৭-০৮-১০ ১৩:১৫:১৫


১৪ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে অনুমোদিত আইএলডিটিএস/ভিওআইপি পলিসিতে মোবাইল, পিএসটিএন ও আইএসপিদের আলাদাভাবে ভিওআইপি লাইসেন্স দেয়া হবে না। তবে যে কেউ ঢাকায় বসানো আন্তর্জাতিক গেটওয়ের সঙ্গে সংযুক্ত হয়ে কল আদান-প্রদান করতে পারবে।

বর্তমান অনুমোদিত আইএলডিটিএস পলিসি অনুযায়ী ঢাকা শহরে চারটি আন্তর্জাতিক গেটওয়ের (আইজিডব্লিউ) বসানো হবে। সব আন্তর্জাতিক কল আদান-প্রদান করা হবে এই গেটওয়েগুলো ব্যবহার করে। সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে এই তথ্য। সূত্র জানায়, চারটি গেটওয়ের একটি বসানো হবে সরকারি উদ্যোগে। বাকি তিনটি গেটওয়ে দেয়া হবে বেসরকারি খাতে। তবে বেসরকারি খাতে দেয়া গেটওয়েগুলোর লাইসেন্স পেতে গেলে শতভাগ বাংলাদেশী নাগরিক হতে হবে। উন্মুক্ত অকশনের মাধ্যমে এসব লাইসেন্স দেয়া হবে।
একইভাবে চারটি গেটওয়ের সঙ্গে ছয়টি ইন্টারনেশনাল কানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) বসানো হবে। মোবাইল, পিএসটিএন এবং টিঅ্যান্ডটিতে কল আদানপ্রদানের জন্য এসব আইসিএক্স ব্যবহার করা হবে। আইসিএক্সের লাইসেন্সও দেয়া হবে শতভাগ বাংলাদেশী নাগরিক এবং বিদেশী বিনোয়োগমুক্ত প্রতিষ্ঠানকে। উন্মুক্ত অকশনের মাধ্যমে এসব লাইসেন্স দেয়া হবে।

বর্তমান অনুমোদিত পলিসি অনুযায়ী দেশে কোনো ধরনের ভি-স্যাটভিত্তিক নেটওয়ার্ক রাখা যাবে না। সূত্র জানায়, সিমিইউ-৪-এর মাধ্যমে সব আইএলডিটিএস কল আদানপ্রদান করা হবে। ভি-স্যাটের মাধ্যমে কল আদান-প্রদানে যে খরচ, তার ২০ ভাগের এক ভাগ খরচে সাবমেরিন কেব্ল দিয়ে কল আদান-প্রদান করা যাবে। ইতিমধ্যে দেশের বেশ কিছু অঞ্চল ফাইবার অপটিক কেব্লের মাধ্যমে সংযুক্ত করেছে সরকার। বাকিটাও খুব দ্রুত সম্পন্ন করা হবে। তবে সূত্র জানায়, বিশেষ কারণে সরকার কিছু ভি-স্যাট ব্যবহার করতে পারবে।
অনুমোদিত পলিসিতে দেশীয় বিনিয়োগকারীদের কল সেন্টার ব্যবসা করার সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কল সেন্টার লাইসেন্স নিতে উৎসাহিত করা হবে। তবে এ সংμান্ত সব আর্থিক লেনদেন নির্ধারিত ব্যাংকের মাধ্যমে করতে হবে।
সূত্র জানায়, কল সেন্টার ব্যবসা করার জন্য লাইসেন্স ফি এখন পর্যন্ত (৬ আগস্ট) চূড়ান্ত হয়নি। তবে আগামী চার-পাঁচ দিনের মধ্যে এটি নির্ধারণ করা হবে।

সাপ্তাহিক ২০০০ এর বর্তমান সংখ্যায় এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পড়তে চাইলে ক্লিক করুন এই লেখার উপর।

ডাইরেক্ট লিংক:
http://www.shaptahik2000.info/issues/2007/year-10/issue_13/pdf/pb20070810a.pdf


রেটিং:৪.২/৫
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ২০টি মন্তব্য
* ১৮০বার পঠিত




comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:২৮:০৬

ভালো খবর দিছেন।
আমি বহুদ্দিন ধইরাই মনে করি যে ভিওআইপি সবার জন্য উন্মুক্ত করে দেয়া উচিত।বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তারা যদি সুযোগ পায়,তাইলে অনেক কর্মসংস্থান বাড়বে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৪১:২৯

হোসেইন @ সাপ্তাহিক ২০০০ এর আন্দোলনটাও ছিলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ভিওআইপি দেয়া হোক। আমরা বিজ্ঞাপন আর বিদেশ ভ্রমনের লোভ পরিত্যাগ করে লিখে চলেছি ভিওআইপি'র বিরুদ্ধে, বিশেষ করে বিদেশৗ মোবাইল অপারেটরদের বিরুদ্ধে। তার একটা ফলাফল এই নীতিমালা। বর্তমান নীতিমালায় দেশের স্বার্থ রক্ষা হবে এবং শুধু বাংলাদেশীরা এই ব্যবসা করতে পারবে।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৫১:০৮

সাপ্তাহিক ২০০০ এর ভুমিকা আমার সবসময়ই পছন্দ।এখানে আপনেরা যারা কাজ করেন,আপনারা সবসময়ই দেখছি পাবলিকের লগেই থাকেন।
comment by: নাদান বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৫৪:৫৯

