Friday, February 8, 2008

ছাগুর আইকি (আইকিউ না) টেস্ট... ১৫০?!!

ছাগু ছাগুপোন্দায় ছাগুমিটার দেখে খুব উত্তেজিত হইয়া ছাগলামি টেস্টে ব্যস্ত হয়ে কি ফলাফল পাইল, তার বর্ণনা ছাগু নিজেই দিক:



কার ব্লগে যেন আইকিউ টেস্ট লিংক দেখে গিয়েছিলাম আইকিউ টেস্ট করতে! প্রশ্ন দেখে সাইটওয়ালার আইকিউ নিয়েই আমার মনে সন্দেহ দেখা দিলো... একটা প্রশ্নের নমুনা দেখুন-

7. Which number should come next in the series?
1 - 1 - 2 - 3 - 5 - 8 - 13

এই সাধারন ফিবোনাক্কি সিরিজের উত্তর তো বাচ্চারাও পরবে.. এটাই নাকি আইকিউ টেস্ট করার প্রশ্ন... আজব!

যাই হোক, দিলাম টেস্ট... রেজাল্ট আসলো ১৫০! ওখানে আবার জিনিয়াসদের আইকিউ লিস্ট আছে একটা। সেখানে আইনস্টাইনের আইকিউ দেয়া ১৬০। ডারউইনের ১৬৫... কেমনে কি? এর ভেতরে আবার আমার আইকিউ ১৫০ দেখাইলো!!!!! প্রথমে যা ভাবছিলাম তাই... সাইট যে বানাইছে, তার নিজেরই আইকিউ'র সমস্যা আছে!

তাদের আইকিউর সমস্যা থাকুক আর যাই থাকুক, আমারে একখান সার্টিফিকেট দিলো- সেইটা আবার আমি আমার সাইটে আপলোড করে রাখলাম ... শত হইলেও আইনস্টাইনের কাছাকাছি রাখছে..

No comments: