ছাগুরাম কহে, "ভাই!সবার উপরে কাঁটাল সত্য তাহার উপরে নাই!"উটুরাম কহে, "ভ্রাতা!কেন মিছে বকি তর্ক বাড়াও খেয়ে কাঁটালের পাতা?মরুর দেশেতে আসা ইস্তক খাই খেজুরের মূলপাতা নয়, আছে শেকড়ে শক্তি, নেই তাতে কোন ভুল!"ছানারাম কহে, "কাগু!ফিরিঙ্গিদের দেশে আসে নাই, তাই বাজে বকে ছাগু।আঙ্গুরের লতা আঙ্গুরেরর ডালে কী যে মরমিয়া মধু,খাইলে বুঝিবে কাঁটাল-খেজুর যে-ই লাউ সে-ই কদু।"ছাগুরাম কহে, "ছানা!ঘুরিয়াছি আমি কত জঙ্গল, কত ময়দান নানাচিবায়া চিবায়া করিয়া দেখেছি পরখ হাজারো পাতাকাঁটালের কাছে নস্যি সকলই, সব একেবারে যা তা।"উটুরাম কহে, "বাল!খেজুর শিকড় খাইলে বুঝিতে উহা কী দারুণ মাল!মানুষেরা খায় খেজুর পাড়িয়া, আমি খুঁড়ি খাই মূলমৌলবাদী কি সাধে হইয়াছি রাখিয়া থোতায় চুল?"ছানারাম কহে, "দাদা!আঙ্গুরের রস না খাও যদি তো জীবন বৃথাই আধা।কাঁটালের পাতা খেজুরশিকড় শক্তি যোগাক যতআবঝাব লেখা কেউ যোগাবে না আঙ্গুররসের মত।"এইরূপে যত শাকাহারী প্রাণী ব্লগের আসর মাঝে,নেপথ্যে করে কুপথ্য যত বিষম বিরূপ বাজে,তাহারই প্রভাবে ব্লগে আসি তারা ত্যাজে ঘনঘন লাদি।বাখানিয়া তাই আমিও নানান গল্পকবিতা ফাঁদি।
(মুখফোড় থেকে কপি পেষ্ট)
Tuesday, July 31, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment