২০০৭-০৮-১৭ ২০:৪০:০৯
বন্ধুর মাধ্যমে আজ লন্ডন থেকে সরকার তাসেক নামের এক ভদ্রলোকের পাঠানো একটা চিঠি হাতে এলো।বিষয় ছাগল পালনের অপকারিতা।আমি মুগ্ধ ছাগল নিয়ে তার এই বাড়তি মনোযোগের কারণে।
তার চিঠিটা নিচে হুবহু তুলে দিলাম।ছাগল যে এতো ক্ষতিকারক আমার জানা ছিলো না।
চিঠিঃ-
বরাবর
সম্পাদক মহোদয়
জনাব/জনাবা
প্রথমে আমার সালাম রইল। অত্র চিঠির সাথে আমি একখান লেখা পাঠালাম, দয়া করে আপনি এই বিষয়টি নিয়া আপনার সাংবাদিক ভাইবোনদের সাথে আলাপ আলোচনাসহ এই লেখাটি আপনার পত্রিকায় ছাপবেন।
আমি সেই ব্যক্তি যে ২০০২ ইং সালের ৫ই মে দৈনিক যুগান্তর পত্রিকার শেষ পাতায় ”ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না আজ” শীর্ষক একটি লেখা বিজ্ঞাপন আকারে ছাপিয়েছিলাম। তৎকালীন মাননীয়া প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছাগল পালন কর্মসূচীর বিপক্ষে লিখেছিলাম যে,---
১. পরিবেশের অবস্থা ভাল না, দেশে বেশী গাছের প্রয়োজন, তাই ছাগল পালন কর্মসূচী একটি আত্মঘাতি সিদ্ধান্ত।
২. ছাগল বেঁধে রাখা যায় না, অন্যের ফসল ও ছোট ছোট গাছপালা খেয়ে ফেলে, মানুষ ছাগল বেঁধে রাখে ফলে প্রতিবেশীর সাথে ঝগড়া মারামারির সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়। এই কর্মসূচি বাস্তবায়ন হলে ভবিষ্যতে আরো খারাপ হবে।
৩. একটি ছাগলের কাছ থেকে যতটুকু চামরা এবং মাংস পাওয়া যায় এবং তার যতটুকু মূল্য এবং খাদ্যের পরিমান হয় তার চেয়েও বেশী পাওয়া যাবে যতগুলি গাছের চারা খেয়ে এই ছাগলটি বড় হয়। একজনের উন্নতি এবং বাকি সবার ক্ষতি অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক পরিবেশগত দিক দিয়ে উন্নতি তো দূরের কথা ক্ষতিগ্রস্ত হবে আমাদের বাংলাদেশ।
৪. ইত্যাদি
৮ই মে ২০০২ ইং তারিখে ”আজকের কাগজ” পত্রিকার শেষ পাতায় আমার একটি সাক্ষাৎকারে লেখা ছিল ” ছাগল যে কি ক্ষতি করছে তা শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে টের পাওয়া যাবে না”। সরকারের দুরদর্শিতার অভাব আছে। এরপর বাসায় দিনে রাতে ছিল পুলিশ এর উৎপাত। টেলিফোনে ছিল হত্যার ভয় ইত্যাদি। এরপর থেকে জান বাঁচাতে লন্ডন পালিয়ে আসি। যদিও আমার স্ত্রী পুত্র লন্ডনেই ছিল।
টক থেকে
সরকার তাসেক
১৫২ ঞড়ঃঃরহমঃড়হ জড়ধফ
ইঁৎু ই২৮ ওজট
রেটিং:৫.০/৪
রেটিং দিতে লগ ইন করুন
* Send to your friend
* মন্তব্য লিখুন
* ৫টি মন্তব্য
* ৩৭বার পঠিত
comment by: এস্কিমো বলেছেন :
২০০৭-০৮-১৭ ২০:৪৫:১২
মারাত্বক বিষয়!
ছাগল তাহলে রাষ্ট্রীয় পর্যায়েও আলোড়ন তুলেছে...শাবাশ ছাগু সম্প্রদায়!
comment by: নাজিম উদদীন বলেছেন :
২০০৭-০৮-১৭ ২১:৩৬:১১
ছাগল পালে পাগলে
হাঁস পালে অন্ধে
রাইত হইলে চৈ চৈ করে কান্দে।
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন :
২০০৭-০৮-১৭ ২১:৩৭:১২
মারাত্বক বিষয়!
comment by: হোসেইন-দ্য এ টিম বলেছেন :
২০০৭-০৮-১৭ ২১:৪৯:১৯
ভুয়া কথা।ছাগল পালনে এতো অপকারিতা থাকলে কী আর কোন নরওয়েজিয়ান ভদ্রলোক ভিনদেশে আইসাও ছাগল পালত :)
comment by: মনিটর বলেছেন :
২০০৭-০৮-১৭ ২১:৫৩:৩৩
হোসেইনদ্যর কমেন্টে বিপ্লব
ফয়সাল নোই লিকেচেন।
No comments:
Post a Comment