শুনে খুব ভাল লাগলো।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৩:৫৭:৩২

হোসেইন @ ধন্যবাদ
নাদান @ আপনার ভালো লেগেছে দেখে আমার ভালো লাগছে।
comment by: অন্যরকম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৪:০৮:৫৯

আশাব্যজ্ঞক সংবাদ। একই সাথে আমাদের জন্য সুখবর।
এখন এইটা নিয়া আর ফুলিটিক্স না হইলে হই।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ১৪:৫৫:২৯

অনযরকম @ গতমাসের ১৪ তারিখে এই ভিওআইপি পলিসি পাস হয়েছে। তারপর থেকে বিটিআরসি এইটা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখছে। কাউকে এমনকি সাংবাদিকদের বলছে না পলিসিতে কি আছে। তখন আমারও সন্দেহ হইছিলো আবার ফুলিটিক্স শুরু না হয়। এইটা যাতে হতে না পারে এজন্য আমি সোর্স দিয়ে ভিওআইপি পলিসি বের করেছি এবং পত্রিকায় ছেপে দিয়েছি। এরপর আর পলিটিক্স করার সুযোগ নেই। কারন এখন পলিটিক্স করলেই ধরা খাইতে হবে।
comment by: ত্রিভুজ বলেছেন :
২০০৭-০৮-১০ ১৫:২০:২২

গুড সিদ্ধান্ত.... ইন্টারনেটও মোবাইলকোম্পানীগুলোর হাতে ছেড়ে দেয়া ঠিক হয়নি। দিন দিন ফালতু হচ্ছে ওদের সার্ভিস। কিন্তু দাম নিচ্ছে সাধারন নেট লাইনের দুই/তিনগুন বেশী!
comment by: মাহবুব সুমন বলেছেন :
২০০৭-০৮-১০ ১৫:২৯:০৬

থ্যাংকস আরাফাতুল, ভালো লেখা , এর জন্য সাপ্তাহিক ২০০০ অবশ্যই ধন্যবাদ পাবে।
( পোস্টের সাথে ছবির সম্পর্ক খুঁজে পাচ্ছি না , তাও একটা মেয়ের ছবি !! ))
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-১০ ১৫:৪৮:৪২

ভাল একটা খবর পেলাম। ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১০ ২০:২৬:৩০

মাহাবুব সুমন @ প্রতিসপ্তাহের সোমবার আমাদের পেস্টিং হয়। পেস্টিং মানে হচ্ছে সব রিপোর্ট মেকআপ শেষে প্রিন্টের জন্য প্রেসে চলে যাওয়া।
ভিওআইপি পলিসিতে কি আছে জানার জন্য একাধিক জায়গায় খোঁজ লাগিয়েছিলাম। সোমবার বিকেলে সোর্স তথ্য দিলো। সন্ধ্যায় লেখলাম। রাতে মেকআপ দিতে গিয়ে বিড়ম্বনায় পড়লাম। ছবি নেই। ইন্টারনেট সার্ভার ডাউন। ফলে ইন্টারনেটে সার্চ দিয়ে সি-মি-ইউ-থ্রি'র ম্যাচ নামানোও সম্ভব হলো না। ওদিকে সময়ও নেই।
তখন কি আর করা, এই ছবিটা দিয়ে দিলাম। ছবিটাকে লেখার সাথে খাপ খাওয়ানোর জন্য ক্যাপশন দিলাম এটা "বৈধ প্রক্রিয়ায় আন্তর্জাতিক কল আদান প্রদান হলে তা দেশ ও জনগনের জন্য লাভজনক হবে"।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১০ ২০:২৭:৪১

হেবো গ্রামীনের সাতে আলাপ আলোচনার কি হইল?
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:০৮:৫২

আপনার প্রতি পোস্টেই এরকম মেয়েদের ছবি দেবেন । দেখতে বড়ই সৌন্দর্য ।
comment by: ডাক্তার আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:১৩:৩৮

মেয়েটা কি হেবো গার্ল ফেরেন্ড। হের পারমিসন নিসো ছবি দেওনের আগে
comment by: মানুষ বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:১৬:৫৯

রাখেন আপনার খবর। আগে মেয়েটার ফোন নম্বরটা দেন
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:১৮:৪০

কোন অফিসে কাম করে সেইটা বললেও পোলাপাইন লাগায়া সিস্টেম করন যাইতো
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-১০ ২১:৩৯:২৩

কই পোস্ট আর কই ছবি !!!
comment by: ফারহান দাউদ বলেছেন :
২০০৭-০৮-১১ ০১:০৬:৪০

সেইরকম ১টা ভালো খবর দিলেন:) তবে ৩টা বেসরকারি গেটওয়ে নিয়ে আবার কোন ২ নম্বুরি হবে নাতো?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ০১:১৬:২৬

ফারহান দাউদ @ উম্মুক্ত অকশনের মাধ্যমে ৩টি বেসরকারী গেটওয়ে ও ৬টি আইসিএক্স এর লাইসেন্স দেয়া হবে। আর শুধুমাত্র বাংলাদেশীরা বিদেশী বিনিয়োগমুক্ত বাংলাদেশী প্রতিষ্ঠানের পক্ষে সেই অকশনে অংশ নিতে পারবে। এরপরও দুই নাম্বারী হওয়ার সুযোগ আছে বলে মনে হয় না।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-১১ ১২:৫১:১২

রাশেদ @ আপনাকে ভালো খবর দিতে পেরে ভালো লাগছে।

No comments: