Saturday, March 29, 2008

দেশদরদী ছাগুরাম


হায় হায় !!! একন কি হপে ?? চিন্তায় চিন্তায় যে ছাগুরামের রাতের ঘুম, দিনের জাবর কাটা হারাম হয়ে যাচ্চে !!! চিরশত্রু ভারত যে চালের দাম বাড়িয়ে দিয়েছে। নাহয় আমরা উঠতে বসতে ভারতকে গালাগলি করি, নাহয় আমরা ১৯৭১ এ সবকিছুর জন্য ভারতকে দায়ী করি (আহারে সাধের ফাকিস্তান, পাকি আব্বাগো হোগা চাইটা কত্ত সোন্দর দিন কাটাইতাম রে), না হয় আমরা ভারতকে গ্যাস রপ্তানী করব না; তাই বলে তোরা চালের দাম বাড়ায়ে দিবি? আরে লোকজন যদি ভাতই না খাইতে পারে, তাহলে কাডল কেন খাবে ? আর কাডলই যদি না খাবে, তাহলে কাডল গাছ কেন লাগাবে ? আর কাডল গাছই যদি না থাকে,হে নিয়াজিপিয়াজিটিক্কা বাবারা !!! আম্মি কাডল পাতা কই পাব ??




____________________________________________________________________

চালের কেজি ৮০ টাকা!!!!? (অন্তত এই একটি ইস্যুতে আমাদের এক হওয়া উচিত)
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:২৪

কয়েকদিন আগে ভারত নিজেদের দেশে যে চাল ৩৫০ ডলারে বিক্রি করে, সেই চাল আমাদের দেশে ৬৫০ ডলারে বিক্রির চুক্তি করেছিলো। অন্যায় ভাবে দাম বাড়ানো সেই চুক্তিও ভারত ভঙ্গ করেছে এবং চাল রপ্তানী বন্ধ করে নতুন দাম ধার্য্য করেছে ১০০০ ডলার। ফলশ্রুতিতে বাংলাদেশে চালের দাম বেড়ে কেজি প্রতি ৮০ টাকার মত হতে যাচ্ছে।ভারতের এই অন্যায় আচরণের বিরুদ্ধে আমাদের কি কিছুই করার নেই?

প্রকাশ করা হয়েছে: আমার দেশ, পর্যবেক্ষন বিভাগে ।



২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৫
দিগন্ত বলেছেন: তেলের দাম বাড়ানোর বিরুদ্ধে কি কি আন্দোলন করছেন?
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪০
গান্ডীব বলেছেন: সৌদিরা ত্যালের দাম বাড়াইয়া সবকিছুত গন্ডগোল লাগাইছে, সেই বেপারে ট্রাভুজের আন্দোলন চাই
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪০
দুঃখবিলাস বলেছেন: শুধু কি চালের দাম বেড়েছে?
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪২
মশিউর রহমান মেহেদী বলেছেন: চালের দাম কি সত্যিই ৮০ টাকা হতে যাচ্ছে?
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৫
লেখক বলেছেন: একটু আগে বাংলা ভিষনে লাইভ সাক্ষ্যাতকারে সাংবাদিকরা তাই বললেন... সাথে এটাও বলেছেন যে এভাবে দাম বাড়ানোর কোন কারনই নেই.... অন্তত ভারত নিজেদের দেশের তিনগুন দামে আমাদেরকে চাল রপ্তানী করাটা অন্যায়।
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৩
শাওন বলেছেন: গন্ডু আগে কও তেলের দাম বাড়ছে ক্যান ? হুদাই জ্বালাতনই করলা সারাজীবন । লাইনে আইলা না ।
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৪
ত্রিভুজ বলেছেন: সকল দাম বাড়ার বিরুদ্ধেই আমি বলেছি.... ভারত আমাদের প্রতি এত অন্যায় করার পরও আপনারা কিভাবে ভারতের সমর্থন করেন বুঝি না....
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৪
সারওয়ারচৌধুরী বলেছেন: ৮০ টাকা!!!! ভয়ংকর অবস্থা!!!জাপানের 'আশাহি শিম্বুন' রিপোর্ট করেছে দলিলসমেত, বিশ্ব অর্থনীতি হুমকীর মুখে। ডাকাত আমেরিকার অর্থনীতিও বিপর্যস্ত! মধ্যপ্রাচ্যের পাপেটরা তবু বিলাসী জীবন নিয়ে আছে!
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৬
গান্ডীব বলেছেন: হিন্দু চাইল বাদ্দিয়া মুস্লিম খেজুর খাইয়া পেট ভরাইলেই হয়
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪৮
কোবরেজ বলেছেন: গান্ডীবের কমেন্টে উত্তম জাঝা।ফাকিষ্তানি খাজুরের টেস্টই আলাদা।
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫১
হৃদয়ের সংলাপ... বলেছেন: ভারত তো ব্যবসা করবই । এ আর নতুন কী । আমরা ব্যর্থ । আমরা ধান চাষ করতে পারিনি ঠিকমতো । কারণ সার-ডিজেল ঠিকমতো দিতে পারি না আমরা । ৯৮ এ তো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম । এখন কেন পারি না ? আমাদের দোষ আগে দেখেন তারপর অন্যের । সবাই নিজের স্বার্থ দেখবে । বাংলাদেশ যেমন কোনদিন ভারতকে গ্যাস দিবে না স্বার্থের জন্য । তেমনি ভারত ব্যবসা করবে আমাদের দূর্বলতাকে পুঁজি করে । আগে নিজের দূর্বলতা কাটিয়ে উঠেন । তারপর অন্যের সমালোচনা করুন ।
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫৭
সাগর নীল বলেছেন: ভারতের এই অন্যায় আচরনের প্রতিবাদ জানাই।
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১:১২
হমপগ্র বলেছেন: হৃদয়ের সংলাপ... বলেছেন: ভারত তো ব্যবসা করবই । এ আর নতুন কী । আমরা ব্যর্থ । আমরা ধান চাষ করতে পারিনি ঠিকমতো । কারণ সার-ডিজেল ঠিকমতো দিতে পারি না আমরা । ৯৮ এ তো আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম । এখন কেন পারি না ? আমাদের দোষ আগে দেখেন তারপর অন্যের । সবাই নিজের স্বার্থ দেখবে । বাংলাদেশ যেমন কোনদিন ভারতকে গ্যাস দিবে না স্বার্থের জন্য । তেমনি ভারত ব্যবসা করবে আমাদের দূর্বলতাকে পুঁজি করে । আগে নিজের দূর্বলতা কাটিয়ে উঠেন । তারপর অন্যের সমালোচনা করুন ।

Sunday, March 9, 2008

বড় বেশি দীর্ঘ

তুমি যখন শরীর সাধলে
আমি তখন মনের তালাশে হয়রান ।

না পেয়ে যেদিন শরীরটাকেই জড়াতে চাইলাম ,
দেখি মরে গেছে !

আমার শরীর আর তোমার ইচ্ছে পূরণ ।

বড় বেশি দীর্ঘ ছিলো প্রতীক্ষার ক্ষণ !

Wednesday, March 5, 2008

সাফাই নয় জবাব




হে আমার ভার্চুয়াল নিকের আড়ালে পাইকারি হারে গালিগালাজের স্বনামধন্য ব্যবসায়ীগণ। এতোদিন ব্লগে গালিবাজিতে আপনাদের একছত্র আধিপত্য কায়েম ছিল। আজ তা ভীষণভাবে হুমকির সম্মুখীন। ব্লগে এক নিওগালিবাজের অভ্যুত্থান আপনাদের একচেটিয়া ব্যবসায়ে বাদ সেধেছে। এমনটাই হওয়া উচিৎ ছিল। তার কারণও আছে। নেহায়েত ভদ্র ব্লগারগণ যারা গালিগালাজ মোটেও পছন্দ করেনা তাদেরকে আপনারা পদে পদে অপদস্ত করতে ছাড়েননি। ইচ্ছেমতো তাদেরকে হেনস্তা করতেন। প্রাণ ভরে গালি দিয়েছেন। আপনাদের ব্যবহৃত গালির বিপক্ষে কেউ দাঁড়ালে তাকেও আপনারা যা ইচ্ছে তাই বলে গালি দিতেন। আপনাদের এহেন অসভ্য আচরণ অনেকের পক্ষেই মেনে নেয়া সম্ভব ছিলনা। তাদের অনেকের প্রতিবাদের ভাষা জানা ছিলনা।

কিন্তু আর কত চুপ করে থাকা যায়! নিশ্চুপ থেকে কোন লাভ হয়নি। বরং এটাকে তাদের দুর্বলতা ভেবে আরও ব্যাপকভাবে গালিগালাজ করেছেন। আর এহেন জঘন্য কাজে আপনাদের একজনের সুরে সুর মিলিয়েছেন আরও কিছু নিক-সর্বস্ব ব্লগার। ইটকেল মারলে যে পাটকেল খেতেই হয়। সেটা নিশ্চয়ই জানেন। তাই এবার আর মুখ বুঁজে সহ্য নয়। আপনাদেরকেও আপনাদের ভাষাতেই জবাব দিতে চাই। ভাষার ব্যবহার আমাদের কিছু জানা আছে। প্রয়োগের কৌশলও জানা আছে। আপনারা আমার মন্তব্যের মাঝে যা কিছু অশ্লীল বা গালি(!) বলে উল্লেখ করেছেন সেগুলো একক ভাবে কোন অশ্লীল শব্দ নয়। নির্দ্দিষ্ট কোন গালি নয়। এখানে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা আপনারা গালি ভাবছেন। আমার ব্যবহৃত শব্দের চেয়ে অনেক বেশী অশ্লীল শব্দ আপনারা অবলীলায় যখন তখন ব্যবহার করেছেন। এ নিয়ে কেউ তেমন প্রতিবাদ করার সাহস পায়নি। শুধু গালি খাওয়ার ভয়ে।

আপনারা যেসব অশ্লীল শব্দ ব্যবহার করেন সেগুলো যদি গালি না হয়ে থাকে তবে আমার ব্যবহৃত শব্দগুলোতো তুলসী ধোয়া জল। আমি কাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার জন্মস্থানের বর্ণনা আমার প্রোফাইলে দেয়া আছে। পুরান ঢাকার এক ঘিঞ্জি গলিতে আমার জন্ম। যেখানে ফজরের নামাজে দাঁড়িয়ে শুরু হয় গালি আর রাতে বিছানায় শুতে যেয়ে শেষ হয় গালি। এমন পরিবেশে থেকে আমি গালি জানবোনা এমনটা হতেই পারেনা। তবে এই পরিবেশে থেকেও নিরন্তর মানুষ হবার চেষ্টায় ছিলাম। গালি দেয়াকে রীতিমত ঘেন্না করতাম। কিন্তু আপনাদের চরম অসভ্যতা আমার সেই ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিয়েছে। কুকুরের পায়ে কামড় দিতে পারবোনা তবে যুৎসই মুগুরের আঘাতটা ঠিকই মারতে পারবো। তোমরা সদ্য গালির দীঘিতে সাঁতরাতে শিখেছো আর আমি গালির মহাসমুদ্র পাড়ি দিয়ে এসেছি। সাথে সাথে হালও ধরতে শিখেছি। কোন বন্দরে নোঙর ফেলতে হবে সেটা আমার ভাল করেই জানা।


সিরিয়াস বলেছেন: আপনে যে একটা বোকাোদা এইটা আপনে ভালমতোই জানেন.. আপনে যা কইসেন সেইগুলা অশ্লীল না??? আপনের তো ব্লগে কাজকামই অশ্লীল- বুইড়া বয়সে মাইয়া গো বলগে গিয়া লোল ফালান.. আপনের কোন লজ্জা-শরম নাই???
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:২৯
comment by: আহমাদ মুজতবা বলেছেন: সিরিয়াস ভাই এভাবে বলাটা ঠিক নয়...

কালপুরুষ দা আমিও কিন্তু খাঁটি বান্দা পুরান ঢাকার
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
comment by: কালপুরুষ বলেছেন: সিফিলিস, আমার আগে আপনে ওই মাইয়ার কাছে হাজির থাকেন কী আমার লোল মুইছা দেওনের লাইগা। নাকি আপনে খাটের নীচে পলায়া থাকেন? সামনে আইতে শরম লাগে?
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
comment by: শাহবাজ বলেছেন: অনেক নিকে আপ্নারে মাইনা দিবে , নির্লজ্জগুলিরে দেখতেসি । সব ব্লগাররাই দেখতেসে , ভয়ে কিছু বলে না কেউ ।

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩০
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: কালপুরুষ বলেছেন: তোমরা সদ্য গালির দীঘিতে সাঁতরাতে শিখেছো আর আমি গালির মহাসমুদ্র পাড়ি দিয়ে এসেছি।

কথা সেটাই। আপনি থামবেন না। এগিয়ে যান।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩১
comment by: বিবর্তনবাদী বলেছেন:

+++++++++++ পোস্টে বিপ্লব।

গালিবাজেরা পুরান ঢাকার পোলাগো চিনছ নাই এখনও। গালি কারে কয় হিগায়া দিমুনে।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩১
comment by: রাতমজুর বলেছেন: ভালো লিখেছেন
"কমরেড গড়ে তোলো ব্যরিকেড"... +
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩২
comment by: কালপুরুষ বলেছেন: সিফিলিস, নিধিরামের বীর্যের মেধা-সুখ্যাতি তোমাগো মত ক্লোনের সুবাদে। হেইডা বুঝতে একটু দেরী হইলো।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩২
comment by: বিবর্তনবাদী বলেছেন: কালপুরুষদা আগায়া চলো,
ছোড ভাইয়েরা আছে আপনের লগে........

০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৩
comment by: হাসিব বলেছেন: রাতমজুর বলেছেন: ভালো লিখেছেন
"কমরেড গড়ে তোলো ব্যরিকেড"...

বিবর্তনবাদী বলেছেন: কালপুরুষদা আগায়া চলো,
ছোড ভাইয়েরা আছে আপনের লগে........
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৭
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: হ, গালির মহাসমুদ্র কালুপুরুষদা আগায়া চল। ছোড ভাইয়েরা আছে আপনার সাথে, যদি একা না পারেন আর কি
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৮
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: গালির মহাসমুদ্র কালপুরুষের সাফল্য কামনা কর্ছি
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৮
comment by: হাসিব বলেছেন:

কালপুরুষের গালিবাজ জীবনের সার্থকতা কামনা করছি ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৩৯
comment by: সিহাব চৌধুরী বলেছেন:
কালপুরুষ দা, ভালো লিখেছেন । কাটা তোলা উচিত আরো চোক্ষা কাটা দিয়ে । ধন্যবাদ ।

+ ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৪২
comment by: সিরিয়াস বলেছেন: কালপুরুষ বলেছেন: সিফিলিস, আমার আগে আপনে ওই মাইয়ার কাছে হাজির থাকেন কী আমার লোল মুইছা দেওনের লাইগা। নাকি আপনে খাটের নীচে পলায়া থাকেন? সামনে আইতে শরম লাগে?


- আমি যাই নাকি? দেকছিলেন??
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৪৬
comment by: সিরিয়াস বলেছেন: কালপুরুষ বলেছেন: সিফিলিস, আমার আগে আপনে ওই মাইয়ার কাছে হাজির থাকেন কী আমার লোল মুইছা দেওনের লাইগা। নাকি আপনে খাটের নীচে পলায়া থাকেন? সামনে আইতে শরম লাগে?


"খাটের নীচে?????? " হে ব্লগের নারীগন- কালু আপনেগো লইয়া কি 'মনকলা' খায় মনে মনে এইটা বুঝলেন??
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৪৭
comment by: শাওন বলেছেন: কাটা ধুনা করতে পারলে মনটা ঠান্ডা হতো । লেখার জনয় প্লাস ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৫২
comment by: সাইফুর বলেছেন: +
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৫
comment by: স্ট্যানলি কুবরিক বলেছেন: এতো মাইনাস কই থিকা আসে? বিদেশী স্বপ্নদোষের তো এই পোস্ট ভালো লাগার কতা।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৫
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ভালো লিখেছেন
তবে অনুরোধ থাকবে গালি দেয়ার মনোপলিটা ওদের হাতেই থাকুক ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:৫৯
comment by: পিচ্চি বলেছেন: ভাল লিখেছেন।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:০২
comment by: অ্যামাটার বলেছেন: কালপুরুষ দা,
আপনি সাহসী মানুষ,
আশা করি দাঁত ভাঙ্গা জবাব ওরা পেয়ে গেছে,
শুধু একটা কথায় বলব, হতাশ হবেন না বা পরাজয় স্বীকার করবেন না,
আমরা আছি আপনার সাথে, +++++
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:১২
comment by: ক্রসফায়ার বলেছেন: +
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:১৫
comment by: নিবেদীতা বলেছেন: মেহরাব শাহরিয়ার বলেছেন: ভালো লিখেছেন
তবে অনুরোধ থাকবে গালি দেয়ার মনোপলিটা ওদের হাতেই থাকুক ।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:১৬
comment by: জেনারেল বলেছেন: গালি জীবনের সাফল্য কামনা করছি কালু






এই পোষ্ট টা কিছুক্ষন পরেই পাওয়া যাবে
০৬ ই মার্চ, ২০০৮ রাত ২:১৯
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: পেলাচ। গালির মহাসমুদ্র কালপুরুষের গালিজীবনের সাফল্য কামনা কর্ছি। যারা মাইনাস দিছে তারা ঈর্শাপরায়ন।