বাজে গান ও "মোহাম্মদ আলী আকন্দ"
২০০৭-০৮-২১ ১০:৩৭:০৭
আমাদের ব্লগের অত্যন্ত ভদ্র, সহানুভূতিশীল একজন ব্লগার হলেন "মোহাম্মদ আলী আকন্দ"।
এখানে কিছু ফালতু লোকের প্যাচে পরে তিনি আর আসন না এই ব্লগে। আমরা হারিয়েছি একজন সুস্থ সুন্দর আইনজীবী কাম ভাল মানুষকে। তিনি এখন ত্রিভুজডট কমে লিখছেন।
অত্যন্ত পরিতাপের বিষয় তাকে এই ব্লগ থেকে তাড়িয়ে সেই তথাকথিত প্রগতিশীলরা ক্ষান্ত হয়নি। মোহাম্মদ আলী আকন্দ নিয়ে একটা গানও তার অনলাইনে ছেড়ে দিয়েছে।
আমি তাদের এই রুচিহীন, বাজে কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রেটিং:৪.২/৫
রেটিং দিতে লগ ইন করুন
* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১৬টি মন্তব্য
* ১২০বার পঠিত
comment by: নিন্দুক বলেছেন :
২০০৭-০৮-২১ ১০:৪৫:১০
জটিল গান, খুবই মজা পাইলাম গানটা শুনে। মোহাম্মদ আলী আকন্দকে ফিরিয়ে আনা হোক। উনাকে নিয়ে আরও গান রচিত হোক।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২১ ১০:৫৮:৫৯
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা....
তীব্র প্রতিবাদ
comment by: শাহরীয়ার বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:০২:৫৭
জামাই আদর দিয়া গোয়া মারলেন ভাই
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:০৫:২৩
আমি তীব্র প্রতিবাদ জানাচ্চি
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৪৫:৩০
কী হচ্ছে এইসব!
কাইল শুনলাম ত্রিভুজের নামে নোয়াখালিতে দীঘি'র নামকরণ করা হয়েছে,আইজ শুনি আকন্দ ভাইরে লইয়া গান বান্ধা হইয়াছে!
comment by: সফদর আলী বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৪৯:৩১
মজারু :)
comment by: মুকুল বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৫৩:২৫
প্রতিবাদ জানাচ্ছি @ হোসেইন-দ্য এ টিম
ব্লগার তিরভুজের জন্মের আগ থেইকা ঐ দিঘীর নাম ত্রিভুজ দিঘী।
comment by: মুক্তপাখী বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৫৬:৫৭
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১১:৫৮:০৯
সফদর আলীর লিন্ক মুছে ফেলা হউখ
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:০২:৩৮
এটা আকন্দ আন্কলের নিজের গাওয়া...
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:০৩:৩৩
অমিত ই মেইল চেক করেন
comment by: মুকুল বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:১৩:৪৩
ডঃ আইজউদ্দিন আমারে ইমেইল করে না (অভিযোগ)
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২১ ১২:২৮:৩৭
মুকুল,আপনে বললে তো হবে না।ম্যনিপুলেশন মাস্টার ত্রিভুজ কইব যে এই দীঘিটার নাম তার নামে হইছে।তার গে নাগর অশ্রু আবার সেইটারে সমর্থন দিব।
আইচ্ছা,আঈজুদ্দিন আপনারে মেইল না করলে কী হইবে,আমি করব নে।আমারে এক্টা মেইল দিয়েন Hossain.Jahed@gmail.com
comment by: ধোনোরাজ পিল্লাই বলেছেন :
২০০৭-০৮-২১ ১৪:১৫:০৭
অত্যন্ত আপত্তিকর গান। এখানে শুধু আকন্দ সাহেবকে না স্বনামধন্য কবি ব্রাত্য রাইসুকেও ব্যাঙ্গ করা হয়েছে।
প্রতিবাদ স্বরূপ ঠেলা দিলাম।
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-২১ ১৪:২২:১৭
আকন্দ সা'বকে নিয়ে এরকম অপপ্রচারের নিন্দা জানাই।
comment by: কাষ্ঠু বলেছেন :
২০০৭-০৮-২১ ১৪:৩১:৪৩
আস্তাগফিরুল্লাহ!
No comments:
Post a Comment