বিজলীর খড়ি স্বঘোষিত শিবির সাথী
ইসলামে সেনাবাহিনি, ভোটাধিকার, মানবাধিকার, জেল এসব বলে কিছু নাই। যারা ইসলাম পালন করেন তারা জেনে রাখবেন। নিজে ইসলাম পালন করবেন আর ইউরোপের মানস-চামচা হয়ে থাকবেন তা হবে না।
সেনাবাহিনী: বেতন দিয়ে পোষা সেনাবাহিনী বলতে ইসলামে কিছু নেই। রাসুলের যুগে ছিল না। জনগনের টাকা মাসে মাসে লয়া, কটকটা জামা পইড়া কলারটা উচা কইরা রাস্তাঘাটে পার্ট লয়া দাড়ায়া থাকাটা ভাইজান ভাল কিছু না, কাপুরুষতার, শরমের।
পৃথিবীতে কোন যুদ্ধটা শুধুমাত্র বেতনভুক্ত আর্মির মধ্যে সীমাবদ্ধ ছিল? আর্মি নয়, ইসলামিক রাষ্ট্রে থাকে গনবাহিনী। জনগন, যুবসমাজের রক্তই দেশের মূল শক্তি, সাহস এবং ঈমানের দৃঢ়তা।
সার্বজনীন ভোটাধিকার: আমি বুঝি না, এটা দেশের ইনিভার্সিটির টিচার যেই ভোট দেয়, একই ভোট দেয় মুদি দোকানি। তার মানে দুইজনের মূল্যায়ন এক!! তাইলে হয় ওই টিচার বেসিকালি একটা ছাগল, নইলে দোকানির আসলে টিচার হওয়া দরকার ছিল। দুই জনের দেশ পরিচালনা সম্পর্কে সমান মূল্যায়ন হয় কি করে? ইসলামে তাই পশ্চিমা ষ্টাইলের গনতন্ত্র নাই। তবে গনতন্ত্র আছে, আছে সীমিত আকারের ভোটাধিকার।
জেলখানা: জেলখানা জিনিসটা আধুনিক রাষ্ট্রের একটা আজব জিনিস। যে খারাবী করছে তারে ধইরা কয়েক বছর আটকায়া রাখলে সে ভাল হয়া যাইব? কখনই না। আর দেশে অপরাধও কমব না। তাই ইসলামে জেলখানার ধারনা নাই। কেউ অপরাধ করলে মাইর দিতে হইব, সব সভ্যতায়ই মাইর আছে, জেলখানায় বসিয়া বসিয়া খাওয়ানো কোন ফল আসে না।
আর যদি চান শরিয়া আইন করেন, হাত কাটেন, গলা কাটেন, অপরাধ নির্মূল হবে। কিন্তু সবাই তো না বুইঝা চেচামেচি করে।
সংবিধান: আচ্ছা সংবিধান জিনিসটা যে কি সেটা আজ পর্যন্ত বুঝলাম না। কেউ বলবেন সংবিধান কি এবং দেশে সংবিধানের আদৌ দরকার আছে কিনা? ফাজলামোর সীমা থাকা দরকার।
মানবাধিকার: মানবাধিকার জিনিসটা কি? মানুষ কি অধিকার নিয়ে জন্মায়? সার্বজনীন শিক্ষা? আচ্ছা যে ৭ বছর বয়সে মারা গেল তার শিক্ষার অধিকারের কি হল? মানুষ কোন অধিকার নিয়ে জন্মায় না, জন্মায় কর্তব্য নিয়ে। ‘ওমা খালাক তুল জিন্না ওয়াল ইনসানু ইল্লা লিয়া’বুদুন’ আমি জ্বিন এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাই মানুষের আছে দায়িত্ব, আছে কাজ। সবার আগে মানবাধিকার বইলা কান্নাকাটি করাটা গর্দভামি। কে এই অধিকারাবলী ঘোষনা করেছে?
রাষ্ট্র: রাষ্ট্র-ফাষ্ট্র কিছু নাই । মিয়া কিসের রাষ্ট্র, তোমার বাপের? রাষ্ট্র শুনলেই আমার মেজাজ খারাপ হয়।
প্রিয় পাঠক। উপরোক্ত ধারনাগুলো আমাদের মনে এমন ভাবে গেথে গেছে যে আমরা কখনও এগুলোর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করি না। শুধু ভাবুন যে মাত্র ৫০ বছর আগেও এই ধারনা গুলো অস্পষ্ট ছিল। আর ১০০ বছর আগে এই একটি ধারনাও পৃথিবীতে ছিল না। এখন ইউরোপ দুনিয়া শাসন করে বইলা তার বলছে যে তাদের ধারনাগুলোই চুড়ান্ত, আমরা মুসলিমেরা বলি: বাছা মুড়ি খাও।
Tuesday, August 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
এ ঠীমের পতিবাদ ...
তাগুতি আইন আর জামাতি ইসলামের ইসলাম এক সাথে যায়না- আলহামদুল্লিহা
২০০৭-০৮-২৮ ২২:২০:০১
আমাদের সহ ব্লগারকে ধন্যবাদ, তিনি ফাইনালি এডমিট করসেন যে জামাতি ইসলামের ইসলাম পালন করতে গেলে গনতন্ত্র করা যাইবোনা।
সেনাবাহিনী ভাইন্গা দেবার জন্য সকল জামাতি ইসলামির সাপোর্টারদের আহবান জানাই কেননা ইসলামে গনবাহিনী পারমিটেড সেনাবাহিনী না।
সার্বজনীন ভোটাধিকার থাকন যাইবোন. ইসলামি আলেম দের মাথা পিচু ৫ ভোট আর হক্কলে এক ভোট। আইয়ুবের বেসিক ডেমোক্রাসি কালকা তে চালু করতে হবে। জামাতি ইসলামির সাপোর্টারদের আহবান জানাই। সংবিধান বাদ মওদুদির পুস্তক সংবিধানের কাম করব। আধুনিক জামাত রাষ্ট্রের সকল কিছু মওদুদি পুস্তিকায় আচে।
কোন মানবাধিকার নাই, জেল নাই,। চুরি করস হাত কাটা, ধর্সন করস , ধর্ষনের যন্ত্র কাটা। পাপ কে না পাপি কে নির্মুল করতে হবে। জেলে যারা আচে সকলে গনকতল করতে হবে আনলেস তারা জামাতি ইসলামের ইসলামি আন্দোলনে আন্দোলিত হ্য়ে রগ কাটায় নামসে। তাইলে তারা গাজী আর খেলাফতের সিপাহী। কোন জাতি নাই, রাষ্ট্র নাই, এক জাতি জামাতি মুসলমান, রাষ্ট্র জামাতিয়া, সংস্কৃতি জামাতি। কারো সমস্যা থাকলে বধ করা হবে। জামাতি ইসলামির সাপোর্টারদের আহবান জানাই জিহাদে আসার জন্য।
কোন মানবাধিকার নাই, সোজা হিসাব কারো কোন সমস্যা থাকলে কুরবানি দেওয়া হবে। মওদুদির পুস্তিকা পড়ো কোন সমস্যা থাকলে।
জামাতি ইসলামির ইসলাম জিন্দাবাদ
রেটিং:৪.৭/১৩
রেটিং দিতে লগ ইন করুন
* Send to your friend
* মন্তব্য লিখুন
* ১৫টি মন্তব্য
* ১০৮বার পঠিত
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:২২:৩৩
ভালো বলেচেন
comment by: ডঃ ফচটাচ বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:২৩:৩১
ছবিটা ভাল না
comment by: আমি কে বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:২৪:১২
ভালো বলেচেন
comment by: অমিত বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:২৪:২৮
যেভাবেই হোক ক্ষমতার কাছাকাছি যেতে হবে আর আর্মি দেখলেই বুটপালিশের জন্য ঝাঁপায় পরতে হবে..এইটুকু যোগ করলেই জামাতের সংবিধান হয়ে যায়।
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:২৬:৪৩
প্প্বগ্গপ্প্ম ...
comment by: জায়দান বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:২৭:২১
ইসলাম মানলে আর রাজনীতি করা লাগবে না। পাঁচায়িত হইল।
comment by: আমি কে বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:২৭:৩২
কোন শালায় কমায়, কইয়া কমা।
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:২৭:৩৬
http://www.somewhereinblog.net/blog/skyshellblog/28728310
উপরের পোষ্টের সাথে এ পোষ্টের মিল কাকতালীয় এবং পাঠকের কল্পনা প্রসুত
comment by: বহুরুপি বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:৩৫:০৫
হাতের বদলে হাত হইলে তো বেশিরভাগ রাজাকারেই লিঙ্গ কাটা পড়বো
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:৩৯:২৬
ঠিকই আছে...
comment by: নিয়মকানুন বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:৪৬:২৯
কিচুটা কারেক্ট করা হইলো
comment by: একান্ত বলেছেন :
২০০৭-০৮-২৮ ২২:৫৬:০৬
বিপ্লব দেয়া হলো ।
comment by: আসল ট্র্যাপ বলেছেন :
২০০৭-০৮-২৮ ২৩:৩৬:৪২
পাচায়িত হইলো
comment by: মেঘ বলেছেন :
২০০৭-০৮-২৯ ০০:০৯:৫৮
জামায়াতি সঙ্গম "নারী পুরুষ" নির্বিশেষে। ৫েদয়া হলো।
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-২৯ ০০:২২:০৭
ভাইজান,পোস্ট থেকে ছবি সরান।
জামাতের কুনু বড়ো নেতার ছবি পোস্টারে দেয়া হয় না।
:D
Post a Comment