Thursday, August 9, 2007

ছাগুর নতুন প্রেমিক

ছাগুর নতুন এক প্রেমিকের আমদানী হইছে। ছাগুর জ্বরে তার নাকি পুটকি জ্বলে। তাই সারা রাইত কাইন্দা এই বিশ্বসেরা কবিতা লেদেছে।
এইখানে


কবিতা : সে তখন কি করে

যখন সকাল হয় আমি পেস্ট দিয়ে দাত মাজি
সে তখন কি করে?
সে কি কোলবালিশ বুকে জড়িয়ে ঘুমায়
নাকি শুয় তার কম্পিউটারের উপরে
সারারাত ওয়েবসাইট নিয়ে কত না খেটেছে
জনগনের জন্য নিবেদিত প্রাণ এক মহান সৈনিক
অথচ তাকে কিনা শুনতে হয় গালি
আমি যখন খেতে বসি, মুরগির ঝোল দিয়ে ভাত মাখি
আমার গলা দিয়ে খাদ্য নামে না
সে তখন কি করে?
সে কি খেয়েছে, নাকি খিদে পেট নিয়ে দৌড়াদৌড়ি করছে
এই বৃষ্টিতে সে কি ছাতা কিনেছে? নাকি আগের মোত ভিজে
অথচ তাকে গালি দেয় পাগলের দল
সে তো মানুষের ভালো চায়, ভালোর দিকে ডাকে
বিকালে যখন সুর্য্য অস্ত যায় আমি তার কথা ভাবি
সে তখন কি করে?
সে কি ঘরে ফিরে, নাকি কারো সমসস্যা সমাধান নিয়ে ব্যস্ত
কত বোঝা তার এই ছোট ঘাড়ে, বুদ্ধি দিয়ে করে সব সমাধান
সে মহান, অথচ অমানুষের দল তাকেই ভুল বুঝে

No comments: