Thursday, December 13, 2007
সন্ধ্যাবাতি তোমার ভাল কিছু লেখা দেখতে চাই
ভাল বলতে আমি রাজনৈতিক বা ধর্মীয় কিছু বুঝাচ্ছি না। এগুলো তুমি করো, তোমার স্বাধীনতা। আমি তোমার রাজনৈতিক মতকে ঘৃনা করি। কিন্তু তোমার লেখা পছন্দ করি। এই সব বিতর্কে তুমি আসলে কোন কিছু প্রমান করতে পারবে না, সংবেদনশীল বলে কিছু সময় পরে খেই হারিয়ে ফেলবে, তারপরে হতাশ হয়ে পালাবে। আমার মনে হয় সবচেয়ে ভাল উপায় হচ্ছে মানুষের এই বৈচিত্রময় মানসিক টানপোড়ণের চিত্রণ করা, যেটা তোমার হাতে বেশ আসে। তোমার অমন লেখাগুলোতে তুমি অনেক কিছুই নিয়ে আসতে পারো, লেখকরা তো স্বৈরাচারী হিটলার। প্লিজ রাইট সামথিং।
--------------------------------------------------------------------------------
বিহংগ বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৩৯:৩৪
ভালো বলেছেন।
সংস্থাপক বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৪০:২৩
রাজাকার পুনর্বাসন প্রকল্প।
ক্ষ্যাপা বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৪১:৩৩
হায় কৌশিক হায়
তেলাপোকা ও টিকিয়া থাকে
কৌশিক আহমেদ বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৪২:৪৮
সংস্থাপক ও ক্ষ্যাপা ব্যক্তিগত বিষয়ে নাক গলিয়ো না। তোমাদের দুজন দয়া করে আর মন্তব্য করো না।
অলৌকিক হাসান বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৪৩:৩৩
হায় কৌশিক হায়
তেলাপোকা ও টিকিয়া থাকে
আর কতো?
সাধারণ ব্লগারদের চোখ সন্ধ্যাবাতি অন্ধকার রূপ থেকে ফেরাতে চাও। গোলাম আজমও কবিতা লেখে।
জেনারেল বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৪৩:৫৪
চোরের থালেত
সামী মিয়াদাদ বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৪৫:৩২
হুমমম....দাবীর সাথে গলা মেলাইলাম.....তার কিছু কিছু লেখা বেশ ভাল লেগেছে।
ক্ষ্যাপা বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৪৭:৩৪
তুমি অফ যাও কৌশিক । বালছালের হাজার কবিতা লেখার চেয়ে গোলাম আজমের দালালদের বাস্তবে কিংবা ভার্চুয়ালী যেভাবে সম্ভব প্রতিরোধ করা জরুরী ।
অনেকদিন পরে যখন আস্তমেয়ের সাথে সে বিষয় নিয়ে তর্ক জমে উঠছে তখন তুমি আসছো তারে উদ্ধার করতে ।
হাহ তুমি ও সেইদিনের যুদ্ধে পুরানা কমরেড ছিলা । নিজের বিবেক এমনেই বিকি দিলা কৌশিক?
এই বিকি দিয়া তোমার কোন লাভই হইবোনা । আখেরে তুমি লুসার । ব্যবহৃত কণ্ডমের মতো তোমারে ছুঁইড়া ফালানো হইবো ।
আজকে শুনতে খারাপ লাগবো । মাগার মনে রাইখো ,অনেক দিন পরে আমার এই কথাটা তোমার মনে হইবো । তোমার ভালো বন্ধুই আছিলাম ।
অলৌকিক হাসান বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৪৯:০৮
বংশধরের কাছে কি গল্প করবা কৌশিক। ছেলে তার বাবার কোন দম্ভে গর্ব করবে।
আরে মিয়া রাস্তা পার হইতে গিয়াও তো মারা যাইতে পার (আল্লায় না করুক)। মরণে কিসের এতো ভয়?
কৌশিক আহমেদ বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৪৯:২২
অলৌকিক, জেনারেল, সন্ধ্যাবাতির রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস নিয়ে আমার পরিষ্কার দূরাস্থান, কিন্তু আমি তার লেখক স্বত্বাকে বেশী প্রমিনেন্ট দেখতে চাই। যখন সে লেখক তখন সে অনেক বেশী কমি্উনিকেট করতে পারে, কিন্তু যখন একটিভিজম করে এক অন্ধতার দিকে তখন ব্যক্তিগতভাবে আমি হতাশ হই। ফিরে আসুক তার সেই ক্ষুদ্র ক্ষুদ্র দেখার অনুভবগুলো, যা তাকে একদিন মানবপ্রেমী হতে আরো সহায়তা করবে।
জেনারেল বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫০:২৯
কৌশিক সব সময় নিজেরে একটু বেশি নামি দামি মনে করতে করতে গর্তে ঢুকার পরেও বুজতে পারে নাই আহম্মক টা।
অলৌকিক হাসান বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫০:৩৪
তাই। তা সন্ধ্যাবাতিরে আমার প্রশ্ন করার পর তোমার সন্ধ্যাবাতির লেখা সম্পর্কে আগ্রহ উথলাইয়া উঠল। ব্লগারগো লগে ফাইজলামি কর, না?
সংস্থাপক বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫১:৫২
রাজাকারেরা যখন বিপাকে পড়ে তখন কিছু মধ্যপন্থী সুবিধাবাদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ৭১এ যারা বাংগালি জাতিকে রেপ করেছে, তাদের আদর্শীদের যত কোয়ালিফিকেশনই থাক, তাদের প্রতি সবসময় ঘৃনার থুথুই থাকবে। গোলামাজমকে মহান নেতা বলা ধান্দাবাতিকে পুনর্বাসন পোষ্টে ১ দিলাম।
অলৌকিক হাসান বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৩:৪০
সংস্থাপক @ ৭১ এ পাকি গো কিছু রাজাকার সাহায্যের হাত বাড়াইয়া দিছিল। আর এখন এই রাজাকারগো সাহায্যের হাত বাড়াইয়া দিছে নিওরাজাকার, যারা ৭১ এ পিচিচ আছিল।
অলৌকিক হাসান বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৪:২১
১ ও দেই নাই। রাত জাগা একগাদা কষা থুথু ছিটাইলাম।
ক্ষ্যাপা বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৫:০৯
শুনো কৌশিক, শহীদ বুদ্ধিজীবি নামের তালিকা যে খুনীর ডায়েরীতে পাওয়া গেছিল তার নাম মইনুদ্দিন । সেও উদীয়মান কবি ছিলো । ইত্তেফাকে লিখতো ।
সন্ধ্যাবাতির লেখক স্বত্বা প্রমিনেন্ট হইলে তোমার কি লাভ? তার প্রমিনেন্ট লেখক স্বত্বা দিয়া সে তার দালালী স্বত্বা রে আরো বিকশিত করতে পারবে, এই তো?
এতো ভালো মানুষ সাইজো না কৌশিক । গত এক বছরে তুমি ফরহাদ মার্জার তরীকা ধরছো পুত্র । যেই লোভে নিজের আতনা শয়তানের কাছে বিক্রী করছো সেই সিদ্ধি তোমার হইবো না ।
সংস্থাপক বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৫:১২
এগুলা জাস্ট ইউজড কন্ডম। ভাবে মজা নিজেরাই লইতেছে, আসলে মজা যে অন্যের এইডা বুঝে না।
জেনারেল বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৫:৩৩
১ ও দেই নাই। রাত জাগা এক পোয়া হলুদ মুত ছিটাইলাম।
নাজিম উদদীন বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৬:০০
'সর্পমস্তকে মণি থাকলেও তা কি পরিত্যাজ্য নহে।'
ভাবসম্প্রসারণ করেন । @ কৌশিক
অাওরঙ্গজেব বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৭:১২
সালাম,
৫। ভাল ও সুন্দর আহ্বান। ধন্যবাদ।
জেনারেল বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৭:১৬
কৌশিক পচতে পচতে আর পচার জায়গা নাই।
ওরে মাফ করে দেন সবাই
আগের ধান্দাবাতির কাছেই ফিরে যাই
জেনারেল বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৭:৪৩
১ ও দেই নাই। রাত জাগা এক পোয়া হলুদ মুত ছিটাইলাম।
সাঈফ শেরিফ বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৮:১৮
কৌশিক দা....কিছু মনে করবেন না....ব্লগে কি আর কোন ভাল লেখিকা বা লেখক নেই, যে আস্তকেই ভাল লেখার হাল ধরতে হবে........আস্ত যদি আজ কোন পুরুষ হতো....এতটা নরম করে, শুভাকাঙ্ক্ষীর সুরে কি অনুরোধ, ইন্সপায়ার করতে পারতেন?
মানুষকে 'অন্ধতার' সংজ্ঞা প্রদানের দ্বায়িত্ব আপনার না। এর সংজ্ঞা আপেক্ষিক।
"ফিরে আসুক তার সেই ক্ষুদ্র ক্ষুদ্র দেখার অনুভবগুলো, যা তাকে একদিন মানবপ্রেমী হতে আরো সহায়তা করবে।
"
তিনি কি এখন মানব বিদ্বেষী?
আস্ত'র মত কেউ ব্লগ ছেড়ে চলে গেলে...ব্লগের কার যায় আসে?
আপনার উদার দৃষ্টিভঙ্গি কেবল নারী কেন্দ্রিক না হয়...সে অনুরোধ করব।
ক্ষ্যাপা বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৯:২২
পুত্র তোমার জীবন ধন্য হইলো, দেখো কারা এসে আজ তোমাকে ৫ দিয়ে অভিনন্দিত করছে ।
এরা কি সেই শেয়াল ও শকুন নয়, যাদের নৃশংসতায় শিশু তুমি একদিন কান্না ও ভুলে গিয়েছিলে?
নাজিম উদদীন বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫৯:৫৪
নূড়া চলে গেল, তাকেও ডাকেন।
তার ইরানী কৌতুক ভাল লাগত।
অলৌকিক হাসান বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:০০:৩৫
হে আল্লাহ। তুমি বাংলাদেশরে আর কোনো যুদ্ধের মুখোমুখি কইর না। ৭১ এ যেমন কবি মুইনুদ্দিনের ডায়রিতে বুদ্ধিজীবীদের লিস্ট পাওয়া গেছিল হত্যার জন্য। আবার যুদ্ধ লাগলে কৌশিকের ডায়রিতে না, ওর সিগারেটের প্যাকেটে ৭১ এর চেয়ে বেশি বুদ্ধিজীবীর নাম লেখা থাকব। জাতিরে এই বিপদ দিও না খোদা।
জেনারেল বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:০২:০৩
সিগারেটের প্যাকে লিখবে না, চকচকে টাকে লিকে ঘুরে বেড়াবে
গন্ডার' বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:০২:২১
ঘৃণার একদলা থুথু আর কিছুনা
অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:০৩:২২
সংস্থাপক বলেছেন :
২০০৭-১২-১৩ ১০:৫১:৫২
রাজাকারেরা যখন বিপাকে পড়ে তখন কিছু মধ্যপন্থী সুবিধাবাদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ৭১এ যারা বাংগালি জাতিকে রেপ করেছে, তাদের আদর্শীদের যত কোয়ালিফিকেশনই থাক, তাদের প্রতি সবসময় ঘৃনার থুথুই থাকবে। গোলামাজমকে মহান নেতা বলা ধান্দাবাতিকে পুনর্বাসন পোষ্টে ১ দিলাম।
কৌশিক আহমেদ বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:০৬:০২
ক্ষ্যাপা, তোমাকে আমি চিনি না। কিছু মনে পড়ে না তেমন। তবে তুমি যেহেতু আমাকে বন্ধু মনে করছো নিঃসন্দেহে আমি তোমাকে বন্ধু বলতে পারি, সেটা আসলে তেমন মর্যাদাকর নয়। তবে তোমার চেয়ে সন্ধ্যাবাতি আমার অনেক ভাল বন্ধু। তোমার স্বাভাবিক আচরণ কামনা করছি। আমার ব্লগ আমার ব্যক্তিগত খাতা, সেখানে আমি আমার বন্ধুত্ব ও রাজনৈতিক বিশ্বাস দুটোই থাকে। দুটোর মধ্যে আমি পার্থক্য করতে জানি। আশা করি তুমিও শিখবে।
ক্ষ্যাপা বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:১২:১৫
গোলাম আজমের কুক্কুরী সন্ধ্যাবাতির ভালো বন্ধু কৌশিক আহমেদ তুমি ও ভালো থাইকো ।
বাংলা ভাষা দিয়াই তো কবিতা লিখো,নাকি? দেইখো,কোনদিন শব্দ গুলো নিজেই লজ্জিত হইতে পারে
কৌশিক আহমেদ বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:১৭:১৫
যারা ছুড়ে ফেলতে চান ছুড়ে ফেলুন। অবশ্য আমি কারো কোথায়ও স্থান নেবার মত নই। চেষ্টাও নেই। আমি কাউকেই ছুড়ে ফেলতে চাই না, সন্ধ্যাবাতিকে তো নয়ই। তোমরা যারা ব্লগে মুক্তিযুদ্ধ নিয়ে ফাইট করো, বিশেষত এটিম তাদের আমার সবসময়ই স্যালুট। মাই রিয়েল কমরেডস। কিন্তু ব্লগার হিশেবে আমি এই প্লাটফর্মটাকে অনেক বেশী কার্যকর মনে করি যেখানে সদর্প বিচরণ থাকবে অপশক্তিরও। অপমতের। লেখায় যদি তীব্রতা দরকার হয় তবে তা সংঘাতের মধ্যে দিয়েই আসবে। কোন স্বৈরচারী বদ্ধঘরে ইন্টার্যাকটিভ কমিউনিকেশন হওয়া সম্ভব নয়। এটিমের সংশ্লিষ্টরা যেখাবে সন্ধ্যাবাতির রাজনৈতিক বিশ্বাসকে তুলোধুনো করতে পারছো - সেটা অনেক ব্লগার দেখছে, দরকার সেটাই।
অলৌকিক হাসান বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:১৯:১৪
হ। গোলাম আজমরে সন্ধ্যাবাতি কি ভাবে এইটা যখন জানতে চাইতাছি এটিমের পক্ষ থিকা। তখন তোমার হের ভালো লেখাগুলার সম্পর্কে জানতে ইচ্ছে হইল। আবার কও এটিম-মাই রিয়েল কমরেডস।
কথা কি মুখ দিয়া কও না পুটকি দিয়া। হাইগা পানি লইছ আজকে?
