Wednesday, March 5, 2008

সাফাই নয় জবাব




হে আমার ভার্চুয়াল নিকের আড়ালে পাইকারি হারে গালিগালাজের স্বনামধন্য ব্যবসায়ীগণ। এতোদিন ব্লগে গালিবাজিতে আপনাদের একছত্র আধিপত্য কায়েম ছিল। আজ তা ভীষণভাবে হুমকির সম্মুখীন। ব্লগে এক নিওগালিবাজের অভ্যুত্থান আপনাদের একচেটিয়া ব্যবসায়ে বাদ সেধেছে। এমনটাই হওয়া উচিৎ ছিল। তার কারণও আছে। নেহায়েত ভদ্র ব্লগারগণ যারা গালিগালাজ মোটেও পছন্দ করেনা তাদেরকে আপনারা পদে পদে অপদস্ত করতে ছাড়েননি। ইচ্ছেমতো তাদেরকে হেনস্তা করতেন। প্রাণ ভরে গালি দিয়েছেন। আপনাদের ব্যবহৃত গালির বিপক্ষে কেউ দাঁড়ালে তাকেও আপনারা যা ইচ্ছে তাই বলে গালি দিতেন। আপনাদের এহেন অসভ্য আচরণ অনেকের পক্ষেই মেনে নেয়া সম্ভব ছিলনা। তাদের অনেকের প্রতিবাদের ভাষা জানা ছিলনা।

কিন্তু আর কত চুপ করে থাকা যায়! নিশ্চুপ থেকে কোন লাভ হয়নি। বরং এটাকে তাদের দুর্বলতা ভেবে আরও ব্যাপকভাবে গালিগালাজ করেছেন। আর এহেন জঘন্য কাজে আপনাদের একজনের সুরে সুর মিলিয়েছেন আরও কিছু নিক-সর্বস্ব ব্লগার। ইটকেল মারলে যে পাটকেল খেতেই হয়। সেটা নিশ্চয়ই জানেন। তাই এবার আর মুখ বুঁজে সহ্য নয়। আপনাদেরকেও আপনাদের ভাষাতেই জবাব দিতে চাই। ভাষার ব্যবহার আমাদের কিছু জানা আছে। প্রয়োগের কৌশলও জানা আছে। আপনারা আমার মন্তব্যের মাঝে যা কিছু অশ্লীল বা গালি(!) বলে উল্লেখ করেছেন সেগুলো একক ভাবে কোন অশ্লীল শব্দ নয়। নির্দ্দিষ্ট কোন গালি নয়। এখানে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা আপনারা গালি ভাবছেন। আমার ব্যবহৃত শব্দের চেয়ে অনেক বেশী অশ্লীল শব্দ আপনারা অবলীলায় যখন তখন ব্যবহার করেছেন। এ নিয়ে কেউ তেমন প্রতিবাদ করার সাহস পায়নি। শুধু গালি খাওয়ার ভয়ে।

আপনারা যেসব অশ্লীল শব্দ ব্যবহার করেন সেগুলো যদি গালি না হয়ে থাকে তবে আমার ব্যবহৃত শব্দগুলোতো তুলসী ধোয়া জল। আমি কাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার জন্মস্থানের বর্ণনা আমার প্রোফাইলে দেয়া আছে। পুরান ঢাকার এক ঘিঞ্জি গলিতে আমার জন্ম। যেখানে ফজরের নামাজে দাঁড়িয়ে শুরু হয় গালি আর রাতে বিছানায় শুতে যেয়ে শেষ হয় গালি। এমন পরিবেশে থেকে আমি গালি জানবোনা এমনটা হতেই পারেনা। তবে এই পরিবেশে থেকেও নিরন্তর মানুষ হবার চেষ্টায় ছিলাম। গালি দেয়াকে রীতিমত ঘেন্না করতাম। কিন্তু আপনাদের চরম অসভ্যতা আমার সেই ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিয়েছে। কুকুরের পায়ে কামড় দিতে পারবোনা তবে যুৎসই মুগুরের আঘাতটা ঠিকই মারতে পারবো। তোমরা সদ্য গালির দীঘিতে সাঁতরাতে শিখেছো আর আমি গালির মহাসমুদ্র পাড়ি দিয়ে এসেছি। সাথে সাথে হালও ধরতে শিখেছি। কোন বন্দরে নোঙর ফেলতে হবে সেটা আমার ভাল করেই জানা।


সিরিয়াস বলেছেন: আপনে যে একটা বোকাোদা এইটা আপনে ভালমতোই জানেন.. আপনে যা কইসেন সেইগুলা অশ্লীল না??? আপনের তো ব্লগে কাজকামই অশ্লীল- বুইড়া বয়সে মাইয়া গো বলগে গিয়া লোল ফালান.. আপনের কোন লজ্জা-শরম নাই???
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:২৯
comment by: আহমাদ মুজতবা বলেছেন: সিরিয়াস ভাই এভাবে বলাটা ঠিক নয়...

কালপুরুষ দা আমিও কিন্তু খাঁটি বান্দা পুরান ঢাকার
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
comment by: কালপুরুষ বলেছেন: সিফিলিস, আমার আগে আপনে ওই মাইয়ার কাছে হাজির থাকেন কী আমার লোল মুইছা দেওনের লাইগা। নাকি আপনে খাটের নীচে পলায়া থাকেন? সামনে আইতে শরম লাগে?
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
comment by: শাহবাজ বলেছেন: অনেক নিকে আপ্নারে মাইনা দিবে , নির্লজ্জগুলিরে দেখতেসি । সব ব্লগাররাই দেখতেসে , ভয়ে কিছু বলে না কেউ ।

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: কালপুরুষ বলেছেন: তোমরা সদ্য গালির দীঘিতে সাঁতরাতে শিখেছো আর আমি গালির মহাসমুদ্র পাড়ি দিয়ে এসেছি।

কথা সেটাই। আপনি থামবেন না। এগিয়ে যান।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩১
comment by: বিবর্তনবাদী বলেছেন:

+++++++++++ পোস্টে বিপ্লব।

গালিবাজেরা পুরান ঢাকার পোলাগো চিনছ নাই এখনও। গালি কারে কয় হিগায়া দিমুনে।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩১
comment by: রাতমজুর বলেছেন: ভালো লিখেছেন
"কমরেড গড়ে তোলো ব্যরিকেড"... +
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩২
comment by: কালপুরুষ বলেছেন: সিফিলিস, নিধিরামের বীর্যের মেধা-সুখ্যাতি তোমাগো মত ক্লোনের সুবাদে। হেইডা বুঝতে একটু দেরী হইলো।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩২
comment by: বিবর্তনবাদী বলেছেন: কালপুরুষদা আগায়া চলো,
ছোড ভাইয়েরা আছে আপনের লগে........

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৩
comment by: হাসিব বলেছেন: রাতমজুর বলেছেন: ভালো লিখেছেন
"কমরেড গড়ে তোলো ব্যরিকেড"...

বিবর্তনবাদী বলেছেন: কালপুরুষদা আগায়া চলো,
ছোড ভাইয়েরা আছে আপনের লগে........
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৭
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: হ, গালির মহাসমুদ্র কালুপুরুষদা আগায়া চল। ছোড ভাইয়েরা আছে আপনার সাথে, যদি একা না পারেন আর কি
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৮
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: গালির মহাসমুদ্র কালপুরুষের সাফল্য কামনা কর্ছি
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৮
comment by: হাসিব বলেছেন:

কালপুরুষের গালিবাজ জীবনের সার্থকতা কামনা করছি ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৯
comment by: সিহাব চৌধুরী বলেছেন:
কালপুরুষ দা, ভালো লিখেছেন । কাটা তোলা উচিত আরো চোক্ষা কাটা দিয়ে । ধন্যবাদ ।

+ ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৪২
comment by: সিরিয়াস বলেছেন: কালপুরুষ বলেছেন: সিফিলিস, আমার আগে আপনে ওই মাইয়ার কাছে হাজির থাকেন কী আমার লোল মুইছা দেওনের লাইগা। নাকি আপনে খাটের নীচে পলায়া থাকেন? সামনে আইতে শরম লাগে?


- আমি যাই নাকি? দেকছিলেন??
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৪৬
comment by: সিরিয়াস বলেছেন: কালপুরুষ বলেছেন: সিফিলিস, আমার আগে আপনে ওই মাইয়ার কাছে হাজির থাকেন কী আমার লোল মুইছা দেওনের লাইগা। নাকি আপনে খাটের নীচে পলায়া থাকেন? সামনে আইতে শরম লাগে?


"খাটের নীচে?????? " হে ব্লগের নারীগন- কালু আপনেগো লইয়া কি 'মনকলা' খায় মনে মনে এইটা বুঝলেন??
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৪৭
comment by: শাওন বলেছেন: কাটা ধুনা করতে পারলে মনটা ঠান্ডা হতো । লেখার জনয় প্লাস ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৫২
comment by: সাইফুর বলেছেন: +
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৫
comment by: স্ট্যানলি কুবরিক বলেছেন: এতো মাইনাস কই থিকা আসে? বিদেশী স্বপ্নদোষের তো এই পোস্ট ভালো লাগার কতা।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ভালো লিখেছেন
তবে অনুরোধ থাকবে গালি দেয়ার মনোপলিটা ওদের হাতেই থাকুক ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৯
comment by: পিচ্চি বলেছেন: ভাল লিখেছেন।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:০২
comment by: অ্যামাটার বলেছেন: কালপুরুষ দা,
আপনি সাহসী মানুষ,
আশা করি দাঁত ভাঙ্গা জবাব ওরা পেয়ে গেছে,
শুধু একটা কথায় বলব, হতাশ হবেন না বা পরাজয় স্বীকার করবেন না,
আমরা আছি আপনার সাথে, +++++
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:১২
comment by: ক্রসফায়ার বলেছেন: +
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:১৫
comment by: নিবেদীতা বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: ভালো লিখেছেন
তবে অনুরোধ থাকবে গালি দেয়ার মনোপলিটা ওদের হাতেই থাকুক ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:১৬
comment by: জেনারেল বলেছেন: গালি জীবনের সাফল্য কামনা করছি কালু






এই পোষ্ট টা কিছুক্ষন পরেই পাওয়া যাবে
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:১৯
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: পেলাচ। গালির মহাসমুদ্র কালপুরুষের গালিজীবনের সাফল্য কামনা কর্ছি। যারা মাইনাস দিছে তারা ঈর্শাপরায়ন।

No comments: