Tuesday, August 21, 2007

গেরামিনকে কুত্তার বাচ্চা বলেচেন হেবোদা

কতাটা কারাপ বলেন নাই। গেরামিনফুন হেবোদার সাতে বেশি চুদুরবুদুর করিতেচে ইদানিম। হেবোদার সাতে তারা আগে বসতো, একন বসতে চায় না। হেবোদার সাতে না বইসাই তারা বাংলাদেশে ব্যবছা করতে ছাচ্চে।

আপনারাই কহেন, তা কি হতে পারে? হেবোদার সাতে ওটাবসা না কইরা কি কেউ বানিঝ্য চালাইয়া যাইতে পারে এই দ্যাশে?

হেবোদা অবশ্য অতিতে গেরামিনফুনের বিল বাকি রাখছিলেন, তা তিনি রাখতেই পারেন। গেরামিন ফুনের বিল বাকি কেন, তিনি মারিয়াও দিতে পারেন। তাই বলিয়া গেরামিন তার কানেকষুন বন্দ করি দিবে? অ্যাত্তো আস্পদ্দা? তারা কি জানে না যে গেরামিন ফুনরে কতায় কতায় গাইলগালাজ করিলেও অ্যাট দি এন্ড অপ দি ঢে হেবোদা গেরামিনের ফুন দিয়াই তার জানেমনকে ফুন মারেন? লাইন কাটিয়া দিলে হেবোদা যেসব রাস্টিয় গুরুত্থপুর্ন কামে কতাবার্তা বলেন সেগুলি কিবাবে বলিবেন? কিবাবে আউটগুয়িং করিবেন?

ইঁয়ার বিচার গরন ফরিব।

বিচতারিত হেবোদার নিজের ওয়াজে হুনেন।





আপনার গ্রামীণফোন সংযোগের আউটগোয়িং কি বন্ধ করে দেয়া হয়েছে? অজ্ঞাতকারনে আমারটা বন্ধ
২০০৭-০৮-০৩ ০৯:৫১:২৮

গত বিকেল থেকে ঘটছে ঘটনাটি। আমার প্রি-পেইড গ্রামীণ ফোন নাম্বারের আউটগোয়িং কল বন্ধ করে দেয়া হয়েছে। গত বিকেল থেকে এখন পর্যন্ত শুধু মাত্র রাত ১২টার দিকে মিনিট পাচেঁক এর জন্য আউটগোয়িং খোলা ছিলো।
আমি একাউন্ট রিচার্জ করেছি। একই জায়গায় বসে অন্য মোবাইল এবং গ্রামীণফোনের অন্য নাম্বার দিয়ে কল করে দেখেছি। একই জায়গায় বসে অন্য গ্রামীণ নাম্বার দিয়ে ফোন যায়ও আসেও। কিন্তু আমারটায় শুধু আসে, যায় না। একাউন্ট ব্যালেন্সও চেক করা যায় না।
সেট থেকে সিম খুলে অন্য নাম্বারে লাগিয়ে দেখেছি। অবস্থার কোন পরিবর্তন নেই। অন্য নাম্বার দিয়ে গ্রামীণ কাস্টমার কেয়ারে ফোন করেছি কয়েকবার। কিন্তু কুত্তার বাচ্চারা তাদের বিজ্ঞাপনগুলো শোনায় আর মিনিটের পর মিনিট কল ওয়েটিংয়ে রেখে দেয়। এইজন্য আবার পয়সা গুনতে হয় পাবলিকের।
গত ৭ বছরের ধরে এই নাম্বারটা ব্যবহার করছি। কখনো এমন সমস্যায় পড়িনি। এই নাম্বারটায় ডিস্টার্ব হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রচন্ড সমস্যায় পড়ে গেলাম ...


রেটিং:৫.০/১
রেটিং দিতে লগ ইন করুন

* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১৭টি মন্তব্য
* ১৮৯বার পঠিত




comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৩ ০৯:৫৭:৩৯

র‌্যাব কে খবর দেন।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:০৮:৩২

সেলিম @ র‌্যাবকে কি খবর দেবো?
comment by: সেলিম বলেছেন :
২০০৭-০৮-০৩ ০৯:১০:২১

র‌্যাবকে বলেন যে, আপনার সাথে অন্যায় করছে গ্রামীন ফোন। কোর্টে কেসও করতে পারেন।
comment by: মাহমুদ রহমান বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:৪৩:৪৪

