অদ্য ব্লগ খুলিয়াই দেখি তেলেসমাতি। গতকালকের পোস্ট গায়েব। গুগল হইতে উদ্ধার করিয়া দিলাম। আবার ডিলিট। এইবার একেবারে প্রথম পাতা থিকা ব্যান। অণৃন্য দিলো। সেও ব্যান। তীতুমীর দিলো সেও ব্যান। তারপর শুরু হইলো মন্তব্যে কপিপেস্ট। এইটাও যাইবোগা মনে হয় একটু পরে।
ঘটনা হইলো এগুলা কার কাম? মডুরাম এখন ক্যাঠা? আরিল নিজে এগুলা করবো কি? কিংবা দেবরা? মনে হয় না। করার সম্ভাবনা সব মিলাইয়া দুইজনের। ছাগুরাম আর সুফীরাম। কালকে কলু মোর্শেদের লেখা দেইখা মনে হইলো সেও কোন কেউকেটা হইতারে।
তারমানে ঐখানে লগইন করাই এখন অসম্ভব হইয়া যাইবো। কিন্তু তাতে তো যেই কথা আমি আমার ডিলিট খাওয়া পোস্টে কইছি তাই সত্য প্রমাণ হয়। এইভাবে মাঠ ছাড়া তো বিপজ্জনকই। মাঠে সোজাসুজি থাকতে দিতাছে না যখন তখন ছাগুপোন্দানীর নতুন নতুন কায়দা বাইর করা ছাড়া আর উপায় কি?
Sunday, July 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment