আমাদের জন্য দুক্কের কবর আছে। হেবোদা বলেচেন তিনি নাকি পীর নহেন। এই দুক্কু আমরা কুতায় রাকি, কুতায়?
হেবোদা পীর না হইয়াও যে আছায্য তালেছমতি দেকাইয়া থাখেন তা দেকিয়া আমরা তাজ্জুব ও বেয়াকুল।
যেমন ধরেন উনি মাজে মাজেই ৯৯৯ লম্বরে পুন দিয়া পুলিছবাহিনীর মদ্যে দৌড়াদুড়ি লাগাইয়া দ্যান। মাজেমইদ্যে যে দেকা যায় পুলিছের গাড়ি পুলিছের মটুরছাইকেল পো পো করিতে করিতে লৌড়ালুড়ি করে, উহা সব হেবোদার পুন দেয়ার পল।
বিছ্বাস না হইলে হেবোদার মুকেই শুনেন।
টিএন্ডটি ল্যান্ডফোন থেকে দেড় টাকা মিনিটে কথা বলুন সারাদেশে
২০০৭-০৮-২০ ১৮:৩২:০৮
টিএন্ডটি ল্যান্ডফোন থেকে সারা দেশে ফোন করা যাবে মাত্র দেড় টাকা মিনিটে। সুত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ে নেয়া এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে। পাশাপাশি ঢাকা শহরের মধ্যে কথা বলার কলরেট আরো কমানো হবে।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সুত্র জানায়, বর্তমান মার্কেটে প্রতিযোগিতায় টিকতে হলে নিত্য নতুন অফার দিতে হবে। কারন মার্কেট এখন উম্মুক্ত। আর তাই এই নতুন কলরেট।
নতুন কলরেটের ফলে টিএন্ডটি ফোনের ব্যবহার বাড়বে বলে আশা প্রকাশ করেছে অনেকে। পাশাপাশি টিএন্ডটি ল্যান্ডফোন নিতে ঝামেলা কমানো উচিত বলেও মত দিয়েছেন অনেকে।
একটু আগে আন্ধার রাত নামক এক ব্লগার লিখলো আমি নাকি পীর সাহেব হয়ে গেছি। কারন সবকিছু আগে আগেই বলে দেই। তাকে বলছি, আমি পীর সাহেব নই। তবে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের পলিসি মেকারদের অনেকেই আমাকে পছন্দ করে। আর তাই তাদের কাছ থেকে সহজেই অনেক তথ্য পাই। যেকারনে আগে বলতে পারি অনেক কিছু।
রেটিং:২.১/৭
রেটিং দিতে লগ ইন করুন
* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৪৪টি মন্তব্য
* ২৫২বার পঠিত
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৪:১১
"""তবে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের পলিসি মেকারদের অনেকেই আমাকে পছন্দ করে। আর তাই তাদের কাছ থেকে সহজেই অনেক তথ্য পাই। ""
কেনো?
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৬:০৪
আপনি কি ওদের পেইড সাংবাদিক? আর সবাই বলে আপনার পুরা নাম নাকি মো. আরাফাতুল ইসলাম হাবীব?
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৬:৩৭
ওরে বাবা ! ভাই আপনে তো মহা উপরের লোক....!
কবে থেকে ফোন করলে মোবাইল কোম্পানিগুলা উল্টা আরো টাকা দেবে , এইটা একটু জানাইয়েন
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৬:৪৮
আপনি যে মুসলমান হয়ে প্যাগ খান আর প্রিচ খান এটা কি বর্তমান সরকার এনডোর্স করে?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৭:০৩
মনিটর @ যেই লাইনটা কোড করেছেন সেটা ভালো করে পড়লেই কেনোর উত্তর পাবেন।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৯:১৬
হাসান তারিক @ উল্টো টাকাতো এখনই দ্যায়। ফোন করলে থ্যাংকু বোনাস হিসেবে টাকা দেয়। সিম কিনলে টক টাইম হিসেবে টাকা দেয়। নির্ধারিত দোকান থেকে কোন কিছু কিনতে গিয়ে এসএমএস করলে ডিসকাউন্ট হিসেবে টাকা দেয়। আপনি কি আরো টাকা চান ?
comment by: সাঈফ শেরিফ বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৩৯:৫০
কার্যকর হলে ভালো। ১.৫০ টাকা মানে ভ্যাট সহ ১.৭২ টাকা।
এর আগে প্রয়োজন ল্যান্ড লাইন কানেক্টিভিটি কে আরো সস্তা, সহজলভ্য ও দ্রুত করা, হয়রানি বন্ধ করা।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪১:১২
সাঈফ শেরিফ @ আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো নিয়ে চিন্তাভাবনা আছে সরকারের। আশা করছি এগুলোরও সমাধান করা হবে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪১:২৬
আরে আমার জবাব কই? আর হাসান তারিক একটা পাদা আর সাইফ শেরিফ একটা গাধা
comment by: সাঈফ শেরিফ বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪৩:০৭
আর ডঃ আইজউদ্দিন হলো রামায়নের সাম্প্রদায়িক হনুমান।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪৪:১০
না আমি সকল হনুমান সম্প্রদায় রিপ্রেসেন্ট করি, তোমার মত রামায়ন খুজিনা
comment by: শুভ কিবরিয়া বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৪৯:৫৫
ভালো খবর দিলা। এজন্য ৫
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৫০:১০
হনুমানে এই নিয়া বহুবার খোমা পাল্টাইল.........জুইত কইরা বওনের আগেই হইয়া যায়.....মানে ব্যান হইয়া যায়
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৫১:২৭
হাসান তারিক তোমার ৩৫০০০ কোটি টাকার পোস্ট কই? আর আমারে ব্যান করলে তোমার কষ্ট হয় কেন? আমার তো ভালাই লাগে
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৮:৫৮:৫৪
ভাদাগো সব কথার জবাব দিতে নাই , তবে তোমার কষ্ট আমি বুঝি.......হনুমান.......আফটার অল , তোমার পূর্বপুরুষ ডারউইনে কইসিলো....সারভাইভাল ফর দ্যা ফিটেস্ট.......যাউক গা, দেহি এই খোলসে কয়দিন টিকতে পারো
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:০১:১৭
তাও ভালা আমার পুর্ব পুরুষ ডারউইন, হাসান তারিকের পুর্ব পুরুষ তো গোলাম আজম, নিজামী আর মুজাহিদ
comment by: জায়দান বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:০২:৩১
হাবিব ভাইয়ের পোস্টে বিটলামি করার জন্য ১ দাগানো হইল।
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:১৩:৫৫
হে হে ......ঘুইরা ফিরা সেই একই ফোবিয়া , যাউক গা , হনুমানগিরি কর ভালো কথা , ব্যান খাইও না , তোমারে ব্যান না খাওয়ার লাইগা অগ্রিম শুভেচ্ছা।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:১৬:২৮
ফোবিয়া কিসের ? কেন গো আ, মুজাহিদ, নিজামী এ গুলানরে ভয় পাওনের কি আচে, তোমগো বাপ কি তাই শিকায়। শোনো হাসান তারিক গো আ, মুজাহিদ, নিজামী তোমার বাপ হলেও এরা ইতর প্রানী, ভয় পাওনের কিচ্চু নাই
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২১:৫৫
হে হে ......ঘুইরা ফিরা সেই একই ফোবিয়া , যাউক গা , হনুমানগিরি কর ভালো কথা , ব্যান খাইও না , তোমারে ব্যান না খাওয়ার লাইগা অগ্রিম শুভেচ্ছা।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২২:৪৪
ফোবিয়া কিসের ? কেন গো আ, মুজাহিদ, নিজামী এ গুলানরে ভয় পাওনের কি আচে, তোমগো বাপ কি তাই শিকায়। শোনো হাসান তারিক গো আ, মুজাহিদ, নিজামী তোমার বাপ হলেও এরা ইতর প্রানী, ভয় পাওনের কিচ্চু নাই
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২৩:২৯
তোমার বাপেরা গো আ, মুজাহিদ, নিজামী কি তোমারে জামাতের রুকন না সাথী বানাইসে?
comment by: হাসান তারিক বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২৬:৫৪
মুজিব মরে দেশের লোকের হাতে , হাসিনা পঁচে জেলে আর জলিল চাচায় সব দোষ হাসিনার ঘাড়ে চাপায়া অব্যহতি চায়.......।
এইদিকে নিজামী মহানন্দে তবারক বিলায় আর মুজাহিদ ঘুরতে যায় বিদেশে.......
মন্তব্য নিষ্প্রয়োজন
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:২৯:১০
হ কেয়ামতের দিন মনে হয় আসন্ন, মহান আল্লাহ পাক বলেচেন যকন দোষীরা ঘুরে বেড়াবে আর নির্দোষীরা জেলে পচবে?তোমার বাপেরা গো আ, মুজাহিদ, নিজামী কি তোমারে জামাতের রুকন না সাথী বানাইসে?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:৩১:১১
আপনারা মুল বিষয় থেকে অনেক দুরে চলে গেছেন। দয়া করে এই পোস্টে টিএন্ডটি বা বিটিটিবি নিয়ে আলোচনা করুন।
হাসান তারিক আর সাঈফ শেরিফ কে বলছি @ ভাই কুকুর কামড় দিলে আপনারাও কি কুকুরকে কামড়ে ধরবেন নাকি? এই ব্লগে কিছু কুকুর আছে। কাজই হচ্ছে কামড়াকামড়ি করা। এগুলোকে পাত্তা না দিলেই মঙ্গলজনক হবে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ১৯:৩২:২৮
হেবো চুপ মার, এ দুইটা শিবিরের চেলা। নিজের প্যাগে ওয়াইন খা
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২১:২৮:১৮
আইচ্ছা এখন টিএন্ডটির লাইন নিতে হলে কি করতে হয় ? কয়দিনে লাইন পাওয়া যায় ?
comment by: এ্যাটেম পার্টি বলেছেন :
২০০৭-০৮-২০ ২১:৩১:৫৭
ছাইপ কোরিফ, আঈজুদ্দিনের গাধা তোমারে বুলায়?
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২১:৩৮:১৯
আরফাতুল প্লিজ আমার প্রশ্নটা !!! আর ঢাকায় ল্যান্ড ফোনের ব্যাপারে ওয়ার্ল্ডটেলের সমস্যাটার কি হল ? এ ব্যাপারে আপনি কবে মিটিঙে বসবেন ??
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:১৭:০৫
হেবো তুম আন্দোলনে না গিয়া ব্লগে কি করো?
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:১৮:৪৪
অমিত @ কয়দিনে ল্যান্ডফোন লাইন পাওয়া যাবে সেটা টিএন্ডটি বোর্ড/বিটিটিবি বলতে পারবে। তাদের ঠিকানা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। দয়া করে তাদের সাথে যোগাযোগ করুন।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৩৩:৪৮
ব্যাপার হল, আমার ধারণা আপনি সমস্যাহুলা প্রায়োরাটাইজ করতে পারেন না বা সমস্যাগুলার মূলে যেতে চান না। টিএন্ডটির ফি কমলে আমি কি করব যদি আবেদন করার ১ বছরের মধ্যে ফোন না পাই !! আপনি খালি গ্রামীণের কথা বলেন। খুবই ভাল কথা। গ্রামীণতো একটা ফাজিল রক্তচোষার দল। আপনি অন্যান্য অপারেটরদের নিয়ে একটা তূলনামূলক রিপোর্ট দেন, যাতে সবাই একটা ডসিশনে আসতে পারে।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৩৭:১৪
অমিত@ আগে টিএন্ডটি ফোনের জন্য অ্যাপ্লাই করেন। তারপর ১ মাসের বেশি দেরি হলে আমাকে জানাইয়েন। যদি উপর নির্ভর করে বেশি লিখে ফেলছেন। পরিস্থিতি এখন অনেক বদলেছে।
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৪৬:৪০
এমন একটা সিস্টেম করা উচিত বাইরের দেশগুলোর মতো যেখানে একটা নাম্বারে ডায়াল করে এমার্জেন্সী হেল্প সাথে সাথে পাওয়া যাবে। এবং তা ফ্রি হবে, বিল হবে না, সুতরাং যে কোন ফোন থেকে যে কেউ বিপদে পড়লেই কল করে সাহায্য চাইতে পারবে। যেমন আমেরিকাতে ৯১১
কি বলেন?
comment by: রাশেদ বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৪৮:১২
৯৯৯ আছে দেশে, মনে হয় খালি ঢাকার পুলিশে কন্টাক্ট করার জন্য।
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৫৩:৫৭
হ্যাঁ সেটার খবর জানি, আর সার্ভিস যা তা তো বলার অপেক্ষাই রাখে না। ধন্যবাদ রাশেদ।
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২০ ২৩:৫৪:৫৮
শুনেন আমার টিএন্ডটি ফোন নিতে আধাবেলা লাগতে পারে, ব্যাপার সেটা না। এই যে বললেন ১ মাসের উপর লাগলে আপনেকে বলতে, সেটাই হল ব্যাপার।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২১ ০৯:১১:০১
বইপাগল@ ৯৯৯ ফোন করে আপনি কোন হেল্প পেয়েছেন কিনা কিংবা আদৌ চেয়েছেন কিনা আমার ধারনা নেই। তবে আমার পেশার খাতিরে মাঝে মাঝে ৯৯৯ এ ফোন করতে হয় এবং কাজও হয়।
অমিত @ আপনি আধাবেলায় টিএন্ডটি লাইন নেওয়ার ক্ষমতা রাখলে আবার অযথা চেচাচ্ছেন কেন? আসলে সরকারী সেবা মানিই খারাপ- এটা প্রমান করার চেষ্টা সবসময় কাজ করে আপনার মধ্যে। আমরা প্রতিবেদন তৈরি করতে গেলে স্পেসেফিক অভিযোগ লাগে। সেজন্য বলেছি একমাসের মধ্যে না পেলে আমাকে জানাবেন। কারন তখন যদি বিটিটিটি নিয়ে কিছু লেখি সেটা যৌক্তিক হবে।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ০৯:১৫:৫৮
হেবো তুম আন্দোলনে নেহি গেয়া?
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২১ ১৩:০৫:৫২
আমি পীর সাহেব নই। তবে সাংবাদিক হিসেবে বাংলাদেশ সরকারের পলিসি মেকারদের অনেকেই আমাকে পছন্দ করে। আর তাই তাদের কাছ থেকে সহজেই অনেক তথ্য পাই। যেকারনে আগে বলতে পারি অনেক কিছু।
-----------
উপরের কথাখান হাবিব মহাজনের মতো শুনাইলো
তবে ভালো খবর দেয়ার জন্য ধন্যবাদ।
comment by: অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-০৮-২১ ১৩:১৫:০২
যৌনাকাঙখাই তীব্র মাথাব্যাথার কারণ
comment by: বইপাগল বলেছেন :
২০০৭-০৮-২১ ১৭:১৯:২২
মো. আরাফাতুল ইসলাম, আমি আসলে কখনো ৯৯৯ ডায়াল করে কখনো সাহায্য চাইনি। তবে সিএনজি-র পেছনে লেখা নাম্বারগুলোতে একবার করেছিলাম, ফোন সব বন্ধ পেয়েছিলাম তখন, সেই বিরক্তি থেকেই ঐরকম মন্তব্য করেছি। ৯৯৯ আমার কখনো প্রয়োজন পড়েনি, তবে আপনি যেহেতু বলছেন পেয়েছেন, তো আমি এখন আশাবাদী হলাম। ধন্যবাদ।
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন :
২০০৭-০৮-২১ ১৯:১৫:০৫
বইপাগল @ সিএনজি'র পেছনে গ্রামীণফোনের যে নাম্বার সিরিজগুলো আছে সেগুলো সব সময়ই অন থাকে। অন্তত্ব আমি কখনো অফ পাইনি। কারন মাঝে মাঝে সিএনজি/টেক্সিঅলারা কাংখিত গন্তব্যে যেতে না চাইলে ওই নাম্বারগুলোতে ফোন করে সার্জেন্ট আনাই। আপনি কেন বন্ধ পেলেন বুঝতে পারছি না ...
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২১ ১৯:২৮:৫১
হেবো তুম আন্দোলনে নেহি গেয়া?
No comments:
Post a Comment