সত্যি কথা, আমার আশপাশের তিনজনের এই সমস্যা। আরেকজন টাকা রিচার্জ করতে পারছেন না। ব্যাপারটা আমিও বুঝছি না।
comment by: মানচুমাহারা বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:৫৪:৩২

আমার যতদূর মনে হয়, র‌্যাংগস ভবনের পাশের বা ভবনে গ্রামীন ফোনের সুইচ আছে যা সরানো হচ্ছে যে কারনে আপাতত আউটগোয়িং কারো কারো বন্ধ আছে। আমারও একই অবস্থা। আজকে প্রথম আলোতে এই রকম একটা নোটিস দিয়েছে গ্রামীনফোন।
comment by: মোঃ নাজমুল হাসান বলেছেন :
২০০৭-০৮-০৩ ১০:৫৭:৩৬

এইটা সম্ভবত সাময়িক সমস্যা।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১১:২১:২৮

আমি কতা কইচি তাগো লগে।তারা কইচে কিচু কিচু নাম্বারে এই সমস্যা হইতাচে যা আজ দুপুর হইতে ধীরে ধীরে ঠিক হয়া যাইব এবং কাল নাগাদ সবগুলান ঠিক হইব।
এর লগে রাঙস ভবনের কোন সম্পর্ক নাই।
comment by: মামু বলেছেন :
২০০৭-০৮-০৩ ১১:৩৭:২৮

র‌্যাংগস ভবনে গ্রামীনের একটা সুইচ রুম আছে। সেটা দ্রুত সরানোর কাজ করার জন্য কিছু কিছু গ্রাহকের সমস্যা হচ্ছে।

অতি দ্রুত সরানোর কাজ করার জন্য গ্রামীন বিকল্প কোন ব্যবস্থা করতে পারেনি। এই সমস্যাটা গত কাল বিকেল থেকেই শুরু হয়েছে।
এ ব্যাপারে আমি গত রাতেই একটা পোষ্টের মন্তব্যে উল্লেখ করেছিলাম গ্রামীন ফোনের লাইনে সমস্যার কথা। সমস্যা গুলো মূলত প্রিপেইড এ বেশী হচ্ছে।
http://www.somewhereinblog.net/blog/ochenapothikblog/28723961
comment by: কক্সবয় বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:২৭:৪৬

আমার ও একই অবস্থা গেছে গতকাল।এখন ওকে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:৩০:৫৩

গ্রামীণফোনের এক অফিসারের সাথে আমারও কথা হইলো কিছুক্ষন আগে। তাদের ব্যাখ্যা এরকম, মোট ২০টি সিরিজের গ্রামীণফোন নাম্বারের নিয়ন্ত্রন ছিলো রেংগস ভবনে। বিল্ডিং ভাঙ্গা শুরু হওয়ায় এসব নাম্বারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরানো হচ্ছে। ফলে আউটগোয়িং এবং ব্যালেন্স চেক বন্ধ আছে। তবে কোন নাম্বারের ইনকামিং বন্ধ করা হয়নি।
আমার নাম্বারটাও সেখানে থাকায় সমস্যায় পড়িছি। খুব দ্রুত এই সমস্যার সমাধানও করা হবে।
comment by: পরোপকারী বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:৩৮:৫৫

কিন্তু তাদের কে কল করলে কলারের টাকা কাটবে কেন? এইটাতো ফ্রি সার্ভিস হওয়ার কথা।
গত মাসে আমার সিম কার্ডটি নষ্ট হয়ে গিয়েছিল। কাষ্টমার সার্ভিসে প্রায় ১ ঘন্টা কথা বলে তাদের সাহায্য নিয়েছি কোন পয়সা কাটে নাই।শেষ পর্যন্ত কাস্টমার সার্ভিসের অনুরোধে আমার নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়ার পর আমাকে নতুন একটি সিম কার্ড দেওয়া হইয়াছে আমার পুরানো নাম্বারটা এবং একাউন্ট ব্যালেন্স এবং মেয়াদ কাল সবাই ঠিক পেয়েছি। অবশ্য আমি রিয়াদে থাকি এবং সৌদি আরবের মোবাইলি ফোন ব্যাবহার করি।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-০৩ ১২:৫৭:৩৫

আমি ভাবলাম আমাগো হাবিব ভাইয়ের পেছনে আবার ঢ়্যাব লাগলো নাকি .....
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ১৩:০০:২৭

পরোপকারী @ এটা রিয়াদ না বাংলাদেশ। আমাদের রাষ্ট্র শাসকরা এসব অপারেটরের হাতে জিম্মি। আর তাই এখানকার অবস্থা এরকম।
comment by: উদাসী স্বপ্ন বলেছেন :
২০০৭-০৮-০৩ ১৬:৪০:৪৭