কৌশিক আহমেদ বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:২০:০৭
তোমার এই কথাটা আমি তো সন্ধ্যাবাতিকেও বলতে পারি। বাংলা ভাষা দিয়াই তো কবিতা লিখো,নাকি? দেইখো,কোনদিন শব্দ গুলো নিজেই লজ্জিত হইতে পারে।
বলে দিলাম। শব্দ একদিন হয়তো ক্ষ্যাপা হবে। শব্দ হয়তো একদিন সন্ধ্যাবাতিকে রাজাকারদের সহচর থেকে মুক্ত হতে সাহায্য করবে। হতেই হবে।
সন্ধ্যাবাতি বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:২১:৫৭
ধন্যবাদ কৌশিক দা।
আমার কৌতুহল আর ইন্টারেস্টের ব্যাপ্তি অনেক বেশি বড়... রাজনীতি সম্পর্কে আমার ততটুকুই আগ্রহ, যতটুকু ইউনিভার্সিটিতে পড়তে গেলে, নিয়মিত খবর দেখলে, সচেতন মানুষ হলে জন্মে যায়। তারপরেও, আমি একজন মানুষের ব্যক্তি সত্ত্বাকে রাজনীতির উপরে মনে করি, কারণ রাজনীতিবিদরা মানুষের মন নিয়ে খেলে, আমি একজন মানুষ হয়ে বড়জোর তাদের আচরণের ব্যাখ্যা দাড় করাতে পারি নিজের মত, কিন্তু একজন ব্যক্তি মানুষ, আমার কাছে আর সব কিছুর চেয়ে বড়। আমি কিন্তু রাজনীতি নিয়ে বলতে আসি নি, বলিও না এখন, এতটা সিক এবং বিশ্রী লাগে, মনে হয় কিছু মানুষ মঞ্চে উঠিয়ে দিয়ে নিজের মত খেল দেখে, আমরা নিজেরা খেলে যাই...আমি কিন্তু রাজনীতি নিয়ে বলতে আসিও নাই। আইজুদ্দিন আমাকে ব্লগে যেই পর্ণোগ্রাফিক আক্রমন করেছিল, দিনের পর দিন, সেটা সে দিব্যি চাপা দিয়ে এখন নারী স্বাধীনতার কথা বলে, ন্যায়ের কথা বলে!!!! এই স্পর্ধায় আমি আশ্চর্য হই, এবং যেহেতু অন্যায় দেখলে চুপ থাকতে পারি না, সব সময় সব সত্য বলতে হয় না জেনেও, তাই বলে ফেলি। আর আমাকে ইচ্ছাকৃত ভাবে রাজনৈতিক আলোচনায় টেনে নামানো হয়।
আমি যদি সত্যিই রাজনীতি নিয়ে সিরিয়াসলী লিখতে চাই, আমার লেখনী আর বুদ্ধিমত্তায় আমার বিশ্বাস আছে, আমি লিখতে পারবো, খুবই কনভিনসিংলিই লিখতে পারবো। কিন্তু সত্যটা হচ্ছে, আমি সত্যিই লিখতে চাই না। আমি নিজের মত করে আরেকটু বড় হতে চাই, আমার বড় হওয়া এখনও বাকি আছে। কিন্তু যদি এ টিম গুতাতে থাকে, তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে রাজনৈতিক লেখায় হাত দিতে টেম্পটেড ফীল করবো। ইহাই হচ্ছে সত্য কথা। কারণ, আমি ইনকনভেনিয়েন্ট ট্রুথ নিয়ে চুপ থাকা শিখি নাই। সেটা আমার হিপোক্রেসী মনে হয়। আর আমি নিজের মত লিখছি। এ টিম সুযোগ পেলেই ঘাটাঘাটি করতে চাচ্ছে! নিজেরা মৌলিক কিছু কখনই লিখতে পারে না, নর্দমায় ডুবে থেকে শুধু অন্যদেরও টেনে নামানো ছাড়া আর কি পারে ওরা!
অলৌকিক হাসান বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:২৩:৩৭
গোলাম আজমরে নিয়া কিছু লিখো @ সন্ধ্যাবাতি।
কৌশিক আহমেদ বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:২৪:১০
অলৌকিক তোমার যা ইচ্ছে করবে আমারও তাই ইচ্ছে করবে নাকি! আরো কিছু গালি দিয়ে তোমার ঝাল মেটাতে পারো। আমি অবশ্য এই পোস্টটাকে একটা পর্যন্ত রেখে ডিলিট করে দেব, তেমন চিন্তা নিয়েই লিখেছি। আমার উদ্দেশ্য ছিল সন্ধ্যাবাতি যেন তার কিছু জীবনঘনিষ্ঠ লেখা নিয়ে হাজির হয়, ভেবে দেখে তার শক্তি নিয়ে। মনে হয় ভিউটা কমিউনিকেটেড হয়ে গেছে।
অচেনা বাঙালি বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:২৪:১৭
ভন্ড মিথ্যাবাদী
জেনারেল বলেছেন :
২০০৭-১২-১৩ ১১:২৪:৩২
গোলাম আযম সম্পক্কে তুমার কি মতামত @ ধান্দাবাতি?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment