Sunday, September 30, 2007

ব্যান খাওন পরবর্তী ছাগুর কাব্যচর্চা

আপনেরা হয়তো এর মইদ্যে শুইনা ফালাইসেন যে, ছামোয়ারিনের ছেষ্ঠ বলোগার, বহু বলোগারের নয়নের মণি, ১০০১ টি নিকের অধিকারী, ছাগুদের দলনেতা ছাগুরাম তিরিভুজকে ছামো কর্তৃপক্ষ ব্যান করিয়াচেন!!!
তো, ব্যান খাওনের পর পোন্দান খাওন য্যাহেতু বন্ধ হইসে, সেইজইন্যে ছাগু এখন কী করিতেসেন হেই দেশ ও জাতির জইন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজনের লাইগা তৃণভূজ ডট কম স্ল্যাশ বোলোগ এ ক্লিক করিয়া যা দেখিলাম, তাতে আমি মোহিত হইয়া গেলাম।
তো, ভাই-বেরাদরগণ, আইসেন দেখি তিনি কী ফরমাইলেন।

ব্যানায়িত হওনের পর ছাগু এখন দেবদাস হইয়া নারী ও মশার মাঝে সাদৃশ্য বিষয়ে গবেষণা করিতেসেন। অতিসত্বর ওনার গবেষণাপত্র ফোটোওয়ালা নিকে ছামোহোয়্যারেও প্রকাশিত হইতে পারে বলিয়া ধারণা করা হইতেসে।


নারী….
sat ২৯ সেপ্টেম্বর ২০০৭

Posted by TRIVUz under কবিতা


নারী আর মশা…
দু’য়ের একই কাজ-
শুধু রক্ত চোষা!
যার নাম রমনী~
দেহজুড়ে ছেয়ে আছে-
হিংসার ধমনী।


1 comment:

দ্রোহী said...

সেইরকম রে ভাই। জটিল কোবতে, কোবতে পড়ে পাঙ্খা হয়ে গেলাম।