"আমাদের রাষ্ট্র শাসকরা এসব অপারেটরের হাতে জিম্মি।"
এটা ভুল বললেন ভাই। গত বছর ভিওআইপির লাইসেন্স এর জন্য এক প্রভাবশালী মন্ত্রি আবেদন করেছিলো। তার কাছে বিটিআরসি ঘুষ চেয়েছিলো ৫০ লাখ টাকা, যেখানে গ্রামীনের কাছে চাওয়া হয়েছিলো ১০কোটি টাকা। উল্লেখ্য ঐ মন্ত্রীর আন্ডারে আমিও কাজ করতাম। আর ৩জি এর চ্যানেল লাইসেন্স এর নাম করে এমন ভাবে চ্যানেল এ্যালোকেশন করা হয়েছে বাংলাদেশে ৩জি এর ভবিষ্যত মোটামুটি অসম্ভব পর্যায়ে চলেছে। এবং এই অ্যলোকেশন গুলো দেয়া হয়েছে ঐ মন্ত্রীদের গড়া কিছু পিএসটিএন কে। এখন বলেন আপনারা জিম্মি কার কাছে?
আসলে পানিতে না নেমে শরীর না ভিজিয়ে গোসল করা যায় না। মাটিতে বৃথা আস্ফালন করা যায়!
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-০৩ ২০:৪০:৫৩

উদাসী স্বপ্ন @ আমি ভুল বলিনি। আর মোবাইল অপারেটরের বিরুদ্ধে পানিতে নামা হয়েছে, অনেকবার গোসলও করা হয়েছে।

আমাদের লেখালেখির তোড়েই বিটিআরসিতে টিকতে পারে নাই জামায়াতের আমলা ওমর ফারুক। আমাদের লেখালেখি'র জন্যই এখন পর্যন্ত মোবাইল অপারেটররা ভিওআইপি লাইসেন্স থেকে বঞ্চিত আছে। আমাদের লেখালেখিতেই সরকার বাধ্য হয়ে অবৈধ ভিওআইপি বন্ধে উদ্যোগ নিয়েছে।

এবার বলি কিভাবে মোবাইল অপারেটরদের কাছে জিম্মি সরকার। অবৈধ ভিওআইপি'র অভিযোগ প্রমানিত হওয়ার পরও একটা মোবাইল অপারেটররেও লাইসেন্স বাতিল করতে পারে নি সরকার। অথচ বাংলাদেশী দুইটি আইএসপি'র লাইসেন্স বাতিল করেছে একই অপরাধে। অভিযোগ প্রমানিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন মোবাইল অপারেটরের কাছ থেকে শত কোটি টাকা জরিমানা আদায় করতে পারে নাই সরকার। অথচ স্থানীয় পিএসটিএনদের কাছ থেকে একই অভিযোগে ঠিকই কোটি কোটি টাকা জরিমানা আদায় করছে। এজন্যই বলেছি রাষ্ট্র শাসকরা জিম্মি।

আপনি কোন মন্ত্রীর চামচা ছিলেন জানিনা। তবে মন্তব্য করার আগে লেখকের সম্পর্কে একটু খোঁজ নেবেন দয়া করে। রাস্তার পাগলরাও ভালো ভালো স্লগ দিতে পারে। কিন্তু সেগুলো বাস্তবতার সাথে খাপ খায় না। আপনার অবস্থাও সেরকম মনে হচ্ছে।

আমি সম্ভবত কারো কাছে জিম্মি না। এজন্যই মাথা উচিয়ে কথা বলতে পারি। জিম্মি হচ্ছেন আপনারা, যে কারনে কথা বলতে আপনাদের ছদ্দবাস নিতে হয়।
comment by: হাসিব বলেছেন :
২০০৭-০৮-০৩ ২০:৫৯:০৩

অভিযোগ প্রমানিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন মোবাইল অপারেটরের কাছ থেকে শত কোটি টাকা জরিমানা আদায় করতে পারে নাই সরকার।

>> আপনে শিউর ?

হাবিব ভাই জিন্দাবাদ
comment by: ভেতো বলেছেন :
২০০৭-০৮-০৩ ২১:৫৬:৩৩

ঊদাসী স্বপ্ন, গলা উচায়া কথা বলবেন না, এতে হেবোর মাথা ব্যাথা শুরু হতে পারে :)
তখন এর দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে।

No comments: