যাহারা এই সুত্রগুলি না শিখিবেন, তাহাদেরকে অল্পবিদ্যাধর ও অধম বলিয়া গালাগাল করিলে প্রতিবাদ করিতে পারিবেন না। করিলে ম্যা ম্যা চিৎকারে কান ঝালাপালা করিয়া ফেলা হইবে।1) প্রথম সুত্র: ওজন = ভর * (মধ্যাকর্ষন জানিত ত্বরণ)এখানেভর := গুটি গুটি ল্যাদার পরিমানমধ্যাকর্ষন জানিত ত্বরণ সম্পর্কে জানিতে হইলে নিউটনের বাড়ীতে যান। সেখানে নিউটন না থাকিলে ধর্মপুস্তকে তাহার উল্লেখ পাইবেন।2) দ্বিতীয় সুত্র: ভোজন জড়তাছাগুরামকে ঘাষপাতা প্রদান করিলে তাহা সে চিবাইতেই খাকিবে, জীবন ভর চিবাইতে থাকিবে, যতক্ষন না তৃতীয় কোন ছাগুরাম বাধা প্রদান না করে।3) তৃতীয় সুত্র: এ্যকশন = রিএ্যকশনকোন প্রানী বা বস্তু ছাগুরামকে ধাক্কা প্রদান করিলে ছাগুরামও তাহাকে একই শক্তিতে ধাক্কা প্রদান করিবে। হাতীকে ধাক্কা প্রাদান করিয়া ছাগুরাম চীৎপটাং হইলেও সুত্র অপরিবর্তিত থাকিবে।
Tuesday, July 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment