Thursday, August 9, 2007

শেষ বিচারের দিনে এ-টিম আর তৃনভোজ যেদিন মুখোমুখি

ঈশ্বর খাতা উল্টাইয়া কইলেন ,আসামি তো অনেকগুলা।একটা কম দেখি কেন?

তাকাইয়া দেখি নূরা পাগলা নাই।সে গেছে এই গোলমালে সুমন চৌধুরীরে বিচরাইতে।তার মামলা অনেকগুলা,গুরুতর মামলা হইলো সে সুমন চৌধুরীর পরিচয় নকল করছে।অভিযোগ দাতা এক সূফী সাহেব,এক্ষন সুমন চৌধুরীরে খুইজা না পাইলে প্রমান করা যাইব না যে নূরা পাগলা আর সুমন চৌধুরী দুই জন আলাদা আলাদা,কেইস যাইব নূরার বিরুদ্ধে।জান বাচাইতে সে এই হট্টগুলের মইধ্যে সুমন চৌধুরীরে খুইজা বেড়ায়।সুমন চৌধুরী তার জার্মান রুমমেটগো লগে কই বইসা গাঞ্জা খায় কে জানে।ব্ল্যাকে শরাবন তহুরা বিক্রী হইতাসে,সেইডা দুই এক ঢুক গিইলা ফালাইলে সুমন চৌধুরীরে আর খুইজা পাওন মুশকিল।

শমশের সানগ্লাসের আড়ালে অনেকগুলা মাইয়ার দিকে তাকায়া আচে।কোর্টের দিকে মনোযোগ নাই।বেহায়ার বেহায়া।

হোসেইন ঝিম মাইরা আছে।কেস আরেকটা আচে।সেইডা দিচে রুবেল হালায়।মানসিক রুগিরে লইয়া ফাইজলামির কেইস।পশু ক্লেশ নিবারনীর ধারা লাগাইছে,বাচন সহজ হইব না।

যে গুলান কেইস দিসে তাগো উকিল হইল আকন্দা চাচু,এই গরমে সুট পইরা,মোচে চিরুনি দিয়া বইয়া আছে।শুধ তুলব আইজকা।এ-টিমের উকিল নাই,বিপদের কতা।

একমাত্র হারাধন আর তার গাধা আচে নিশ্চিন্ত।হারাধনের মামলা আর বাকি নাই।৪/৫টা ছিল,বেকসুর খালাস পাইছে।যেইটাই কয়,সে কয় আসামি আমি না।কুনুটাতে আসামির নাম হারাধন,কুনুটাতে হুনমানজি,কুনুটাতে আশরাফ আশরাফ,আবার কুনুটাতে আঈজুদ্দিন..কেইস পরমান করা যায় না।আকন্দা মুখ কালা কইরা বইয়া পড়ে,আসামী বেকসুর খালাস।

এই মামলা শেষ হইলে ডা.আঈজুদ্দিন স্বর্গে গিয়া লীলাখেলা শুরু করব,২ ক্রোশ হাইটা হাইটা স্তন মর্দন করব,বাকিগো টাইম কখন আইব বুঝা যায় না।

কেস শুরু হইল।
ঈশ্বর এমনইতেই টায়ার্ড।
নিজেই অভিযোগ নামা পড়লেন।

"তুমরা,এ-টিমের লুকজন বড়োই খারাপ।তুমরা দিনের পর দিন তৃনভোজরে ছাগল ডাকছ।বেচারার বেজায় অপমান হইসে।এ বিষয়ে তুমরা কিছু কইবা না দুষ স্বীকার করবা?"

হোসেইন আর কি কইব।কথা সত্য,অস্বীকার করনের উপায় নাই।শমশের মাথা চুলকায়।
আঈজুদ্দিন ভাই কইল,"হুজুরে আলা,একখান কতা আচে।তৃনভোজের তো মগজ নাই,আপনে দিতে ভুইলা গেচেন।এখন সে দুনিয়ায় গিয়া উল্টাপাল্টা কাইজ কাম করছে,তারে ডাকছি ছাগল।আপনেই বিচার করেন,তার কি মান অপমান তাকনের কতা?সে বিচার দেয় কুন মুখে?"


ঈশ্বরের চউখ মুখ লাল হয়া গেল গোস্বায়।
রাগে গজরাইতে থাকলেন।তার মুখ দিয়া থুথু বাইরাইতে লাগল।
হুন্কার দিয়া কইলেন,'চুপ থাক বেয়াদব।না বুইঝা কতা কস কেন?আমি কি তৃণভোজের কতা কইতাচি?আমি কইতাচি তুমরা দিনের পর দিন তৃনভুজরে ছাগল ডাইকা,অবলা ছাগলের অপমান করসস কেন?'

1 comment:

Anonymous said...

ডিসক্লেইমার: এই লেখাটা হোসেইন নামীয় জনৈক ব্লগারের ব্লগ হইতে নেয়া হইয়াছে।