ছাগুমিটারে শনৈঃ শনৈঃ উন্নতির ধারায় থাকা ব্লগার নাজিরুল হক তার জ্ঞানভান্ডারের কিছু অংশ আমাদের সাথে সম্প্রতি শেয়ার করেছেন । তিনি তার এক লাদি পোস্টে বলেছেন মোবাইলের কলার আইডি অফ করে রাখলে সে মোবাইল থেকে আর কল করা যাবে না । আগ্রহীদের জন্য তার গোটা পোস্টটি এখানে পেস্টিত করে দেয়া হলো ।
মোবাইল পন্ডিতি
বিঃদ্রঃ অতি পন্ডিত্তদের এখানে প্রবেশ নিষেদ।
আপনি ঘুমিয়ে আছেন। উঠে দেখেন মোবাইলের ক্রেডিট একান্ট আছে জিরো। কাকে বলবেন, ছোট ভাইকে, বোনকে, নাকি অন্য কেউ?
এ সমস্যা থেকে উদ্ধারের পদ্ধতি হলো, মোবাইলে একটু সেটিং করতে হবে। যদি বাসায় আর কেউ এই সেটিং না জানে।
এভাবে সেটিং করুন:-
Menu>
Setting>
Call setting>
Send my caller identify>
Select- Off
এ সেটিং এর ফলে আপনার মোবাইল থেকে আর কেউ কল করতে পারবে না। তবে কল রিসিভ করতে কোন সমস্যা হবে না। আবার যখন কল করতে চাইবেন, ঠিক তেমনি ভাবে সেখঅনে গিয়ে সিলেক্ট করুন ডিফাল্ট।
সাইফুর বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:২৬:৩৭
এটা কোন নোকিয়া কোন মডেলের সেট ..কত দাম??
সাইমুম বলেছেন :
২০০৭-০৯-১০ ১৩:০০:২৪
যে সব কিছু পন্ড করে সে পন্ডিত!!!!
৫৫৫৫৫৫
নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১০ ১৩:০৪:২৫
পাঁচ রেটিং করায় ধন্যবাদ সাইমুম ভাই।
মনের কথা বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:২১:১০
হা হা হা ....... শিরোনাম দেইখ্যা হাসিব ভাই আইলো না ক্যান.....। আমি আরেকটা কইঃ
অনেক সময় আমরা চাই (কেউ না চাক আমি তো চাই) যাতে ফোন করে কেউ লাইন না পায়। সেই ক্ষেত্রে out of range থাকার জন্য যা করতে পারেন- settings>network settings> manual settings অনেক গুলান আজুরা নেটওয়ার্ক আইবো। যেকোন একটারে সিলেক্ট করেন। তবে সিলেক্ট করার পর ব্যাক কইরা ফিরা যাইয়েন না। তাইলেই ধরা খাইবেন। সিলেক্ট কইরা যেমুন আছে রাইখ্যা দেন। আপনারে কেউ খুইজা পাইবো না।
মনের কথা বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:২২:২৬
আপনারে ৫ দিয়া দিলাম যান
শাহেদুর রহমান বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:২৯:৫০
@সাইফুর
NOKIA N81 (Upcoming)
দাম ৩০,০০০/= এর কম হবে না
সাইফুর বলেছেন :
২০০৭-০৯-১০ ১২:৪১:০৮
@শাহেদুর রহমান ....ধন্যবাদ
শামীম আহেমদ বলেছেন :
২০০৭-০৯-১১ ০৩:৩৪:২৪
আপনার টেকনিকটি বাংলাদেশের জন্য হতে পারে কিন্তু ইউরোপে সম্ভবত কাজ করবেনা। কারন এখানে আই.ডি অফ করেউ কল করা যায় । সেক্ষেত্রে অপর প্রান্তে সেট ভেদে লেখা আসবে " নো নাম্বার"।
নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:২৪:৩৮
আপনি যে নেটওয়ার্ক সিলেক্ট করতে চাইবেন সেটা সেই নেটওয়ার্ক আপনাকে এলাউ না করলে সিলেক্ট হবে না। @ মনের কথা।
যেমন এখানে (সউদিতে) দুটি অপারেটর আছে, মোবাইলি ও আলজাওয়াল। কখনো মোবাইলির নেটওয়ার্ক না থাকলে Manual ভাবে Aljawal এর নেটওয়ার্ক সিলেক্ট করলে তা এলাউ করে না।
নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:২৬:২৪
গন্ডারকে সম্মানের সহিত ব্লক করা হইলো।
ঢালী! বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:২৮:৩৭
চালায়া যান নাজিরুল ভাই!
মনের কথা বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:২৮:৪৯
আমি জানি সেই নেটওয়ার্ক আমাকে এলাউ করবে না। না করুক। কিন্তু আপনি সিলেক্ট করার পর সেখান থেকে বেরোবেন না মানে অন্য অপ্শনে যাবেন না। মোবাইল যেমন আছে তেমনই রেখে দিন। নেটওয়ার্ক নিল দেখাবে।
নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:৩৭:২৯
এই অপশনটাতো মেবাইল বন্ধ করেও করা যায়।
ঢালী! বলেছেন :
২০০৭-০৯-১১ ১২:৩৯:৪৬
আইচ্ছা, আপনে যেইদেশে আছেন সেইখানে কী মাইনষের ছাদে ছাদে মোবাইল অ্যান্টেনা?
নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:০২:৩৯
মাইনষের ছাদে ছাদে নাকি ঘরের ছাদে ছাদে, কোনটা?
ঢালী! বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:০৩:৫৫
ওই হইলো, এক পাড়ায় পঞ্চাশটা এরম...
নূর-ই-হাফসা বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:০৬:৪৭
ভাল পোষ্ট করেছেন।
নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:০৭:২৭
না এখানে এরকম নাই। পাচ বছরে একটাও দেখি নাই।
ঢালী! বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:১৩:৩১
অ্যান্টেনা থাকে কই? শহরের কোন অংশে?
নাজিরুল হক বলেছেন :
২০০৭-০৯-১১ ১৩:২৫:৪৬
Aljawal হল সরকারের কম্পানী। তারা এন্টিনা বসিয়েছে নিজেদের জায়গাতে। আর মোবাইলি বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে এন্টেনা বসিয়েছে। এটা বেসরকারী কম্পানী। তবে বর্তমানে দুটিরই নেটওয়ার্ক কভার হয়ে গেছে পুরো সউদিতে। শহরের বাইরে মেইন রোড থেকে আপনি যদি ১০ কিলোমিটার মরুভুমির ভেতরে গেলেও নেটওয়ার্ক থাকে। নেটওয়ার্ক নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না মোবাইল অপারেটরদের। মোবাইল খুলা থাকলে কখনো কল করলে বলে না পরে করুন। অর্থাত্ত নেটওয়ার্ক Busy দেখায় না। তবে মক্কার কাবার ভেতরে ও মদীনার মসজিদে নববীতে নেটওয়ার্ক ফুল দেখালেও কল ঢুকানো যায় না। কারণ সেখানে ইউজার থাকে অনেক।
অনেক বক বক করে ফেললাম।
শাখামৃগ বলেছেন :
২০০৭-০৯-১২ ০০:৫৭:২১
কিছুই না জেনে এভাবে পোস্ট করার মানে কি নাজিরুল ভাই ? কলার আইডেন্টিটি বন্ধ করলে কলারের আইডি রিসিভারের ফোনে দেখাবে না । এতে ফোন করা ঠেকানো যাবে না । মানুষজনকে মিসগাইড করা থেকে বিরত থাকুন ।
সারওয়ারচৌধুরী বলেছেন :
২০০৭-০৯-১২ ০১:১২:২৪
চলুক পন্ডিতি!!!
৫
Tuesday, September 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment