Wednesday, September 12, 2007

হেবোফাতুলের যৌবনজ্বালা



সবাই কেমুন আছেন ?
২০০৭-০৯-১১ ২২:৩৯:৫৭



অফিসিয়াল ব্যস্ততা আর ব্যক্তিগত অসুস্থতার কারনে কয়েকদিন ব্লগে অফ আছিলাম। চিন্তা করলাম আইজক্যা রাতটা কিছু সময় আপনাগো লগে কাটাই। তয় আপনারা সবাই কেমুন আছেন ?

আইজক্যা মন হালকা করবার ইচ্ছা হইতাছে। এই জন্য সবাই প্রশ্ন করেন। আমার সম্পর্কে যার যা কিছু জানতে ইচ্ছা হয় জিজ্ঞাস করেন। তয় রিকোয়েস্ট একটা, আজাইরা প্রশ্ন করিয়েন না। তাইলে কইলাম গোস্বা কইরা উত্তর দিমু না ...

--------------------------------------------------------------------------------

শাহাদত হোসেন বলেছেন :
২০০৭-০৯-১১ ২২:৪৪:১০
আমি ভাল, আপনাকে অনেক দিন পরেই দেখলাম।
আপনার ছবিটা কি আপনার?
হলে ছবিটাতে আপনাকে দারুন লাগছে।

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১১ ২২:৪৭:৩৮
জ্বি ভাইজান, ছবিটা আমার। ধন্যবাদ

শাহাদত হোসেন বলেছেন :
২০০৭-০৯-১১ ২২:৫০:২৭
ছবিটা কোন জায়গা থেকে তোলা?

আশিক দিওয়ানা বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:০৮:০৩
ভাই "ব্যাক্তিগত অসুস্থতা"- এটা কোন ধরনের অসুক???

অমিত বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:১৭:৩৯
১। আপনাকে দএখে মনে হচ্ছে আপনি এয়ারপোর্টে বসে আছেন। কিন্তু গলায় ওগুলো কি ঝুলছে ?
২। আপনার লাস্ট পোস্ট মুছে দিলেন কেন ? (লাউরা এ্যানডারসন দ্রষ্টব্য)
৩। ব্যক্তিগত অসুস্থতা কি ?
৪। আপনাকে কেন হাবিব মহাজন বলা হয় ?

নিন্দুক বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:২৬:২৫
আরাফাত ভাই আপনি কি ব্যাচেলর? তাহলে এই ছবিটি পাত্রি খুঁজতে ব্যবহার করবেন। ভাল হইছে।

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:২৯:৫১
শাহাদাত @ ছবিটা হংকং এয়ারপোর্টে বসে তোলা।

আশিক দেওয়ানা @ কয়েকদিন ধরে চোখে কিছুটা সমস্যা হচ্ছে। এজন্য বলেছি ব্যক্তিগত অসুস্থতা।

অপূর্ব বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:৪২:৫৪
মো. আরাফাতুল ইসলাম বই জান আপনার নামটা আমার ভাল লেগেছে। আপনি আমার গুড হাউজ নিয়েন।

আন্ধার রাত বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:৪৫:৪১
আপনি বোধহয় হংকং এয়ারর্পোটে চাকরি করেন তাই না!

অমিত বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:৪৯:৫৫
আরাফাত, প্লিজ আমার ১,২ ও ৪ নম্বর প্রশ্নগুলা ???

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১১ ২৩:৫৪:৩৮
অমিত @ ধারাবাহিকভাবে উত্তর দিচ্ছি:
০১. হংকং গিয়েছিলাম ইন্টারনেশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর একটা ইভেন্ট এটেন্ড করতে। এই ইভেন্টের গেস্টদের আসা যাওয়ার জন্য হংকং এয়ারপোর্টে দুইটি ইমিগ্রেশন পয়েন্ট আলাদা করে দেয়া হয়েছিলো। সেই আলাদা সুবিধা নেয়ার জন্য গলায় আইটিইউ'র দেয়া আইডি ঝুলিয়ে রাখতে বলেছিলো কতৃপক্ষ।
০২. ওই পোস্টটা ছিলো সঠিক উচ্চারনটা জানার জন্য। জানা হয়েগিয়েছিলো বলে মুছে দিয়েছিলাম।
০৩. ব্যক্তিগত অসুস্থতা'র উত্তর একটু উপরেই আছে।
০৪. এই প্রশ্নের উত্তর যারা বলে তাদের কাছে থাকতে পারে।

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১২ ০০:২০:২১
নিন্দুক @ হ্যাঁ, আমি ব্যাচেলর। আপনার সাজেশনটা মাথায় রাখবো।

আবদুর রাজ্জাক শিপন বলেছেন :
২০০৭-০৯-১২ ০০:২৪:১৬
আপনে দিলখোলা হইয়া বসছেন,প্রশ্নের উত্তর দেবার লাগি । তো প্রশ্ন হইলো- "হেবো বা হাবিব মহাজন সম্পর্কে আপনে কদ্দুর জানেন ?

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১২ ০০:৩১:৫০
শিপন @ আপনার প্রশ্নের উত্তর পাইতে হলে নিচের লিংকে গিয়ে পোস্টটা পড়েন:
http://www.somewhereinblog.net/blog/arafatulblog/28709902

হট্টগোল বলেছেন :
২০০৭-০৯-১২ ০৫:৫৯:০৪
প্রশ্ন : হংকংয়ে কি প্রীচে করে পপকর্ণ আর রেডওয়াইন খেতে পাওয়া যায়? আর মেনথল ফ্লেভারের বেনসন ?

মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৯-১২ ১০:২৯:০৫
অপুর্ব @ তোমার গুড হাউজ গ্রহন করলাম। তুমি কি যৌবনজ্বালা সাইটের মডারেটর অপুর্ব নাকি ?

অমিত বলেছেন :
২০০৭-০৯-১২ ১০:৪৩:১৩
যৌবনজ্বালা সাইটটা আবার কি ? এটার অ্যাড্রেস কি ?

মনিটর বলেছেন :
২০০৭-০৯-১২ ১১:৩১:১৮
আরাফাতুল ভাই একবার একটা পুরস্কার পেয়েছিলেন , ওটা তো সাইবার পর্নের বিরুদ্ধে লেখা ছিল । এখন দেখছি যৌবন জ্বালার মডারেটরের সাথে দোস্তি খাতিরও আছে । ব্যাপারটা স্ববিরোধি হয়ে যায় না ?

আরাফাতুল ভাই কি বলেন ?

অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-০৯-১২ ১১:৪২:০৩
যৈবন যালায় আরাফাত ভাইয়ের নিক কোনটা?

রিজভী বলেছেন :
২০০৭-০৯-১২ ১১:৪৭:৩৪
আরাফাত ভাই @ ছবির জন্য ৫।

অন্ধকার বলেছেন :
২০০৭-০৯-১২ ১২:১৬:২২
ভালো থাকবেন~!

হাসিব বলেছেন :
২০০৭-০৯-১২ ১৩:৪৬:০০
আপনিও কি যৌবনজ্বালার মডারেটর @ আরাফাত ভাই

1 comment:

Anonymous said...

আরেকটি কথা। হংকংয়ের যে আই.ডি টি আপনি গলায় বেন্ধে রেখেছেন সেটি তো মনে হচ্ছে ওদের ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টার( ঐযে নদীর তীরে যেটা অবস্থিত)সেটির আই.ডি কার্ড।সেখানে মেশিন রিডেবল এমন একটা কার্ড দেয় যেটা দিয়ে ফ্রি প্রবেশ ,ফ্রি চা কফি খাওয়া,ফ্রি লোকাল ফোন এধরনের কিছু কাজ করা যায়।
আমি আপনার ছবিটি বড়ো করে দেখলাম যে হুবহু এটি সেই সেন্টারের কার্ড,একই গেটআপ,কালার এবং একই কায়দায় বারকোড দেয়া।

এই এক্সিবিশন সেন্টারটি আমাদের ন্যম সম্মেলন কেন্দ্রের মতো,প্রতি সপ্তাহে নতুন নতুন প্রদর্শনী হয়।সেখানে এই কার্ড দেয়া হয়। এটি দেখিয়ে এয়ারপোর্টে বিশেষ সুবিধা লাভের কথা তো কোনদিন শুনিনি ।
তবে অনেককেই দেখেছি,হুদাহুদিই এই কার্ডগুলো গলায় ঝুলিয়ে রাখে এমন কি ঢাকায় ফেরার পরেও।
আপনি আশাকরি সেই দলেন নয়।